
সম্প্রতি টেক্সাস ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে প্লাবিত হওয়া ঐতিহাসিক বন্যার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম, তবে আরও বেশি মারাত্মক মৌসুমি বর্ষায় যা একই সময়ে দক্ষিণ এশিয়া প্লাবিত হয়, তাতে খুব সামান্য মনোযোগ দেওয়া হয়েছে।
সম্প্রতি এক দশকের বেশি সময় ধরে এই অঞ্চলে দেখা যায় সবচেয়ে বেশি বন্যার দ্বারা ভারত, নেপাল ও বাংলাদেশ আঘাত পেয়েছে। প্রচুর পরিমানে জল জমা হয়েছে, এই অঞ্চলে ফলে মারাত্মক আকার ধারণ করে, এখন পর্যন্ত প্রায় ১২ শ মানুষ মারা যায়, ৪০ মিলিয়ন বাস্তুহারা হয়। অবকাঠামো ও কৃষিকাজের প্রচুর ক্ষতি হয় এবং জল সড়ে যাওয়ার পরও দীর্ঘসময় ধরে দক্ষিণ এশিয়ায় এর প্রভাব থেকে যায়।

বন্যার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমের কারণে সৃষ্ট হওয়া এ পর্যন্ত শুধু বাংলাদেশেই প্রায় ৩০ কোয়াড্রিলিয়ন লিটার জল পতিত হয়। এবার আপনি তুলনা করুন হিউস্টনে পতিত হওয়া ৮৬ ট্রলিয়ন লিটার জলের সাথে। শুধু জলই বৃদ্ধি পায় নি সাথে নেপালে ভূমিধস, বাংলাদেশে গ্রামের পর গ্রাম বিলিন হওয়া এবং ভারতে বিল্ডিং ধ্বংস হওয়াও কম নয়। তাই যতটা সম্ভব বলা যায় এইসব অবস্থায় সাধারণ জীবনের অনেক ক্ষতি হয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশের এক তৃতীয়াংশ জলের নিচে আছে আর এটা মনে হচ্ছে না যে যেকোন সময় দ্রুত এটা হতে মুক্তি মিলবে। সেপ্টেম্বরের শেষের দিকে আশা করা যাচ্ছে যে বর্ষাকাল থাকবে না, কিন্তু জল সরে যাওয়ার পরও অনেক সমস্যা রয়ে যাবে এবং তাতে বাংলাদেশকে মোকাবিলা করতে হবে।
সেভ দ্যা চিল্ড্রেন এর সিইও থমাস চ্যান্ডি যিনি এই অঞ্চলে কাজ করেন, তিনি বলেছেন, “যদিও বন্যার জল কিছু এলাকা হতে সরে যাচ্ছে, তাতে কিছুটা স্বস্তি। প্রচলিত পুনরুদ্ধারের অপারেশন শুধুমাত্র মাত্র শুরু। চ্যালেঞ্জ এখন কলেরা বা ডায়রিয়া মত রোগের সম্ভাব্য প্রাদুর্ভাব প্রতিরোধ করা। “
আরো বলা যায় যেহেতু বর্ষার শুরুতেই শষ্যের চারা রোপনের সময় এবং কৃষক ধানের চারা রোপন করে প্রায় ৪৪০ হাজার হেক্টর কৃষিজমি বন্যায় সব ধানের চারা ধুইয়ে নিয়ে যায়। ফলে আগামি সপ্তাহ ও মাসগুলোতে খাদ্যের চাহিদার সমস্যা হতে পারে।
সামান্য মেয়াদের চেয়ে বেশী সময় ধরে হলেও চরম বন্যাটির প্রভাব চলতেই থাকে। ১৮ হাজার স্কুল বন্ধ হয়ে যায়, এর অর্থ প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন শিশুর পড়ালেখা বন্ধ হয়ে যায়। অনেকবারই দেখানো হয়েছে যে পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে হতে অনেক শিশুই পড়ালেখার বাইরে থেকে যায়।
এমনকি যখন বন্যার জল নেমে গেলেও আশপাশের পরিস্থিতি আরো কঠিন হয়। তাতে যারা গরীব ছিল তার ধ্বংস হয়ে যায়, আর যারা অতটা খারাপ অবস্থায় ছিল না তারাও দারিদ্রসীমার নিচে চলে আসে।
তথ্যসূত্রঃ
- http://www.iflscience.com/environment/unprecedented-hurricane-harvey-worst-disasters-us-history/
- http://www.independent.co.uk/voices/houston-texas-floods-storm-harvey-south-east-asia-wont-hear-a7920381.html
- https://www.theguardian.com/world/2017/aug/30/mumbai-paralysed-by-floods-as-india-and-region-hit-by-worst-monsoon-rains-in-years
- https://blogs.savethechildren.org.uk/2017/08/millions-across-south-asia-hit-by-worst-floods-in-a-decade/
- https://www.theguardian.com/world/2017/aug/31/south-asia-floods-fears-death-toll-rise-india-pakistan-mumbai-building-collapses
Leave a Reply