ইতালির নতুন আইন অনুসারে সন্তানকে নিরামিষ খাওয়ানো বাবা মার কারাদণ্ড হতে পারে

Table of Contents

যেসকল বাবা মা তাদের সন্তানকে নিরামিষ বা ভিগান ফুড খেতে জোড় করেন, ইতালিয়ান পার্লামেন্ট এর একটি বিতর্কিত বিল অনুসারে এবারে তাদের কারাগারে যাবার সম্ভাবনা আছে।

সিলভিও বারলুসকোনির নেতৃত্ব দেয়া পপুলিস্ট সেন্টার রাইট পার্টি ফরজা ইতালিয়া পার্টি কর্তৃক এর ড্রাফট লেজিসলেশনটি পাঠানো হয়। এতে বলা হয়, যেসকল বাবা মা তাদের ১৬ বা তার নিচের বয়সী সন্তানকে “অপর্যাপ্ত” ভিগান ডায়েট প্রদান করেন তাদেরকে এই কাজের জন্য আইনত দায়ী করা উচিৎ। সন্তানকে নিরামিষ খাদ্য খেতে জোড় করার জন্য সেখানে ১ বছরের, যদি সন্তান এই ডায়েটের জন্য স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে ৪ বছরের ও যদি সন্তান মারা যায় তাহলে ৭ বছরের কারাবাসের প্রস্তাব করা হয়।

গত বুধবার রয়টার্সকে সেভানিও জানান, “যতক্ষণ পর্যন্ত নিরামিষ একজন প্রাপ্তবয়স্কের নিজের মুক্ত ইচ্ছা হিসেবে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ভিগানদের বা ভিগানিজম নিয়ে কোন মাথাব্যাথা নেই। ধর্মীয় বা গোড়ামির কারণে কোনরকম সঠিক বৈজ্ঞানিক জ্ঞান এবং মেডিকেল কনসাল্টেশন ছাড়াই পিতামাতা সন্তানের উপর নিরামিষ চাপিয়ে দেয়ার অধিকার রাখছেন, এই ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক ও অর্থহীন বলে মনে হচ্ছে”।

বিবিসি এর এক রিপোর্টে ইতালিতে গত ১৮ মাসে ভিগান ডায়েটের জন্য চারজন শিশুর হাসপাতালে ভর্তি হবার খবর প্রকাশিত হয়। আর তারই প্রতিক্রিয়ায় এরকমটি করা হয়েছে।

আমেরিকান ডায়েটিক এসোসিয়েশন থেকে বলা হয়, নিরামিষভোজী শিশুদের স্বাস্থ্য নিয়ে তেমন কোন গবেষণা করা হয়নি বললেই চলে। যদিও তারা বলেন, যেসব শিশুকে ভিগান ডায়েট দেয়া হয় তারা সাধারণত পুষ্টির অভাব পূরণ করতে পারে যদি তাদের ডায়েট সঠিকভাবে ম্যানেজ করা হয় এবং তাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালরি থাকে।

এই ড্রাফটটি ইতালি সহ সারা বিশ্বে অনেক হইচই ফেলে দিয়েছে এবং তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। কেউ কেউ বলছে এই বিলটি চাইল্ডহুড অবেসিটি সমস্যার ব্যাপারে অস্পষ্ট, যেটা এক্ষেত্রে একটু গুরুতর সমস্যা হতে পারে। আবার কেউ কেউ বলছেন স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত উন্নত শিক্ষা এই সমস্যাটিকে আরও ভালভাবে সমাধান করতে পারবে।

তথ্যসূত্র:

  1. http://www.camera.it/_dati/leg17/lavori/stampati/pdf/17PDL0043930.pdf
  2. http://www.reuters.com/article/us-italy-vegans-law-idUSKCN10L16Z
  3. http://www.bbc.co.uk/news/world-europe-37034619
  4. http://www.vrg.org/nutrition/2009_ADA_position_paper.pdf

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.