কেন স্পেনের অর্থনীতি এত ভাল করছে?

ভূমিকা

ইউরোপের সাম্প্রতিক অর্থনৈতিক চিত্র খুব বেশি সুখকর নয়। ফ্রান্স ও জার্মানির মতো বড় অর্থনীতির দেশগুলো মন্দার (Recession) দ্বারপ্রান্তে ঘুরপাক খাচ্ছে, আর সামগ্রিকভাবে ইউরোজোনের (Eurozone) অর্থনীতি ২০২৪ সালের শেষ প্রান্তিকে (চতুর্থ কোয়ার্টার) শূন্য প্রবৃদ্ধি (Flatlined) দেখেছে— ৩০ জানুয়ারির (সর্বশেষ ডেটা অনুসারে) প্রকাশিত তথ্যে এমনটাই জানা যায়। তবু, গোটা মহাদেশে এক জ্বলজ্বলে ব্যতিক্রম হয়ে উঠেছে স্পেন। মহামারির পর থেকেই দেশটি ধারাবাহিকভাবে শক্তিশালী জিডিপি (GDP) প্রবৃদ্ধি উপভোগ করছে। ২০২৪ সালে তো স্পেনের অর্থনীতি প্রায় ৩.৫% হারে বেড়েছে, যা একই আকারের অন্যান্য অর্থনীতির (এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের (US) চেয়েও) চেয়ে দ্রুততর।

এই লেখায় আমরা স্পেনের সাম্প্রতিক অর্থনৈতিক “বুম” বা উল্লম্ফনকে বিশদে দেখব। দেখব এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি কী, কেন এটি ঘটছে, এবং সবকিছুর পেছনে জ্বালানির (Energy) সাথে সম্পৃক্ত কোনো ভূমিকা আছে কি না।

ইউরোস্ট্যাট (Eurostat) এর পরিসংখ্যান: স্পেনের অগ্রগতি

সবশেষ ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ প্রান্তিকে (চতুর্থ কোয়ার্টার) স্পেনের অর্থনীতি ০.৮% প্রবৃদ্ধি দেখেছে। আর পুরো ২০২৪ জুড়ে স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৩.৫%। এই পারফরম্যান্স কিন্তু ইউরোজোনের গড় প্রবৃদ্ধির থেকে অনেকটাই ভালো—কারণ গত বছর (২০২৪) ইউরোজোন প্রায় শূন্য প্রবৃদ্ধি করেছে, এবং মোটের ওপর পুরো ইইউ (EU) জুড়েই প্রবৃদ্ধি ছিল ১%-এর নিচে।

বিশেষ করে ফ্রান্স, জার্মানি ও ইতালির (Italy) মতো দেশগুলোর সঙ্গে তুলনা করলে স্পেনের অগ্রগতির পার্থক্য চোখে পড়ে। লিথুয়ানিয়া (Lithuania) সামান্য এগিয়ে থাকতে পারে, তবে ফ্রান্স, জার্মানি ও ইতালি—তিনটি দেশই স্পেনের চেয়ে খারাপ করেছে। জার্মানির অর্থনীতি ২০২৪ সালে ০.২% সংকুচিত (Shrink) হয়েছে, ফ্রান্স ও ইতালির প্রবৃদ্ধি ১%-এরও কম ছিল। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে বেশিরভাগ অর্থনৈতিক সূচকে জি৭ (G7) দেশগুলোর মধ্যে এগিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪-এর প্রবৃদ্ধিও ছিল ২.৮%, যা স্পেনের ৩.৫% থেকে কম।

আরও বিস্ময়কর হলো, গত বছরের অক্টোবর মাসে ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা (Flash Floods) সত্ত্বেও স্পেন এই সাফল্য দেখাতে পেরেছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের (Central Bank) হিসাবে, ওই বন্যায় স্পেনের সামগ্রিক জিডিপি থেকে প্রায় ০.২ শতাংশ পয়েন্ট হারিয়ে গেছে। অর্থাৎ, এই নেতিবাচক প্রভাব বাদ দিলে প্রবৃদ্ধি হয়তো আরও বেশি হতে পারতো।

