ওয়ার্ল্ড নিউজ ডেইলি

Table of Contents

১৭ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা: নিরাপত্তা মন্ত্রিসভায় (Security Cabinet) ভোট
  • জাস্টিন ট্রুডোর উত্তরসূরি: মার্ক কার্নির প্রচারণা
  • সুদানের সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা: নিরাপত্তা মন্ত্রিসভায় (Security Cabinet) ভোট

পরিপ্রেক্ষিত (Background): প্রায় ১৫ মাস ধরে ইসরায়েল ও হামাসের (Hamas) মধ্যে সংঘাত চলছে গাজা উপত্যকায় (Gaza Strip)। বহু বেসামরিক লোক হতাহত, এবং বহু ইসরায়েলি জিম্মি (Hostages) ধরে রাখা হয়েছে গাজায়, বিপরীতে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের (Palestinians detained in Israel) অবস্থান। বেশ কয়েকবার যুদ্ধবিরতি চেষ্টায় অচলাবস্থা দেখা গেছে।
আজকের মন্ত্রিসভা বৈঠক (Cabinet Meeting Today)

  • আজ (শুক্রবার) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা (Security Cabinet) চূড়ান্তভাবে এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার জন্য বসছে। পুরো মন্ত্রিসভার (Full cabinet) ভোট রবিবার রাতে হবে।
  • চুক্তিটি পাস হলে, একই দিন থেকে প্রথম ধাপে কিছু ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন, আর ইসরায়েলি বন্দিশালায় থাকা কিছু ফিলিস্তিনির মুক্তিও হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি (PM’s Office Statement): প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দপ্তর বৃহস্পতিবার গভীর রাতে নিশ্চিত করে, গাজায় আটক থাকা জিম্মিদের ফেরতের বিষয়ে একটি “সমঝোতা” হয়েছে। ইসরায়েল সরকারের বক্তব্য—“আমরা যুদ্ধে আমাদের সব লক্ষ্য, জীবিত ও মৃত জিম্মিদের ফিরিয়ে আনা—পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।” এর আগে নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, হামাস নাকি চুক্তির কিছু শর্ত থেকে সরে আসছে (Reneging)। যাহোক, এখন মনে হচ্ছে উভয়পক্ষ কিছুটা বোঝাপড়ায় পৌঁছেছে।

রাজনৈতিক প্রভাব (Political Fallout): এই চুক্তি পাস হলে, ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভির (Itmar Ben Gvir) সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারেন। তিনি আগেই বলেছিলেন, “আমি গত এক বছরে বারবার এ চুক্তি নস্যাৎ করেছি,” ও এখন যদি চুক্তি পাস হয় তবে তিনি চলে যাবেন। তার দল “ইহুদি শক্তি” (Jewish Power) এবং আরেক ডানপন্থী নেতা বেজালেল স্মোটরিচ (Bezalel Smotrich) যদি এই সরকারের জোট ত্যাগ করে, তাহলে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। উভয়পক্ষের জন্যই গাজায় যুদ্ধবিরতির খবর স্বস্তির, কারণ ইসরায়েলে অনেকেই জিম্মিদের ফেরতের দাবিতে বিক্ষোভ করেছেন তেল আবিবে (Tel Aviv), আর গাজায় লাগাতার হামলায় বহু সাধারণ মানুষ বিপর্যস্ত।
শেষ মুহূর্তের সংঘাত (Ongoing Strikes): চুক্তি ঘোষণার পরেও ইসরায়েল গাজায় বোমাবর্ষণ চালিয়েছে—গত ১৫ মাসে নিহতের সংখ্যা ৪৬,৭০০ (46,700)-এরও বেশি ছাড়িয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ। অনেকে সন্দেহ করছেন, এই শেষ মুহূর্তের হামলা হয়তো চাপ সৃষ্টির কৌশল।

বৈশ্বিক প্রতিক্রিয়া (Global Reaction):

  • বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেন, “এই চুক্তি ইসরায়েলের আরব প্রতিবেশী (Arab neighbors) সহ সৌদি আরবের (Saudi Arabia) সঙ্গে স্বাভাবিক সম্পর্ক (Normalization) এগিয়ে নিতে সহায়তা করবে।”
  • জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস (UN Secretary General António Guterres) একে “গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়েছেন, “অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের (Occupied Palestinian territory) ঐক্য, ধারাবাহিকতা ও অখণ্ডতা রক্ষা করতে হবে।”

যদি চুক্তি যথারীতি বাস্তবায়ন হয়, তবে প্রথম ধাপটি (Multiple phases) সফল হবে কিনা তা ডিপেন্ড করে উভয় পক্ষের আগ্রহ ও incoming প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) Middle East নীতির ওপর। ইতোমধ্যে হামাস সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে ও ইসরায়েলেও সরকারী রাজনৈতিক ডামাডোল আছে। তাছাড়া, ট্রাম্প শপথ নেওয়ার আগেই যুদ্ধবিরতি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক সুসংহত থাকতে পারে।

সূত্র

জাস্টিন ট্রুডোর উত্তরসূরি: মার্ক কার্নির প্রচারণা

পটভূমি (Background): কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) সম্প্রতি জনমত জরিপে ব্যাপক হারে জনপ্রিয়তা হারিয়ে ও দলীয় কোন্দলের মুখে পদত্যাগের ঘোষণা দেন। ৯ বছর শীর্ষপদে থাকার পর সরে যাওয়ায় লিবারেল পার্টি (Liberal Party) এখন নতুন নেতা ও প্রধানমন্ত্রীর সন্ধানে।


মার্ক কার্নির আবির্ভাব (Mark Carney’s Launch):

  • কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের (Bank of Canada, Bank of England) সাবেক গভর্নর মার্ক কার্নি (Mark Carney) আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।
  • তিনি এক জনসমাবেশে (Crowd in Edmonton, Alberta) ঘোষণা করেন, “আমাদের অর্থনীতি (Economy) ঠিক পথে ফেরানো আমার প্রধান লক্ষ্য।”
  • হাউজিং (Housing) সংকট, স্থবির মজুরি (Stagnant wages) সহ অন্যান্য চ্যালেঞ্জ জয়ের প্রতিশ্রুতি দেন।
  • নিজেকে “আউটসাইডার” হিসেবে তুলে ধরছেন, কারণ তিনি নির্বাচিত অফিসে কখনো ছিলেন না, সংসদেও (Parliament) তার কোনও আসন নেই। লিবারেল নেতা নির্বাচিত হলে তাকে সামনে সাধারণ নির্বাচনে (Federal elections) প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

অন্য সম্ভাব্য প্রার্থী (Other Candidates):

  • সাবেক অর্থমন্ত্রী (Finance Minister) ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড (Chrystia Freeland) গত মাসে পদত্যাগ করেন, যার ফলে এই নেতৃত্বসংকট তৈরি হয়। মনে করা হচ্ছে, তিনিও শীঘ্রই প্রার্থী হবার ঘোষণা দেবেন।
  • আগামী ৯ মার্চ (March 9) লিবারেল নেতৃত্ব নির্বাচন। নতুন নেতা ও প্রধানমন্ত্রীকে এরপর অন্তর্বর্তী সময়ে বা নির্ধারিত নির্বাচনে যেতে হবে, যেখানে লিবারেলরা এখন কনজারভেটিভদের (Conservatives) চেয়ে ২০ পয়েন্ট পিছিয়ে।

সূত্র

সুদানের সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞার কারণ (Reason for Sanctions): বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ঘোষণা করে, সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান (Abdel Fattah El Burhan)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার বিরুদ্ধে মানবিক সহায়তা (Humanitarian aid) বাধাগ্রস্ত করা, স্কুল, বাজার, হাসপাতাল ইত্যাদিতে হামলা চালানোর অভিযোগ আছে। সুদানে চলমান গৃহযুদ্ধে (Sudanese civil war) তিনি “যুদ্ধ বেছে নিয়েছেন, আলোচনায় না থেকে।” একই সঙ্গে এক সুদানি-ইউক্রেনীয় নাগরিক ও হংকং-ভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা, কারণ তারা সুদানের সেনাকে অস্ত্র সরবরাহে সাহায্য করেছে।

সুদানের রাজনৈতিক প্রেক্ষাপট (Sudan’s Conflict Background):

  • ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে (Coup) সেনাবাহিনী (Sudanese Army) ও র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF) মিলিতভাবে বেসামরিক নেতৃত্বকে উৎখাত করে। তার আগে ২০১৯ সালে ওমর আল-বশিরকে (Omar al Bashir) হটানো হয়েছিল।
  • পরে বুরহান (Burhan) ও আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালো (Mohammed Hamdan Dagalo, “Hemeti”) দুজনই ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়ান, ২০২৩ সালের এপ্রিলে (April 2023) নতুন গৃহযুদ্ধ শুরু হয়।
  • পশ্চিম দারফুরে (Darfur) জাতিগত সহিংসতা (Ethnically motivated killings) ও যৌন সহিংসতা (Sexual violence) বেড়েছে। গত সেপ্টেম্বরে (September), জাতিসংঘ (UN) উভয় পক্ষকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করে।
  • এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র হামেতির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ আরএসএফ “গণহত্যা” (Genocide) সংঘটিত করছে বলে অভিযোগ—দুই দশকের মধ্যে দ্বিতীয়বার সুদানে এমন আনুষ্ঠানিক গণহত্যার ঘোষণা এলো।

সূত্র

যুক্তরাজ্য ও পোল্যান্ড: প্রতিরক্ষা চুক্তি ও ইউরোপের সাথে পুনরায় জোট

প্রতিরক্ষা চুক্তির মূলনীতি (Core of the Defence Treaty): ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer) পোল্যান্ড সফরে গেছেন। সেখানে তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাজ্য ও পোল্যান্ডের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি (Defense treaty) হবে—যাতে সামরিক সহযোগিতা ও বিভ্রান্তিকর তথ্য রোধে (Tackle disinformation) যৌথ উদ্যোগ নেওয়া হবে। ডাউনিং স্ট্রিট (Downing Street) এক বিবৃতিতে বলেছে, “এটি ইউরোপের সাথে যুক্তরাজ্যের ‘পুনরায় সংযোগের’ (Wider reset with Europe) অন্যতম স্তম্ভ,” যা ফ্রান্স ও জার্মানির সাথে সাম্প্রতিক চুক্তির ধারাবাহিক।

সাম্প্রতিক ইউরোপীয় দৃশ্যপট (Recent European Context):

  • কয়েক দিন আগে স্টারমার ইউক্রেনের (Ukraine) সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি (Security deal) করেন, যেখানে যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাজ্য ইউক্রেনে “শান্তিরক্ষী বাহিনী” (Peacekeeping troops) পাঠাতে পারে।
  • ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শপথ নিলে ইউরোপীয় দেশগুলোকে “নিজেদের প্রতিরক্ষা”তে আরও ব্যয় করতে বলবেন, এ ঘোষণা আগেই দিয়েছেন।
  • স্টারমারের লেবার সরকার (Labour government) ক্ষমতায় আসার পর ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে সম্পর্ক উন্নয়ন (Restoring relations)কে অন্যতম লক্ষ্য বলে ঘোষণা করে।
  • গত বছরে যুক্তরাজ্য-জার্মানি চুক্তি (UK-Germany bilateral treaty) স্বাক্ষরিত হয়েছে, যেখানে যৌথ মিসাইল উন্নয়ন (Joint missile development), ব্যাল্টিক অঞ্চলে সামরিক মহড়া (Military exercises in the Baltics), স্কটল্যান্ডে (Scotland) সাবমেরিন হান্টিং প্লেন স্থাপনার অধিকার, আরও নানা সহযোগিতা অন্তর্ভুক্ত।
  • স্টারমার এস্তোনিয়ায় (Estonia) ইউকে-নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স (Joint Expeditionary Force) বৈঠকে অংশ নেন, যেটি মূলত নর্ডিক (Nordic) ও ব্যাল্টিক (Baltic) দেশগুলোর ১০ সদস্যের এক ন্যাটো শাখা।

সূত্র

১৬ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • বিদায়ী ভাষণে বাইডেনের সতর্কবার্তা: প্রযুক্তি বিলিয়নিয়ারদের অপ্রতিরোধ্য ক্ষমতার হুঁশিয়ারি
  • গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি
  • ঐতিহাসিক বিরোধ নিরসনে ইউক্রেন ও পোল্যান্ডের অগ্রগতি
  • বিলিয়নিয়ারদের মহাকাশ প্রতিযোগিতা: ব্লু অরিজিনের সাফল্য ও সীমাবদ্ধতা

বিদায়ী ভাষণে বাইডেনের সতর্কবার্তা: প্রযুক্তি বিলিয়নিয়ারদের অপ্রতিরোধ্য ক্ষমতার হুঁশিয়ারি

জো বাইডেন তার বিদায়ী ভাষণে স্পষ্ট করে বলেছেন যে যুক্তরাষ্ট্রে একধরনের “টেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স” (tech industrial complex) বা প্রযুক্তিভিত্তিক শিল্পগোষ্ঠী তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষের উপর অনিয়ন্ত্রিত প্রভাব বিস্তার করতে পারে। তিনি এই প্রভাবশালী গোষ্ঠীকে “অলিগার্কি” (oligarchy) আখ্যায়িত করেন এবং বলেন, “আজ আমেরিকায় এক অলিগার্কি গড়ে উঠছে—অত্যন্ত বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রভাব নিয়ে—যা আমাদের গোটা গণতন্ত্রকেই হুমকির মুখে ফেলেছে, আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে, এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার পথে বাধা তৈরি করছে।”

এই বক্তব্যকে অনেকে আমেরিকার ৩৪তম প্রেসিডেন্ট ডワイト ডি. আইজেনহাওয়ার (Dwight Eisenhower)-এর ১৯৬১ সালের বিদায়ী ভাষণের সঙ্গে তুলনা করছেন। আইজেনহাওয়ার তার ভাষণে “মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স” (military-industrial complex) শব্দবন্ধকে জনপ্রিয় করেছিলেন, যা সামরিক বাহিনী ও শিল্পপতিদের অতি ঘনিষ্ঠ সংযোগের কারণে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। বাইডেন একইভাবে সতর্ক করে দিচ্ছেন যে আধুনিক সময়ে সামরিক খাতের পাশাপাশি প্রযুক্তি খাতেরও অনিয়ন্ত্রিত প্রভাব বিপজ্জনক হতে পারে।

ভাষণের মূল উদ্বেগসমূহ: 

  • মিডিয়ার স্বাধীনতার সংকট (free press crisis): বাইডেন অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্রে স্বাধীন সংবাদমাধ্যম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
  • মিথ্যা তথ্য ও ভুল তথ্য (misinformation and disinformation) বৃদ্ধি: তিনি বলেন, “আমেরিকানরা আজ মিথ্যা ও ভুল তথ্যের প্রবল ঢলে চাপা পড়ে যাচ্ছে,” এবং এর ফলে ক্ষমতার অপব্যবহার সহজ হচ্ছে।
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা: বাইডেনের দাবি, শক্তিশালী কিছু স্বার্থগোষ্ঠী জলবায়ু সংকট (climate crisis) মোকাবিলায় তার প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলি বাতিল করে দিতে চায়, যাতে তারা নিজেরা ক্ষমতা ও মুনাফা ধরে রাখতে পারে।

বাইডেন আরও স্পষ্ট করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম (social media) ক্ষেত্রেও সত্য আড়াল হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে। বিদায়ী ভাষণে তিনি মেটা (Meta), অ্যামাজন (Amazon) ও অন্যান্য প্রযুক্তি জায়ান্টের নাম সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছেন যে তারা ফ্যাক্ট-চেকিং (fact-checking) ব্যবস্থাকে বাদ দেওয়ার মাধ্যমে ভুল তথ্যে (disinformation) প্রশ্রয় দিচ্ছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ ধনী প্রযুক্তি উদ্যোক্তারা: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), যিনি বাইডেনের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg), জেফ বেজোস (Jeff Bezos) ও ইলন মাস্ক (Elon Musk)-এর মতো বিলিয়নিয়ারদের। বাইডেনের অভিযোগ মতে, “সোশ্যাল মিডিয়া (social media) এখন সত্যকে মিথ্যার চাপে ছাপিয়ে দিতে দিচ্ছে—মিথ্যা বলা হচ্ছে ক্ষমতা ও মুনাফার জন্য।” উল্লেখ্য, মেটা ও অ্যামাজন দুটিই ট্রাম্পের অভিষেক (inauguration) অনুষ্ঠানের জন্য ১০ লক্ষ ডলার করে অনুদান দিয়েছে। জাকারবার্গ, বেজোস এবং মাস্ক সোমবার অনুষ্ঠেয় ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

