যতক্ষণ সময় আপনি ফেসবুকে ব্যয় করেন, আপনি হয়তো এর জন্য কোন চার্জ দিচ্ছেন না, কিন্তু আপনি মূলত এর জন্য মূল্য দিচ্ছেন আপনার ব্যক্তিগত তথ্যের বিনিময়ে।
এই কারনে আপনার ডেটা বিজ্ঞাপনদাতাদের জন্য বেশ মূলব্যান। যখন কোন পণ্যের বাজার খোঁজার বিষয় এবং পণ্যকে নিখুঁতভাবে পরিচালনার বিষয় আসে, তখন আমরা আমাদের ব্যক্তিগত সকল তথ্য সোনার খনির মতো কাজে লাগে। ফেসবুক এই তথ্য গুলো দিয়ে টার্গেটড বাজারি বিজ্ঞাপনদাতাদের সাহায্য করে।
দুর্ভাগ্যের বিষয় হলো খুব বেশী মানুষ এটা বুঝতে পারেন না কারণ এগুলো ফেসবুক ওয়েবসাইটে লুকানো থাকে।
ProPublica একটি গুগল ক্রোম এক্সটেনশন তৈরি করেছে যেটি ব্যবহারকারীদের এগুলো দেখতে সাহায্য করে, কতখানি তথ্য আপনার ফেসবুকে আছে এটা আপনি এই এক্সটেনশন এর মাধ্যমে দেখতে পারবেন। এটা তাদের অনগোইং সিরিজের একটা অংশ যা অনলাইন ব্যবহারকারীদেরকে একটি এলগরিদম বা ডেটাপুল সম্পর্কে ধারণা দেয় যা আপনার তথ্যগুলোকে বুঝতে, বিশ্লেষণ করতে এবং দেখভাল করতে সক্ষম।
এক্সটেনসনটি এদের কাছে থাকা আপনার তথ্যের সঠিকতা কিরকম তার সম্পর্কে একটা রেটিং করার অনুমোদন দেয়, এবং তাদের কাছে থাকা আপনার এসব তথ্য দেখতে পেয়ে আপনার কিরকম লাগছে সেই ফিডব্যাকও আপনি দিতে পারেন। কিন্তু ভয় পাবেন না, তারা বলেছে যে আপনাকে সন্তাক্ত করা যায় এরকম কোন তথ্য তারা সংগ্রহ করে না এবং কোন তথ্যই তারা থার্ডপার্টিকে শেয়ার করে না।
আপনি এই এক্সটেনশনটিকে ক্রোম স্টোর থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। বিকল্প হিসেবে আপনি যেসব তথ্য ফেসবুক দিয়েছেন আপনার সম্পর্কে তা জানতে দেখতে পারেন facebook.com/ads/preferences এখানে ক্লিক করে।
আপনার এড প্রিফারেন্সে গিয়ে আপনি দেখতে পারেন সেসব থিমগুলো যেগুলো ফেসবুকের ধারনা অনুযায়ী আপনি পছন্দ করতে পারেন এবং অদূর ভবিষ্যতে আপনি সেই সকল বিজ্ঞাপনগুলোই দেখবেন। আপনি কোন পেইজ, কার্যক্রম বা কোন ফেইসবুক আইডিদের সাথে বেশি ইন্টারেক্ট করছেন সেইসব তথ্যের উপর ভিত্তি করে এই এলগরিদমগুলো বুঝতে পারে আপনি ঠিক কোন বিষয়গুলো ভালবাসেন, আপনার কোন ধরণের গান শুনতে ভাল লাগে, আপনি কোন ধরণের খেলা বেশি পছন্দ করেন ইত্যাদি ইত্যাদি। ফেসবুকের এই ডেটাগুলোর সাথে এর অন্যান্য পার্টনারিং এপস যেমন হোয়াটসএপ, ইনস্টাগ্রামও সংযুক্ত।
গতমাসে নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে ফেসবুক আপনাদের রাজনৈতিক পক্ষপাতের বিষয়টিকেও নিয়ে এসেছে। আপনি যদি আমেরিকায় থাকেন, আপনি “ইন্টারেস্ট” ট্যাবের হেডারে চেপে “লাইফস্ট্যাইল এন্ড কালচার” অপশনটি পাবেন। এরপর “ইউএস পলিটিক্স” বক্স পাবেন এবং দেখতে পাবেন যে আপনি লিবারেল, মডারেট নাকি কনজার্ভেটিভ তা এটি আপনাকে জানিয়ে দিচ্ছে!
তথ্যসূত্র:
https://www.facebook.com/ads/preferences/
http://www.nytimes.com/2016/08/24/us/politics/facebook-ads-politics.html?_r=0
Leave a Reply