আপনি যদি কোন ফুড এলার্জিতে অথবা বসন্তকালের হে ফেভারে ভোগেন তাহলে এর জন্য আপনি আপনার নিয়ান্ডার্থাল বা দেনিসোভান পূর্বপুরুষকে দায়ী করতে পারেন। (অতীতে আমাদের মূল পূর্ব পুরুষ আধুনিক মানুষের সাথে অন্যান্য আর্কাইক মানব প্রজাতি যেমন নিয়ান্ডার্থাল, দেনিসোভানদের মধ্যে যৌনসম্পর্ক হয়। তাই আমাদের দেহে তাদের থেকে পাওয়া বেশ কিছু জিন চলে এসেছে।) ভিন্ন প্রজাতির মধ্যে এই যৌনসম্পর্কের কারণে পাওয়া আমাদের জিনোমের সামান্য অংশ কিছু মানুষকে হাইপার এলার্ট ইমিউন সিস্টেম দান করেছে। যার ফলে তাদের শরীরে অতিরিক্ত নিরাপত্তা ব্যাবস্থা কাজ করে ও নীরিহ ও ঝুঁকিহীন পোলেন বা ফুড এর জন্য শরীর ওভাররিয়েক্ট বা করে।
ইউরোপ বংশদ্ভূত মানুষের শরীরের জিনোমের ১ থেকে ৬ শতাংশ এসেছে নিয়ান্ডারথালদের থেকে। যদিও ঠিক কোন ক্ষেত্রে মানুষ ও নিয়ান্ডারথালদের মধ্যে যৌনসম্পর্ক হয়েছিল তা আমরা এখনও জানি না, সোসাইটি ফর মলিক্যুলার বায়োলজি এন্ড ইভোল্যুশন কনফারেন্সে ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট ফর ইভোল্যুশনারি এনথ্রোপলজি এর Dr. Michael Dannemann একটি এভিডেন্স দেখান যেটা বলে, এই আর্কাইক মানুষদের (নিয়ান্ডার্থাল, দেনিসোভান ইত্যাদি মানব প্রজাতিকে আর্কাইক মানুষ বলে যারা আমাদের হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ থেকে আলাদা) থেকে পাওয়া এই ইনহেরিটেন্স আমাদের ডিএনএ কন্ট্রোলিং টোল-লাইক রিসেপ্টর (DNA controlling Toll-like receptors or TLRs) এ খুবই কমন। এটা একটা প্রোটিন যা সাম্ভাব্য বিপদে শরীরের প্রতিক্রিয়ার এর সূচনা ঘটায়।
Dannemann তার কাজটি American Journal of Human Genetics জার্নালে প্রকাশ করেন। একই এডিশনে আরেকটি পেপার ভিন্ন পথ হয়ে একই উপসংহার টানে।
Dannemann এবং পাস্তুর ইনস্টিটিউট এর Dr. Lluis Quintana-Murci উভয়েই দ্বিতীয় পেপারটির লিড অথর। তারা উপসংহার টানেন যে TLRs এর নিয়ানডারথাল ভারশন বেশি শক্তিশালীভাবে প্রকাশিত হয় যার ফলে বেশি শক্তিশালী ইমিউন রেসপন্স তৈরি হয়।
Janet Kelsi (Dannemann এর একজন কোঅথর) বলেছেন, “আমরা পেয়েছি যে মানুষের সাথে নিয়ান্ডার্থাল ও ডেনিসোভানদের মধ্যে ইন্টারব্রিডিং আমাদের আজকের জিনোমের জেনেটিক ডাইভারসিটিতে প্রভাব ফেলেছে তিনটি ইননেট ইমিউনিটি জিন এর মাধ্যমে যা হিউম্যান টোল লাইক রিসেপ্টর ফ্যামিলির অন্তর্গত।” এই এলিল এর ভেরিয়েশনগুলো TLR1 এবং TLR6 এর সাথে সম্পর্কিত যা নিয়ান্ডার্থালদের থেকে এসেছে। একটা TLR10 এলিল পাওয়া যায়। সেটা মিলে যায় দেনিসোভানদের মধ্যে পাওয়া এলিলের সাথে। দেনিসোভানরাও একটি আর্কাইক মানব প্রজাতি যারা সাইবেরিয়াতে বসবাস করত এবং আধুনিক মানুষ ও নিয়ান্ডার্থালদের সাথে ইন্টারব্রিডিং করেছিল।