ব্যক্তিগত রাজনৈতিক অভিযাত্রা: এই বিদায়ী ভাষণে বাইডেন তার নিজস্ব যাত্রা তুলে ধরেন—স্ক্রান্টন, পেনসিলভানিয়াতে (Scranton, Pennsylvania) কথা বলতে অক্ষম এক শিশু থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার যাত্রা। তিনি বলেন, “আমি আমার হৃদয় ও আত্মা উজাড় করে দিয়েছি এই জাতির জন্য।” তিনি নিজের প্রশাসনের সফলতা হিসেবে চাকরি সৃষ্টির (job creation) হার, অবকাঠামো উন্নয়ন (infrastructure spending), স্বাস্থ্যসেবা (healthcare) উন্নয়ন এবং কোভিড-১৯ মহামারি থেকে বেরিয়ে আসার দিকগুলো উল্লেখ করেন। অবশেষে তিনি প্রচলিত একটি প্রেসিডেন্সিয়াল ঐতিহ্যের অংশ হিসেবে আমেরিকানদের উদ্দেশে বলেন, “আপনারা সবাই এই জাতির মশাল রক্ষাকারী হিসেবে থাকুন।”

সূত্র

গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি

একই দিনে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের (Qatar) প্রধানমন্ত্রী এক যৌথ ঘোষণায় জানিয়েছেন যে ইসরায়েল (Israel) ও হামাসের মধ্যকার ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে রবিবার থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এই যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় গাজায় আটক ৯৮ জন জিম্মিকে (hostages) মুক্তি দেওয়ার কথাও রয়েছে।

যে তিন-পর্যায়ের (three-phase) প্রস্তাব এই চুক্তির ভিত্তি হিসেবে কাজ করছে, তা প্রথম গত বছরের মে মাসে বাইডেন সমর্থন দিয়েছিলেন। এর উল্লেখযোগ্য দিকগুলো হলো—

  1. প্রথম পর্যায় (First Phase):
    • ৪২ দিনের একটি অস্থায়ী সংঘাত বিরতি।
    • এই পর্যায়ে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে আছেন নারী, প্রবীণ এবং আহতরা।
    • বিনিময়ে ইসরায়েলের জেলে বন্দী কতিপয় ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে, যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি।
    • ইসরায়েলি সেনারা (IDF troops) গাজা থেকে কিছুটা পিছু হটবে এবং এই সময়ে মানবিক সাহায্য (aid) প্রবাহ নিশ্চিত করা হবে।
  2. দ্বিতীয় পর্যায় (Second Phase):
    • একটি স্থায়ী যুদ্ধবিরতি (permanent ceasefire) প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
    • বাকি সব জিম্মির মুক্তি, যার মধ্যে ইসরায়েলি সৈন্যরাও (Israeli soldiers) রয়েছেন, নিশ্চিত করা হবে।
    • ইসরায়েলি সেনারা পুরোপুরি গাজা এলাকা থেকে সরে যাবে।

এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে মাত্র তিন দিন বাকি থাকতেই, ইসরায়েল আজ গাজায় বিমান হামলা তীব্র করেছে বলে সংবাদে জানা গেছে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) তার ডানপন্থী মিত্রদের সমালোচনার মুখে পড়েছেন, যারা এই চুক্তিতে সম্মত হওয়ার জন্য তাকে আক্রমণ করছে। নেতানিয়াহু অভিযোগ করেছেন যে হামাস শেষ মুহূর্তে নতুন দাবি জানাচ্ছে এবং আগের অবস্থান থেকে পিছিয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে আরো কিছু অনিশ্চয়তা রয়েছে—

  • চুক্তির মেয়াদ: এই চুক্তি কতদিন বজায় থাকবে, তা স্পষ্ট নয়। আগামী প্রশাসন—ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা—ইসরায়েলের পক্ষে জোর সমর্থনকারী বলে পরিচিত। তাদের নীতিগত অবস্থান এই যুদ্ধবিরতির স্থায়িত্ব প্রভাবিত করতে পারে।
  • গাজা পরিচালনার দায়িত্ব: গাজার ভবিষ্যৎ প্রশাসনিক দায়িত্ব কার হাতে থাকবে, এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর এখনো নেই। ২০০৭ সাল থেকে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা আরব রাষ্ট্রগুলো কেউই চায় না হামাস আগের মতো ক্ষমতায় থাকুক। অন্যদিকে ইসরায়েলি সরকার এখনো কোনো বিকল্প শাসনব্যবস্থার রূপরেখা হাজির করেনি। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো ফিলিস্তিনি অথরিটি (Palestinian Authority)-র সঙ্গে কাজ করতে বললেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।

সূত্র

ঐতিহাসিক বিরোধ নিরসনে ইউক্রেন ও পোল্যান্ডের অগ্রগতি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) বুধবার আকস্মিকভাবে ওয়ারশ (Warsaw) সফরে গিয়েছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের (Donald Tusk) সঙ্গে বৈঠক করতে। দুইপক্ষই জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের (Second World War) সময়কার কিছু হত্যাকাণ্ড সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কে তারা অগ্রগতির দিকে এগোচ্ছে।

পোল্যান্ড ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে ইউক্রেনের সবচেয়ে বলিষ্ঠ মিত্রদের একটি। কিন্তু অনেক বছর ধরেই তাদের মধ্যে ভলোহিনিয়া (Volhynia) অঞ্চলের গণহত্যা (Volhynia crime) নিয়ে তীব্র মতবিরোধ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা বহু পোলিশ নাগরিককে হত্যা করেছিল, যা নিয়ে পোলিশরা দীর্ঘদিন ধরে ক্ষোভ পুষে রেখেছে।

কিছুদিন আগে ডোনাল্ড টাস্ক ঘোষণা করেন যে তারা “ব্রেকথ্রু” (breakthrough) অর্জন করেছেন। এর অর্থ, ইউক্রেন পোল্যান্ডকে তাদের নিহত নাগরিকদের কবর খোঁজার ও উত্তোলনের (exhumation) অনুমতি দেবে। তারপর বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, “আমরা ভলোহিনিয়া হত্যাকাণ্ড নিয়ে একটি অভিন্ন ভাষা খুঁজে পাচ্ছি,” এবং যোগ করেন যে তারা এই সমস্যার স্থায়ী সমাধানে কাজ করে যাবে।

পোল্যান্ডে অতি শীঘ্রই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে (আগামী মে মাসে)। টাস্কের দলের প্রার্থীকে ডানপন্থী দল ল অ্যান্ড জাস্টিস (Law and Justice Party)-এর পক্ষ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। ল অ্যান্ড জাস্টিস দলের প্রার্থী হলেন পোল্যান্ডের ইনস্টিটিউট অফ ন্যাশনাল রিমেমব্রান্স (Institute of National Remembrance)-এর প্রধান। সুতরাং ঐতিহাসিক এসব ইস্যু নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

টাস্ক একই সঙ্গে জানান, পোল্যান্ড এখন ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের (Council of the EU) সভাপতিত্ব করছে (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত), এবং এই অবস্থান থেকে তিনি ইউক্রেনের ইইউ (EU) সদস্যপদ প্রক্রিয়াকে অগ্রসর করতে সহায়তা করবেন।

সূত্র

বিলিয়নিয়ারদের মহাকাশ প্রতিযোগিতা: ব্লু অরিজিনের সাফল্য ও সীমাবদ্ধতা

বিলিয়নিয়ার জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন (Blue Origin) আজ একটি গুরুত্বপূর্ণ মিশনে সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে, যেখানে তাদের রকেট নিউ গ্লেন (New Glenn) পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে পেরেছে। ইলন মাস্কের স্পেসএক্স (SpaceX)-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই বেজোস দীর্ঘদিন ধরে এই প্রকল্পের উন্নয়ন চালিয়ে যাচ্ছেন।

রকেট পরিচিতি:

  • ৩০ তলা সমান উচ্চতার এই রকেটের নাম নিউ গ্লেন (New Glenn), যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশচারী যিনি পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন, সেই জন গ্লেনের (John Glenn) নামানুসারে এটি নামকরণ করা হয়েছে।
  • উৎক্ষেপণের স্থান ছিল কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন (Cape Canaveral Space Force Station) যা ফ্লোরিডায় (Florida) অবস্থিত।
  • সোমবার নির্ধারিত উৎক্ষেপণ একটি “ভেহিকেল সাবসিস্টেম ইস্যু” (vehicle subsystem issue)-র কারণে বাতিল করা হয়েছিল, পরে বৃহস্পতিবার ভোরে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

মিশনের ফলাফল:

  • প্রাথমিক লক্ষ্য ছিল রকেটটিকে নিরাপদে কক্ষপথে (orbit) স্থাপন করা। এটি সফলভাবে সম্পন্ন হয়।
  • ব্লু রিং পাথফাইন্ডার (Blue Ring Pathfinder) নামে একটি পেলোড (payload) কক্ষপথে সক্রিয় করা হয়, এবং কোম্পানির দাবি অনুযায়ী সেটি ভালোভাবে কাজ করছে।
  • তবে দ্বিতীয় লক্ষ্য ছিল পুনর্ব্যবহারযোগ্য (reusable) প্রথম ধাপের বুস্টারকে (booster) আটলান্টিক মহাসাগরে (Atlantic Ocean) অবস্থানরত একটি বার্জে অবতরণ করানো, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। “So You’re Telling Me There’s a Chance” নামে পরিচিত এই বুস্টারটি অবতরণ করতে গিয়ে হারিয়ে গেছে।

এই আংশিক ব্যর্থতা সত্ত্বেও প্রথমবারের প্রচেষ্টায় কক্ষপথে পৌঁছানো ব্লু অরিজিনের জন্য বিশাল অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে। প্রায় এক দশক ধরে তারা এই নিউ গ্লেন রকেটের উন্নয়ন করে আসছে। স্পেস ডটকম (Space.com)-এর বরাত দিয়ে জানা গেছে, ভবিষ্যতে অ্যামাজনের প্রজেক্ট কুইপার (Project Kuiper) ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নিউ গ্লেনকে ব্যবহার করা হতে পারে। প্রজেক্ট কুইপার (Project Kuiper) হলো অ্যামাজনের একটি উদ্যোগ, যা স্পেসএক্স-এর স্টারলিংক (Starlink) মেগা কনস্টেলেশন (mega constellation)-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে পৃথিবীব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা সরবরাহের পরিকল্পনা করছে।

সূত্র

১৫ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • বাইডেনের কিউবা নিষেধাজ্ঞা প্রত্যাহার: নতুন যুগের ইঙ্গিত
  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল গ্রেপ্তার
  • যুক্তরাজ্যে মূল্যস্ফীতি হ্রাস – কিন্তু আরও উদ্বেগ আছে
  • মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক নিষেধাজ্ঞা ও “রেডনোট” এর উত্থান

বাইডেনের কিউবা নিষেধাজ্ঞা প্রত্যাহার: নতুন যুগের ইঙ্গিত

প্রেক্ষাপট: শুধু আর কয়েক দিন পরই প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস ছাড়বেন এবং ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবার ক্ষমতায় বসবেন। এই সীমিত সময়ে বাইডেন প্রশাসন (Administration) এক বড় ঘোষণায় বলেছে, কিউবাকে (Cuba) “স্টেট স্পনসর অব টেররিজম” (State Sponsors of Terrorism) তালিকা থেকে সরানো হবে এবং দেশটির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা (Sanctions) শিথিল করা হবে। এটি যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার (Normalising relations) দিকে এক বড় পদক্ষেপ। কিউবাকে প্রথম সন্ত্রাসী রাষ্ট্র বলে ঘোষণা করা হয় ১৯৮২ সালে রোনাল্ড রেইগানের (Ronald Reagan) আমলে, যখন শীতল যুদ্ধ (Cold War) চলছিল। সেই সময় থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন ছিল, সঙ্গে ছিল বাণিজ্যিক নিষেধাজ্ঞা (Trade embargo)। ২০০০-এর দশকে প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama) কিউবাকে এই “সন্ত্রাসী রাষ্ট্র” তালিকা থেকে সরিয়ে দেন। কিন্তু ২০১৭ সালে ট্রাম্প (Trump) ক্ষমতায় এসে আবারও কিউবার প্রতি কঠোর অবস্থান গ্রহণ করেন। ২০২১ সালে ক্ষমতা ছাড়ার অল্প আগে তিনি কিউবাকে আবার সন্ত্রাসী তালিকায় স্থান দেন, যুক্তি দেখান—“কিউবা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও ইউএস-এর সুবিচারের পরিপন্থী কাজ সমর্থন করে,” বিশেষ করে ভেনেজুয়েলার (Venezuela) নেতা নিকোলাস মাদুরোর (Nicolas Maduro) সমর্থনে। একইসঙ্গে তিনি আর্থিক নিয়মকানুন (Financial restrictions) আরও কঠোর করেন। কিউবা এটিকে “ছলনাময়, ভণ্ডামিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দেয়।
নতুন নীতি কেন এবং কী প্রভাব (Why & Impact)

বাইডেনের এই নতুন সিদ্ধান্ত:

  • কিউবাকে সন্ত্রাসী তালিকা থেকে সরানো হচ্ছে, তাতে বড় প্রতিষ্ঠান ও বিদেশি বিনিয়োগকারীদের (Major banks and foreign investors) জন্য আইনত বাধা কমবে।
  • আর্থিক সহায়তা ও বাণিজ্যে (Financial assistance and trade) নিষেধাজ্ঞা শিথিল হলে মানবিক সংগঠন, গির্জা (Church groups), মানবাধিকার সংগঠন (Human rights entities) সহজে কিউবাতে কাজ করতে পারবে।
  • এছাড়া কিউবায় বিপ্লবের সময় (Cuban Revolution) বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি (Properties) সংক্রান্ত আইনি মামলা বন্ধ রাখা হবে, যাতে ঐসব “প্রপার্টি ডিপিউট” (Property disputes) নিয়ে উত্তেজনা কমে।

কিউবার কর্মকর্তারা এটিকে স্বাগত জানিয়েছে—যদিও বলছে, “এটি সীমিত আকারে সঠিক পদক্ষেপ।” এর জবাবে, কিউবা ৫৫৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে, যাদের মধ্যে ২০২১ সালের সরকারবিরোধী বিক্ষোভে (Anti-government protests) গ্রেপ্তার হওয়ারা আছেন।

ট্রাম্প আবার আসছেন—এটা কি টিকবে? (Will This Survive Under Trump?):ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন; তিনি আগেই কিউবার ওপর কঠোর অবস্থানে ছিলেন। একবার ক্ষমতায় বসলে তিনি নির্বাহী আদেশের (Executive orders) মাধ্যমে সহজেই এই পদক্ষেপগুলোর অনেকটাই বাতিল (Nullify) করতে পারেন।

সূত্র

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল গ্রেপ্তার

ইতিহাসে প্রথমবার (First Sitting President Arrested): দক্ষিণ কোরিয়ায় এক নজিরবিহীন ঘটনা ঘটেছে—সেদেশের বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল (Yoon Suk Yeol) গ্রেপ্তার হয়েছেন, অভিযোগ হচ্ছে, তিনি ডিসেম্বরের গোড়ায় সামরিক আইন (Martial law) জারি করার চেষ্টা করেছিলেন, যা ব্যর্থ Coup হিসেবে দেখা হচ্ছে।