ফলে দেখা যাচ্ছে, ২০০৮ সালের পর থেকে স্পেনের মোট জিডিপি বৃদ্ধির হিসাব জার্মানির চেয়েও কিছুটা এগিয়ে রয়েছে। এক দশক আগেও অনেকে হয়তো ভাবতে পারত না যে স্পেন এমন পর্যায়ে পৌঁছবে, যেখানে এটি জার্মানির মতো শক্ত অর্থনীতিকেও পেছনে ফেলবে।

ধারাবাহিক অগ্রগতি ও ভবিষ্যদৃষ্টি

স্পেনের এই উজ্জ্বল ফলাফল কোনো এককালীন ঘটনা নয়। ২০২২ ও ২০২৩ সালেও স্পেন ইইউর (EU) গড় প্রবৃদ্ধির তুলনায় ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ইউরোপীয় কমিশনের (European Commission) পূর্বাভাস বলছে, ২০২৫ সালে স্পেনের অর্থনীতি ২.৩% হারে বাড়তে পারে, এবং ২০২৬ সালে ২.১%—যা এখনো ইইউ বা বড় ইউরোপীয় অর্থনীতিগুলোর চেয়ে বেশি।

তবে এর অর্থ এই নয় যে স্পেনের অর্থনীতি একেবারে নিখুঁত অবস্থায় রয়েছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ২০২৫ সালে দেশটির মূল্যস্ফীতি (Inflation) হয়তো ২%-এর ঘরে নেমে আসবে। তা সত্ত্বেও, এখানে একটা আলাদা আলোচনা আছে—স্পেনের সাম্প্রতিক উচ্চ হারে অভিবাসন (Immigration)।

যদি আপনি মাথাপিছু জিডিপি (GDP per Capita) দেখি, যেখানে অভিবাসন-জনিত জনসংখ্যা বৃদ্ধি বিবেচনায় নেওয়া হয়, তখন স্পেনের প্রবৃদ্ধি কিছুটা কম উজ্জ্বল লাগে—তবে এখনো আশাব্যঞ্জক। ২০২৪ সালে মাথাপিছু প্রবৃদ্ধি প্রায় ২%, যা ইউরোপীয় গড়ের ওপরে, কিন্তু যুক্তরাষ্ট্রের (US) ২.৩% মাথাপিছু প্রবৃদ্ধির থেকে সামান্য কম।

অভিবাসীর সাথে পর্যটনের (Tourism) উর্ধ্বমুখী ধারা মিলিত হয়ে স্পেনের আবাসন বাজারে (Housing Market) চাপে ফেলে দিয়েছে, বিশেষ করে ভাড়া-বাজারে (Rental Sector)। গত এক দশকে ভাড়া প্রায় ৮০% বেড়েছে এবং একজন গড় ভাড়াটিয়াকে (Tenant) আয়ের ৪০% এর মতো ব্যয় করতে হয় আবাসনের পেছনে—যেখানে ইইউর গড় মাত্র ২৭%। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (Pedro Sanchez) ইতিমধ্যে বাড়িভাড়ার ঊর্ধ্বসীমা (Rent Caps) বেঁধে দেওয়া, সামাজিক আবাসন (Social Housing) বাড়ানো, এমনকি ইইউর বাইরের বাসিন্দাদের (Non-EU Residents) সম্পত্তি কেনার ওপর ১০০% হারে কর আরোপের কথা পর্যন্ত ভাবছেন।

তবু, এই চ্যালেঞ্জ সত্ত্বেও বলা যায় যে, সামগ্রিকভাবে ইউরোপের অন্য অনেক দেশের চেয়ে এখন স্পেন এগিয়ে। কারণ অন্যান্য ইউরোপীয় দেশের আবাসন সংকট থাকলেও, সামগ্রিক প্রবৃদ্ধির সূচকে তারা স্পেনকে ছুঁতে পারছে না।

পর্যটন (Tourism): অর্থনীতির অন্যতম চালিকা শক্তি

স্পেনের সাফল্যের একটা বড় কারণ হলো পর্যটনের গতি ফিরে আসা। ইতালির (Italy) বা যুক্তরাষ্ট্রের মতো কিছু দেশের তুলনায় স্পেনের পর্যটন খাত মহামারির ধাক্কা কাটিয়ে অনেক ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। এমনকি ২০২৪ সালে পর্যটনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলেই ধারণা করা হচ্ছে, শুধু ডিসেম্বর মাসেই পর্যটক সংখ্যা অভাবনীয় হয়েছে।