Quintana-Murci বলেন, “এই ইমিউনিটি জিনগুলো কোডিং জিনোমের অন্য জিনগুলোর চেয়ে অধিক পরিমাণে নিয়ান্ডার্থাল এনসেস্ট্রি দেখায় ।”
Quintana-Murci এর এই তিনটি TLR এর কাজ ছিলো এই সম্পূর্ণ প্রোজেক্ট এর একটা অংশ মাত্র। পেপারটি আরও রিপোর্ট করে যে, ইমিউন সিস্টেমের টারগেটিং কোডিং ভেরিয়েশন এর বেশির ভাগ এডাপটেশন বা অভিযোজনই হয়েছে গত ৬,০০০ থেকে ১৩,০০০ বছরের মধ্যে যে সময়টাতে মানুষেরা হান্টার গ্যাদারার সোসাইটি থেকে কৃষিভিত্তিক সমাজে পদার্পন করেছিল।
Dannemann এবং Kelso বিলুপ্ত হিউম্যান স্পিসিজ বা মানব প্রজাতিগুলোর জেনেটিক ইনহেরিটেন্স নিয়ে ঘাটাঘাটি করেন। তার দেখেন TLR জিনগুলো অদ্ভূতভাবে হাই ফ্রিকুয়েন্সি এলিল দেখায় যা নিয়ান্ডার্থাল ও দেনিসোভান মানবের সাথে মিলে যায়।
সংক্রামক রোগগুলো মানুষের মৃত্যুর জন্য খুবই সাধারণ একটা কারণ ছিল, বিশেষ করে এন্টিবায়োটিক ও ভ্যাক্সিন আবিষ্কারের পূর্বে। আর তাই ইমিউন সিস্টেম যথেষ্ট সিলেক্টিভ প্রেশারের মধ্যে ছিল। দুর্বল ইমিউন সিস্টেমের মানুষেরা তাদের জিন পরবর্তী জেনারেশনে পাস করতে পারত না বললেই চলে। সুতরাং এই ভিন্ন মানব প্রজাতির মধ্যে হওয়া এই বিরল ইন্টারস্পিসিজ যৌনতায় উপকারী জিনগুলোই প্রবাহিত হয়েছিল।
Kelso বলেন, নিয়ান্ডারথালরা ইউরোপ ও পশ্চিম এশিয়ায় আধুনিক মানুষ আসার পূর্বে প্রায় ২০০,০০০ বছর ধরে বসবাস করেছে। তারা সেই অঞ্চলের জলবায়ু, খাদ্য আর প্যাথোজেনের সাথে খুব ভালভাবেই খাপ খাইয়ে নিয়েছিল। এই আর্কাইক মানুষের সাথে যৌনমিলনের ফলে আমরা আধুনিক মানুষেরা এই সব উপকারী এডাপটেশনগুলো লাভ করেছি। উপকারের এভিডেন্স হিসেবে Dannemann এবং Kelso খুঁজে পেয়েছেন, অন্যান্য স্পিসিজ এর এলিল নেয়া মানুষের দেহে কম পরিমাণে Helicobacter pylori ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাক্টেরিয়াগুলোর কারণে পাকস্থলিতে আলসার হতে পারে।
যদি TLR1 এবং TLR6 এর নিয়ান্ডারথাল ভারশনগুলো সম্পূর্ণভাবে উপকারী হত তাহলে এটা মানুষের জেনেটিক্সকে ডোমিনেট করত। কিন্তু সেই জিনগুলোর ইনহেরিটরদের তাদের ইমিউন প্রোটেকশন এর জন্য মূল্য দিতে হয়েছিল এলার্জির প্রতি বেশি সংবেদনশীলতার মাধ্যমে যার ফলেই সম্ভবত আজকের দিনে এই জিনের একাধিক ফর্ম টিকে আছে।
Leave a Reply