
বাইরে হতে ক্লান্ত হয়ে বাসায় ঢুকলাম আর একটু পরেই মন ভাল হয়ে গেল। ঠিক এমনটাই যদি হতো, তাহলে কেমন হতো। নিশ্চই ভাল হতো। আপনি হয়তো বাইরে হতে রেগে মেগে আসলে আসলেন আর বাসায় ঢুকেই শান্তি। না, এমনি এমনি এমন হবে না। বাসায় বসানো একটি স্মার্ট ডিভাইস আপনার অনুভূতিকে সনাক্ত করে ঘরের আলো ও তাপমাত্রা পরিবর্তন করে আপনার পছন্দনীয় আলো ও তাপ দিতে সক্ষম হবে। ভাবন এমনটা হলে আপনার কেমন লাগবে!!!
ম্যাসাচুসেস্ট ইন্সটিটিউড অফ টেকনোলজি (এমআইটি) এর কম্পিউটার সায়েন্স এন্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির গবেষকেরা এমন একটি ডিভাইস ডেভেলপড করেছেন যে, তারা বলতেছে এই ডিভাইসটি কে কিছু না বলে বা করে মানুষের ইমোশন বা আবেগ পড়তে পারে। এধরনেরই কাজ করতে সক্ষম একটি এপ্লিকেশন প্রদর্শিত হয়েছে, উদ্ভাবকেরা ইতোমধ্যে স্বপ্ন দেখা শুরু করেছেন এটিকে স্মার্ট বাড়িতে ব্যবহার করার যেটি বাড়ির পরিবেশের অবস্থার সাথে খাপ খেয়ে মানুষের অনুভুতি গুলো রেসপন্স করবে।
এই ডিভাইসটির নাম EQ-Radio, এটি তারহীন সিগন্যাল প্রদান করবে। মানুষের শরীরের সিগন্যালটি রিফ্লেক্ট করবে এবং সেন্সরের মাধম্যে সেই তথ্য গুলো সনাক্ত করে হৃদ-স্পন্দন এবং নিঃস্বাশ নেওয়ার রেকড করবে।‘বিট-এক্সট্রাকশন এলগরিদম’ ব্যবহার মাধ্যমে এই তথ্য গুলোকে খন্ডন করে ডিভাইসটি অল্প অল্প করে পার্থক্য গুলো বুঝে হৃদ-স্পন্দন গুলোর ব্যবধান বিশ্লেষণ করতে সক্ষম।
গবেষকেরা বলেন এই ইকিউ-রেডিও টি একজন ব্যাক্তির আনন্দ, দুঃখ, রাগান্বিত অথবা উত্তেজিত কি না তা আগে হতেই বলে দিতে সক্ষম ৮৭ শতাংশ সঠিক হারে। একটি নতুন গবেষণায় তারা ব্যাখ্যা করেন কিভাবে তারা তাদের এলগরিদম গুলো ডেভেলপড করেছে ভলেনটিয়ারদের ইকিউ-রেডিও ট্রেনিং করিয়ে। তারা ট্রেনিং এর সময় ভিডিও ক্লিপ দেখে অথবা গান শুনে বিশেষ বিশেষ অনুভূতি প্রকাশ করে।
যদি এমন একটি ডিভাইস বাজারে ছাড়া হতো, তাহলে মুভি স্টুডিও অথবা এডভার্টাইজিং এজেন্সি গুলো বেশী ব্যবহার করতো তাদের দর্শকদের কাছ থেকে রেসপন্স অনুভূতি কেমন ছিল সেই সব তথ্য সংগ্রহের জন্য। বিকল্পভাবে এটি স্মার্ট বা আধুনিক বাড়িতে ব্যবহার করা যেতে পারে মানুষের অনুভূতি অনুসারে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ।
কো-ডেভেলপার ডিনা কাটাবি সম্ভাব্য স্বাস্থ্যসেবা এপ্লিকেশন হিসেবেও বিবেচনা করেছেন ইকিউ-রেডিওর জন্য, তিনি ব্যাখ্যা করেন যে “আমাদের ফলাফল ভবিষৎ প্রযুক্তিবিদ্যার জন্য উপায় করে দিতে পারে যেটি বিষণ্নতার মতো বিষয় গুলো পরীক্ষা ও নিরীক্ষা করতে সাহায্য করতে পারে। একইভাবে কাটাবির কলিগ ফাডেল আডিব বলেন ডিভাইসটি ব্যক্তির হৃদ-স্পন্দন মাপে স্বাস্থ্য নিরীক্ষার মান উন্নত করতে পারে, এবং আরো দাবি করেন যে, মিলি-সেকেন্ড টাইম-স্কেলে হার্ট ভালব খোলা এবং বন্ধ হওয়ার রিকাভারিং মেজারমেন্ট দ্বারা এই সিস্টেমটি আক্ষরিকভাবে কারো হার্টের প্রতিটি স্পন্দন সনাক্ত করতে পারে।
তথ্যসূত্রঃ
Leave a Reply