  • আজ (বুধবার) দীর্ঘ সপ্তাহব্যাপী অচলাবস্থা শেষ হয়—যেখানে ইউনের দেহরক্ষীরা (Security detail) তদন্তকারীদের (Investigators) বাঁধা দেয়।
  • অবশেষে দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থা (Corruption Investigation Office for high ranking officials – CIO) বারিকেড, কাঁটাতার কেটে ইউনের বাসভবনে ঢুকে তাকে আটক করে।

একটি আগেভাগে ধারণকৃত ভিডিওতে ইউন তার গ্রেপ্তারকে “অবৈধ” বললেও “সহিংসতা এড়াতে” (Prevent violence) তিনি সহযোগিতা করবেন বলে জানান।

রাজনীতিতে প্রতিক্রিয়া (Political Reaction):

  • ইউনের সমর্থকরা বিক্ষোভে নেমেছেন, এই গ্রেপ্তারের নিন্দা করে।
  • বিরোধী পক্ষ উল্লাস করছে—যেন এটি “ন্যায়বিচারের জয়” (Victory for justice)।
  • এখন তদন্তকারীদের হাতে ৪৮ ঘণ্টা সময় আছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের (Questioning)। তারপর অতিরিক্ত ওয়ারেন্ট লাগবে। দক্ষিণ কোরিয়ায় এটা এক গুরুতর রাজনৈতিক সঙ্কটের (Political crisis) শুরু হতে পারে।

সূত্র

https://www.bbc.co.uk/news/articles/cg45zqz225vo

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি হ্রাস – কিন্তু আরও উদ্বেগ আছে

ডিসেম্বরের ডেটা (December Data): যুক্তরাজ্যে ডিসেম্বরের মূল্যস্ফীতি (Inflation) ২.৫% এ নেমে এসেছে (যা নভেম্বরের ২.৬%-এর চেয়ে সামান্য কম)। অনেকে অবাক হয়েছে, কারণ পূর্বাভাসে এত দ্রুত নিম্নমুখী প্রবণতা আশা করা হয়নি।কিছু উপাদান যা ইনফ্লেশন কমাতে সাহায্য করেছে:

  • রেস্তোরাঁর (Restaurants) খাদ্য মূল্য কমা
  • হোটেলের (Hotels) দাম কমা
  • বিমান ভাড়ার (Airfares) প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধি

চ্যান্সেলর র‍্যাচেল রিভসের (Rachel Reeves) প্রতিক্রিয়া: এই খবরে বর্তমান চ্যান্সেলর কিছুটা স্বস্তি পেয়েছেন। হয়তো তিনি আগামী মাসে সুদের হার (Interest rate) কমাতে পারেন বলে গুঞ্জন আছে। তবে সামগ্রিক অর্থনীতির দিকে অন্য উদ্বেগ রয়েই গেছে।

  • অর্থনীতিবিদরা বলছেন, সামনের কয়েক মাসে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে।
  • যুক্তরাজ্যের ঋণ নেওয়ার খরচ (Government borrowing cost) অস্বাভাবিক বেড়েছে, যা “স্ট্যাগফ্লেশন” (Stagflation) এর দিকে ইঙ্গিত করে—যেখানে মন্দার সাথে উচ্চ মূল্যস্ফীতি থাকে।

চ্যান্সেলরের জন্য বছরটি কঠিন শুরু হয়েছে। তিনি কী পদক্ষেপ নেন অর্থনীতিকে স্থিতিশীল করতে, সেটাই দেখার বিষয়।

সূত্র

মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক নিষেধাজ্ঞা ও “রেডনোট” এর উত্থান

টিকটক নিষেধাজ্ঞার সম্ভাবনা (Potential TikTok Ban):

  • সুপ্রিম কোর্ট (Supreme Court) শীঘ্রই সিদ্ধান্ত দেবে—টিকটককে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে কিনা—নিরাপত্তা শঙ্কার (Security concerns) প্রেক্ষিতে।
  • আইন অনুযায়ী, যদি টিকটক (TikTok) নির্দিষ্ট শর্ত পূরণ করতে না পারে (যেমন বিক্রি করা বা নিবিড় নজরদারি), মার্চের মধ্যে অ্যাপ স্টোরগুলো থেকে টিকটক মুছে যেতে পারে।

বিকল্প অ্যাপ: রেডনোট (RedNote):

  • বাইটড্যান্স (ByteDance)—টিকটকের মূল কোম্পানি—আরেকটি অ্যাপ “রেডনোট” (RedNote) চালায়, যেটি টিকটকের মতোই ছোট ভিডিও শেয়ারিং, কিন্তু “আরও কঠোর সেন্সরশিপ” (More heavily censored)।
  • অনেক ক্রিয়েটর (Content creators) সম্ভাব্য টিকটক নিষেধাজ্ঞার ভয়ে রেডনোটে চলে যাচ্ছেন, যদিও রেডনোটে চীনা সাইবারসিকিউরিটি আইন (Chinese cybersecurity law) নিয়ে সমালোচনা বা শিনজিয়াং (Xinjiang) মানবাধিকার (Human rights) বিষয় টিকিট বরদাস্ত হয় না—নানা বিষয় সেন্সর করা হয়।
  • একটি ফাঁস হওয়া (Leaked) নথিতে ইঙ্গিত, রেডনোটে যেকোনো “বিতর্কিত বা অস্থিতিশীল বিষয়” সেন্সর করা হয়।
  • তা সত্ত্বেও, রেডনোট শনিবার অ্যাপলের (Apple’s) ইউএস অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড (Most downloaded app) হয়েছে, আর সম্ভাবনা আছে পুরা সপ্তাহ ধরেই থাকবে।

সূত্র

১৪ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

 

  • গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত আলোচনা
  • টিকটকের ভবিষ্যৎ: ইলন মাস্কের সম্ভাব্য কেনার পরিকল্পনা
  • ইউরোপীয় ইউনিয়নে টেক জায়ান্টদের তদন্ত পুনর্বিবেচনা
  • মার্কিন বিচার বিভাগের ঘোষণা: ট্রাম্প ও ২০২০ সালের নির্বাচন

গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত আলোচনা

আলোচনার সূচনা ও প্রেক্ষাপট: মঙ্গলবার কাতারে গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি চূড়ান্ত বৈঠক শুরু হয়েছে বলে এক সূত্রে জানা গেছে, যে সূত্রটি এএফপি (AFP) সংবাদ সংস্থাকে বিষয়টি অবহিত করেছে। সূত্রটি জানায়, এই আলোচনার উদ্দেশ্য হলো গাজায় (Gaza) প্রায় ১৫ মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলের (Israel) বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা, বাইডেন (Joe Biden) ও ট্রাম্প (Donald Trump) উভয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক দূতরা (envoys) এবং কাতারের প্রধানমন্ত্রী। আলাদা বৈঠক হবে হামাসের (Hamas) সঙ্গেও।গাজায় এই দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে অতীতে বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো স্পষ্ট শর্ত নিয়ে মতবিরোধ বা অংশগ্রহণকারীদের অনুপস্থিতি ইত্যাদি কারণে বারবার ব্যর্থ হয়েছে। এক পক্ষ অন্য পক্ষকে দোষ দিয়েছে আলোচনাকে ব্যাহত করার জন্য। তবে এবার যুক্তরাষ্ট্রের আশা কিছুটা বেশি। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই ২০ জানুয়ারির মধ্যে কোনো একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। সোমবার, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) জেইক সুলিভান (Jake Sullivan) বলেন, “আমি কোনো নিশ্চয়তা বা পূর্বাভাস দিচ্ছি না। কিন্তু এটা এখনই সম্ভব, এবং আমরা এটি বাস্তবায়িত করতে কাজ করে যাব।” সেই একই দিনে ট্রাম্পও আশা প্রকাশ করেন যে সপ্তাহ শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া যেতে পারে।

প্রস্তাবিত তিন পর্বের চুক্তির খসড়া: এবারের আলোচনা মূলত তিন পর্যায়ের (three-phase proposal) একটি পরিকল্পনাকে কেন্দ্র করে এগোচ্ছে, যা ২০২৪ সালের মে মাসে মিশর (Egypt) ও কাতারের সাহায্যে খসড়া আকারে তৈরি করা হয়েছিল। হামাস এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে এবং বাইডেন প্রশাসন এটিকে পেশ করেছে। তবে ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী (National Security Minister) ইতমার বেন গাভির (Itmar Ben Gvir) এই চুক্তির তীব্র বিরোধিতা করছেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে গত এক বছরে বেশ কয়েকবার এই উদ্যোগ ব্যর্থ করার চেষ্টা করেছেন। তাছাড়া অর্থমন্ত্রী (finance minister) বেজালেল স্মোটরিচ (Bezalel Smotrich) এবং বেন গাভির উভয়েই হুমকি দিয়েছেন যে, যুদ্ধবিরতিতে স্বাক্ষর হলে তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সরকার থেকে পদত্যাগ করবেন।চুক্তির খসড়াটির মূল বিষয়বস্তু হলো—

  1. প্রথম পর্ব (First Phase):
    • ছয় সপ্তাহ বা প্রায় ৪২ দিনের একটি যুদ্ধবিরতি।
    • হামাসের হাতে আটক ৩৪ জন জীবিত বন্দির (hostages) মুক্তি। বন্দিদের মধ্যে রয়েছেন নারী, শিশু, আহত ও প্রবীণ ব্যক্তিরা।
    • বিনিময়ে ইসরায়েলের জেলে থাকা কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া হবে।
    • ইসরায়েল গাজায় যথেষ্ট পরিমাণে সাহায্যসামগ্রী (aid) ঢুকতে দেবে। বাস্তুচ্যুত (displaced) ফিলিস্তিনিদের ঘরে ফিরতে অনুমতি দেবে। পাশাপাশি গাজা অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহার (phased withdrawal) শুরু করবে।
  2. দ্বিতীয় পর্ব (Second Phase):
    • হামাসের কাছে আটক বাকি পুরুষ ইসরায়েলি নাগরিক ও সৈন্যদের (soldiers) মুক্তি।
    • ইসরায়েল আরও কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে।
    • ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে।
  3. তৃতীয় পর্ব (Third Phase):
    • নিহত ইসরায়েলি বন্দিদের দেহাবশেষ (dead Israeli captives) ফেরত দেওয়া হবে, যার বিনিময়ে নিহত ফিলিস্তিনিদের দেহাবশেষ ফেরত পাবে ফিলিস্তিনি পক্ষ।
    • ইসরায়েল গাজা উপত্যকার অবরোধ (blockade) প্রত্যাহার করবে।
    • হামাস তাদের সামরিক সক্ষমতা (military capabilities) পুনর্গঠনের চেষ্টা করবে না।

সম্ভাব্য সাফল্য ও জটিলতা: যদিও এখনো নিশ্চিত হওয়ার উপায় নেই যে আলোচনা সফল হবে কি না, দুই পক্ষের মধ্যেই ক্লান্তি (fatigue) দেখা যাচ্ছে। এক বছর ধরে পরিচালিত জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরায়েলি নাগরিক যুদ্ধের অবসান চান। এমনকি প্রায় ২০০ জন আইডিএফ (IDF) সৈন্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে তারা স্পষ্ট জানিয়েছেন যে, যদি যুদ্ধবিরতি (truce) চুক্তি না হয় তবে তারা আর যুদ্ধে অংশ নিতে ইচ্ছুক নন।এমন পরিস্থিতিতে রাজনৈতিক চাপ ও জনমত, দুই-ই চুক্তিকে ত্বরান্বিত করতে পারে। অন্যদিকে ইসরায়েলের সরকারের ভেতরকার মতানৈক্য, হামাসের শর্ত এবং বাইরের মধ্যস্থতাকারীদের ভূমিকা—সবকিছুই চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলতে পারে।

সূত্র

https://www.telegraph.co.uk/world-news/2025/01/14/israel-hamas-gaza-war-ceasefire-latest-news/
https://www.france24.com/en/live-news/20250114-gaza-talks-enter-final-round-in-qatar-source-briefed-on-negotiations
https://www.bbc.co.uk/news/articles/cd0jgnvkdyno
https://apnews.com/article/soldiers-israel-gaza-hostages-717c44de6c13e2b3af2e8b7fb77ebb16

টিকটকের ভবিষ্যৎ: ইলন মাস্কের সম্ভাব্য কেনার পরিকল্পনা

ইলন মাস্ক হয়তো যুক্তরাষ্ট্রে টিকটকের (TikTok) কার্যক্রম কিনে নেওয়ার বিষয়ে আগ্রহী—এমন খবর ছড়িয়েছে কিছু সংবাদমাধ্যমে। যুক্তরাষ্ট্রে বর্তমানে এমন একটি আইন রয়েছে, যা জাতীয় নিরাপত্তা উদ্বেগ (national security concerns) মেটাতে টিকটককে তাদের মার্কিন কার্যক্রম বিক্রি করতে নির্দেশ দেয়। এই শর্ত মানা না হলে, মার্কিন অ্যাপ স্টোরগুলো (US App stores) থেকে টিকটক ব্লক হওয়ার ঝুঁকি রয়েছে। অচিরেই সুপ্রিম কোর্ট (Supreme Court) এ বিষয়ে রায় দেবে বলে আশা করা হচ্ছে।বাইটড্যান্স (ByteDance), টিকটকের মূল প্রতিষ্ঠান, শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে যে, “টিকটক বিক্রির জন্য নয়।” তবে ব্লুমবার্গ (Bloomberg)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ একটি পরিকল্পনার কথা ভেবেছে, যেখানে ইলন মাস্ক টিকটকের মার্কিন কার্যক্রমের দায়িত্ব নেবেন। এর ফলে জাতীয় নিরাপত্তা উদ্বেগ মিটবে, আবার বাইটড্যান্স অন্য দেশে টিকটক পরিচালনার অধিকার ধরে রাখতে পারবে।

এই প্রস্তাব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাইটড্যান্স জানায়, “আমাদের কাছ থেকে সম্পূর্ণ কাল্পনিক (pure fiction) বিষয়ে কোনো মন্তব্য আশা করা উচিত নয়।” অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন, যেন রায়ের বিষয়টি কিছুটা দেরি করে ঘোষণা করা হয়। তার যুক্তি, আইনি সমাধানের বদলে তিনি রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে চান।

সূত্র

https://www.telegraph.co.uk/us/news/2025/01/14/tiktok-report-possible-sale-elon-musk-pure-fiction/
https://www.bbc.co.uk/news/articles/cpqld79pxeqo

ইউরোপীয় ইউনিয়নে টেক জায়ান্টদের তদন্ত পুনর্বিবেচনা

অন্য খবরে, ইউরোপীয় ইউনিয়ন অ্যাপল (Apple), গুগল (Google), মেটা (Meta) সহ নানা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান তদন্তগুলো পুনর্বিবেচনা করতে যাচ্ছে বলে ফাইন্যানশিয়াল টাইমস (Financial Times, FT) জানিয়েছে। এটি এমন এক সময়ে ঘটছে, যখন এসব মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে যে, তারা যেন ইইউ-এর নানা নিয়ম-নিয়ন্ত্রণ (regulation) ও প্রয়োগমূলক ব্যবস্থা (enforcement) মোকাবিলায় হস্তক্ষেপ করে।

ফাইন্যানশিয়াল টাইমসকে একজন উচ্চপদস্থ ইইউ কূটনীতিক বলেছেন, “এই টেক অলিগার্করা (tech oligarchs) ট্রাম্পের এত ঘনিষ্ঠ যে নতুন করে আমাদের জন্য যেন একেবারেই নতুন খেলা (whole new ball game) শুরু হয়েছে। তারা আমাদের ওপর চাপ বাড়াচ্ছে, সবকিছুই এখন অনিশ্চিত।”

জানা গেছে, ইইউ-এর ডিজিটাল মার্কেটস রেগুলেশন (Digital Markets Regulations) ২০২৪ সালের মার্চ থেকে যেসব মামলায় প্রয়োগ করা শুরু হয়েছিল, সেই সবগুলো মামলা এখন পর্যালোচনায় রাখা হয়েছে। যতদিন পর্যালোচনা চলবে, তদন্তের সিদ্ধান্ত ও সম্ভাব্য জরিমানা (fines) স্থগিত থাকবে।