ফলে, পর্যটন দেশটির মোট জিডিপির প্রায় ১৩% অবদান রাখছে বলে অনুমান করা হয়। পর্যটন খাতের এই উজ্জ্বল ফলাফল স্পেনের সেবা খাতকেও (Services Sector) গত ১৮ মাস ধরে টানা চাঙ্গা রেখেছে।

জ্বালানি (Energy): কম খরচে বড় সুবিধা

পর্যটন ছাড়া আরও কিছু কাঠামোগত (Structural) বিষয় স্পেনের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছে। তার মধ্যে প্রধান হলো জ্বালানি খরচ। স্পেনের জ্বালানি ব্যয় তুলনামূলকভাবে কম—এর বড় কারণ হচ্ছে দেশটির নবায়নযোগ্য জ্বালানিতে (Renewable Energy) উল্লেখযোগ্য বিনিয়োগ ও সমৃদ্ধ পরিকাঠামো।

স্পেন একদিকে রোদের দেশ (Sunny) এবং অন্যদিকে বেশ কিছু অঞ্চলে বাতাস (Windy) প্রচুর, ফলে সৌর ও বায়ু শক্তি বিকাশে সরকার অনেক আগে থেকেই কাজ করছে। এর ফলশ্রুতিতে, ২০২৩ সালে স্পেন প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ৫০%-এর বেশি বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস (Renewables) থেকে উৎপাদন করেছে।

এছাড়া, স্পেনে ইউরোপের বৃহত্তম এলএনজি (Liquefied Natural Gas) প্রক্রিয়াকরণ ক্ষমতা রয়েছে। জার্মানি বা আরও কিছু দেশকে রাশিয়া থেকে পাইপলাইনের গ্যাসের ঘাটতি পূরণে নতুন টার্মিনাল তৈরি করতে হয়েছে, কিন্তু স্পেন অনেক আগে থেকেই এলএনজি-ভিত্তিক সুবিধা গড়ে তুলেছিল। ফলে জ্বালানিতে তারা একধাপ এগিয়ে।

এ কারণে স্পেনের বিদ্যুৎ মূল্য জার্মানি, ইতালি কিংবা যুক্তরাজ্য (UK) অপেক্ষা ৫০% পর্যন্ত কম হতে পারে। কম খরচের এই জ্বালানি সরবরাহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করেছে। সাধারণত উচ্চ প্রবৃদ্ধি (High GDP Growth) মূল্যস্ফীতিকে উসকে দেয়, কিন্তু সস্তা জ্বালানি এই চাপে লাগাম টেনে রেখেছে। বাস্তবতা হচ্ছে, স্পেনে মূল্যস্ফীতি ইউরোপের অন্য দেশগুলোর আগে থেকেই দ্রুত নিম্নমুখী হয়েছে, এমনকি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ECB) ২% লক্ষ্যমাত্রার নিচে নেমেছিল একটি সময়ে।

আরেকটি ইতিবাচক দিক হলো সস্তা জ্বালানির কল্যাণে স্পেনের উৎপাদন খাতও (Manufacturing Sector) অন্য দেশের চেয়ে ভালো করছে। জার্মানি বা ইতালির অনেক কারখানায় উচ্চমূল্যের জ্বালানি সরবরাহ “শিল্পমন্দা” (Manufacturing Recession) ডেকে এনেছে, যেখানে স্পেনে মোটামুটি স্থিতিশীল অবস্থান বজায় রয়েছে। মহামারির পরে স্পেনের শিল্পোৎপাদন (Industrial Production) ধীরে ধীরে বাড়ছে, এবং সাম্প্রতিক মাসগুলোতেও নির্মাতারা (Manufacturers) স্থিতিশীল প্রবৃদ্ধির কথা জানিয়েছেন।

শ্রমবাজার (Labour Market) সংস্কার: বাজারকে উদ্দীপিত রাখা

সস্তা জ্বালানি ছাড়াও স্পেনের উন্নয়নে সহায়ক ভূমিকা রেখেছে সাম্প্রতিক বছরগুলোতে শ্রমবাজারে (Labour Market) গৃহীত কিছু সংস্কার। ২০০৮-এর অর্থনৈতিক সংকট (Eurozone Crisis) পরবর্তী সময়ে উত্তর ইউরোপের মিতব্যয়ী (Frugal) দেশগুলো যুক্তি দিয়েছিল যে, দক্ষিণ ইউরোপের (Southern Europe) দেশগুলোর উচ্চ ঋণ (Debt) ও অর্থনৈতিক দুরবস্থার একটি প্রধান কারণ হলো আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের প্রতিযোগিতামূলক দাম ধরে রাখা সম্ভব হচ্ছে না। এর পেছনে আংশিকভাবে দায়ী উচ্চ শ্রমিক বেতন (High wages) ও শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলো (Trade Unions), যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতাকে (Competitiveness) দুর্বল করে তুলছে।

