জেনেটিক স্টাডির ফলে পাওয়া গেল আমাজন ও অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে সম্পর্ক

Amazon-shaman-Australian-Aboriginal

এই বছরের জুলাই মাসের একটি স্টাডি থেকে জানা যায়, আমাজনে বসবাসরত নেটিভ আমেরিকানরা অস্ট্রেলিয়ার আদিবাসীদের সাথে আনএক্সপেক্টেড জেনেটিক কানেকশন বহন করছে যা সাজেস্ট করে যে কয়েক হাজার বছর পূর্বে আমেরিকায় কয়েক হাজার বছর পূর্বে মাইগ্রেশন হয়েছিল যা আগে আমরা জানতাম না। Harvard Medical School এর জেনেটিক্স এর প্রোফেসর এবং এই স্টাডির সিনিয়র অথর David Reich বলেন, “এই রেজাল্টটি অবিশ্বাস্য রকমের আশ্চর্যজনক। আর্কিওলোজি ও জেনেটিক্স এর একটি শক্তিশালী ওয়ার্কিং মডেল আমাদের দেখিয়েছিল, যার প্রবক্তা কিনা আমি নিজেই, আজকের বেশিরভাগ নেটিভ আমেরিকানই আইস শিটেগুলোর দক্ষিণের একটি সিংগল পালস অব এক্সপানশন থেকে এক্সটেন্ড করেছে। আর সেটা সম্পূর্ণ সঠিক ছিল না। আমরা অরিজিনাল ডেটায় খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস মিস করেছিলাম।”

পূর্বের রিসার্চ দেখিয়েছে যে, আর্কটিক থেকে সাউদ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তের সমস্ত নেটিভ আমেরিকান এর এনসেস্ট্রি একটি একক ‘ফাউন্ডিং পপুলেশন’ থেকে ট্রেস করা যায় যাদের ফার্স্ট আমেরিকান বলা হয় যারা ১৫০০০ বছর পূর্বে Bering land bridge হয়ে প্রবেশ করেছিল। ২০১২ সালে Reich ও তার কলিগেরা এই হিউম্যান হিস্টোরি ব্যাখ্যা করেন। এক্ষেত্রে এরা দেখান যে, নর্দার্ন ক্যানাডার কিছু আদিবাসী গোষ্ঠীর ডিএনএ পর্যবেক্ষণ করে দেখা যায় যে, এখানে দুটি সাবসিকোয়েন্ট মাইগ্রেশন হয়েছিল। কিন্তু Nature জার্নালে প্রকাশিত ২১শে জুলাই এর স্টাডিটি আমাদের দেখায় যে গল্পের এখানেই শেষ নয়।

এই পেপারের ফার্স্ট অথর এবং Reich lab এর পোস্টডক্টোরাল রিসার্চার Pontus Skoglund ২০১২ এর স্টাডির সংগৃহীত জেনেটিক ডেটা নিয়ে স্টাডি করছিলেন। আর তখন তিনি ব্রাজিলের দুই একটি নেটিভ আমেরিকান গ্রুপ এবং অস্ট্রেলিয়া, নিউগিনি ও আন্দামান আইল্যান্ডের আদিবাসী গোষ্টীর মধ্যে অদ্ভূত মিল খুঁজে পেলেন। Reich জানিয়েছেন, “এটা খুবই আনএক্সপেক্টেড এবং কিছুটা কনফিউজিং রেজাল্ট ছিল। আমরা এই রেজাল্টটিকে ভূল প্রমাণের জন্য বারবার চেষ্টা করেছি আর যতই সেটা চেষ্টা করেছি এটা ততই স্ট্রং হতে থাকে।”

এরপর Skoglund ও তার কলিগেরা সহ ব্রাজিলের অনেক বিশ্ববিদ্যালয়ের রিসার্চাররা সেন্ট্রাল এবং সাউদ আমেরিকার ২১টি নেটিভ আমেরিকান পপুলেশনের জেনেটিক ইনফরমেশন এনালাইজ করেন। তারা ব্রাজিলের আরও ৯টি পপুলেশনের ডিএনএ এনালাইজ করেন। এরপর তারা এই জিনোমগুলোকে ২০০টি নন-আমেরিকান জিনোমের সাথে কম্পেয়ার করান।