ইতোমধ্যে বেশ কয়েকটি তদন্ত বিভিন্ন ধাপে রয়েছে। উদাহরণ হিসেবে গুগলের বিরুদ্ধে তাদের নিজস্ব অ্যাপ স্টোরের স্বার্থ রক্ষায় প্রতিযোগীতা-বিরোধী পদক্ষেপ (anti-competitive favouring) নেওয়ার অভিযোগে একটি অগ্রসর পর্যায়ের তদন্ত চলছে। ইইউ-এর আইনপ্রণেতারা (lawmakers) ইউরোপীয় কমিশনকে (European Commission) অনুরোধ করছেন যাতে তারা যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও শক্ত অবস্থান ধরে রাখে।

ফাইন্যানশিয়াল টাইমস আরও জানায়, এই চাপ আসছে মেটার প্রধান মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg) সহ আরও অনেকের তরফে। তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বিশাল অঙ্কের জরিমানা বন্ধে পদক্ষেপ নেওয়া হয়। জাকারবার্গের বক্তব্য, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো গত কয়েক বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি জরিমানা আরোপ করেছে।

সূত্র

https://www.ft.com/content/2c1b6bfd-ce73-451d-8123-0df964266ae8

মার্কিন বিচার বিভাগের ঘোষণা: ট্রাম্প ও ২০২০ সালের নির্বাচন

মূল বক্তব্য: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (Department of Justice) জানিয়েছে, incoming প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার যে অবৈধ চেষ্টা করেছিলেন, তাতে তিনি দোষী সাব্যস্ত হতেন যদি গত বছরের নির্বাচনে তিনি পুনরায় না জিততেন। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে গেলেও পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে তিনি বিজয়ী হন। বিচার বিভাগের মতে, হারানো নির্বাচনের ফল বদলে দিতে তিনি স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন, মিথ্যা অভিযোগ ছড়িয়েছিলেন যে ভোট জালিয়াতি (election fraud) হয়েছে, এমনকি ২০২১ সালের ৬ জানুয়ারির (January 6) ক্যাপিটল হাঙ্গামাকে (riot) রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন।

মামলার পটভূমি: এই মামলায় স্পেশাল কাউন্সেল (special counsel) জ্যাক স্মিথ (Jack Smith) দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছিল যে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে অসত্য তথ্য প্রচার করেছেন। অভিযোগ ছিল—

  1. তিনি নির্বাচনী কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে ভোটের ফলাফল পাল্টে দিতে চেয়েছিলেন।
  2. তিনি ৬ জানুয়ারির ঘটনাকে একটি সুযোগ হিসেবে দেখছিলেন, যেখানে বিক্ষোভ ও হাঙ্গামাকে কাজে লাগিয়ে কংগ্রেসের সার্টিফিকেশন প্রক্রিয়া ভণ্ডুল করা যায় কি না, তা পরখ করেছিলেন।

ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। তিনি স্পেশাল কাউন্সেল স্মিথকে “পাগল” (deranged) বলে আখ্যায়িত করেন এবং তার অনুসন্ধানকে ভুয়া (fake) বলে উল্লেখ করেন। জ্যাক স্মিথ অবশ্য প্রতিবেদনে স্পষ্ট করে বলেন যে, তিনি মামলার আইনগত ভিত্তি (merits of the prosecution) ও প্রমাণের যথেষ্টতা (strength of the case) নিয়ে সম্পূর্ণ আশাবাদী। তবে একমাত্র কারণ যে মামলা বন্ধ হয়ে গেছে, তা হলো যুক্তরাষ্ট্রের সংবিধান (US Constitution) অনুযায়ী একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের (sitting president) বিরুদ্ধে একই সঙ্গে ফেডারেল অপরাধের বিচার চলানো যায় না।

সংবিধানগত সীমাবদ্ধতা ও রাজনৈতিক প্রেক্ষাপট: মার্কিন সংবিধানের অধীনে একজন বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের মেয়াদকালে কোনো ক্রিমিনাল মামলায় দোষী সাব্যস্ত করা যায় না—এমন একটি মতবাদ (doctrine) দীর্ঘদিন ধরে প্রচলিত। এই মতবাদের ভিত্তিতেই বর্তমান প্রশাসন বলছে যে, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মামলার কার্যক্রম থেমে গেছে। অবশ্য বিরোধীরা বলছেন, এটি আইনের স্পষ্ট ফাঁক (loophole) যা ক্ষমতাবান ব্যক্তিদের বেআইনি কর্মের জন্য দায়মুক্তি দিতে পারে। অন্যদিকে ট্রাম্প ও তার সমর্থকেরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করে দিচ্ছেন।সূত্র

https://www.bbc.co.uk/news/articles/cpqld79pxeqo
https://www.ft.com/content/c381fbfa-8e10-4edf-88c7-783152e8c2c0

১৩ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের রাশিয়ান তেলে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা
  • ইউক্রেনের দাবি: রাশিয়ায় দুইজন উত্তর কোরিয়ান সৈন্য আটক
  • ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোর তৃতীয় মেয়াদ
  • ক্রোয়েশিয়ায় বর্তমান প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের রাশিয়ান তেলে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা

পটভূমি (Background): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)-এর মেয়াদ আর কয়েকদিনেই শেষ, কারণ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শপথ নিতে যাচ্ছেন। এই সীমিত সময়েই হোয়াইট হাউস (White House) শুক্রবার এক ব্যাপক ঘোষণা দেয়—রাশিয়ার তেল বাণিজ্যের (Russian oil trade) ওপর এ যাবৎকালের সবচেয়ে কড়া নিষেধাজ্ঞা (Toughest sanctions) আরোপ করছে। লক্ষ্য হলো রাশিয়ার শক্তি (Energy) রাজস্বকে বড় আঘাত করা, যা প্রায় তিন বছর ধরে ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধের (War) মূল অর্থের জোগান দিচ্ছে।


কী নিষেধাজ্ঞা আরোপিত হলো? (Nature of the Sanctions): 

  • এই নিষেধাজ্ঞায় প্রায় ২০০টি প্রতিষ্ঠানের (Entities) ও ব্যক্তির (Individuals) নাম অন্তর্ভুক্ত: তেল ব্যবসায়ী (Traders) ও কর্মকর্তা, বিমা কোম্পানি (Insurance companies), অসংখ্য তেল ট্যাংকার (Oil tankers)।
  • গ্যাজপ্রম নেইফট (Gazprom Neft) ও সুরগুটনেফতেগাজ (Surgut Neftegas)—দুটি বড় রাশিয়ান তেল কোম্পানিকেও টার্গেট করা হয়েছে।

আগের নিষেধাজ্ঞায় কী ব্যর্থতা? (Previous Sanctions & Why They Fell Short): পশ্চিমা দেশগুলো (Western sanctions) আগে থেকে রাশিয়ান তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু সেগুলো স্পষ্টতই রাশিয়ার আয় (Revenue) কমাতে তেমন কার্যকর হয়নি। কেন?

  1. আংশিক ছাড় (Partial exemptions): কিছু ইউরোপীয় দেশ রাশিয়ান গ্যাস ও তেল আমদানিতে কিছুটা ছাড় (Exemptions) পেয়েছে।
  2. ফাঁকফোকর (Loopholes): রাশিয়ান তেল সরাসরি আমদানি করা নিষিদ্ধ হলেও “অন্যান্য পণ্য” বা তেল পরিশোধের পর নতুন নামের পেট্রোলিয়াম পণ্য কিনতে নিষেধাজ্ঞা ছিল না।
  3. নতুন ক্রেতা খোঁজা (Finding New Buyers): ইউরোপের নিষেধাজ্ঞার পর রাশিয়া দ্রুত এশিয়ায় (Asia) নিজের তেল রপ্তানি ঘুরিয়ে নিতে পেরেছে।
  4. মূল্যসীমা (Price Cap): পশ্চিমারা রাশিয়ান তেলের দাম নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ করার চেষ্টা করলেও (Price cap), তেল সরবরাহ হ্রাস পেলে গ্লোবাল মার্কেটে দাম বেড়ে অর্থনৈতিক সংকট আসতে পারে—এই ভয়ে সরাসরি নিষিদ্ধ (Ban) করেনি।

এখন নতুন কী ঘটছে? (What’s New Now?): মার্কিন বিশ্লেষকরা বলছেন, এখন যুক্তরাষ্ট্রের (United States) নিজের তেল উৎপাদন (Oil production) রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, তাই রাশিয়ান তেলের সরবরাহ বন্ধেও বৈশ্বিক বাজারে বিশাল চাপ পড়বে না। ফলে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপে “সাহসী” হয়েছে।

  • এর ফলে কারা রাশিয়ান তেল কিনতে পারবে, তা অনেকাংশে সীমিত করে দেওয়া হবে।
  • যদি ট্রাম্প (Trump) ক্ষমতায় এসে এ নিষেধাজ্ঞাগুলো অব্যাহত রাখেন, তবে রাশিয়ার রপ্তানি (Exports) সত্যিকারের ক্ষতির সম্মুখীন হতে পারে—যা আগের কোনও নিষেধাজ্ঞায় হয়নি।

সূত্র

https://www.bloomberg.com/news/articles/2025-01-10/why-biden-s-farewell-sanctions-on-russian-oil-are-a-big-deal
https://www.aljazeera.com/news/2025/1/10/us-targets-russias-oil-sector-with-sweeping-sanctions

ইউক্রেনের দাবি: রাশিয়ায় দুইজন উত্তর কোরিয়ান সৈন্য আটক

গ্রেফতারের ঘটনা (The Capture Incident): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) জানিয়েছেন, তারা রাশিয়ার কুর্স্ক (Kursk) অঞ্চলে সংঘর্ষ চলাকালীন দুইজন উত্তর কোরিয়ান (North Korean) সৈন্য বন্দি করেছে। জেলেনস্কি বলছেন, এরা স্পষ্টতই প্রমাণ করে যে “রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক সহায়তার ওপর নির্ভর করছে।” জেলেনস্কি আরও প্রস্তাব করেছেন, যে কোনো দেশ ও সংস্থা যদি আলোচনার মাধ্যমে এই দুইজনকে ফিরিয়ে নিতে চায়, ইউক্রেন উত্তর কোরিয়ান সেনাদের পরিবর্তে রাশিয়ায় আটক ইউক্রেনীয় বন্দিদের (Ukrainian prisoners of war) ফেরত চাইবে। যেসব উত্তর কোরিয়ান সৈন্য “ফিরতে না চায়,” তাদের “সত্য প্রকাশে” (Spreading the truth about this war in Korean) একটি সুযোগ দেওয়া হবে।

এই সৈন্যদের অবস্থা (Their Status):

  • ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (Security service) বলছে, দুইজনই এখন কিয়েভে (Kyiv) চিকিৎসাধীন (Medical care) এবং জিজ্ঞাসাবাদ চলছে।
  • সাউথ কোরিয়ার (South Korea) গোয়েন্দা বিভাগের সাহায্য লাগছে, কারণ তারা কেবল কোরিয়ান ভাষা (Korean) বোঝে।
  • একজনের জন্ম ২০০৫ সাল (2005) এবং অন্যজন ২০০৩ সাল (2003) বলে জানা গেছে; তাদের মধ্যে একজন বলছেন, তারা যুদ্ধের উদ্দেশ্যে নয়, “প্রশিক্ষণের” (Training) অজুহাতে রাশিয়ায় এসেছিলেন।
  • একজনের কাছে পাওয়া রুশ সামরিক পরিচয়পত্র (Russian military ID) অন্য কারো নামে, আরেকজনের কাছে কোনও পরিচয়পত্রই নেই।

সূত্র

https://www.theguardian.com/world/2025/jan/12/ukraines-capture-of-north-koreans-offers-rare-insight-into-russian-alliance-says-zelenskyy
https://www.bbc.co.uk/news/articles/cn57z316y02o

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোর তৃতীয় মেয়াদ

আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও শপথ (Inauguration Despite Fraud Allegations): সপ্তাহান্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) তৃতীয় মেয়াদের (Third six-year term) জন্য শপথ নিয়েছেন, যদিও আন্তর্জাতিক মহলে নির্বাচন জালিয়াতির অভিযোগ (Election fraud) ছড়িয়ে আছে। দেশটির সংসদ ভবনে (Legislative palace) শপথ নিলে দেশীয় অন্দরে প্রতিবাদ ও আন্তর্জাতিক নতুন নিষেধাজ্ঞার (Sanctions) সূত্রপাত হয়। জি৭ (G7) পররাষ্ট্রমন্ত্রীরা (Foreign ministers) এক বিবৃতিতে জানান, “মাদুরোর এই শপথ গণতান্ত্রিকভাবে বৈধ নয়; আমরা তার ক্ষমতা কুক্ষিগত করাকে (Repressive grasp of power) নিন্দা করি।”

ভেনেজুয়েলার নির্বাচনের বিতর্ক (Electoral Controversy)

  • ২০২৪ সালের জুলাইয়ে সরকারীভাবে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (National Electoral Council)।
  • বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস (Edmundo Gonzalez) পাল্টা ডেটা প্রকাশ করে বলে, স্বেচ্ছাসেবকদের (Volunteers) সংগৃহীত ৮০% ভোটকেন্দ্রের ফলাফলে দেখা গেছে গঞ্জালেসের ৬৭% ভোট পাওয়ার সম্ভাবনা।
  • যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ আরও বেশ কয়েকটি দেশ “গণতন্ত্র বিনষ্ট” ও “আইনের শাসন লঙ্ঘন” অভিযুক্ত করে ভেনেজুয়েলার অনেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা (Sanctions) আরোপ করেছে।
  • সর্বশেষ, ইইউ আরও ১৫ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে—এতে মোট ৬৯ জন তালিকায়। যুক্তরাজ্যও ১৫ জনের ওপর।

মাদুরো সব অভিযোগ অস্বীকার করে বলেন, “এইসব নিষেধাজ্ঞা হলো আমাদের অর্থনীতিকে পঙ্গু (Cripple) করার পশ্চিমা যুদ্ধের অংশ।”

সূত্র

https://www.independent.co.uk/news/nicolas-maduro-ap-venezuela-dominican-republic-colombia-b2677347.html
https://www.gov.uk/government/news/g7-denounces-the-lack-of-democratic-legitimacy-of-todays-presidential-inauguration-in-venezuela
https://www.reuters.com/world/uk/britain-sanctions-15-venezuelan-individuals-linked-maduro-government-2025-01-10/
https://www.reuters.com/world/europe/eu-countries-broaden-sanctions-against-venezuela-2025-01-10/

ক্রোয়েশিয়ায় বর্তমান প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

নির্বাচন ফলাফল (Election Results): সপ্তাহান্তে (শনিবার/রবিবার) ক্রোয়েশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান প্রেসিডেন্ট জোরা মিলানোভিচ (Zora Milanovic)—একজন বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট (Social Democrats)-এর নেতা ও ন্যাটোর সমালোচক (Critic of NATO)—বড় জয় পেয়েছেন। দ্বিতীয় দফায় (Runoff round) তিনি দেশের সব কাউন্টিতে জয়ী হয়েছেন, জাগরেব (Zagreb) সহ, ৭৪%-এর বেশি ভোট। এইচডেজেড (HDZ) নামে মধ্য-ডানপন্থী দল, যা প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনোভিচ (Andrej Plenovic) এর নেতৃত্বে আছে, তাদের প্রার্থী পরাজিত হয়েছেন। এই HDZ ১৯৯১ সাল থেকে ক্রোয়েশিয়ার রাজনীতিতে প্রধান শক্তি, কিন্তু বিশাল দুর্নীতির (Corruption) অভিযোগে দীর্ঘদিন ধরে বিরোধীদের স্যাটায়ার ও সমালোচনার মুখে।

প্লেনোভিচ সরকারের অবনতি (Plenovic Government Under Pressure):

