মনে হচ্ছে আমাদের আগের দিনে ফিরে যেতে হবে যখন আমাদের জমানো টাকা বিছানার তোষকের নিচে রাখা হতো। তাতে অন্তত টাকা উইপোকা কাটার সম্ভাবনা থাকতো। সম্পূর্ণ নিরাপদ না থাকলেও মাঝে মাঝে দেখে নেওয়া যেত।
ক্রেবস অন সিকিউরিটি এর সাইবার ক্রাইম এক্সপার্ট ব্রেইন ক্রেবস এটিএম মেশিন থেকে এটিমকার্ড চুরি করার নতুন সুক্ষ পদ্ধতি প্রকাশ করেছেন, এটা এমন একটা কিছু যেটা ইতোমধ্যে ইউনাইটেড স্টেটে ভালই সারা ফেলেছে। এই তথ্য প্রতিবেদনটি আসে ‘সিক্রেট-সার্ভিস’ এর একটি প্রতিবেদন যেটা ব্যাংক এবং এটিএম সাব-কন্ট্রাকটরদের কাছে প্রকাশ করে।
এই কৌশলটিকে বলা হচ্ছে “Periscope Skimming”। ক্রেডিট কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ এর মাধ্যমে পাবলিকের একাউন্টের তথ্য সংগ্রহ করায় এটিএম স্কীমিং জরিত। এই কাজটি করার উপায়টি বেশ প্রচলিত যেমন ক্যাশ মেশিনের কার্ড স্লট যুক্ত করে অথবা কোন ইলেক্ট্রনিক ডিভাইস বসিয়ে। এগুলো সহজেই লক্ষ্য করা যায় যেহেতু এগুলো করলে এটিএম ধীর গতির হয়ে যায় ফলে মেশিনটি ক্ষতিগ্রস্থ হয় অথবা পরিবর্তন করা লাগে।
কিন্তু নতুন কৌশলটা হচ্ছে এটিএম মেশিনের সার্কিটবোর্ডের ভিতরেই একটি বেশ ছোট শলকার মতো ডিভাইস যুক্ত করা হয় ক্রার্ডের তথ্য সংগ্রহ চুরির জন্য। ফলে, এটাকে সনাক্ত করা যায় না যদিনা কেউ এটা যথাযথভাবে খেয়াল করে। এই ডিভাইসটিতে ১৪ দিন পর্যন্ত চার্জ থাকে এবং ৩২ হাজার কার্ডের তথ্য জমা করা যায়।
ক্রেবস এর প্রতিবেদনের মতে, গ্রীনউইচে, কানেটিকার্টে গতমাসে এবং পেলসিলভেনিয়ায় এ মাসের শুরুর দিকে এমন প্রযুক্তিবিদ্যার কৌশলের উদাহরণ পাওয়া গেছে।
আসল কথা হচ্ছে, এই প্রতিবেদনে বলা হয়নি চোরেরা কারো কার্ডের পিন নাম্বার চুরি করতে সক্ষম হয়েছে। আসল বিষয় হচ্ছে যে ক্রিমিনালদের পিন নাম্বার বা কী দিয়েই এটিএম এর ভিতরে ঢুকার প্রয়োজন হতো, তাহলে বিষয়টা তাদের জন্য কঠিন হতো । তাই দুর্ভাগ্যবশত এটিএমটি একটি ব্যাংকের ভবনের সাথেই যুক্ত সেটায় এমন একটি ডিভাইস পাওয়া যায়।
আমাদের দেশে অবশ্য একজন গার্ড সব সময় থাকে এটিএমের বাইরে, তাকেই সবচেয়ে বেশী সচেতন হবে, কিন্তু সে যদি চোরকে এটিমের মধ্যে ঢুকে পেরিস্কোপ স্কীমিং ডিভাইস সেট করার সময় দেয়, তাহলে তা ঠেকানোর উপায় নেই।
অনেকেই হয়তো বলতেছে চিপ-নির্ভর কার্ডে এর ধরনের স্কিমিং কমানো সম্ভব হবে। এর উত্তর আসলে সম্ভবত না। কারন অনেক ইউ এস ব্যাংকের এটিএম চিপ-সক্ষম এটিএম হলেও ম্যাগনেটিক স্ট্রিপের প্রয়োজন আছে কারন এটিএম কাজের অবিচ্ছেদ্য অংশই হচ্ছে এই ম্যাগনেটিক স্ট্রিপ।
সর্বোপরি আমাদের খেয়াল রাখতে হবে এটিএম ব্যবহার করার সময় বাহিরের দিকে যে কোন ডিভাইস বসানো আছে কি না, আশ পাশের দিকে একটু সচেতন হতে হবে, পর্যাপ্ত আলো আছে অর্থাৎ আশপাশের দিকে যাতে ভালভাবে দেখা যায় এবং একই সময়ে একই এটিএম ব্যবহার করা যাবে না।
Leave a Reply