Table of Contents
ভূমিকা
২০২৪ সাল ছিল এক অভাবনীয় নির্বাচনের (year of elections) বছর, কিন্তু একই সাথে নতুন ও পুরনো বহু যুদ্ধ-সংঘাত (wars and conflict) বিশ্বজুড়ে চলেছে—লেবানন (Lebanon) থেকে ইউক্রেন (Ukraine), হাইতি (Haiti) থেকে মিয়ানমার (Myanmar)। এত কিছু একসাথে রীতিমতো অনুসরণ করা কঠিন। তাই, আমরা সংক্ষেপে এ সময়ের সক্রিয় যুদ্ধ-সংঘাতগুলো একত্রে ব্যাখ্যা করে দেখাব।
আমেরিকা মহাদেশ (The Americas)
মেক্সিকো (Mexico): মাদকের বিরুদ্ধে যুদ্ধ (drug war): মেক্সিকোর মাদক-সংঘাত (drug war) এখনো চলমান। সিনালোয়া (Sinaloa) প্রদেশে কার্টেল-সংঘাত (cartel violence) আরও বেড়েছে, বিশেষ করে সেখানকার নেতা “এল মায়ো (El Mayo)” গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়ার পর। ২০২৪ সালের নির্বাচনে (election) মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে সহিংস (violent) সময় দেখা গেছে—রেকর্ড সংখ্যক প্রার্থীকে (candidates) হত্যা করা হয়েছে ভোটের আগে। নতুন প্রেসিডেন্ট “শেইনবাউম (Sheinbaum)” প্রথমদিকে আগের চেয়ে আগ্রাসী (aggressive) পদক্ষেপ নিচ্ছেন বলে অনেকে মনে করছেন। আর উত্তরে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফিরলে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে—যেমন তার “রিপাবলিকান (Republican)” দলের কেউ কেউ মেক্সিকান কার্টেলের বিরুদ্ধে সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপের (US military action) কথাও বলছেন।
এব্যাপারে বিস্তারিত জানতে – ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকার সীমানা বিস্তার: সম্ভাবনা ও ভূ-রাজনৈতিক প্রভাব
হাইতি (Haiti): গ্যাং-সহিংসতা (gang violence) ও রাজনৈতিক সংকট: হাইতি আরও গভীর গ্যাং-সহিংসতা এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক-মানবিক সংকটে (political and humanitarian crisis) ডুবে আছে। গত বছর শত শত কেনিয়ান পুলিশ (Kenyan police officers) জাতিসংঘ অনুমোদিত নিরাপত্তা মিশনের (UN-approved security mission) অংশ হয়ে সেখানে পাঠানো হয়েছে; ২০২৪ সালের অক্টোবরে এই মিশন আরও এক বছরের জন্য বাড়ানো হয়, তবে লোকবল ও তহবিলের অভাবে প্রভাব ফেলতে পারছে না। জাতিসংঘের (UN) হিসাবে, জানুয়ারি থেকে অন্তত ৫৩০০ জন নিহত, আর ৭ লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত।
দক্ষিণ আমেরিকা (South America): কলম্বিয়া (Colombia): কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো (Gustavo Petro) তার “টোটাল পিস” (total peace) উদ্যোগ সামান্য সংশোধন করেছেন, যার মূল লক্ষ্য দেশের প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা করে (ELN, ফার্ক ভেঙে তৈরি হওয়া দল ইত্যাদি) শান্তির পথ খোঁজা। সাম্প্রতিক মাসগুলিতে সরকার ও ELN-এর মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনায় কিছুটা ভেঙে পড়েছে, সরকার আবারও সামরিক অভিযান (military pressure) চালু করেছে ও আঞ্চলিক স্তরের (regional-level) শান্তি আলোচনায় জোর দিচ্ছে।
আফ্রিকা (Africa)
পশ্চিম আফ্রিকা: সাহেল অঞ্চল (Sahel region): আল-কায়েদা (Al Qaeda) ও আইএস (Islamic State)-সংশ্লিষ্ট একাধিক জঙ্গি তৎপরতা (insurgencies) মালি (Mali), বুরকিনা ফাসো (Burkina Faso) ও নাইজার (Niger)-সহ বেশ কিছু দেশে ছড়িয়ে আছে। এই তিনটি দেশ এ বছর ECOWAS আঞ্চলিক জোট ত্যাগ করে, যা অঞ্চলে আরও অস্থিরতা তৈরি করেছে। অঞ্চলটি এখন বিশ্বের “সবচেয়ে সহিংস চরমপন্থা (violent extremism)” ও এর সংশ্লিষ্ট মৃত্যুহার বৃদ্ধির মূল কেন্দ্র। পাশের নাইজেরিয়াও (Nigeria) এখনো বোকো হারাম (Boko Haram) বিদ্রোহের মুখে।