  • প্লেনোভিচ আগেই আগাম সংসদ নির্বাচন (Early parliamentary election) ডেকেছিলেন, সরকারী কৌঁসুলির (Attorney General) ঘুষ কেলেঙ্কারি (Corruption scandal) ও তারপরে সরকারবিরোধী বিক্ষোভ (Protests) সামাল দিতে।
  • প্রেসিডেন্ট মিলানোভিচ, যা ক্রোয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে পরিচিত, নিজেই প্লেনোভিচকে ক্ষমতা থেকে সরাতে “প্রধানমন্ত্রিত্ব” (Premiership) দাবি করেছিলেন; তবে সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত HDZ সামান্য ব্যবধানে জয় পায়, সংখ্যাগরিষ্ঠতা পায়নি (Falling short of a majority)।
  • নভেম্বরের এক কেলেঙ্কারিতে (Corruption case) সাবেক স্বাস্থ্যমন্ত্রী জড়িত থাকায় HDZ আরও দুর্বল হয়। পাশাপাশি ইউরোপীয় পাবলিক প্রসিকিউটরের অফিসের (European Public Prosecutor’s Office) সাথে বিবাদ বাধে, কেননা তারা সিস্টেমিক দুর্নীতির (Systemic graft) তদন্তে বাধা পাচ্ছিলো।

অর্থনৈতিক সমস্যাও যোগ হচ্ছে (Economic Struggles): ক্রোয়েশিয়া এখন বড় ধরনের শ্রমিক সংকটে (Labour shortage) ভুগছে, ইউরোজোনে (Eurozone) সবচেয়ে উচ্চ হারে মূল্যস্ফীতি (Inflation) দেখা গেছে গত নভেম্বরে। এতে HDZ জনপ্রিয়তা আরও হারাচ্ছে।মিলানোভিচের বড় জয় প্রসঙ্গে (Milanovic’s Victory)

  • এসডিপি (SDP) নেতা বলেছেন, “এটি অ্যান্ড্রেই প্লেনোভিচের পতনের শুরু,” ইঙ্গিত করে যে সংসদীয় ক্ষমতার পালাবদলও ঘটতে পারে।
  • প্লেনোভিচ নাকি মিলানোভিচকে আনুষ্ঠানিক শুভেচ্ছা (Congratulations) জানাতে অস্বীকার করেছেন।

সূত্র

https://www.politico.eu/article/populist-incumbent-croatia-president-zoran-milanovic-hdz-party/
https://n1info.hr/english/news/excitement-in-milanovics-headquarters-i-hope-this-is-the-beginning-of-the-end-for-the-hdz/

১০ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • যুক্তরাজ্য-চীন সম্পর্কের পুনরুজ্জীবন
  • যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আইসিসি সংক্রান্ত বিল
  • ২০২৪ সাল: ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর
  • ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা

 

যুক্তরাজ্য-চীন সম্পর্কের পুনরুজ্জীবন

র‍্যাচেল রিভসের বেইজিং সফর (Chancellor Reeves’ Trip to Beijing): বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটেনের চ্যান্সেলর (Chancellor) র‍্যাচেল রিভস (Rachel Reeves) চীনে গেছেন চীনা কর্মকর্তাদের (Chinese officials) সাথে “লো-কি” বা স্বল্পপ্রচারিত বৈঠকে অংশ নিতে। এই সফরের লক্ষ্য: চীনের সাথে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া, বিশেষ করে যুক্তরাজ্যের (UK) কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে।রিভসের পরিকল্পনা:

  • তিনি চীনের অর্থমন্ত্রী “হে লি ফেং” (He Li Feng)-এর সঙ্গে বসবেন।
  • সেখানে সম্ভাব্য ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতে (Financial cooperation) অধিকতর সহযোগিতা নিয়ে কথা বলবেন।

সঙ্গে যুক্তরাজ্য থেকে গেছেন ১০ জন ব্যবসায়িক নির্বাহী (Business executives)—এঁদের মধ্যে আছেন এইচএসবিসি (HSBC)-এর চেয়ার মার্ক টাকার (Mark Tucker), ব্যাংক অব ইংল্যান্ডের (Bank of England) গভর্নর অ্যান্ড্রু বেইলি (Andrew Bailey), ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (Financial Conduct Authority – FCA)-এর প্রধান নির্বাহী নিখিল রাঠি (Nikhil Rati) প্রমুখ।

কিছু খসড়া প্রস্তাব: দ্বিপাক্ষিক সংলাপ (Bilateral dialogue) চালু করা, যাতে পুঁজিবাজার (Capital markets) ও আর্থিক নিয়ন্ত্রণ (Financial regulation) নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা যায়।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমালোচনা (Domestic & International Reactions)

  1. বিরোধী দল (Opposition Parties):
    • ব্রিটেনের কনসারভেটিভ (Conservatives) ও লিবডেম (Liberal Democrats) উভয়েই রিভসের চীন সফরের সমালোচনা করেছে।
    • তাদের বক্তব্য, “যুক্তরাজ্যের আসন্ন অর্থনৈতিক সংকট” যখন তুঙ্গে, তখন চ্যান্সেলরের দেশে থেকে সমাধান খোঁজার দরকার, বিদেশ সফর নয়।
  2. যুক্তরাষ্ট্রের (US) সম্ভাব্য অসন্তোষ:
    • ডোনাল্ড ট্রাম্প, যিনি শপথ নিতে যাচ্ছেন (২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে), চীনের বিরুদ্ধে বড় শুল্ক (Tariffs) আরোপের হুমকি দিয়েছেন।
    • যুক্তরাজ্য যদি চীনের সাথে ঘনিষ্ঠ হয়, সেটা ট্রাম্প প্রশাসনের “চীনবিরোধী বাণিজ্যযুদ্ধ”–এর পরিকল্পনার বিপরীত হতে পারে।

যুক্তরাজ্যের আর্থিক চ্যালেঞ্জ (UK’s Economic Woes):

  • সরকারী ঋণগ্রহণের খরচ (Government borrowing costs) ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
  • পাউন্ডের (Pound) মানও এক বছরের মধ্যে সবচেয়ে নিচে।

রিভস চায়, চীনের বাজার বা চীনের সাথে আর্থিক সংযোগ যুক্তরাজ্যের অর্থনীতিকে কিছুটা গতি দেবে। তবে আমেরিকা থেকে শুল্কের চাপ এলে যুক্তরাজ্য চীনের সাথে ঘনিষ্ঠ হয়ে কীভাবে সেই দ্বন্দ্ব সামলাবে, সেটাই প্রশ্ন।

সূত্র

https://www.politico.eu/article/britain-chancellor-rachel-reeves-china-trip-economy-donald-trump/
https://www.bbc.co.uk/news/articles/c5y7kr5p4lko
https://www.bloomberg.com/news/articles/2025-01-09/reeves-bids-to-deepen-china-ties-after-week-of-uk-market-turmoil?embedded-checkout=true

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আইসিসি সংক্রান্ত বিল

কী বিল পাস হয়েছে? (What Bill Passed?): মার্কিন প্রতিনিধি পরিষদ এক আইন পাস করেছে, যার ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (International Criminal Court – ICC) লক্ষ্য করে নিষেধাজ্ঞা (Sanctions) আরোপ করা যাবে। কারণ আইসিসি ইসরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest warrants) জারি করেছে।এই বিলে প্রেসিডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে,

  • যে কোনো ব্যক্তি (বিদেশি নাগরিক) যারা আইসিসির তদন্ত বা গ্রেফতারের সাথে আর্থিক বা পদক্ষেপে সহায়তা করে, তাদের সম্পদ আটকে (Freeze property assets) ও আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ (Deny visas) করা যাবে।
  • “প্রটেক্টেড পারসন” (Protected person) হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র (যেমন ইসরায়েল) সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা ও সামরিক ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে—যারা আইসিসির সদস্য নয়।

ভোটের ফলাফল ও পটভূমি (Voting & Context):

  • আইনটির নাম “ইলেজিটিমেট কোর্ট কাউন্টারঅ্যাকশন অ্যাক্ট” (Illegitimate Court Counteraction Act)।
  • রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ (Republican-controlled House) ২৪৩-১৪০ ভোটে এটি পাস করে। ৪৫ জন ডেমোক্র্যাট পক্ষে ভোট দিয়েছেন, কোনো রিপাবলিকান বিপক্ষে যাননি।
  • গত বছর ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত সেনেটে (Democratic-controlled Senate) ব্যর্থ হয়েছিল, তবে এখন সেনেটেও রিপাবলিকানরা নিয়ন্ত্রণে, তাই এটি পাস হওয়ার সম্ভাবনা বেশি, এবং পরিশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের (President Donald Trump) ডেক্সে স্বাক্ষরের জন্য যাবে।

বিধানটির যুক্তি ও প্রেক্ষাপট (Justification & Background): আইনের প্রণেতা টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি চিপ রয় (Chip Roy) বলেন, “আমাদের মিত্র ইসরায়েল ও আমাদের নিজের জাতীয় নিরাপত্তার সুরক্ষায় এটি জরুরি,” কারণ আইসিসি হয়ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর (US service members) বিরুদ্ধেও মামলা করতে পারত। প্রসঙ্গত, আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে গাজা যুদ্ধে (War in Gaza) “জনগণকে অনাহারে রাখা (Starvation as a method of warfare), হত্যা (Murder), নির্যাতন (Persecution), ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা”—এসব অপরাধে অভিযুক্ত করেছে।সূত্র

https://www.reuters.com/world/us-house-votes-sanction-international-criminal-court-over-israel-2025-01-09/
https://www.nytimes.com/2025/01/09/us/politics/icc-sanctions-house-israel.html

২০২৪ সাল: ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর

Copernicus Climate Change Service (C3S)-এর প্রতিবেদন (C3S Report): ইইউ-র কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (Copernicus Climate Change Service – C3S) নিশ্চিত করেছে, ২০২৪ সাল— টানা দ্বিতীয় বছরের মতো—অতীতের সব বছরের তুলনায় সবচেয়ে বেশি উষ্ণ (Hottest year on record)।

  • এটি প্রথম ক্যালেন্ডার বর্ষ, যেখানে গড় তাপমাত্রা প্রাক-শিল্পযুগের (Pre-industrial levels) চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস (1.5°C) অতিক্রম করেছে—ভূ-পৃষ্ঠের (Surface) তাপমাত্রা গড়ে ১.৬ ডিগ্রি (1.6°C) বৃদ্ধি পেয়েছে।
  • ২০২৩-২৪ সময়ের গড় তাপমাত্রাও এই সীমা অতিক্রম করেছে। কিন্তু প্যারিস চুক্তির (Paris Agreement) লক্ষ্য “২০ বছরের গড়” ভিত্তিতে নির্ধারিত, তাই এখনও বলা যাবে না যে স্থায়ীভাবে এই সীমা পেরিয়ে গেছি।

কারণ ও প্রতিক্রিয়া (Cause & Implication):

  • গ্রিনহাউস গ্যাস নিঃসরণ (Greenhouse gas emission) মানুষের কারণে বাড়ছে, এটা মূল চালিকাশক্তি।
  • কিছু প্রাকৃতিক ঘটনা যেমন এল নিনো (El Niño) এই অসাধারণ তাপমাত্রা বৃদ্ধিতে বাড়তি ভূমিকা রেখেছে।
  • C3S ডেপুটি ডিরেক্টরের মতে, “পরিবেশ যত উষ্ণ হয়, ক্ষতিকর আবহাওয়া (Hazardous extreme weather) ঘটার প্রবণতা তত বাড়ে,” যা মানুষের জীবন ও বাস্তুতন্ত্রকে (Ecosystem) ঝুঁকিতে ফেলে।

সূত্র

https://climate.copernicus.eu/copernicus-2024-first-year-exceed-15degc-above-pre-industrial-level
https://www.ft.com/content/fd914266-71bf-4317-9fdc-44b55acb52f6
https://www.dw.com/en/2024-was-officially-the-hottest-on-record/a-71255536

ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা

পটভূমি (Background): নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গত রাতে ঘোষণা দিয়েছেন, তিনি রুশ নেতা ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের ভাষায়, “ইউক্রেনের (Ukraine) যুদ্ধ (War in Ukraine) এক ভয়াবহ জঞ্জাল (A bloody mess), সেটার সমাধান প্রয়োজন।”


সম্ভাব্য আলোচনার তারিখ ও কাঠামো (Possible Date & Framework): ট্রাম্প বলেছেন, হয়ত শপথ নেওয়ার (Inauguration on January 20) পর বৈঠক হতে পারে—পরিবেশ ঠিক হলে। ক্রেমলিন (Kremlin) মুখপাত্র দিমিত্রি পেসকভ (Dmitry Peskov) জানিয়েছেন, “পুতিন এ বৈঠককে স্বাগত জানাবেন,” তবে এখনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।

ইউক্রেন বিষয়ে উদ্বেগ (Concerns About Ukraine):

  • অনেকে আশা করছেন, হয়ত এর ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine war) কোন কূটনৈতিক সমাধান আসবে।
  • অন্যদিকে, ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা শঙ্কিত—ট্রাম্পের মধ্যে “রাশিয়া-মুখী সমাধান” প্রবল হতে পারে, যেখানে ইউক্রেনের স্বার্থ (Ukrainian interests) পুরোপুরি রক্ষা হবে না।
  • গতবার ট্রাম্প বলেছিলেন, “২০২২-এ আক্রমণের আগেই ইউক্রেনের উচিত ছিল রাশিয়ার কিছু দাবিতে সমঝোতা করা।” তিনি যুক্তরাষ্ট্রের ইউক্রেন সমর্থনকেও (U.S. support for Ukraine) বারবার সমালোচনা করেছেন।

পিউ রিসার্চ (Pew Research) ২০২৩ সালের ডিসেম্বরে দেখায়, ৪৮% রিপাবলিকান মনে করেন যুক্তরাষ্ট্র “ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দিচ্ছে”—এই সংখ্যা আরো বেড়েছে বলে ধারণা। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে দাবি করেন, “২৪ ঘণ্টায় যুদ্ধ শেষ করতে পারবেন,” যদিও পরে বলেন, “৬ মাসের মধ্যে” সমাধান আনা বাস্তবসম্মত হতে পারে।

সূত্র

https://www.politico.eu/article/us-donald-trump-russia-vladimir-putin-meeting-set-up/
https://www.dw.com/en/donald-trump-says-set-to-meet-vladimir-putin/a-71261856

৯ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • অবশেষে লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টায় সাফল্যের লক্ষণ
  • ইলন মাস্কের মন্তব্য: কীভাবে স্টারমারকে ক্ষমতাচ্যুত করা যায়?
  • লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল: অন্তত পাঁচজন নিহত
  • রোমানিয়া প্রেসিডেন্টর পুনরায় নির্বাচন: ৪ মে

অবশেষে লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টায় সাফল্যের লক্ষণ

দীর্ঘ দুই বছর অচলাবস্থা (Two Years of Deadlock): লেবাননে (Lebanon) প্রায় দুই বছর ধরে প্রেসিডেন্ট পদ শূন্য পড়ে আছে। সর্বশেষ প্রেসিডেন্ট মিশেল আউন (Michel Aoun) ২০২২ সালের অক্টোবর মাসে মেয়াদ শেষ করেন। কিন্তু দেশটির সংসদ (Parliament) রাজনৈতিক বিভাজনের কারণে নতুন প্রেসিডেন্ট নির্ধারণে বারবার ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় বিতর্ক হিজবুল্লাহ (Hezbollah)-পন্থী ও বিরোধী ব্লকগুলোর মধ্যে সঙ্ঘাত। লেবাননের শাসনকাঠামো (Sectarian power sharing) অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট অবশ্যই একজন ম্যারোনাইট খ্রিস্টান (Maronite Christian) হতে হবে। এর মধ্যে হিজবুল্লাহ ও তার মিত্ররা সাবেক মন্ত্রী সুলেইমান ফ্রানজিয়েকে (Suleiman Frangieh) সমর্থন করে আসছিলেন, যিনি সিরিয়ার (Syria) সাবেক প্রেসিডেন্ট আসাদের (Assad) ঘনিষ্ঠ ছিলেন।

জেনারেল জোসেফ আউনের (Joseph Aoun) উত্থান (Joseph Aoun’s Emergence): তবে ২০২৪ সালে ইসরায়েলের (Israel) সঙ্গে সংঘাতে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ে, আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত মাসে ক্ষমতা হারান। এর ফলে হিজবুল্লাহর আন্তর্জাতিক প্রভাব কমেছে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে, লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন (Joseph Aoun) সবার নজরে আসেন।

