ইথিওপিয়ার একটি গুহায় ৪৫০০ বছর আগের পুরোন একটি কঙ্কালের ডিসকাভারির ফলে প্রথমবারের মত একটি এনশিয়েন্ট আফ্রিকান জিনোম পাওয়া সিকোয়েন্সড করা সম্ভব হয়েছে। হাড় থেকে প্রাপ্ত ডিএনএ সাজেস্ট করছে যে, কয়েক হাজার বছর আগে মিডিল ইস্টার্ন মানুষের আফ্রিকাতে অনেক বড় মাইগ্রেশন হয়েছিল যা এনশিয়েন্ট হিউম্যান হিস্টোরিকেই পালটে দেয়।
উষ্ণ আবহাওয়ায় মানুষের রিমাইন্স বা কঙ্কালের ফ্রেজাইল বা ভঙ্গুর নেচারের জন্য এনশিয়েন্ট আফ্রিকান বডি থেকে যেকোন রকমের ডিএনএ পাওয়াই অনেক কঠিন কাজ। কিন্তু Mota সেটা চেঞ্জ করে দিয়েছে। একজন হান্টার-গ্যাদারার মানুষের এনশিয়েন্ট স্কেলেটন যা কিনা ৪৫০০ বছর পুরোনও তা পাওয়া গেল ২০১২ সালে একটি গুহায় সাউদওয়েস্টার্ন ইথিওপিয়ার হাইল্যান্ডে। কেভের নাম অনুসারে কঙ্কালটার নাম রাখা হয় Mota. এতদিন যাবার পরও Mota এর কোনরকম ক্ষতি হয় নি কারণ তাকে সমাধিস্থ করা হয় শীতল ও শুষ্ক পরিবেশে। আর তাই বিজ্ঞানীরা যখন তার পেট্রাস বোন (petrous bone – কানের জাস্ট নিচেই পাওয়া যায়) নিয়ে টেস্ট করছিল তখন তারা সেখান থেকে ডিএনএ সংগ্রহ করতে সক্ষম হন।
স্টাডির কো-অথর University of Cambridge এর Dr. Andrea Manica জানিয়েছিলেন, ” আমরা খুব হাই কোয়ালিটি আনড্যামেজড ডিএনএ সংগ্রহ করতে পেরেছি যা দিয়ে সমস্ত জিনোমই রিকন্সট্রাক্ট করা সম্ভব।”
এই মাইলস্টোন ফাইন্ডিংটি সম্প্রতি Science জার্নালে প্রকাশ করা হয়েছে। এর এবস্ট্রাক্টে লেখা, “আমরা এই জিনোমকে এটা ডেমনস্ট্রেট করতে ব্যবহার করেছি যে, নিওলিথিক ফার্মারদের সাথে ক্লোজলি রিলেটেড একটি পপুলেশন থেকে ইউরেশিয়ানরা আফ্রিকায় ফিরে এসেছিল যারা ৪০০০ বছর আগে ইউরোপে কলোনাইজড ছিল। এই ব্যাকফ্লো এর এক্সটেন্ট আগের ধারণার চেয়ে অনেক বেশি আর এরা সেন্ট্রাল, ওয়েস্ট ও সাউদার্ন আফ্রিকাতে পৌঁছে গিয়েছিল।”
Mota এর জিনোম থেকে দেখা গেছে যে তার বিশুদ্ধ আফ্রিকান ডিএনএ রয়েছে। এর অর্থ হল তার পূর্বপুরুষেরা কখনই আফ্রিকা ত্যাগ করেনি। সায়েন্টিস্টরা বিশ্বাস করে যে, মডার্ন হিউম্যান (homo sapiens) আফ্রিকা থেকে প্রথম মাইগ্রেটেড হয়েছিল ৬০,০০০ থেকে ১২৫,০০০ বছর আগে। নতুন জেনেটিক ইনফরমেশনকে যখন আধুনিক আফ্রিকান জিনোমের সাথে কম্পেয়ার করা হল তখন দেখা গেল, Mota এরে মৃত্যুর ১৫০০ বছর পর আফ্রিকার জেনেটিক ফ্রেমওয়ার্ক পরিবর্তিত হয়ে গিয়েছিল। এটা আমাদের সাজেস্ট করে যে, আফ্রিকাতে ৩০০০ বছর আগে একটা বিশাল বড় রকমের মাইগ্রেশন হয়েছিল। আর সায়েন্টিস্টগণ এখনও অবাক হয়ে ভাবছেন এটা আসলে কেন হয়েছিল।
