বিজ্ঞানীরা আবিষ্কার করলেন ডেজা ভু বা ভবিষ্যৎ দেখার অভিজ্ঞতার কারণ

আমাদের অনেকেরই কখনও কখনও একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। বর্তমানে ঘটা কোন ঘটনা দেখে মনে হয় এটা তো আমি আগেই দেখে ফেলেছি। অনেকে এর কারণে মনে করেন, তার বুঝি ভবিষ্যৎ দর্শনের একটি সুপ্ত ক্ষমতা রয়েছে। যাই হোক, বর্তমান কোন ঘটনাকে পূর্বে দেখে ফেলেছি এরকম অনুভূতি তৈরি হবার ব্যাপারটিকে ডেজা ভু বলা হয়। সম্প্রতি কিছু গবেষক বলছেন, তারা এই ডেজা ভু কেন হয় এর ব্যাখ্যা পেয়ে গেছেন। ইউনিভার্সিটি অব সেইন্ট এন্ড্রুজ এর আকিরা ও’কনর ও তার দল সম্প্রতি বুদাপেস্টে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব মেমরিতে তাদের এই আবিষ্কারটি প্রকাশ করেছেন। তাদের মতে, ডেজা ভু এর ঘটনাটি ঘটে আমাদের মস্তিষ্ক কর্তৃক স্মৃতিকে চেকিং করার কারণে।

ডেজা ভু কেন হয় এটা বোঝার জন্য ও’কনর ও তার কলিগেরা কৃত্রিমভাবে কয়েকজনের মধ্যে ডেজা ভু তৈরি করার একটি পদ্ধতি বের করেন। তারা অংশগ্রহণকারীদের সামনে কয়েকটি পরষ্পর সম্পর্কযুক্ত শব্দ পেশ করেন, কিন্তু এদের সাথে সম্পর্কযুক্ত একটি শব্দকে উহ্য রাখা হয়। যেমন একটি ট্রায়ালে bed, pillow, dream এবং night এই চারটি শব্দ শোনানো হয়। কিন্তু এদের সকলের সাথে সম্পর্কযুক্ত শব্দ “sleep” কে উহ্য রাখা হয়।

অংশগ্রহণকারীগণ যে sleep শব্দটি শোনেননি সেটাই যেন রেজিস্টার করেন সেই বিষয়ে নিশ্চিত করার জন্য গবেষকগণ তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেন তারা এমন কোন শব্দ শুনেছেন কিনা যা “s” অক্ষর দিয়ে শুরু হয়। এক্ষেত্রে সকলেই উত্তর দেন “না”। যাই হোক, পরে যখন তাদেরকে আবার জেরা  করে জিজ্ঞেস  করা হয় যে কোন কোন শব্দগুলো সেখানে তাদের শোনানো হয়েছিল, তারা প্রায় সকলেই মনে করেন যে তারা “sleep” শব্দটি শুনেছেন। কিন্তু তারা এটা বুঝতে পারেন নি যে এটা আসলে একটি ডেজা ভু ছিল।

এরপর ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (fMRI) ব্যবহার করে দলটি দেখতে পায়, যখন অংশগ্রহণকারীদেরকে জেরা করা হচ্ছিল এবং তারা উত্তর দিচ্ছিলেন, তখন অংশগ্রহণকারীদের মস্তিষ্কের সবচেয়ে সক্রিয় অঞ্চলটি হিপোক্যাম্পাসের মত মেমরি বা স্মৃতির সাথে সম্পর্কযুক্ত অঙ্গগুলো ছিল না, বরং সবচেয়ে সক্রিয় ছিল মস্তিষ্কের ফ্রন্টাল এরিয়া যা আমাদের ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহনের সাথে সম্পর্কিত। দেখা যায় এই অঞ্চলটিই আমাদের ডেজা ভু এক্সপেরিয়েন্সের সময় এক্টিভেটেড হয়।

ও’কনর মনে করেন, যখন আমাদের মাথায় স্মৃতির চলে আসে, এই ফ্রন্টাল রেজিয়ন তখন সেই স্মৃতির তত্ত্বাবধান করে। ফ্রন্টাল রেজিয়ন খুটিয়ে দেখে যে সেখানে কোন ভুল আছে কিনা, আর যদি কখনও কোথায় অসঙ্গতি ধরা পড়ে যায় তাহলে এটা সক্রিয় হয়ে ওঠে। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও এর স্তেফান কহলার বলেন, “ডেজা ভু চলার সময় আমাদের মস্তিষ্কে কিছু সাংঘর্ষিক ঘটনা ঘটে”।

যদিও এই নতুন থিওরিটিকে ভ্যালিডেট করার জন্য আরও বেশি কাজের প্রয়োজন, তবুও এটা যদি সঠিক হয় তাহলে এটা সাজেস্ট করবে যে মস্তিষ্ক তার নিজের কার্যক্রমের উপর তত্ত্বাবধান এবং কোয়ালিটি কনট্রোল করে এবং কোথাও কোন ভুল পাওয়া গেলে তখন এটি সেই ভুলকে বাদ দিয়ে দেয়। আর এই ডেজা ভুর ক্ষেত্রে মস্তিষ্কের ফ্রন্টাল অঞ্চলটি কোন ঘটনাকে আমরা মনে রেখেছি এবং কোন ঘটনা ঘটেছে বলে আমরা জানি এই ধুই এর মধ্যে অসামঞ্জস্যতা চেক করে দেখে।

 

তথ্যসূত্র:

  1. https://www.newscientist.com/article/2101089-mystery-of-deja-vu-explained-its-how-we-check-our-memories/ 
  2. http://www.icom2016.com/

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.