যতক্ষণ সময় আপনি ফেসবুকে ব্যয় করেন, আপনি হয়তো এর জন্য কোন চার্জ দিচ্ছেন না, কিন্তু আপনি মূলত এর জন্য মূল্য দিচ্ছেন আপনার ব্যক্তিগত তথ্যের বিনিময়ে।
এই কারনে আপনার ডেটা বিজ্ঞাপনদাতাদের জন্য বেশ মূলব্যান। যখন কোন পণ্যের বাজার খুঁজার এবং পণ্যকে নিখুতভাবে পরিচালনা বিষয় আসে, তখন আমরা আমাদের ব্যক্তিগত সকল তথ্য গুলো সোনার খনির মতো ফেসবুকে দিয়ে দেই। এই তথ্যের মূল্য হিসেবে ফেসবুক এই তথ্য গুলো দিয়ে টার্গেটড বাজারি বিজ্ঞাপনদাতাদের সাহায্য করে।
দুর্ভাগ্যের বিষয় হলো খুব বেশী মানুষ এটা বুঝতে পারে না। যেহেতু এগুলো ফেসবুক ওয়েবসাইটে লুকানো থাকে।
ProPublica একটি গুলোগল ক্রোম এক্সটেনশন তৈরি করেছে যেটি ব্যবহারকারীদের এগুলো দেখতে অনুমোদন দেয় শুধু মাত্র কত তথ্য আপনার ফেসবুকে আছে। তাদের চলমান সিরিজ গুলোর অংশে যাতে অন-লাইন ব্যবহারকারীরা একনজরে এলগোরিদম এবং ডাটা পুলের মধ্যে দিবে এমনটাই আশা করা হচ্ছে যেগুলো নিখুতভাবে বুঝতে এবং আপনার তথ্য গুলো দিয়ে অর্থ আয় করতে পারে।
এক্সটেনশনটি অনুমোদন দেয় আপনার সঠিকভাবে ডেটার রেটিংএ এবং ProPublica ফিডব্যাক পাঠায় আপনার এতে কেমন লাগলো। কিন্তু ভয় পাবেন না, তারা বলেছে তারা আপনার সম্পর্কে ‘‘বিস্তারিত চিহ্নিতকরণ” সংগ্রহ করবে না এবং কোন তথ্যই থার্ডপার্টিকে শেয়ার করবে না।
আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন ক্রোম স্টোর থেকে। বিকল্প হিসেবে আপনি যেসব তথ্য ফেসবুক আপনার সম্পর্কে জানে তা দেখতে পারেন facebook.com/ads/preferences গিয়ে।
আপনার এড প্রিফারেন্সে গিয়ে আপনি দেখতে পারেন সেসব থিম গুলো এবং ফেসবুকের বিশ্বাস এইসব বিষয় গুলো আপনি পছন্দ করতে পারেন এবং অদুর ভবিষতে আপনি এই সকল বিজ্ঞাপন গুলো দেখবেন। পেজের, কার্মকান্ডের অথবা কোন কোন ধরনের লোকের সাথে ইন্টারেক্ট হয়, এলগোরিদম গুলোর উপর ভিত্তি করে কি কি বিষয় গুলোতে আপনি কাজ করতে সক্ষম, যেমন আপনার মিউজিক, যদি আপনি খেলার প্রতি আগ্রহ থাকে তাহলে সেসব বিষয় গুলো, এভাবে অন্যান্য বিষয় গুলোয়। অন্যান্য পার্টনারশিপ এপ গুলোর ডেটা যেমন ইন্সটাগ্রাম এবং হোয়াটসএপ গুলো ফেসবুকের পুলে ডেটা লিংক করা আছে।
গতমাসে নিউ ইর্ক টাইমস প্রতিবেদনে বলছে, ফেসবুক আপনাদের পলিটিক্যাল পক্ষপাতের বিষয়টিতেও যুক্ত করেছে। যদি আপনি আমেরিকায় থাকেন, আপনি ইন্টারেস্ট ট্যাবে হেডারে চেপে লাইফস্ট্যাইল এবং কালচার পাবেন। এর পর ‘ইউএস পলিটিক্স’ বক্স পাবেন এবং এর আপনি পছন্দ করতে পারবেন ‘লিবারাল’, মোডারেট, অথবা ‘কনসার্ভেটিভ’।
নিরাপত্তা এবং স্বচ্ছতার বিষয়ে তাদের সিরিজগুলোর তথ্যের জন্য ProPublica তো আছেই। চাইলে দেখে নিতে পারেন।
Leave a Reply