দেখা গেল লিংকটি পারসিস্ট করে। Tupi ভাষী Suruí এবং Karitiana আর আমাজনের Ge- ভাষী Xavante এর জেনেটিক এনসেস্টর যেকোন প্রেজেন্ট ডে পলুলেশনের চাইতেও অস্ট্রেলিয়ান আদিবাসীদের সাথে বেশি সম্পর্কযুক্ত। সাউদ, সেন্ট্রাল বা নর্থ আমেরিকার অন্যান্য নেটিভ আমেরিকান গ্রুপে এরকম এনসেস্টরের জেনেটিক ট্রেস পাওয়া যায় না। এই এনসেস্টরের জেনেটিক মার্কার অন্য কোন পপুলেশনের সাথে ম্যাচ করে না যারা নেটিভ আমেরিকার এনসেস্ট্রিতে কনট্রিবিউট করেছিল। আর পোস্ট কলম্বিয়ান ইউরোপিয়ান, আফ্রিকান বা পলিনেশিয়ান দের সাথে নেটিভ আমেরিকানদের মিক্সচার দ্বারা এই জিওগ্রাফিক প্যাটার্নকে ব্যাখ্যা করা যায় না। লেখক বলেন, “তারা বিশ্বাস করেন যে, এদের এনসেস্ট্রি অনেক পুরনও, এমনকি ফার্স্ট আমেরিকানদের চেয়েও পুরনো। পরবর্তী মিলেনিয়াগুলোতে এন্সেস্ট্রাল গ্রুপগুলো অদৃশ্য হয়ে যায়।

Skoglund বলেন, “ইস্ট এশিয়াতে আমরা অনেক স্যাম্পলিং করেছি কিন্তু কেউ এদের মত দেখতে না। এটা একটা অজানা গ্রুপ ছিল যা আর এক্সিস্ট করে না।” দলটি এই রহস্যজনক পূর্বপুরুষ এর নাম দেন Population Y। এই নামটি রাখা হয়েছে পূর্বপুরুষ শব্দটির Tupí প্রতিশব্দ “Ypykuéra” অনুসারে। Reich, Skoglund এবং তাদের কলিগেরা প্রস্তাব করেন যে, Population Y এবং ফার্স্ট আমেরিকানরা আইস শিটস থেকে এসেছিল এবং আমেরিকার ফাউন্ডিং পপুলেশন ছিল। Skoglund বলেন, “আমরা এদের অর্ডার, টাইম সেপারেশন এবং জিওগ্রাফিকাল প্যাটার্ন সম্পর্কে এখনও কিছু জানিনা।”

রিসার্চাররা জানেন যে ফার্স্ট আমেরিকানদের ডিএনএ আজকের নেটিভ আমেরিকানদের ডিএনএ এর মতই দেখতে। কিন্তু Population Y অনেকটাই রহস্যে ঘেরা। Reich জানান, “আজকের এমাজনিয়ানের প্রায় ২ শতাংশ এনসেস্ট্রি এই অস্ট্রেলিয়ান লিনিয়েজ থেকে এসেছে যা একইভাবে অন্য কোথাও আমেরিকানদের মধ্যে নেই।”

যাই হোক, সেটা এটা এস্ট্যাবলিশ করে না যে, Population Y থেকে ঠিক কতটা এনিসেস্ট্রি তাদের মধ্যে এসেছে। যদি Population Y ১০০ ভাগ অস্ট্রেলিয়ান হয়, সেটা বরং এটা মিন করবে যে তারা আজকের আমাজনিয়ানদের মধ্যে ২ শতাংশ ডিএনএ কন্ট্রিবিউট করেছে। কিন্তু এই Population Y যদি আমেরিকায় আসার আগে ফার্স্ট আমেরিকান বা অন্যান্য গ্রুপের আথে মিক্সড হয়ে থাকে, তবে আজকের আমাজনিয়ানদের মাঝে কন্ট্রিবিউটেড ডিএনএ ৮৫ শতাংশ পর্যন্ত হায়ার হতে পারে।

এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য রিসার্চারদের Population Y এর কোন মানুষের রিমেইন থেকে ডিএনএ স্যাম্পল এনালাইজ করতে হবে। এরকম ডিএনএ এখন পর্যন্ত পাওয়া যায় নি। খোঁজার একটা জায়গা হতে পারে আরররলি নেটিভ আমেরিকানদের কঙ্কালে যাদের স্কাল অস্ট্রেলিয়ানদের স্কালের ফিচার বহন করে। এই স্কেলেটনগুলোর বেশিরভাগই পাওয়া গিয়েছিল ব্রাজিলে।

Reich এবং Skoglund ভাবছেন যে, নেটিভ ইন্ডিয়ান পপুলেশন সম্পর্কে আরও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন হল ইনিশিয়াল মাইগ্রেশনের পরে গ্রুপগুলোর মধ্যবর্তী রিলেশন নিয়ে। Reich বলেন, “আমাদের নেটিভ আমেরিকান অরিজিনের উপর একটি ব্রড ভিউ আছে। কিন্তু এই ডাইভার্সিটিতে কিভাবে এই পপুলেশন একে অপরের সাথে সম্পর্কবদ্ধ এব্যাপারে আমরা খুব কমই জানি।”

Indigenous people of Brazil
Indigenous people of Brazil

http://www.sciencedaily.com/releases/2015/07/150721134827.htm

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.