নারীদের মস্তিষ্ক পুরুষের তুলনায় বেশী সক্রিয়

ছবিতে দেখানো মস্তিষ্কের লাল রং দেয়া অঞ্চলে নারীদের ক্ষেত্রে অধিক রক্তপ্রবাহিত হয়। এগুলোর মধ্যে আছে সিংগুলেট জাইরাস এবং প্রিকিউনিস। অন্যদিকে নীল রং দ্বারা চিহ্নিত অঞ্চলে পুরুষের ক্ষেত্রে বেশি রক্ত প্রবাহ হয়। এই অঞ্চলের মধ্যে রয়েছে সেরেবেলাম

এই নতুন গবেষণাটি করা হয় ৪৬০৩৪ জনের মস্তিষ্ক স্ক্যান করে। এতে পুরুষ ও নারীর মস্তিষ্কের একটিভিটি বা সক্রিয়তার পার্থক্য নির্ণয় করা হয়। বিশেষ করে মানসিক অবস্থার সুস্পষ্ট দিকগুলো কিভাবে কাজ করে তা দেখার জন্য গবেষণাটি করা হয়।

এর মানে এই নয় যে নারীদেরকে স্মার্ট বা গভীর-চিন্তাবিদদের লেবেল দেওয়া যেতে পারে, তবে লিঙ্গ ভিত্তিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে আলঝেইমার এবং পারকিনসন মত মস্তিষ্কের রোগ চিকিত্সার সুরাহা দিতে পারে।

আলঝেইমার’স ডিজিজ জার্নালের রিপোর্ট অনুযায়ী ফলাফলে দেখা যাচ্ছে যে পুরুষের তুলনায় সুস্থ নারীদের মস্তিষ্কের অনেক অঞ্চলের একটিভিটি উল্লেখযোগ্যভাবে বেশী, মস্তিষ্কে নির্দিষ্ট অঞ্চলে রক্ত প্রবাহের শর্তাবলী অনুযায়ী। তবে, সুস্থ পুরুষদের মস্তিষ্কের নির্দিষ্ট এলাকায় উল্লেখযোগ্যভাবে উচ্চ স্তরের একটিভিটি দেখানো হয়েছে।।

প্রধান লেখক এবং মনোবিজ্ঞানী ড্যানিয়েল জি আমেন যিনি ক্যালিফোর্নিয়ার ‘আমেন ক্লিনিক-এর প্রতিষ্ঠাতা’ একটি বিবৃতিতে বলেন, “এই লিঙ্গ ভিত্তিক মস্তিষ্কের পার্থক্য বুঝতে সাহায্য করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা। মস্তিষ্কের রোগ যেমন আলঝেইমার রোগের জন্য লিঙ্গ-ভিত্তিক ঝুঁকি বোঝার জন্য আমরা পুরুষদের এবং মহিলাদের মধ্যে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগত পার্থক্যগুলো চিহ্নিত করেছি।”

গবেষকরা রক্ত প্রবাহকে পরিমাপের জন্য SPECT (সিঙ্গেল ফোটন ইমিশন কম্পুটেড টমোগ্রাফি) কৌশল ব্যবহার করে মস্তিষ্কের স্ক্যানগুলো দেখিয়েছেন, যা মস্তিষ্কের কার্যকলাপ নির্দেশ করে।

গবেষণায় অনুযায়ী দেখা গেছে এই কৌশলটি মহিলাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বেশি সক্রিয় যা প্রবৃত্ত নিয়ন্ত্রণ ও ফোকাসের সাথে যুক্ত মস্তিষ্কের অংশ, ও পাশাপাশি মেজাজ এবং উদ্বেগ স্তরের সাথে যুক্ত লিম্বিক সিস্টেমও দেখিয়েছে। তারা বলে যে নারীরা কেন আরও বেশি সহানুভূতি, স্বজ্ঞা এবং আত্ম-নিয়ন্ত্রণ এর প্রবণতা প্রদর্শন করে তা ব্যাখ্যা করতে পারে। অন্যদিকে, পুরুষদের মধ্যে মস্তিষ্কের ভিজ্যুয়াল ও সমন্বয় কেন্দ্র আরো সক্রিয় দেখানো হয়েছে।

লাফ দিয়ে উপসংহারে পৌঁছানোর আগে এই গবেষণার সাথে কিছু বিষয় বিবেচনার আছে। নমুনাগুলোর অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠতা কিছুটা মানসিক অবস্থা বিষয় ছিল যেমন ব্রেইন টিউমার, বাইপোলার ডিসওর্ডার, মানসিক ডিসওর্ডার, সিজোফ্রেনিয়া/মানসিক রোগ, অথবা attention deficit hyperactivity disorder (ADHD) । মস্তিষ্ক স্ক্যানের হাজার জনের মধ্যে মাত্র ১১৫ জন্য সম্পূর্ণ সুস্থ ছিল। এর অর্থ হলো নমুনা মোটামুটি স্বাভাবিক জনসংখ্যার সম্পূর্ণ প্রতিনিধিত্ব ছিল না, যদিও গবেষণাটি দাবী করে, “ফলাফলগুলো সুস্থ এবং ক্লিনিক্যাল জনসংখ্যার মধ্যে উল্লেখযোগ্য লিঙ্গ পার্থক্য প্রদর্শিত হয়েছে”।

অন্য নোটে এই একই ফিল্ডের অন্যদের কাছে আমেন’স এপ্লিকেশন আগের কিছু SPECT ইমেজিং প্রেক্টিজ সন্দেহের আওতায় এসেছে।

তবুও, গবেষকরা বলেন তাদের ফলাফল ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে ‘কেন পুরুষ এবং মহিলাদের মধ্যে নির্দিষ্ট মানসিক অবস্থায় তারা ঝুঁকিপূর্ণ’। উদাহরণস্বরূপ, গবেষণা লেখক বলছেন যে মহিলাদের আলঝেইমার রোগ, বিষণ্নতা, উদ্বেগ এবং খাওয়ার রোগের ঝুঁকি বেশি। তবে, ADHD এর বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ঝুকি আছে।

আলঝেইমার’স ডিজিজ জার্নালের এর প্রধান সম্পাদক ডঃ জর্জ পেরি বলেন, “যথাযথভাবে মস্তিষ্কের কার্যকারিতার মধ্যে লিঙ্গ পার্থক্যের শারীরিক এবং কাঠামোগত ভিত্তিটি আলঝেইমের রোগ ও আমাদের সঙ্গীদের বুঝতে উদ্দীপ্ত করবে”।

তথ্যসূত্রঃ

  1. http://content.iospress.com/articles/journal-of-alzheimers-disease/jad170432
  2. http://www.sciencealert.com/women-s-brains-are-more-active-than-men-s-shows-a-new-study?utm_source=Facebook&utm_medium=Branded+Content&utm_campaign=ScienceNaturePage
  3. http://www.webmd.com/daniel-g-amen
  4. https://www.sciencedaily.com/releases/2017/08/170807120521.htm
  5. https://www.washingtonpost.com/lifestyle/magazine/daniel-amen-is-the-most-popular-psychiatrist-in-america-to-most-researchers-and-scientists-thats-a-very-bad-thing/2012/08/07/467ed52c-c540-11e1-8c16-5080b717c13html?utm_term=.fffc2802cc2b

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.