স্মৃতি মুছে দেবার মাধ্যমে উদ্বিগ্নতা সারানোর উপায় আবিষ্কৃত হল

শামুক নিয়ে করা সাম্প্রতিক একটি বলছে, যেসব স্মৃতি উদ্বিগ্নতা এবং পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিজর্ডার (পিটিএসডি) তৈরি করে সেগুলোকে মুছে দেয়া হয়তো সম্ভব। কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার (CUMC) এবং ম্যাকগিল ইউনিভারসিটির গবেষকগণ এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। গবেষণাটি কারেন্ট বায়োলজি  জার্নালে প্রকাশিত হয়েছে।

স্মৃতি বা মেমরি দুই প্রকার। লং টার্ম ও শর্ট টার্ম মেমোরি। যেসব মেমোরি দীর্ঘ দিন ধরে স্মৃতিতে থেকে যায় সেগুলো হল লং টার্ম মেমোরি। উদ্বিগ্নতা ও পিটিএসডি এই মেমোরির পক্ষেই তৈরি করা সম্ভব। লং টার্ম মেমরি তৈরির একটি উপায় হচ্ছে মস্তিষ্কের মধ্যকার নিউরোনগুলোর মধ্যবর্তী সংযোগ শক্তিশালী হওয়া। নিউরোনগুলোর মধ্যবর্তী সংযোগের শক্তি বৃদ্ধি পাওয়া ও সময়ের সাথে এরকমভাবেই থাকার মধ্য দিয়ে লং টার্ম মেমোরি তৈরি হয়। এই সংযোগগুলো দুর্বল করার মাধ্যমে হয়তো নির্দিষ্ট স্মৃতিকে পরিবর্তন করা সম্ভব।

এই গবেষণায়, গবেষকগণ দুটো সেন্সরি নিউরনকে উত্তেজিত করে যেগুলো সামুদ্রিক শামুক Aplysia তে একটি একক মোটর নিউরন দ্বারা সংযুক্ত ছিল। উদ্দেশ্য ছিল দুটো স্মৃতি তৈরি করা। এদের একটি হবে এসোসিয়েটিভ – অর্থাৎ, একটি নির্দিষ্ট ঘটনার সাথে এটি সম্পর্কযুক্ত। আরেকটি ছিল নন-এসোসিয়েটিভ, যা একটি ঘটনার সাথে পরোক্ষভাবে যুক্ত কোন বিষয় নিয়ে তৈরি।

গবেষকগণ এই দুইরকম স্মৃতির একটি উদাহরণ দেন। ধরুন, আপনি একটি অন্ধকার গলি দিয়ে হেঁটে যাচ্ছেন, এরকম সময় আপনাকে অপহরণ করা হল। আর আপনাকে অপহরণ করে নিয়ে যাবার সময় আপনি একটা পোস্ট বক্স দেখলেন। আপনার মধ্যে এই অপহরণ করে নেবার যে স্মৃতিটি তৈরি হল তা হচ্ছে এসোসিয়েটিভ মেমোরি। আর পরবর্তীতে পোস্ট বক্সটি দেখার যে স্মৃতিটি তৈরি হল তা হচ্ছে নন-এসোসিয়েটিভ মেমোরি। এই পোস্ট বক্স দেখার স্মৃতিটি আপনাকে অপহরণের স্মৃতিটি মনে করিয়ে দিতে পারে।

CUMC গবেষক এবং গবেষণার কো-অথর স্যামুয়েল শাখার বলেন, “আমি যে উদাহরণটি দিতে চাই, আপনি যদি একটি অপরাধপ্রবণ এলাকার একটি শর্টকাট অন্ধকার গলি দিয়ে যান এবং তারপর আপনাকে অপহরণ করা হয়, আর সেই অপহরণ করার সময় আপনি যদি পাশে একটা মেইলবক্স দেখতে পান, তাহলে পরবর্তীতে আপনি কখনও কোন কিছু মেইল করতে গেলে উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন।”

গবেষকগণ আবিষ্কার করেন দুটো ভিন্ন ধরণের প্রোটিন কিনেস এম (PKM) অণুর একটিকে ব্লক করে দিয়ে শামুকের মস্তিষ্কে এসোসিয়েটিভ এবং নন-এসোসিয়েটিভ মেমোরিগুলোর সংযুক্তিকে মুছে দেয়া যায়। এই অণুগুলো প্রত্যেকটি কানেকশন বা সংযুক্তিকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ। এসোসিয়েটিভ এবং নন-এসোসিয়েটিভ মেমোরির জন্য এই অণুর দুটো ভিন্ন ধরণ জড়িত। এসোসিয়েটিভ মেমোরির জন্য PKM Apl III এবং নন-এসোসিয়েটিভ মেমোরির জন্য PKM Apl I অণু জড়িত। PKM এর অন্যান্য ধরণের অণুকে ব্লক করার মাধ্যমেও স্মৃতি মুছে দেয়া যেতে পারে।

যদিও এই গবেষণাটি শামুকের উপর প্রয়োগ করা হয়েছে, গবেষকগণ বলেছেন এই পদ্ধতিটি মানুষের স্মৃতি মুছে দেবার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে কারণ মানুষের মধ্যেও একই রকমের PKM প্রোটিন রয়েছে যা মানুষের লং টার্ম মেমোরি তৈরিতে ভূমিকা পালন করে।

এর মাধ্যমে আপনি নিশ্চই আপনার মস্তিষ্ক থেকে যা খুশি তাই মুছে দিতে পারবেন না, যেমন কোন বই বা চলচ্চিত্রের শেষের অংশ। কিন্তু যাদের স্মৃতি তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ক্ষতিকর প্রভাব ফেলে তাদের বেলায় এই পদ্ধতি কিছু সমাধান দিতে পারে।

CUMC এর গবেষক এবং গবেষণার আরেকজন কো-অথর জিয়ানগিউয়ান হু বলেন, “স্মৃতি মুছে দেয়ার এই পদ্ধতিটি মালএডাপটিভ সাইকোলজিকাল রেসপন্স তৈরিকারী নন-এসোসিয়েটিম মেমোরি মুছে দেয়ার মাধ্যমে পিটিএসডি এবং এনজাইটি ডিজর্ডার সারিয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই আবিষ্কারকে কাজে লাগিয়ে এমন ওষুধ তৈরি করতে পারি যা অতীতের স্বাভাবিক মেমোরিকে কোনভাবে প্রভাবিত না করেই ব্যক্তির উদ্বিগ্নতাকে সারিয়ে তুলতে পারে।”

 

তথ্যসূত্র:

  1. http://www.cell.com/current-biology/fulltext/S0960-9822(17)30647-4
  2. http://www.differencebetween.com/difference-between-associative-and-vs-non-associative-learning/
  3. http://newsroom.cumc.columbia.edu/blog/2017/06/22/select-memories-can-erased-leaving-others-intact/
  4. https://www.livescience.com/13063-molecule-memory-enhance-erase-110203.html

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.