২০২৪ সালে পশ্চিমা সেনাবাহিনীগুলো এই অঞ্চল থেকে আরও বহিষ্কৃত হয়েছে—চাদ (Chad), সেনেগাল (Senegal) ও আইভরি কোস্ট (Ivory Coast) ফ্রান্সকে (France) চলে যেতে বলেছে, আর নাইজার যুক্তরাষ্ট্রকে (United States) বহিষ্কার করেছে।
পূর্ব আফ্রিকা (East Africa): সোমালিয়া (Somalia) ও মোজাম্বিকের (Mozambique) উত্তরের অঞ্চলে ইসলামি উগ্রবাদ (Islamist insurgencies) এখনো বিদ্যমান।
সুদান (Sudan): গৃহযুদ্ধ (civil war): সুদানে ২০২৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধ দেশটিকে ব্যাপক মানবিক বিপর্যয়ে (humanitarian disaster) ফেলে দিয়েছে—১২ মিলিয়নের বেশি মানুষ ঘরছাড়া (displaced)। সুদানি সেনাবাহিনী (SAF) ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে ভয়াবহ লড়াই চলছে, যা এখনো কোনো স্থায়ী সমাধান দেখায়নি। উভয়পক্ষই মানবাধিকার লঙ্ঘন (violations of human rights) ও যুদ্ধাপরাধের (crimes against humanity) অভিযোগে অভিযুক্ত।
ইথিওপিয়া (Ethiopia): একইসময়ে, ইথিওপিয়ায় (Ethiopia) এখনো উত্তরের আমহারা (Amhara) অঞ্চলে সংঘাত চলছে—সেখানে ইথিওপিয়ান সেনাবাহিনী ও ফানো (Feno) মিলিশিয়ার মধ্যে বিরোধ।
গ্রেট লেইকস অঞ্চল: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (Democratic Republic of Congo): আফ্রিকার গ্রেট লেইকস অঞ্চলে, কঙ্গোর (DRC) পূর্বাংশে এক শ’টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী (armed groups) সক্রিয়। দীর্ঘমেয়াদি এই সংঘাত বিশ্বে অন্যতম জটিল মানবিক সংকট (humanitarian crisis) সৃষ্টি করেছে। সবচেয়ে সক্রিয় হলো এম২৩ (M23), যারা কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে উত্তর কিভু (North Kivu)-তে লড়ছে, প্রতিবেশী রুয়ান্ডা (Rwanda)-র ওপর তাদেরকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।
ইউরোপ (Europe)
ইউক্রেন (Ukraine): রাশিয়ার (Russia) পূর্ণমাত্রার আগ্রাসনের চতুর্থ বছরে পা রাখছে ইউক্রেন। ২০২৪ সাল কঠিন ছিল—রুশরা আগের বছরের তুলনায় সাত গুণ বেশি অগ্রসর হয়েছে (Institute for the Study of War-এর তথ্যমতে)। ২০২৪ সালে আরও কিছু নাটকীয় পরিবর্তন ঘটে—উদাহরণস্বরূপ, ইউক্রেন রাশিয়ার কুর্স্ক (Kursk) অঞ্চলে চমকপ্রদ হামলা চালায়; পাল্টায় রাশিয়া সেখানকার সীমান্ত নিয়ন্ত্রণে উত্তর কোরিয়ার (North Korean) সৈন্য মোতায়েন করে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) অতিরিক্ত ২.৫ বিলিয়ন ডলারের নিরাপত্তা সাহায্য (security assistance) ঘোষণা করেছেন। পশ্চিমা সাহায্য (Western aid) ২০২৫ সালে ইউক্রেনের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর নীতিকেই এখন মূল প্রশ্ন বানিয়েছে, যা যুদ্ধের ভবিষ্যত নির্ধারণে বিশেষ ভূমিকা রাখতে পারে।
মধ্যপ্রাচ্য (Middle East)
২০২৪ সাল ছিল কয়েক দশকের মধ্যে অঞ্চলের জন্য সবচেয়ে অশান্ত (intense) বছর—ACLED-এর রিপোর্ট অনুযায়ী।
ইসরায়েল (Israel): বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সক্রিয় সামরিক শক্তি (military) গত বছর অব্যাহতভাবে গাজায় (Gaza) অভিযান চালায়—কত হাজার হতাহত হয়েছে এবং গত অক্টোবরে দক্ষিণ লেবাননেও (Lebanon) স্থল আক্রমণ ও ব্যাপক বোমাবর্ষণ করে। সাময়িক যুদ্ধবিরতি (ceasefire) এখন আছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড “গণহত্যামূলক (genocidal acts)” অভিযোগে ওআইসি, অ্যামনেস্টি (Amnesty) ও হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch) সমালোচনা করেছে; আইসিসি (International Criminal Court) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে শোনা যাচ্ছে। তবুও, ইসরায়েল তার সক্ষমতা প্রমাণ করেছে—যেমন লেবাননে (Lebanon) “অডেসিয়াস pager attack,” গাজা, লেবানন ও ইরানে (Iran) হামাস (Hamas) ও হেজবোল্লাহ (Hezbollah)-র শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুপ্তহত্যা (assassinations)। ২০২৫ সালে ইসরায়েল ইয়েমেনের (Yemen) হুথি (Houthis) গোষ্ঠীকে সতর্ক করেছে—“তারা যদি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ বন্ধ না করে, একই পরিণতি ভোগ করতে হবে।”