ফলে সেই সময়, স্পেনসহ দক্ষিণ ইউরোপের দেশগুলোর ওপর চাপ আসে শ্রমবাজার “স্থিতিস্থাপক” (Flexible) করতে—শ্রমিকদের ইউনিয়নের ক্ষমতা কমানো, ন্যূনতম মজুরি (Minimum Wage) কমানো বা ন্যূনতম মজুরি বৃদ্ধিকে সীমিত রাখা, কর্মী ছাঁটাই সহজ করা ইত্যাদি। এর পরবর্তী দশকে অনেকে এই সংস্কার আংশিক বা পুরোপুরি বাস্তবায়ন করে।

কিন্তু, ২০২১ সালে স্পেনের সরকার (সোশ্যালিস্ট প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বে) মনে করে, আগের সংস্কার “অতিরিক্ত” ছিল। তারা আরও প্রগতিশীল (Progressive) শ্রমনীতি বাস্তবায়ন করে, যেখানে ইউনিয়নগুলোকে আবার কিছু বাড়তি ক্ষমতা দেওয়া হয়, এবং অস্থায়ী স্বল্পমেয়াদি চুক্তি (Short Term Contracts) কমিয়ে বেশি স্থায়িত্ব বা জব সিকিউরিটি দেওয়ার ওপর জোর দেয়।

ফলাফল বেশ ইতিবাচক। সামগ্রিক বেকারত্ব (Unemployment) কমেছে, এমনকি দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে থাকা তারুণ্য বেকারত্বের হারও (Youth Employment Rate) কমে এসেছে। অভিবাসীর (Immigration) উচ্চ প্রবাহ সত্ত্বেও শ্রমবাজারের অবস্থা তুলনামূলক “টাইট” (Tight) রয়ে গেছে, যা মজুরি বাড়ার (Wage Growth) সুযোগ দিচ্ছে। আর উচ্চ মজুরির ফলে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা (Domestic Demand) এবং শেষমেষ জিডিপি প্রবৃদ্ধিকে (GDP Growth) ত্বরান্বিত করছে।

সামনের পথ: সরকার কী করবে?

স্পেনের এই উন্নয়ন-গতি ধরে রাখতে হলে সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্চ পর্যটন আয়, সস্তা জ্বালানি ও স্থিতিশীল শ্রমবাজার মিলিয়ে স্পেন এখন একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে আবাসন বাজারের সংকট, অভিবাসন ব্যবস্থাপনা, এবং আন্তর্জাতিক মন্দার হুমকি—এসব সামলে কীভাবে এটি সামনের দিনগুলোতে এগোবে, তা নিয়ে যথেষ্ট কৌতূহল ও গবেষণার সুযোগ রয়েছে।

তবে আপাতত, তথ্য বলছে স্পেনের অর্থনীতি তার ইউরোপীয় প্রতিবেশীদের তুলনায় ইতিবাচক দিক থেকেই ব্যতিক্রম। যে দেশটিকে ২০০৮-০৯ সংকটের সময় “দক্ষিণের অস্থির অর্থনীতি” (PIIGS তালিকায় ছিল) হিসেবে দারুণ চাপের মুখে পড়তে হয়েছিল, সেই স্পেন এখন সৃজনশীল পথ ও অভ্যন্তরীণ সংস্কার করে মোটের ওপর ভালো করছে।

