
বিশ্বকাপ শুরু হয়েছে, আর সবাই তাদের নিজেদের ভবিষ্যদ্বাণী দেয়াও শুরু করেছে। খেলাধুলার ক্ষেত্রে কিছু কিছু ভবিষ্যৎবাণী করা অনেকটা সহজ যেমন ধরুন আজকের ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ কে জিতবে, অথবা এখন যে ম্যাচটা চলছে সেটা কি ড্রাগ হবে নাকি হবে না। এর চাইতে একটু কঠিন ভবিষ্যৎবাণী হতে পারে পেনাল্টি হবে কিনা বা পেনাল্টি শটে আদৌ গোল হবে কিনা এসব। কিন্তু সবচেয়ে কঠিন যে ভবিষ্যৎবাণীটি সেটা হচ্ছে সমগ্র টুর্ণামেন্টের ওয়ার্ল্ড কাপটি কার হাতে যাবে। আর এই দুরূহ কাজটিই করে দেখিয়েছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স।
তিনটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিকগণ মিলে এ বিশেষ এআইটি ডেভলপ করেছেন। এটা করার জন্য তারা পূর্ববর্তী টুর্নামেন্টগুলোর পরিসংখ্যান গ্রহণ করেছেন। এরপর সেটা ব্যবহার করে এই বছরের প্রতিযোগিতার ফলাফল কি হবে তা বের করার জন্য এক লক্ষেরও বেশি সিমুলেশন চালানো হয়েছে। এরপর সেই সিমুলেশনের মাধ্যমে পাওয়া গেছে কোন দলের জেতার সম্ভাবনা কতটুকু।
জার্মানির Technische Universitat Dortmund, Ghent University, এবং the Technical University of Munich – এই তিনটি বিশ্ববিদ্যালয় থেকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিকে ডেভলপ করা হয়। তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পূর্ববর্তী টুর্নামেন্টগুলোর পরিসংখ্যানকে বিশ্লেষণ করা হয়েছে । গবেষণার ফলাফল ArXiv – সংরক্ষিত হয়েছে (তথ্যসূত্রে পেপারটি দেয়া আছে)। দেখা যায় পেপারটিতে বিভিন্ন গাণিতিক মডেল দেয়া হয়েছে যার মাধ্যমে এই এ.আই. তার উপসংহারে পৌঁছেছে। এখানে দেখা গেছে র্যান্ডম ফরেস্ট পদ্ধতিটিই সবচেয়ে বেশি কার্যকরী। র্যান্ডম ফরেস্ট পদ্ধতি কিভাবে কাজ করে এটা জানতে নিচের ইউটিউব ভিডিও টি দেখতে পারেন।
র্যান্ডম ফরেস্ট এপরোচ ব্যবহার করেই গবেষকদের দল সিমুলেশনগুলো তৈরি করে। অ্যালগোরিদমের মধ্যে বিভিন্ন ফ্যাক্টরকে স্ট্রেসিং করে তারা চিহ্নিত করেন যে কোন ভেরিয়েবলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন তারা আবিষ্কার করলেন, একটি দলে কি পরিমান চ্যাম্পিয়নস লিগ ফুটবলার আছে এই ভেরিয়েবলটি সে দলটি কিরকম পারফর্ম করবে তা বের করার জন্য গুরুত্বপূর্ণ, যেখানে সেই দলের কোচের জাতীয়তা কি সেটা তুলনামূলকভাবে অনেক কম গুরুত্বপূর্ণ। এরপর এক লক্ষ টি বেশি সিমুলেশন রান করে গবেষক দলটি ভবিষ্যদ্বাণী করে যে প্রথমদিকে কঠিন প্রতিদ্বন্দ্বীদের সাথে খেলে জার্মানির নক আউট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি জার্মানি কোনরকমে কোয়ার্টার ফাইনাল অব্দি চলে যায় তাহলে জার্মানি চ্যাম্পিয়ন হবার সম্ভাবনাই সব থেকে বেশি। আর যদি জার্মানি চ্যাম্পিয়ন না হয় তাহলে স্পেনের ওয়ার্ল্ড কাপ জিতবার সম্ভাবনাই সবচেয়ে থাকছে।
গবেষকগণ লেখেন, “টুর্নামেন্টের প্রতিটি আলাদা আলাদা ধাপগুলোকে পার হতে হবে এই শর্তে প্রতিটি দলের জিতবার সম্ভাবনাকে বিশ্লেষণ করে দেখা যায়, স্পেনের বিশ্বকাপ জেতার সম্ভাবনা জার্মানীর চেয়ে একটু বেশি। কারণ রাউন্ড অফ সিক্সটিন থেকে জার্মানির বের হয়ে যাবার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি। তবে জার্মানি যদি কোয়ার্টার ফাইনালে চলে যায় তাহলে এর বিশ্বকাপ নেবার সম্ভাবনা স্পেনের চেয়েও বেশি হয়ে যায়।”
এ.আই. এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিভিন্ন দলের র্যাংকিং:
অন্যদিকে দেখা যায় সৌদি আরব ইরান এবং জাপানের বিশ্বকাপ নেবার সম্ভাবনা ০ শতাংস। যদি আপনার দল কম ফেভারিট হয় তাহলে চিন্তা করবেন না। আপনি এই ভেবে আশ্বস্ত হতেই পারেন যে বিশ্বকাপ সম্পর্কে সাইকিক পিগ সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যৎবাণী দিয়েছে! এই শূকরটি ব্রেক্সিট এবং ট্রাম্পের নির্বাচনে জেতার সঠিক ভবিষ্যৎবাণী দেবার জন্য বিখ্যাত। এই সাইকিক পিগের ভবিষ্যদ্বাণী অনুসারে এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট হচ্ছে বেলজিয়াম, আর্জেন্টিনা, নাইজেরিয়া এবং উরুগুয়ে।
তথ্যসূত্র:
১। arXiv তে সংরক্ষিত পেপারটি (পিডিএফ আকারে): https://arxiv.org/pdf/1806.03208.pdf
২। র্যান্ডম ফরেস্ট এপ্রোচ সম্পর্কে জানতে দেখুন: https://youtu.be/D_2LkhMJcfY
৩। সাইকিক পিগের ভবিষ্যদ্বাণী: https://www.bbc.com/news/uk-england-derbyshire-44493221
Leave a Reply