সিরিয়া (Syria): ২০২৪ সালের শেষ নাগাদ সিরিয়ায় আরও নাটকীয় পরিবর্তন ঘটেছে—১৩ বছরের গৃহযুদ্ধের (civil war) পর এক অচলাবস্থা (stalemate) চলছিল, কিন্তু নভেম্বরে ইদলিব (Idlib) থেকে বড় বিদ্রোহী আক্রমণ শুরু হয়, যা দ্রুত রাজধানী দামেস্ক (Damascus) দখলের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ (Bashar al Assad)-কে ক্ষমতা হারাতে বাধ্য করে। আসাদ মস্কোতে (Moscow) পালিয়ে যান, রাশিয়া ও ইরান তখন তাকে সাহায্য করতে চায়নি বা পারেনি। সুতরাং, ৫০ বছরেরও বেশি সময় পর সিরিয়া আসাদ-শাসনমুক্ত হল—কিন্তু দেশ এখনো সম্পূর্ণ শান্ত নয়, নিয়ন্ত্রণ ভাগাভাগি হয়ে আছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে। যেমন পূর্বাঞ্চলে কুর্দিরা (Kurdish), উত্তরে তুরস্ক ও তুরস্ক-সমর্থিত গোষ্ঠী, দক্ষিণে ইসরায়েলের নিয়ন্ত্রিত বাফার জোন (buffer zone)। তুরস্ক কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের (Kurdish separatists) বিরুদ্ধে হামলা জোরদার করতে পারে, যা সিরিয়ার নতুন আতঙ্কের কারণ হতে পারে।
আরও পড়ুন – সিরিয়ায় আসাদের শাসনের পতন হলো, এরপর কী? (৯ই ডিসেম্বর, ২০২৪)
এশিয়া (Asia)
মিয়ানমার (Myanmar): ২০২১ সালের ফেব্রুয়ারি অভ্যুত্থানের (military coup) পর থেকে মিয়ানমার এখনো গৃহযুদ্ধের (civil war) মধ্যে আছে। সামরিক সরকার (military regime) দেশটির বড় অংশের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে—বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী (rebel groups) অক্টোবর ২০২৩-এ বড় হামলা চালায়। অনেক বিশ্লেষক বলছেন, সামরিক বাহিনী পতনের উপক্রম, আবার কেউ কেউ মনে করেন বিদ্রোহীরা গতি হারাচ্ছে—অচলাবস্থাই (stalemate) হতে পারে পরিণাম। চীন (China) এটি নিয়ে উদ্বিগ্ন, কারণ তারা মিয়ানমার সামরিক বাহিনীকে (Myanmar military) সমর্থন করে ও সীমান্তে “প্রতিরোধ গোষ্ঠীগুলোকে” চাপে রাখছে লড়াই বন্ধ করে শান্তি-আলোচনায় আসার জন্য।
উপসংহার
বিশ্ব এখনো লেবানন থেকে মিয়ানমার পর্যন্ত বহু সংঘাত-যুদ্ধে জর্জরিত। ২০২৪ সালের নির্বাচনী বছর একদিকে হলেও বিভিন্ন স্থানে পুরনো নতুন যুদ্ধের মোড় ঘুরে গেছে। মেক্সিকোতে কার্টেল সহিংসতা, হাইতিতে রাজনৈতিক-মানবিক সংকট, কলম্বিয়ায় শান্তি আলোচনার দোদুল্যমান অবস্থা—আবার আফ্রিকায় সাহেল অঞ্চল থেকে পূর্ব আফ্রিকা, সুদান, ইথিওপিয়া ও কঙ্গোতে বিদ্রোহীদের তৎপরতা—এসব জায়গায় নীরব এক অস্থিতিশীলতা চলছে।
এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশ, মধ্যপ্রাচ্যের অশান্তি—বিশেষ করে ইসরায়েল-গাজা-লেবানন ও সিরিয়ার ঘটনাপ্রবাহ—অঞ্চলের নিরাপত্তাকে নাড়িয়ে দিয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, অভ্যন্তরীণ ক্ষমতাসংগ্রাম ও বহিরাগত হস্তক্ষেপ এসব যুদ্ধকে জিইয়ে রাখছে।
সব মিলিয়ে ২০২৫ সালে বিশ্বে চলমান সংঘাতের মানচিত্র খুবই অশান্ত ও জটিল। বিরোধগুলো কোথায় গিয়ে শেষ হবে—অদূর ভবিষ্যতে এর সমাধান মিলবে কি না—এটাই এখন বড় প্রশ্ন।
বৈশ্বিক বিষয়ে সাধারণ ও সংকটমূলক সংবাদ ও বিশ্লেষণ সম্পর্কে আরও জানতে দেখুন – বৈশ্বিক সংবাদ (সংকট ও অন্যান্য)
তথ্যসূত্র
Mexico:
https://acleddata.com/conflict-watchlist-2025/mexico/
https://www.reuters.com/world/americas/mexicos-president-may-be-toughening-fight-with-drug-cartels-2024-12-24/
https://www.economist.com/the-americas/2024/06/01/violence-mars-mexicans-biggest-elections-ever
