২০১৩ সালে বারনা রিসার্চ গ্রুপ (Barna Research Group) কর্তৃক প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় গভীরভাবে ধার্মিক বা রক্ষণশীল জুটিদের থেকেও নাস্তিকদের বিবাহবিচ্ছেদ কম হয়। গবেষণাটি অনুসারে, বাইবেল বিশ্বাস করা বাপ্টিস্ট এবং ননডেনোমিনেশনাল খ্রিস্টানদের ডিভোর্স রেট বা বিবাহবিচ্ছেদ হার বেশি। লিবারাল মেথোডিস্টদের মধ্যে এই হার তুলনামূলকভাবে কম। কিন্তু এথিয়েস্ট বা নাস্তিকদের মধ্যে এই হার সবচেয়ে কম। গবেষণাটিতে মোট ৩,৮৫৪ জন লোককে নিয়ে জরিপ করা হয় যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে বাস করেন এবং এখান থেকে পাওয়া যায়, রক্ষণশীলদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি থাকে।
মজার ব্যাপার হল, গবেষণাটি বলছে, গভীরভাবে ধার্মিক ব্যক্তিদের বিবাহবিচ্ছেদের হার বেশি হবার কারণ হল এইসব রক্ষণশীলদের দ্বারা প্রযুক্ত সামাজিক রীতিনীতি। খ্রিস্টান কমিউনিটিতে প্রেগনেন্সি বা গর্ভধারণকে ঈশ্বরের দেয়া উপহার বলে মনে করা হয় এবং গর্ভপাত বা এবরশনকে যে করেই হোক এড়িয়ে চলতে বলা হয়। এধরণের কমিউনিটিতে বয়স কম থাকতেই বিয়ে করতে উৎসাহিত করা হয় যাতে বিবাহ-পূর্ববর্তী যৌনতা বা প্রিমেরিটাল সেক্স এর সম্ভাবনা কম থাকে। এই ইয়ং মেরিজ বা অল্পবয়সে বিবাহের ফলস্বরূপ দেখা যায় ফাইনানশিয়াল ইনস্ট্যাবিলিটি বা আর্থিক অস্থিতিশীলতা এবং শিক্ষার অভাব। এই দুটি কারণই তাদের ক্ষেত্রে অধিক বিবাহবিচ্ছেদ হারের ক্ষেত্রে অবদান রাখে।
অন্যদিকে সেক্যুলার বা ধর্মনিরপেক্ষ জুটি বিবাহ এবং বিবাহবিচ্ছেদকে ব্যক্তিগত ইচ্ছা বলে মনে করে না। কম সংখ্যক জুটি বিবাহ করার প্রয়োজন বোধ করেন যার ফলে বিবাহবিচ্ছেদের পরিমাণ কম হয়। কারণ এই জুটিগুলো বিয়ে করতে করতে প্রায়ই বয়স্ক হয়ে যায়। তাদের সন্তান কম থাকে এবং বেশির ভাগ ক্ষেত্রেই তারা পরিকল্পনা করে সন্তান গ্রহণ করেন।
অধিক রেলিজিয়াস দেশগুলোতে যে সমস্যাগুলো থাকে (যেমন অধিক কিশোর-গর্ভধারণ, দারিদ্র্য ইত্যাদি) সেই একই সমস্যাগুলো অধিক রেলিজিয়াস অঙ্গরাজ্যগুলোতেও থাকতে দেখা যায়। একই বিষয় বিবাহবিচ্ছেদের বেলাতেও খাটে। গবেষণাটি অনুসারে, যেসকল লোক দক্ষিণের স্টেটগুলোতে থাকে (এই স্টেটগুলোকে প্রায়ই “বাইবেল বেল্ট” নামে ডাকা হয়) সেগুলোতে মানুষের বিবাহবিচ্ছেদের রিস্ক দেশের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে বেশি। এইসব অঞ্চলের লোকজন প্রায়ই কম বয়সে বিয়ে করে, তাদের শিক্ষার হার কম থাকে এবং তাদের হাউজহোল্ড ইনকামও জাতীয় দারিদ্র্যসীমা বা ন্যাশনাল পোভার্টি লাইনের নিচে অবস্থান করে।
http://divorce.lovetoknow.com/Divorce_Statistics_by_Religion
– মার্ক এন্টনি
Leave a Reply