  • আমেরিকা (United States), সৌদি আরব (Saudi Arabia) ও ফ্রান্স (France)—তিন পক্ষই নাকি আউনকে সমর্থন করছে।
  • সামরিক বাহিনীর নেতৃত্বে থাকার কারণে আউনকে জাতীয়ভাবে জনপ্রিয় (Relatively uncontroversial) মনে করা হয়।
  • ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধবিরতি (Ceasefire) হয়েছে, তা টিকিয়ে রাখতে আউনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

বুধবার (এই সপ্তাহে) মূল প্রতিদ্বন্দ্বী হিজবুল্লাহ-সমর্থিত সুলেইমান ফ্রানজিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং আউনকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দেন। হিজবুল্লাহ এখনো সরাসরি “সমর্থন” ঘোষণা করেনি, তবে দলের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, “আমাদের কাছে জোসেফ আউনের প্রার্থিতায় কোনো ভেটো (Veto) নেই।”

ভোটের ফলাফল ও সম্ভাবনা (Voting Outcome & Possibility): আজকের (বৃহস্পতিবার) পার্লামেন্টে এটি ছিল ১৩তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন চেষ্টা। প্রথম রাউন্ডে জোসেফ আউন পেয়েছেন ৮৬ ভোট, যা ২/৩ সংখ্যাগরিষ্ঠতার (Two-thirds majority) থেকে কিছু কম।

  • দ্বিতীয় রাউন্ডে ৭১ ভোটেই জয় সম্ভব, তবে অন্য প্রার্থীর সমর্থকরা ওয়াকআউট (Walkout) বা অনুপস্থিত হলে কোরাম (Quorum) নাও পূরণ হতে পারে, ফলে নির্বাচন আটকে যেতে পারে।
  • স্থানীয় সময়ে স্পিকার একটি “দুই ঘণ্টার বিরতি” (Two-hour break) ঘোষণা করেন, যাতে আলোচনা চলতে পারে। এই নিবন্ধ লেখা পর্যন্ত চূড়ান্ত ফলাফল অজানা।

লেবাননের সাংকটিক প্রেক্ষাপট (Lebanon’s Crisis Context):

  • ২০১৯-এর আর্থিক ধস (Financial collapse), ২০২০-তে বৈরুত বন্দরের (Beirut port) ভয়াবহ বিস্ফোরণ, কোভিড-১৯ মহামারি ও সাম্প্রতিক ইসরায়েলি বোমাবর্ষণ (Widespread bombardment)—সব মিলে দেশটি কঠিন সময় পার করছে।
  • একটি স্থিতিশীল সরকার (Stable government) ও প্রেসিডেন্ট ছাড়া দেশটির পুনর্গঠন (Rebuilding effort) ও অর্থনৈতিক পুনরুদ্ধার (Economic recovery) আরও কঠিন হয়ে পড়েছে।

আরও দেখুন – সিরিয়ায় আসাদের শাসনের পতন হলো, এরপর কী? (৯ই ডিসেম্বর, ২০২৪)

সূত্র

https://www.france24.com/en/middle-east/20250109-lebanon-set-to-elect-president-after-12-failed-bids-joseph-aoun-emerges-as-frontrunner
https://www.reuters.com/world/middle-east/with-hezbollah-weakened-lebanon-hold-presidential-vote-2025-01-08/
https://www.al-monitor.com/originals/2025/01/joseph-aoun-emerges-front-runner-lebanon-president-eve-vote

ইলন মাস্কের মন্তব্য: কীভাবে স্টারমারকে ক্ষমতাচ্যুত করা যায়?

যুক্তরাজ্যের রাজনীতিতে টেক বিলিয়নিয়ারের স্বার্থ (Tech Billionaire’s UK Political Interest): টেসলা (Tesla) ও স্পেসএক্স (SpaceX) প্রধান ইলন মাস্ক (Elon Musk) গত ছ’মাসে স্পষ্টতই ইউরোপ ও যুক্তরাজ্যের রাজনীতিতে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি পশ্চিমা সভ্যতা “বিপন্ন” বলে নানা ষড়যন্ত্রতত্ত্ব (Conspiracy theory) পুনরাবৃত্তি করেন এবং যুক্তরাজ্যের লেবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আক্রমণ করছেন। সম্প্রতি নানা খবর বলছে, মাস্ক তার ঘনিষ্ঠ মহলে আলোচনা করেছেন, কীভাবে লেবার নেতা স্টারমারকে “আগেভাগে” ক্ষমতাচ্যুত (Removed from office) করা যায়—যেন পরবর্তী নির্বাচনের আগে তাকে সরিয়ে দেওয়া যায়।

স্টারমারের বিরুদ্ধে অভিযোগ (Allegations Against Starmer): 

  • মাস্ক অভিযোগ করেন, স্টারমার একসময় ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (Crown Prosecution Service) প্রধান ছিলেন (২০০৮-২০১৩), সেই সময়ে “গুমিং গ্যাং” (Grooming gangs) দ্বারা নারীদের ধর্ষণের (Rape) অভিযোগ ঠিকমতো ব্যবস্থা নেননি বলে মাস্ক সামাজিক মাধ্যমে প্রচার করছেন।
  • মাস্ক “বহুসংস্কৃতির প্রভাবকে” (Diverse cultural influences) পশ্চিমের জন্য হুমকি বলে ভাবছেন, সেইসাথে স্টারমারের দলকে “অতি-প্রগতিশীল” হিসেবে নিন্দা করছেন।

রিফর্ম ইউকের সঙ্গে যোগাযোগ (Talks with Reform UK): মাস্ক নাকি যুক্তরাজ্যের ডানপন্থী “রিফর্ম ইউকে” (Reform UK) পার্টির সঙ্গে আর্থিক অনুদান (Donations) নিয়ে আলোচনা করছেন। এর আগে ওই দলের নেতা নাইজেল ফারাজ (Nigel Farage)-এর সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতার খবর পাওয়া যায়।


ইউরোপের অন্য ডানপন্থীদের সঙ্গে সংযোগ (Livestream with German AfD):
মাস্ক আজ বিকেলে জার্মানির (Germany) অতি-ডানপন্থী “আল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড” (AfD)-এর নেত্রী অ্যালিস ওয়াইডেলের (Alice Weidel) সঙ্গে এক্স (X, সাবেক টুইটার)-এ একটি লাইভস্ট্রিমে যুক্ত হবেন। জার্মানির কেন্দ্রীয় নির্বাচনের (February) আগেই মাস্কের এমন লাইভস্ট্রিম রক্ষণশীল ও মধ্য ডানপন্থী দলগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র

https://www.ft.com/content/dd4b066c-30a1-4ce4-a95e-82c334a740cf
https://www.politico.eu/article/elon-musk-germany-far-right-afd-x-party-donald-trump-eu/

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল: অন্তত পাঁচজন নিহত

আগুনের তীব্রতা (Intensity of the Fires): ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস (Los Angeles, California) ও আশপাশে ভয়াবহ দাবানল (Wildfire) ছড়িয়ে পড়েছে, এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন মারা গেছে (At least five people killed)। প্রায় এক লাখ লোককে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।

  • “সান্তা আনা উইন্ড” (Santa Ana winds) ঘণ্টায় ৭০ মাইলের (70 mph) ওপরে বেগে বইছে, আগুনকে দ্রুত ছড়িয়ে দিয়েছে।
  • “প্যালিসেডস ফায়ার” (Palisades fire) সবচেয়ে বেশি ধ্বংসাত্মক, ২৫ বর্গমাইল এলাকা গ্রাস করেছে, যা লস অ্যাঞ্জেলসের ইতিহাসে ভয়াবহ।

উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতি (Rescue & Damages):

  • ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম (Gavin Newsom) “স্টেট অব ইমার্জেন্সি” ঘোষণা করেছেন, অতিরিক্ত তহবিল ও বাহিনী মোতায়েন করছেন।
  • লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (Los Angeles Fire Department) সব ছুটিতে থাকা দমকলকর্মীকে (Off-duty firefighters) ডেকেছে, ওরেগন (Oregon) ৩০০ জন, ওয়াশিংটন (Washington) ১৪৬ জন, অন্যান্য রাজ্য থেকেও ফায়ারফাইটার এসে যোগ দিচ্ছে।
  • এই দাবানলে আর্থিক ক্ষয় ৫২ থেকে ৫৭ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১.৭ কোটি বাসিন্দাকে দূষিত বাতাস (Air quality alerts) বিষয়ে সতর্ক করা হয়েছে।

রাজনৈতিক দায় ও প্রতিক্রিয়া (Political Blame Game):

  • নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসামকে দোষারোপ করেছেন, বলছেন “স্টেটের পরিবেশবাদী নীতির কারণে” দাবানল বাড়ছে—যেমন, “জলপ্রবাহ পশু সংরক্ষণে” ব্যবহারে আগুন নেভাতে দেরি। নিউসাম এটিকে “পুরোপুরি কাল্পনিক (Pure fiction)” বলে নাকচ করেছেন।
  • লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস (Karen Bass)-এর সমালোচনা হচ্ছে, তিনি দমকল দফতরের বাজেট ১.৭৬ কোটি ডলার কমিয়েছিলেন—এটি এখন বড় ধরনের ভুল হিসেবে গণ্য করা হচ্ছে।

সূত্র

https://apnews.com/article/california-fires-things-to-know-winds-f93d41dc901e352b63e86ab67ef7790e
https://www.politico.com/news/2025/01/08/trump-musk-california-democrats-wildfires-00197080
https://www.nbclosangeles.com/news/california-wildfires/la-widlfires-budget-cuts-palisades-fire/3598438/

রোমানিয়া প্রেসিডেন্টর পুনরায় নির্বাচন: ৪ মে

রোমানিয়া আগামী ৪ মে (৪ মে) বাতিলকৃত প্রেসিডেন্ট নির্বাচনের (Presidential election) পুনরায় ভোটের তারিখ নির্ধারণ করেছে। দ্বিতীয় রাউন্ড ১৮ মে-তে হবে। ইইউ (EU) ও ন্যাটো (NATO) উভয়ের নজর এখানে থাকবে।

২০২৪ সালের নভেম্বরে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ড হয়, যেখানে আকস্মিকভাবে সামান্য পরিচিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অতি-ডান (Far-right) ও রুশপন্থী (Pro-Russian) প্রার্থী ক্যালিন জর্জেস্কু (Călin Georgescu) প্রায় ২৩% ভোট পান—পূর্বাভাস ছিল মাত্র ৫%। এটি আন্তর্জাতিকভাবে সবাইকে হতবাক করে।

তারপর গোয়েন্দা তথ্য প্রকাশিত হয়, যেখানে দেখা যায় “বৃহৎ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন,” অর্থায়নকৃত প্রভাবক (Paid influencers) ও চরমপন্থী গোষ্ঠী (Extremist groups) জর্জেস্কুকে এগিয়ে দিতে কাজ করেছে। সরাসরি রাশিয়া দায়ী কি না, অজানা, তবে খুবই ইঙ্গিতপূর্ণ।

ফলে রোমানিয়ার সাংবিধানিক আদালত (Constitutional Court) সেই নির্বাচন বাতিল (Annul) করে ঘোষণা দেয়, ২০২৫ সালের বসন্তে নতুন ভোট হবে। কিন্তু জর্জেস্কুর জনপ্রিয়তা এখনো বিরাজমান, এমনকি বাড়তে পারে। যদি আদালত “অঘোষিত তহবিল” (Undeclared funding) নিয়ে তাকে অযোগ্য না করে, তিনি আবারও জিতে যেতে পারেন।

সূত্র

https://www.politico.eu/article/romania-election-2025-hungary-national-liberals-social-democrats-law-court/

৮ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • চীনের মুদ্রার মূল্য ১৬ মাসের মধ্যে সর্বনিম্নে
  • ট্রাম্পের আক্রমণাত্মক ভঙ্গি: পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডা
  • জার্মানির উদ্যোগে সিরিয়া-নিষেধাজ্ঞা শিথিল হতে পারে
  • মেটার নীতি পরিবর্তন: ট্রাম্পের প্রতি সৌজন্য?

চীনের মুদ্রার মূল্য ১৬ মাসের মধ্যে সর্বনিম্নে

সাম্প্রতিক অবস্থা (Recent Situation): চীনের ইউয়ান (Yuan) ডলারের (US dollar) বিপরীতে ৭.৩৩০১ হারে নেমে এসেছে, যা ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির আশঙ্কার কারণেই এই দরপতন। ট্রাম্প বলেছেন, তিনি সম্ভবত চীনা পণ্যে (Chinese imports) বিপুল শুল্ক (Tariffs) আরোপ করবেন—সেটি হতে পারে ১০% থেকে ২৫%, এমনকি ৪০%-ও।

পটভূমি (Background): ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে, ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন। এর আগের বার (প্রথম মেয়াদে) ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ (Trade war) শুরু করেছিলেন, ফলে উভয় পক্ষের পণ্যে উচ্চ শুল্ক বসানো হয়। এবারও এই সম্ভাবনা দেখা যাচ্ছে। চীনা কেন্দ্রীয় ব্যাংক (Chinese central bank) ও স্টক এক্সচেঞ্জ (Stock exchanges) বিনিয়োগকারীদের (Investors) আশ্বস্ত করতে চেষ্টা করলেও ইউয়ানের মান পড়ে যাচ্ছে। যেহেতু ইউয়ান সাধারণত সরকার কর্তৃক “টাইটলি কন্ট্রোল্ড” (Tightly controlled), ক্রমাগত তার মূল্য পড়ে যাওয়া উদ্বেগজনক।

বাজারের প্রতিক্রিয়া (Market Reaction):

  • চীনে সরকারি বন্ডের (Government bond) সুদ হার কমেছে (Bond yields have fallen)
  • স্টক বাজারে অস্থিরতা, CSI 300 ব্লু-চিপ ইনডেক্স (CSI 300 blue chip index) গত সপ্তাহে ৫% পড়ে গেছে, যা দুই বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
  • ৬ই জানুয়ারিতে এই ইনডেক্স দিনের মধ্যে ০.৯% কমে, শেষে ০.২% ক্ষতিতে বন্ধ হয়েছে।

অর্থনৈতিক সমস্যার অন্তর্নিহিত কারণ (Underlying Economic Woes):

  • চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড সাম্প্রতিক বছরগুলোতে শ্লথ হয়েছে, ঐতিহাসিক গড়ের চেয়ে অনেক নিচে।
  • গৃহস্থালির ব্যয় (Household spending) বা ভোগ প্রায় জিডিপির (GDP) ৪০% হলেও, তা বৈশ্বিক গড়ের চেয়ে কম।
  • সম্পত্তি বাজার (Property market) দীর্ঘদিনের মন্দায় ভুগছে, সর্বোচ্চ স্তর থেকে দাম ৮% পড়ে গেছে।
  • সরকারের বেসরকারি খাত (Private sector) নিয়ন্ত্রণ কঠোর হওয়ায় ক্যাপিটাল “আউটফ্লো” (Capital outflows) বাড়ছে, মিলিয়নিয়াররাও দেশ ছেড়ে যাচ্ছে—প্রায় ১৫,০০০ মিলিয়নিয়ার ২০২৪ সালে দেশ ছেড়ে চলে গিয়ে থাকতে পারে বলে ধারণা।

বেইজিং (Beijing) ডিফ্লেশন (Deflation) ঠেকাতে ও কিছু খাত বাঁচাতে নানা প্রণোদনা (Stimulus) প্যাকেজ দিচ্ছে, কিন্তু বড় কোনো গতি আনা সম্ভব হয়নি। অনেকে ভেবেছিল, ২০২৪ সালে বড় ধরনের উদ্দীপক প্যাকেজ আসবে, কিন্তু তা না এসে স্থানীয় সরকারি ঋণের পুনর্বিন্যাস (Local government debt restructuring) করা হয়েছে।

