২৪ আগস্ট সকালে সেন্ট্রাল ইতালিতে হওয়া ৬.২ মাত্রার ভূমিকম্পের ফলে অন্তত ৭৩ জন মানুষ মারা গেছেন এবং একটি সম্পুর্ণ গ্রাম ধ্বংস হয়ে গেছে। ইউ এস জিওলজিকাল সার্ভে (USGS) অনুসারে ভূমিকম্পটি “জিওলজিকাল কমপ্লেক্স” অঞ্চলে ঘটে।
প্রধান ঝাঁকুনিটি আসে লোকাল টাইমে রাত ৩ঃ৩৬ এ, ইতালির নরসিয়ার ১০.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে। আর এরপরে আরও কয়েকটি আঘাত আসে যার মধ্যে ভোর ৪ঃ৩৩ এর নরসিয়ার ৪ কিলোমিটার উত্তর পূর্বে ৫.৫ মাত্রার আঘাতটিও ছিল।
প্রধান কোয়াক বা ভূমিকম্পটি ঘটে সেন্ট্রাল এপেনাইন মাউন্টেন রেঞ্জের একটি ফল্ট বরাবর যা গালফ অব টরেন্টো থেকে নর্দার্ন ইতালির পো বেসিনের দক্ষিণ প্রান্ত পর্যন্ত অবস্থিত।
USGS থেকে বলা হয়, “এই এলাকাটি টেকটোনিকালি এবং জিওলজিকালি কমপ্লেক্স”। এখানে পূর্ব থেকে পশ্চিম দিকে আদ্রিয়া মাইক্রোপ্লেটটি অ্যাপেনাইন এর নিচে প্রবেশ করেছে। আবার এখানেই ইউরেশিয়া এবং আফ্রিকা টেকটোনিক প্লেট দুটো একে অপরের সাথে সংঘৃষ্ট হয়েছে বা কলাইড করেছে যেকারণে এখানে উত্তরের দিকে আলপিন মাউন্টেইন বেল্টের সৃষ্টি হয়।
USGS থেকে আরও জানানো হয়, “ভূমিকম্পের অঞ্চলে ইউরেশিয়া প্লেটটি আফ্রিকা প্লেটটির সাপেক্ষে প্রায় ২৪ মিলিমিটার প্রতি বছর বেগে উত্তরপূর্ব দিকে সরে যায়”।
সেন্ট্রাল আপেনাইন রেজিওনে ভূমিকম্প খুব একটা অবাক করার মত ঘটনা না। ১৯৯৭ সালের সেপ্টেম্বরে বর্তমান ভূমিকম্পের স্থানটির ৫০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিম অঞ্চলে একটি ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সেখানে ১১ জনের মৃত্যু হয়, ১০০ জন আহত হয় এবং ৮০,০০০টি বাড়ি ধ্বংস হয়ে যায়।
আর সম্ভবত এই অঞ্চলে সবচেয়ে বেশি চেনা এবং ধ্বংসকারী ভূমিকম্পের ঘটানি ঘটে ২০০৯ সালের এপ্রিলে যখন ইতালির লাকুইলা শহরের পাশে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর ফলে অন্তত ২৯৫ জন মানুষের মৃত্যু ঘটে এবং ১০০০ এরও বেশি মানুষ আহত হয়। লাকুইলা ভূমিকম্পের প্রধান কোয়াকের পর আরও কিছু শক্তিশালী আফটারশক অঞ্চলটিতে আঘাত হানে। এক্ষেত্রে একটা বিষয় সম্পর্কে জানানো অত্যুক্তি হবে না। লাকুইলা ভূমিকম্পের কয়েক মাস আগে কিছু অল্পমাত্রার কম্পন অনুভূত হয়েছিল। কিন্তু তারপরও ৬ জন বিজ্ঞানী এখানে ভয় পাওয়ার কিছু নেই বলে জনগণকে আশ্বস্ত করেছিলেন। জনগণকে ভূল খবর দেয়ার জন্য এই ছয়জন বিজ্ঞানীকে ২০১২ সালে মানব হত্যার অপরাধে দণ্ডিত করা হয়।
এই অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্পটি হয় ১৯১৫ সালের ১৩ জানুয়ারিতে যখন ৬.৭ ম্যাগনিচুডের একটি ভূমিকম্পের কারণে প্রায় ৩২,০০০ মানুষ মারা গিয়েছিল।
বর্তমানে ঘটা এই ভূমিকম্পটি ইতালির আমাট্রিস শহরকে একেবারে ধ্বংস করে ফেলেছে। এই শহরের মেয়র জানান, “শহরের অর্ধেকটারই আর কোন অস্তিত্ব নেই”। নিউইয়র্ক টাইমস রিপোর্ট করেছে, অনেক মানুষের লাস ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। নিউইয়র্ক টাইমের মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলো হল আকুমলি, আমাট্রিস, আরকুয়াতা ডেল ট্রন্টো এবং পেস্কারা ডেল ট্রন্টো।
তথ্যসূত্র:
- http://www.nytimes.com/2016/08/25/world/europe/italy-earthquake.html
- http://www.livescience.com/3451-complex-geology-italian-earthquake.html
- http://www.livescience.com/55864-earthquake-strikes-central-italy.html
Leave a Reply