https://www.reuters.com/world/americas/mexican-candidate-assassinations-hit-grim-record-ahead-sundays-election-2024-06-01/
Haiti:
https://www.reuters.com/world/americas/shortages-delays-hit-morale-kenyan-officers-haiti-2024-09-03/
https://news.un.org/en/story/2024/12/1158506
https://www.reuters.com/world/americas/over-200-killed-haitis-cite-soleil-massacre-un-report-finds-2024-12-23/
https://www.iom.int/news/over-700000-displaced-haiti-half-are-children-humanitarian-crisis-worsens
Colombia:
https://acleddata.com/conflict-watchlist-2025/colombia/
https://insightcrime.org/news/colombias-total-peace-hangs-by-a-thread-after-ceasefire-with-eln-expires/
https://apnews.com/article/colombia-eln-rebels-ceasefire-petro-387caf06b740869e2087eb3b90934393
https://acleddata.com/conflict-watchlist-2025/colombia/
West Africa/Sahel:
https://institute.global/insights/geopolitics-and-security/from-crisis-to-conflict-climate-change-and-violent-extremism-in-the-sahel
https://www.bbc.co.uk/news/articles/c5y7zz99jlxo
https://foreignpolicy.com/2024/12/27/2024-africa-crises-war-sudan-congo-ethiopia-sahel/
Sudan:
https://news.un.org/en/story/2024/12/1158601
https://foreignpolicy.com/2024/12/27/2024-africa-crises-war-sudan-congo-ethiopia-sahel/
https://www.ohchr.org/en/press-releases/2024/09/sudan-un-fact-finding-mission-outlines-extensive-human-rights-violations
https://www.amnesty.org/en/latest/news/2024/12/sudan-armed-forces-saf-killed-dozens-in-an-air-strike-on-a-crowded-market-in-the-rapid-support-forces-rsf-controlled-town-of-kabkabiya-in-north-darfur/
https://www.hrw.org/news/2024/05/09/qa-war-crimes-crimes-against-humanity-ethnic-cleansing-west-darfur
Ethiopia:
https://www.economist.com/middle-east-and-africa/2024/10/27/another-african-war-looms
DR Congo:
https://reporting.unhcr.org/operational/situations/democratic-republic-congo-situation
https://www.globalr2p.org/countries/democratic-republic-of-the-congo/
https://www.bbc.co.uk/news/articles/c134kgdpd6do
Ukraine:
https://www.france24.com/en/live-news/20241231-russian-advances-in-ukraine-grew-seven-fold-in-2024-data-shows
https://www.reuters.com/world/biden-announces-25-billion-fresh-military-aid-ukraine-2024-12-30/
https://understandingwar.org/backgrounder/russian-offensive-campaign-assessment-december-31-2024
Middle East:
https://acleddata.com/conflict-watchlist-2025/israel-palestine-lebanon/
https://www.amnesty.org/en/latest/news/2024/12/amnesty-international-concludes-israel-is-committing-genocide-against-palestinians-in-gaza/
https://www.hrw.org/news/2024/12/19/israels-crime-extermination-acts-genocide-gaza
https://www.icc-cpi.int/news/situation-state-palestine-icc-pre-trial-chamber-i-rejects-state-israels-challenges
https://www.reuters.com/world/middle-east/israel-un-warns-houthis-risk-sharing-same-fate-hamas-hezbollah-2024-12-30/
Syria:
https://www.aljazeera.com/gallery/2025/1/2/2024-a-year-that-turned-the-tables-in-war-torn-syria
https://www.lowyinstitute.org/the-interpreter/bashar-al-assad-gone-syrian-civil-war-over
https://youtu.be/DcX5vqKOGKc
Myanmar:
https://www.yahoo.com/news/myanmar-civil-war-heading-toward-144330642.html
https://acleddata.com/conflict-watchlist-2025/myanmar/
Leave a Reply