বহু অর্থনীতিবিদ বলছেন, চীন হয়ত ট্রাম্পের শপথ নেওয়ার পরই (২০ জানুয়ারি) বড় কোন ব্যয় পরিকল্পনা (Spending plan) ঘোষণা করবে, যাতে নতুন শুল্কের সম্ভাবনা বা বাণিজ্য পরিবেশ বোঝা যায়। চিনা কেন্দ্রীয় ব্যাংকও (Central bank) হয়ত অপেক্ষামান অবস্থায় রয়েছে। ইউয়ানের মান বিন্দুমাত্রও শিথিল করলে (Easing the fix) বড় রকমের “সেল-অফ” (Sell-off) ঘটতে পারে—চীনের জন্য সেটি বিপর্যয়কর হবে।

সূত্র

https://www.theguardian.com/business/2025/jan/06/chinas-yuan-dollar-hits-low-trump-tariffs-csi-300
https://www.ft.com/content/db4739f2-9be3-403e-855e-382f684275fb
https://www.aljazeera.com/economy/2025/1/8/chinese-millionaires-eye-the-exit-as-economic-storm-clouds-gather

ট্রাম্পের আক্রমণাত্মক ভঙ্গি: পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডা

পানামা খাল ও গ্রিনল্যান্ডের প্রতি নজর (Targeting Panama Canal & Greenland): যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেবেন। এর আগেই তিনি এক প্রেস কনফারেন্সে (Press conference) বলেছেন, পানামা খাল (Panama Canal) ও গ্রিনল্যান্ডকে (Greenland) যুক্তরাষ্ট্রের সীমানায় আনতে অর্থনৈতিক বা সামরিক চাপে ফেলতে পিছপা হবেন না।

  • পানামা খাল: “যুক্তরাষ্ট্রের প্রয়োজন” এই খালের মালিকানা, তিনি এতে কোনও ছাড় দিতে রাজি নন।
  • গ্রিনল্যান্ড: ডেনমার্কের (Denmark) অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল। ট্রাম্প বলেন, “আমেরিকার জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার।” না দিলেই ডেনমার্কের ওপর “খুব উচ্চ হারে শুল্ক” চাপাবেন বলে হুমকি।

গ্রিনল্যান্ড সরকার ও ডেনমার্ক এ প্রস্তাব একাধিকবার প্রত্যাখ্যান করেছে। ২০১৯ সালেও ট্রাম্প এ আগ্রহ প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। এবার ট্রাম্প সরাসরি বলছেন, আমি অর্থনৈতিক বা সামরিক ভাবে চাপ সৃষ্টি করা বন্ধ রাখব বলে প্রতিশ্রুতি দিচ্ছি না।

কানাডাকেও যুক্তরাষ্ট্রের রাজ্য বানানোর হুমকি (Threatening to Make Canada a US State): ট্রাম্প কানাডার পণ্য—লাকড়ি ও ডেয়ারি (Lumber, dairy products)—উপর অত্যন্ত সমালোচনামূলক মন্তব্য করেছেন এবং বলেন, “যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কানাডাকে সুরক্ষা দিচ্ছে। সেই সীমান্ত (Border) তো কেবল এক কৃত্রিম রেখা (Artificially drawn line)।” ট্রাম্প মন্তব্য করেন, “কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য (51st state) হতে পারে,” এমনকি “আর্থিক চাপ (Economic force) ব্যবহার করে সেটা সম্ভব করা যেতে পারে।” তিনি বলেন, “সেইটা সত্যি চমৎকার হবে, না?” কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) পাল্টা বলেছেন, “এর কোনও বাস্তব সম্ভাবনা নেই (Not a snowball’s chance in hell)।”

“The Gulf of Mexico” পরিবর্তন প্রস্তাব (Renaming “Gulf of Mexico”?): ওই একই বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেন, “গালফ অব মেক্সিকো” (Gulf of Mexico) নতুন করে “গালফ অব আমেরিকা” (Gulf of America) নাম দেওয়া উচিত—একেবারেই অদ্ভুত এক মন্তব্য।সূত্রhttps://www.bbc.co.uk/news/articles/c4gzn48jwz2o
https://apnews.com/article/trump-biden-offshore-drilling-gulf-of-america-fa66f8d072eb39c00a8128a8941ede75
https://www.bbc.co.uk/news/articles/c4gzn4xx0q2o

জার্মানির উদ্যোগে সিরিয়া-নিষেধাজ্ঞা শিথিল হতে পারে

নিষেধাজ্ঞার পটভূমি (Context of Sanctions): ২০১১ সালে সিরিয়ার (Syria) প্রেসিডেন্ট বাশার আল-আসাদ (Bashar al-Assad) প্রো-ডেমোক্রেসি আন্দোলন কঠোর হস্তে দমন শুরু করার পর পশ্চিমা বিশ্ব (EU, US, UK) তার ওপর কঠোর নিষেধাজ্ঞা (Sanctions) আরোপ করে। তা সময়ের সাথে সিরিয়ায় গৃহযুদ্ধ (Civil war) রূপ নেয়।


নতুন নেতৃত্ব ও জার্মানির প্রস্তাব (New Leadership & Germany’s Proposal): সম্প্রতি সিরিয়ায় আহমেদ আল শাররার (Ahmed Al Sharrar) নামের এক নেতা ক্ষমতায় এসেছেন। জার্মানি ইউরোপীয় ইউনিয়নে প্রস্তাব করছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হোক—বিশেষত ব্যাংক ও জ্বালানি খাতের (Banking & energy) ওপর। এতে বিদ্যুৎ সংকট (Power shortages) লাঘব হবে এবং আর্থিক প্রবাহ (Financial flows) সহজ হবে। অনেকই মনে করছেন, আগামীর ব্রাসেলস (Brussels) মন্ত্রীপরিষদ বৈঠকে (Foreign ministers meeting) এই প্রস্তাব সমর্থন পাবে। এটা এমন এক সময়ে আসছে, যখন যুক্তরাষ্ট্র (US) সম্প্রতি ৬ মাসের জন্য সিরিয়ার কিছু সরকারী প্রতিষ্ঠানের সাথে লেনদেন নিষেধাজ্ঞা শিথিল করেছে, যেন মানবিক সহায়তা, বিদ্যুৎ সরবরাহ ও ব্যক্তিগত রেমিট্যান্স সহজ হয়।সূত্রhttps://www.ft.com/content/661e089a-e3db-4d4d-8fd9-0bb252ba58fc
https://www.reuters.com/world/europe/germany-pushing-eu-relax-sanctions-syria-ft-reports-2025-01-07/

মেটার নীতি পরিবর্তন: ট্রাম্পের প্রতি সৌজন্য?

মেটার আনুষ্ঠানিক ঘোষণা (Meta’s Formal Announcement): মেটা (Meta) (যার অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস (Threads)) সম্প্রতি বেশ কিছু “বিশাল” নীতি পরিবর্তন ঘোষনা করেছে, যা অনেকেই মনে করছেন, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো রাখতে করা হচ্ছে।মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg) বলেছেন,

  1. তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকিং (Third-party fact-checking) প্রোগ্রাম বন্ধ করে তারা “কমিউনিটি নোট” (Community note style) ব্যবস্থায় যাবে (এক্স, পূর্বে টুইটার)-এর মতো।
  2. অভিবাসন, লিঙ্গ পরিচয় (Gender identity) প্রভৃতি বিষয়ে আগের সীমাবদ্ধতাগুলো (Restrictions) শিথিল করা হবে, “আরও বাক স্বাধীনতা” (More speech) দিতেই।
  3. কনটেন্ট মডারেশন (Content moderation) ও নিরাপত্তা দল (Safety team) ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে টেক্সাসে (Texas) নেওয়া হবে।
  4. রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে সমন্বয় করে মেটা বিশ্বের বিভিন্ন সরকারের সঙ্গেও “সেন্সরশিপ বিরোধ” (Anti-censorship) লড়বে।

মেটার বোর্ডে UFC প্রধান (Dana White) ও রিপাবলিকান প্রাধান্য:

  • UFC প্রধান ডানা হোয়াইট (Dana White)—ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু—মেটার পরিচালনা বোর্ডে যোগ দিচ্ছেন।
  • গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে (Global affairs) রিপাবলিকান নেতা জোয়েল ক্যাপলান (Joel Kaplan) দায়িত্ব পাচ্ছেন, নিক ক্লেগ (Nick Clegg)-এর জায়গায়।

প্রতিক্রিয়া (Reactions): মেটার এই পদক্ষেপ দেখে অনেকে বলছে, “ট্রাম্পের জয়কে সামনে রেখে মেটা একধরনের কৌশল নিল।” কারণ ট্রাম্প আগে ফেসবুক থেকে নিষিদ্ধ হয়েছিলেন (January 6 attack-এর পর), কিন্তু এখন আবার তার প্রভাব এড়াতে মেটা নতজানু হচ্ছে বলে সমালোচনা আছে।

  • প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এ পদক্ষেপে খুশি।
  • তবে সাংবাদিক, ভুল তথ্য গবেষক (Misinformation researchers) ও বিভিন্ন সংগঠন বলে, “এতে বিপজ্জনক ভুল তথ্য (Dangerous misinformation) আরও ছড়াবে।”

অতিরিক্তভাবে, ননপ্রফিট পাবলিক সিটিজেন (Public Citizen) হুঁশিয়ারি দিয়েছে, “এবার ব্যবহারকারীরা তাদের নিউজ ফিডে আরও বিপজ্জনক ভুল তথ্য দেখতে পাবে।”

সূত্র

https://about.fb.com/news/2025/01/meta-more-speech-fewer-mistakes/
https://www.france24.com/en/live-news/20250108-big-tech-rolls-out-the-red-carpet-for-trump
https://www.theguardian.com/technology/2025/jan/07/meta-facebook-instagram-threads-mark-zuckerberg-remove-fact-checkers-recommend-political-content

৭ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • কানাডায় নতুন নেতা খোঁজে লিবারেল পার্টি
  • উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
  • গ্রিনল্যান্ডে ট্রাম্পপুত্রের সফর: আবারও “গ্রিনল্যান্ড ক্রয়” প্রসঙ্গ?
  • তিব্বতে ভূমিকম্প ও হিমালয় এলাকার অস্থিরতা

কানাডায় নতুন নেতা খোঁজে লিবারেল পার্টি

জাস্টিন ট্রুডোর পদত্যাগ: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দেন। দীর্ঘ দিন ধরে চলা সরকারী কোন্দল, অর্থনৈতিক ব্যবস্থাপনায় আপত্তি এবং অভ্যন্তরীণ মনোমালিন্য—এ সবকিছু মিলিয়ে তার পদত্যাগের পথ সুগম হয়েছে। তাছাড়া জনমত জরিপগুলোতেও দেখা যাচ্ছে, আসন্ন সাধারণ নির্বাচনে (General election) লিবারেল পার্টির পরাজয় (Defeat) হওয়ার আশঙ্কা প্রবল। পদত্যাগের ফলে এখন লিবারেল পার্টিকে দ্রুত নতুন নেতা বেছে নিতে হবে, যাতে তারা আগামী নির্বাচনে লড়তে পারে। সম্ভাব্য তারিখ এখনো ঠিক না হলেও, সময় কম।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড: স্বাভাবিক পছন্দ?: অনেকেই মনে করছেন, সাবেক উপ-প্রধানমন্ত্রী (Deputy Prime Minister) ও অর্থমন্ত্রী (Finance Minister) ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড (Chrystia Freeland) লিবারেল পার্টির পরবর্তী নেতা হিসেবে মূল দৌঁড়ে আছেন। তিনি দীর্ঘদিন ট্রুডোর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের কারণে গত মাসে পদত্যাগ করেন। ফ্রিল্যান্ড আরও সমালোচনা করেন যে, ট্রুডো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যখন কানাডার পণ্যের ওপর “উচ্চ শুল্ক” (Tariffs) আরোপের হুমকি দেন, তখন ট্রুডো যথেষ্ট কৌশলী ব্যবস্থা নিতে পারেননি। ফ্রিল্যান্ডের অতীত কার্যক্রম বলছে, তিনি পররাষ্ট্র মন্ত্রী (Minister of Foreign Affairs) হিসেবে কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো (USMCA) চুক্তির পুনরায় আলোচনাতে নেতৃত্ব দিয়েছিলেন; তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় (Trade negotiations) তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। অনেক লিবারেল এমপিও (MPs) তার পক্ষে সরাসরি সমর্থন দিয়েছেন, বিশেষ করে তিনি পদত্যাগের পর একটি ককাস বৈঠকে (Caucus meeting) দাঁড়িয়ে বিপুল করতালির সম্মুখীন হন। তবে এক সমস্যা হলো, ফ্রিল্যান্ড নিজ নির্বাচনী আসন (Riding) বিশ্ববিদ্যালয়-রোজডেল (University-Rosedale)–এ তার জয়ের সম্ভাবনা ধরে রাখা সহজ নাও হতে পারে। সাম্প্রতিক জরিপ অনুসারে, তিনি প্রায় ৬০% সম্ভাবনা নিয়ে এগোলেও, এটি যথেষ্ট নিশ্চয়তা দিচ্ছে না।
মার্ক কার্নি: অর্থনীতিবিদ ও পরিবেশপন্থী: লিবারেল পার্টির নেতৃত্বের দৌঁড়ে আরেকটি নাম শোনা যাচ্ছে, তিনি হলেন কানাডার কেন্দ্রীয় ব্যাংকের (Bank of Canada) সাবেক গভর্নর মার্ক কার্নি (Mark Carney)। তিনি কখনো নির্বাচিত অফিসে না থাকলেও, অর্থনীতি ও জলবায়ু (Climate) বিষয়ক অভিজ্ঞতা সমৃদ্ধ। জাতিসংঘের (UN) বিশেষ দূত (Special Envoy for Climate Action) হিসেবে কাজের মাধ্যমে পরিবেশসংক্রান্ত (Environmental) বিষয়ে তার মেধা প্রমাণিত। তবে কার্নির কিছু নীতিমালা, যেমন ফেডারেল কার্বন ট্যাক্স (Federal carbon tax policy)–এর পক্ষে অবস্থান, রক্ষণশীল (Conservative) সমর্থকদের বিরাগভাজন করতে পারে। তিনি বিরোধী নেতা পিয়েরে পয়লিয়েভের (Pierre Poilievre) দাবিগুলোকে “পরিকল্পনাহীন” দর্শন বলেও সমালোচনা করেছেন। আরেকটি বিষয় হলো, লিবারেল পার্টিতে “আনঅফিশিয়াল” ঐতিহ্য আছে—এখনো পর্যন্ত ফ্রান্সভাষী (Francophone) ও ইংরেজিভাষী (Anglophone) নেতারা পালাক্রমে আসেন। ট্রুডো ছিলেন ফ্রান্সভাষী, সুতরাং ফ্রিল্যান্ড বা কার্নি—যারা উভয়েই ইংরেজিভাষী—কোনো একজন পরবর্তী নেতা হতে পারেন। কার্নির বড় বাধা হলো, তিনি এখনো কোনও আসনে নির্বাচিত এমপি নন। লিবারেল পার্টির নেতা হতে গেলে হয়তো উপনির্বাচন জিততে হবে, বা নির্বাচনের আগে দলীয় মনোনয়ন নিতে হবে।

অন্যান্য বিকল্প ও ভবিষ্যৎ পর্যালোচনা: ফ্রিল্যান্ড ও কার্নি ছাড়াও কিছু মন্ত্রী, যেমন বর্তমান পররাষ্ট্র মন্ত্রী (Foreign Affairs Minister), উদ্ভাবন মন্ত্রী (Minister for Innovation) ও নতুন অর্থমন্ত্রী (New Finance Minister) – তাদের নামও শোনা যাচ্ছে। যদিও তারা ফ্রিল্যান্ড বা কার্নির মতো জনসমর্থন বা পরিচিতির পর্যায়ে নেই। অবশ্য সামনে কী হবে তা যেসব বিষয়ের ওপর নির্ভর করছে সেগুলো হলো:

  • লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে কে জয়ী হবেন?
  • কানাডার আনুষ্ঠানিক নির্বাচন কবে হবে?
  • এনডিপি (NDP) অনাস্থা ভোটে কতটা দ্রুত সরকার পতন ঘটাবে?

