না, আপনার বুদ্ধিমত্তা আপনি কেবল আপনার মায়ের থেকেই পান নি

একটা নতুন গবেষণায় দেখাচ্ছে, শিশুদের মুদ্ধিমত্তা তাদের মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে পায়, বাবার থেকে নয় । স্পষ্টত এমন কিছু বলেছে ‘দ্যা ইন্ডিপেন্ডেন্ট’ প্রতিবেদনে। গবেষকদের দাবীতে পাওয়া যায় মুদ্ধিমত্তার জিনগুলো থাকে এক্স ক্রোমোজোমের মধ্যে। আমরা জানি মায়েরা বা নারীরা দুইটা এক্স ক্রমোজোম বহন করে, আর পুরুষেরা মাত্র একটা। শুধু এটাই নয়, তারা দাবী করেন বুদ্ধিমত্তার জিনগুলো পুরুষ এক্স ক্রোমোজোমে নিষ্ক্রীয় থাকে।

একটি পূর্বের গবেষণার প্রতিবেদনে বলা হচ্ছে যে, মায়ের এক্স ক্রোমোজোমে থাকার সময় কিভাবে জিনগুলো ডেভেলপ করে তা নিয়ে কথা বলা হয়, যখন বাবার ক্রোমোজম নিষ্ক্রিয় থাকে। জিন সক্রিয় এবং নিস্ক্রিয় এটা স্বাভাবিক যেহেতু আমাদের ২৩ জোড়া ক্রোমোসমেই একই ধরণের জিন থাকে। শুধু মাত্র রূপগুলো ভিন্ন থাকে। এটা আংশিক ব্যর্থ নিরাপত্তা পদ্ধতি যাতে আপনি কৌশলি জিন দুর্ঘটনাবশত একটা ক্রমোসমে যদি উত্তরাধিকার সুত্রে গ্রহণ করে, সুযোগ থাকতে যে সংশ্লিষ্ট ক্রমোসম জোড়ার মধ্যে স্বাস্থ্যকর ভার্সনটি ধীরে ধীরে চলে আসবে। দুর্ভাগ্যবশত, এসব যত সহজে প্রতিবেদনে বলা হয়েছে ঠিক এতটা সহজ নয়।

ফোর্বস ইতোমধ্যে প্রতিবেদনে এমন কিছু নাকচ করে দিয়ছে। আমাদের প্রত্যেকেরই এক্স ক্রোমোজোম আছে যেগুলো আমরা আমাদের মায়ের থেকে পাই, কিন্তু বিষয়টি হলো আপনাদের মায়ের একটা এক্স ক্রমোসম পাওয়া তার বাবার কাছ থেকে। কারণ পুরুষের কাছ থেকে যদি এক্স ক্রোমোজোম সন্তানটি পায় তাহলে সেই সন্তান মেয়ে হবে এবং ওয়াই ক্রমোসম পেলে ছেলে। এভাবেই লিঙ্গ নির্ধারণে কাজ করে (মানুষের ক্ষেত্রে অন্তত)। শুধু তাই নয়, ক্রোমোজোম সেট বা অপরিবর্তিত সত্ত্বা, অবস্থায় থাকে না যেহেতু তারা ডিএনএ এর কিছুটা ফ্রিকোয়েন্টিলি পরিবর্তন ঘটে এবং জিন গুলো তাদের মধ্যে লিঙ্গ কোষগুলোর গঠনের সময় ক্রসওভার ক্রমোসম হিসেবে পরিচিত । এটাই বৃহত্তর জিনগত বৈশিষ্ট্যের জন্য কাজ করে এবং এর মানে দ্বারালো জিন গুলো একটা ক্রমোসমে প্রয়োজনমাফিক থাকে না।

পরবর্তী গল্পটা যখন কিছু গবেষণা নির্দেশনা দেয় এটা সবচেয়ে আচরণগত বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়ার একটি, আরো কিছু উপকরণ আছে একজনের বুদ্ধিমান হওয়ার সেগুলো এখনো অজানা। বুদ্ধিমত্তার উত্তরাধিকার জিনগত হতে প্রাপ্ত ভিন্নতার তারতম্যের অনুপাতের দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। ভাবা হয় বড়দের ক্ষেত্রে ০.৭৫ । এর অর্থ দুই জনের জিনের কারনে তাদের বুদ্ধিমত্তার পার্থক্য ৭৫% যদিও তারা দুইজনেই একই পরিবেশের থাকে। যেহেতু আমরা জানি আমরা প্রত্যেকেই একই পরিবেশে থাকি না উদাহরণস্বরুপ যেমন অপুষ্টি, রোগ বড় ধরনের ভূমিকাল পালন করতে পারে।

আপাতদৃষ্টিতে সহজ বৈশিষ্ট্যের কিছু যেমন উচ্চতা একটি অগন্য জিনের কারনের এগুলো নিয়ন্ত্রিত, যেটা সম্পর্কে আমাদের এখনো পরিপূর্ণভাবে জানা নেই। এর চেয়ে বুদ্ধিমত্তার বিষয় অনেক বেশী জটিল, তাই জিনের একটি সেট থাকা মায়ের এক্স ক্রমোসমে থাকে, এটা বলা খুবই সরলীকরণ হয়ে যায়।

 

তথ্যসূত্র:

  1. http://www.independent.co.uk/news/science/children-intelligence-iq-mother-inherit-inheritance-genetics-genes-a7345596.html
  2. http://www.psychology-spot.com/2016/03/did-you-know-that-intelligence-is.html
  3. http://www.forbes.com/sites/emilywillingham/2016/09/16/no-research-has-not-established-that-you-inherited-your-intelligence-from-your-mother/#58b291824551
  4. https://www.sciencedaily.com/terms/chromosomal_crossover.htm
  5. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4270739/
  6. https://www.scientificamerican.com/article/how-much-of-human-height/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.