কেন লোকগুলো জার্নি শুরু করেছিল এটা সায়েন্টিস্টদের কাছে পরিষ্কার না। Smithsonian magazine এ লেখা হয়েছে, সে সময় মাইগ্রেশন ঘটার মত কোন কোন মেজর ইনসিডেন্ট বা ক্লাইমেট চেঞ্জ এর কোন এভিডেন্স পাওয়া যায় নি।
আর্কিওলজিস্টদের একটি দল এবং সাউদইস্ট ইথিওপিয়ার Gamo উপজাতির কিছু মানুষ হাইল্যান্ডে Mota গুহা খুঁজে পান। এটা ১৪ মিটার প্রশস্ত ও ৯ মিটার উঁচু ছিল। এক্সক্যাভেশনের সময় তারা একটি এডাল্ট মেল এর স্কেলেটন উদ্ধার করেন। রেডিওকার্বন ডেটিং এর মাধ্যমে জানা যায় এটা ৪৫০০ বছর পূর্বের, অর্থাৎ প্রস্তাবিত ইউরেশিয়ান মাইগ্রেশনের পূর্বের।
এই রেজাল্টটি শুধুমাত্র এটাই মিন করে না যে মডার্ন আফ্রিকানদের আমাদের আগের ধারণার চেয়েও বেশি পরিমাণে এইউরেশিয়ান এনসেস্ট্রি আছে, এটা এনশিয়েন্ট গ্রুপগুলোর মুভমেন্ট সম্পর্কেও আমাদের আরও বেশি পরিষ্কার আইডিয়া দেয়।
Mota আফ্রিকার জেনেটিক্স এর একটা নতুন বেজলাইন এস্ট্যাবলিশ করে দিল। ইউরেশিয়ান জেনেটিক্স এর ফ্লো ৩০০০ বছর আগে আফ্রিকায় যে সোর্স থেকে এসেছিল সেই একই সোর্স নিউলিথিক এক্সপেনশনকে নেয়ার ইস্ট থেকে ইউরোপে পাঠিয়েছিল। এটা প্রোপজ করে যে,ফারমারদের ডিরেক্ট উত্তরসুরিরা, যারা ইউরোপে কৃষি নিয়ে এসেছিল তারা হর্ন অব আফ্রিকাতেও (জিবুতি, ইরিত্রিয়া, সোমালিয়া ও ইথিওপিয়া এর একটি অংশ) ফুড প্রোডাকশনের নতুন ফর্ম নিয়ে আসে। এই আর্কিওলজিকাল ডিসকাভারি ও এডভান্সিং টেকনোলজিগুলো মানুষের এনশিয়েন্ট অরিজিনের অনেক রহস্যেরই সমাধান করে দিল।
সম্প্রতি জেনেটিক স্টাডি জিনোম এবং বিভিন্ন গ্রুপের এনসেস্ট্রি সম্পর্কে অনেক তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। এই বছরের রিসার্চ আমাদের দেখিয়েছে এমাজনের নেটিভ আমেরিকানরা অস্ট্রেলিয়ার আদিবাসীদের সাথে একটি আনএক্সপেক্টেড জেনেটিক কানেকশন বহন করে, যা কয়েক হাজার বছর পূর্বের অজানা মাইগ্রেশনের ওয়েভকে সাজেস্ট করে।
http://www.sciencemag.org/content/early/2015/10/07/science.aad2879
Leave a Reply