উপসংহার

  • ঈর্ষণীয় প্রবৃদ্ধি: ২০২৪-এ প্রায় ৩.৫% হারে বৃদ্ধি পেয়ে স্পেন জার্মানি, ফ্রান্স, ইতালি এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখিয়েছে।
  • মূল চালিকাশক্তি: পর্যটন খাতের পুনরুদ্ধার, নবায়নযোগ্য জ্বালানি (Renewables) ও এলএনজি (LNG) ব্যবস্থার কল্যাণে কম জ্বালানি খরচ, এবং শ্রমবাজারের সফল সংস্কার।
  • চ্যালেঞ্জ: অভিবাসনজনিত চাপ বাড়ায় আবাসন খাতে সংকট, উচ্চ ভাড়া, কিছু অঞ্চলে বন্যায় সৃষ্ট ক্ষতি, রাজনৈতিকভাবে বাম-মধ্যপন্থী সংস্কারের সমন্বয় রক্ষা করা ইত্যাদি।
  • দূরবর্তী ইঙ্গিত: ইউরোপীয় কমিশনসহ বিভিন্ন সংস্থা আগামী দুই-তিন বছরের জন্যও স্পেনকে ইউরোপের গড়ের চেয়ে ভালো প্রবৃদ্ধির পথে রাখছে। যদিও মূল্যস্ফীতি, সামাজিক-রাজনৈতিক চাপ, বৈশ্বিক অর্থনীতির ঢেউ—এসব স্পেনকে কীভাবে প্রভাবিত করবে সেটি দেখতে হবে।

সব মিলিয়ে বলা যায়, ইউরোপের বড় অংশ যখন মন্দার আশঙ্কা কিংবা অতি-ধীরগতির প্রবৃদ্ধিতে ভুগছে, তখন স্পেনের এই “ইনক্রেডিবল” পারফরম্যান্স অন্যদের কাছে এক “আলোকবর্তিকা” হিসেবে ধরা দিতে পারে। সঠিক নীতিমালা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কীভাবে খাতভিত্তিক (Sectoral) সুযোগ ও শ্রমবাজারের নমনীয়তা কাজে লাগিয়ে দেশের সামগ্রিক জিডিপি (GDP) ত্বরান্বিত করা সম্ভব—স্পেন সেটির একটি স্পষ্ট উদাহরণ।

তথ্যসূত্র

1 – https://www.bloomberg.com/news/articles/2025-01-29/spain-s-economy-extends-post-covid-streak-with-0-8-growth

2 – Link for Spain vs Germany aggregate GDP growth https://x.com/DanielKral1/status/1884954548478816544/photo/1

3 – Eurostat data for 2022 https://ec.europa.eu/eurostat/documents/2995521/16249744/2-08032023-AP-EN.pdf/30b3811c-f085-b7aa-c533-4733b1457ab9

4 – Eurostat data for 2023 https://ec.europa.eu/eurostat/web/products-euro-indicators/-/2-08032024-ap

5 – https://www.bloomberg.com/news/articles/2024-12-17/bank-of-spain-raises-2025-growth-forecast-on-domestic-demand

6 – https://tradingeconomics.com/spain/inflation-cpi

7 – FT Alphaville article saying Spain’s immigration rate grew by 5% https://www.ft.com/content/0bde0990-4959-4412-9266-82c37baeea14

8 – TLDR calculations using ratios implied by this article: https://www.ft.com/content/0bde0990-4959-4412-9266-82c37baeea14

9 – Guardian article on Spain’s housing crisis https://www.theguardian.com/world/2025/jan/20/a-vicious-circle-how-the-roof-blew-off-spains-housing-crisis

10 – BBC article on Spain 100% tax https://www.bbc.co.uk/news/articles/cr7enzjrymxo

11 – FT article on tourism in Europe https://www.ft.com/content/14463c4a-6bd0-4f91-b0bd-e074908c85ab

12 – Spain services PMI https://tradingeconomics.com/spain/services-pmi#:~:text=Services%20PMI%20in%20Spain%20increased,points%20in%20April%20of%202020

13 – https://tradingeconomics.com/country-list/electricity-price?continent=europe

14 – https://tradingeconomics.com/spain/inflation-cpi#

15 – Caixa Bank analysis on industrial production https://www.caixabankresearch.com/en/sectoral-analysis/sector-observatory/manufacturing-gains-traction-despite-challenging-environment

16 – https://www.bloomberg.com/news/articles/2024-10-02/spain-is-an-investor-favorite-as-banks-inditex-power-ibex-rally

17 – TUC on impact of Spain’s Labour reforms on union power https://www.tuc.org.uk/blogs/spain-shows-way-forward-labour-market-reform

18 – Social Europe piece on Spain’s Labour reforms https://www.socialeurope.eu/spains-labour-reform-less-temporary-work-more-balance

19 – https://tradingeconomics.com/spain/unemployment-rate

20 – https://tradingeconomics.com/spain/youth-unemployment-rate

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.