আরও পড়ুন

কেন ট্রুডো পদত্যাগ করেছেন? পরবর্তীতে কী হতে যাচ্ছে? (৭ জানুয়ারি, ২০২৫)

সূত্র

https://www.bbc.co.uk/news/articles/c3904r98lnlo
https://www.telegraph.co.uk/world-news/2025/01/06/who-will-replace-justin-trudeau-as-prime-minister-of-canada/

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়া (North Korea) আবারও আলোচনায় এসেছে—এইবার নতুন প্রজন্মের “ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল” (Intermediate-range ballistic missile) পরীক্ষা করেছে, যার ডগায় ছিল হাইপারসনিক ওয়ারহেড (Hypersonic warhead)।

গত দুই মাসে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র (Missile) ছুড়ল পিয়ংইয়ং (Pyongyang)। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন (Antony Blinken) তখন সিউলে (Seoul) অবস্থান করছিলেন, দক্ষিণ কোরিয়ান (South Korean) নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন।

উত্তর কোরিয়া দাবি করছে, মিসাইলটি প্রায় শব্দের চেয়ে ১২ গুণ গতিতে (12 times the speed of sound) উড়তে সক্ষম, যা সহজে গুলি করে ফেলা বা আটকানো (Shoot down) কঠিন করে তুলবে।

পিয়ংইয়ং বলছে, এই নতুন অস্ত্র “প্রতিদ্বন্দ্বীদের” (Any rivals) বন্ধ রাখতে সক্ষম হবে।

দক্ষিণ কোরিয়া (South Korea) এই পরীক্ষাকে স্পষ্ট উস্কানি হিসেবে দেখছে এবং কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া দেবে, সেটি এখন দেখার বিষয়।

সূত্র

https://www.bbc.co.uk/news/articles/crrwyv75g5xo

গ্রিনল্যান্ডে ট্রাম্পপুত্রের সফর: আবারও “গ্রিনল্যান্ড ক্রয়” প্রসঙ্গ?

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Donald Trump Jr.), আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র, মাত্র কয়েক সপ্তাহ আগে গ্রিনল্যান্ড সফরে গেছেন। ট্রাম্প সিনিয়র (Trump Sr.) পূর্বে নিজের প্রথম মেয়াদে (২০১৭-২০২১) গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার কথা বলেছিলেন। গত ডিসেম্বরে আবার বলেছিলেন, “গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ মার্কিন জাতীয় নিরাপত্তার (US national security) জন্য অপরিহার্য।”

ডেনমার্কের (Denmark) অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সরকার এই প্রস্তাবে মোটেও আনন্দিত নয়। তাদের প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন, “আমরা বিক্রির জন্য নই, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের জনগণের”।

ট্রাম্পের যুক্তি, “গ্রিনল্যান্ড ও এর জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হলে বিশাল উপকার পাবে,” কিন্তু স্পষ্টতই তার আসল লক্ষ্য ভূ-কৌশলগত (Strategic) গুরুত্ব। গ্রিনল্যান্ড ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝে অবস্থিত, সেখানে একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি (US base facility) আছে। ট্রাম্প কীভাবে বা আদৌ এই দাবিকে বাস্তবায়ন করতে চান, তা অজ্ঞাত—তবে দ্বিতীয় মেয়াদে (যা শপথের পরে শুরু হবে) তিনি বিষয়টি আবার উত্থাপন করতে পারেন।

আরও পড়ুন –

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকার সীমানা বিস্তার: সম্ভাবনা ও ভূ-রাজনৈতিক প্রভাব (৯ জানুয়ারি, ২০২৫)

অবশেষে কি ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড স্বাধীন হবে? (৮ জানুয়ারি, ২০২৫)

সূত্র

https://www.bbc.co.uk/news/articles/c5yv10knyd9o

তিব্বতে ভূমিকম্প ও হিমালয় এলাকার অস্থিরতা

গতকাল (মঙ্গলবার) ভোরে তিব্বতে (Tibet) ৭.১ মাত্রার (Magnitude 7.1) ভূমিকম্প হয়, যেখানে এখন পর্যন্ত অন্তত ৯৫ জন নিহত (Killed) ও ১৩০ জন আহত (Injured) হয়েছে বলে চীনা রাষ্ট্রয়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে। উদ্ধারকাজ জোরেশোরে চলছে; প্রায় ১৫০০ স্থানীয় দমকলকর্মী (Firefighters) ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। শীতবস্ত্র, কম্বল, ভাঁজ করা বিছানা ইত্যাদি সহায়তা পাঠানো হয়েছে।

তিব্বত দক্ষিণ-পশ্চিম চীনের (China) এক পার্বত্য অঞ্চল, নেপাল (Nepal) ও ভূটানের (Bhutan) সীমান্তে। “তিব্বতি মালভূমি” (Tibetan Plateau) খুবই ভূমিকম্পপ্রবণ (Seismically active) অঞ্চল; ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের (Indian & Eurasian plates) সংঘর্ষে এখানে প্রায়ই কম্পন হয়।

এই ভূমিকম্প থেকে স্পষ্ট যে হিমালয়ের (Himalayas) উচ্চতা ও অববাহিকা মাঝেমধ্যেই তীব্র কম্পন সহ্য করে। এবারও পার্শ্ববর্তী নেপাল, ভূটান ও ভারতের কিছু অংশ কম্পন টের পেয়েছে, তবে নিহতের খবর সবই তিব্বতের অংশে। ঐতিহ্যগতভাবে পবিত্র নগরী চাকাসে (Chagasay) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত—সেখানে পারম্পরিক তিব্বতি ধর্মীয় কর্তৃপক্ষ (পাঁচেন লামা বা Panchen Lama) সীট রয়েছে।

মাউন্ট এভারেস্টের (Mount Everest) চীনা অংশে স্কেনিক এরিয়া (Scenic area) আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, এই বিপর্যয় তিব্বত-চীন সম্পর্কের (Tibet-China relations) রাজনৈতিক দিক আরও একবার আলোচনায় এনেছে।

চীন ১৯৫০ সালে তিব্বত দখল ও সংযুক্ত (Invaded and annexed) করার পর থেকে সেখানে রাজনৈতিক টানাপোড়েন বজায় আছে। সাম্প্রতিক সময়ে চীন তিব্বতির ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার (Religious & cultural freedom) ওপর আরও কঠোর অবস্থান নিয়েছে বলে অভিযোগ রয়েছে—যা রাজনৈতিক বন্দিত্ব (Political imprisonments), নিপীড়ন (Beatings) ও ভয়ভীতি সৃষ্টির (Intimidation) রিপোর্টে প্রতিফলিত। এবারও ভূমিকম্পের পর উদ্ধারকাজে কতটুকু আন্তর্জাতিক সহায়তা (International aid) পাবে, সে প্রশ্ন রয়ে গেছে।

সূত্র

https://www.theguardian.com/world/live/2025/jan/07/tibet-earthquake-live-updates-strong-quake-shigatse-city-nepal-bihar-latest-news
https://www.aljazeera.com/news/2025/1/7/earthquake-hits-tibets-shigatse-what-we-know-so-far
https://freetibet.org/freedom-for-tibet/occupation-of-tibet/

৬ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • অস্ট্রিয়ায় কোয়ালিশন সংকট: কট্টর ডানপন্থী দলে নজর
  • কানাডায় জাস্টিন ট্রুডোর সম্ভাব্য পদত্যাগ
  • যুক্তরাজ্যে ফারাজ-মাস্ক বিবাদ: “রিফর্ম ইউকে” থেকে সরে গেলেন মাস্ক
  • ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ট্রাম্প-সাক্ষাৎ ও ইরান সংক্রান্ত টানাপোড়েন

অস্ট্রিয়ায় কোয়ালিশন সংকট: কট্টর ডানপন্থী দলে নজর

অস্ট্রিয়া হয়েছে ইউরোপের আরেকটি দেশ, যেটি এই সপ্তাহে কোয়ালিশন বিশৃঙ্খলায় (Coalition chaos) পড়েছে। দেশটির চ্যান্সেলর কার্ল নেইহামার (Karl Neyhammer) রোববার পদত্যাগ করেন, কারণ তিনি একটি “মধ্যপন্থী সরকার” (Centrist government) গঠনে ব্যর্থ হন। সেপ্টেম্বরের নির্বাচনে অস্ট্রিয়ান সংসদীয় ভোটে (Legislative election) সবচেয়ে বেশি ভোট পায় কট্টর ডানপন্থী (Far-right) ফ্রিডম পার্টি অব অস্ট্রিয়া (FPO) —এরা প্রায় ২৮.৮% ভোট শেয়ার অর্জন করে, দ্বিতীয় স্থানে ছিল মধ্যডানপন্থী পিপলস পার্টি (People’s Party) ২৬.৩% নিয়ে।

কিন্তু, এফপিওর (FPO) “র‍্যাডিকাল” (Radical) এজেন্ডার কারণে অস্ট্রিয়ার মূলধারার (Mainstream centrist) দলগুলো কোয়ালিশন আলোচনা থেকে তাদের বাদ দিতে চেয়েছে। শেষ পর্যন্ত চ্যান্সেলর নেইহামারের জনগণের পার্টি (People’s Party) সামাজিক গণতন্ত্রী (Centre-left Social Democrats) ও লিবারেল নেয়োস (NeoS alliance) জোট গড়তে চেয়েছিলেন, কিন্তু “মূলনীতি নিয়ে মতবিরোধে” (Disagreements on key issues) তারা ব্যর্থ হন।

শনিবার নেইহামার পদত্যাগ করেন। রোববার জনগণের পার্টি অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ক্রিশ্চিয়ান স্টকার (Christian Stocker)-কে নিয়োগ দেয়। নেইহামারের মতো স্টকারও আগে এফপিও’র সঙ্গে জোটে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু এখন বলছেন “পরিস্থিতি পাল্টে গেছে” (Circumstances have changed)। তিনি এফপিও নেতা হারবার্ট কিকেলের (Herbert Kickl) সঙ্গে আলোচনা শুরু করবেন বলে রোববার এক বিবৃতিতে জানান, যেখানে তিনি বলেন “আমরা অন্যান্য দলের সঙ্গে যেমন সিরিয়াস আলোচনা করেছি, তেমনই এফপিওর সঙ্গেও করব” এবং “পিপলস পার্টি নিজেদের দায়িত্ব এড়াবে না”।

এফপিও (Freedom Party of Austria) একটি ইউরোপসংশয়ী (Eurosceptic), রাশিয়া-মৈত্রীভাবাপন্ন (Pro-Russian), প্রতিষ্ঠানবিরোধী (Anti-establishment) দল। তাদের নির্বাচনী প্রচারে (Manifesto), যার শিরোনাম ছিল “ফোর্ট্রেস অস্ট্রিয়া” (Fortress Austria), মূলত “কঠোর অভিবাসনবিরোধী (Anti-immigration), ইসলামবিরোধী (Anti-Islam)” নীতি জোর দেওয়া হয়। এরা ইউরোপীয় ইউনিয়নের (EU) আইন লঙ্ঘন করে সম্পূর্ণ রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়া (Political asylum) বন্ধ করার কথা বলে, হেইট স্পিচ (Far-right hate speech) নিয়ে যে সব আইন আছে, সেগুলো বাতিল করতে চায় এবং স্কুলে “রেইনবো কাল্ট” (Rainbow cult) বা এলজিবিটি-বিষয়ক সচেতনতা পাঠ বন্ধের দাবি জানায়। দলটি ইইউর (EU) গ্রিন ডিল (Green Deal) থেকেও অস্ট্রিয়াকে “মুক্ত” করার প্রতিশ্রুতি দিয়েছে।

দলটির জন্ম ১৯৫০-এর দশকে, কিছু সাবেক নাৎসি (Former Nazis) নেতা দ্বারা। অতীতে তাদের চরমপন্থী (Radical) অবস্থানের ফলে অস্ট্রিয়ার অন্য দলগুলো তাদের কোয়ালিশনে আনতে সম্মত ছিল না। ১৯৯৯ সালের নির্বাচনের পর এফপিও সরকারে আসায় ইউরোপীয় ইউনিয়ন অভূতপূর্ব কূটনৈতিক নিষেধাজ্ঞা (Diplomatic sanctions) আরোপ করেছিল, যা পরে প্রত্যাহার করা হয়।

বর্তমানে যদিও, এফপিও হয়ত আবার ক্ষমতায় ফিরতে পারে—হয় জনগণের পার্টির সঙ্গে জোট গড়ে, নতুবা নতুন নির্বাচন ডেকে (Fresh elections) সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়ে সরাসরি সরকার গঠন করতে পারে। কারণ, জনমত জরিপে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের পর থেকে এফপিওর জনপ্রিয়তা আরও বেড়েছে।

আরও পড়ুন –

গ্র্যান্ড কোয়ালিশন গঠন করা কি ব্যাড আইডিয়া? কী বলছে ইউরোপের রাজনীতি? (২৩ ডিসেম্বর, ২০২৪)

সূত্র

https://www.reuters.com/world/europe/austrian-conservatives-hold-crisis-meeting-after-chancellor-quits-2025-01-05/
https://www.bbc.co.uk/news/articles/c8dqzj11mp0o
https://www.ft.com/content/8ced9456-eef9-4682-962f-44b94107120a
https://www.theguardian.com/world/2025/jan/05/austrias-president-to-meet-far-right-leader-amid-coalition-speculation

কানাডায় জাস্টিন ট্রুডোর সম্ভাব্য পদত্যাগ

কানাডায় ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন। তার সরকারের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী (Deputy Prime Minister and Finance Minister) ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড (Chrystia Freeland) গত মাসে পদত্যাগ করেন—এটি ছিল এক বছরের মধ্যে ট্রুডো সরকারের ৫ম মন্ত্রীর পদত্যাগ।

জানা গেছে, ফ্রিল্যান্ড সাম্প্রতিক “দুই মাসের ট্যাক্স হলিডে” (Tax holiday) নিয়ে ট্রুডোর সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন, কারণ বাজেট ঘাটতি (Budget deficit) বেড়ে চললেও ট্রুডো এই কর ছুটির সিদ্ধান্ত নেন। ফ্রিল্যান্ডের পদত্যাগপত্রে ইঙ্গিত থাকে, তিনি মনে করেন না ট্রুডো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের (President Trump) সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হবেন—যিনি ক্ষমতায় গিয়ে কানাডার ওপর “বিশাল শুল্ক” (Substantial tariffs) আরোপের হুমকি দিয়েছেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কানাডার প্রধানমন্ত্রীকে হেয় করে বলছেন, তিনি নাকি “কানাডার গভর্নর” (Governor of Canada) এবং কানাডা যুক্তরাষ্ট্রের “৫১তম অঙ্গরাজ্য” (51st state) হতে পারে! ট্রুডো গত মাসে মার-এ-লাগো (Mar a Lago) সফরে গিয়েছিলেন সম্পর্কের উন্নতি করতে, কিন্তু ফল বিশেষ লাভ হয়নি।

ফ্রিল্যান্ডের পদত্যাগের পর ডজনখানেক লিবারেল এমপি (Liberal MPs) সরাসরি ট্রুডোর পদত্যাগ দাবি করেন, এবং এনডিপি (NDP)—যারা এতদিন ট্রুডো সরকারের পতন রোধে (Propped up the minority government) সহযোগিতা করেছে—এবার ঘোষণা দেয়, জানুয়ারিতে পার্লামেন্ট বসলে তারা সরকারের বিরুদ্ধে ভোট দেবে। এতে অনাস্থা প্রস্তাব পাস হলে বসন্তেই (Spring) নির্বাচন হওয়ার সম্ভাবনা।

ফলে ট্রুডো বাধ্য হয়ে পদত্যাগের কথা ভাবছেন, এবং শীঘ্রই (সম্ভবত আজকেই, বা অচিরেই) সে ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা হলে অবশ্যই তাৎক্ষণিক খবর পাওয়া যাবে।

আরও দেখুন –

কেন ট্রুডো পদত্যাগ করেছেন? পরবর্তীতে কী হতে যাচ্ছে? (৭ জানুয়ারি, ২০২৫)

সূত্র

https://www.theguardian.com/world/live/2025/jan/06/justin-trudeau-cananda-quits-resigns-latest-live-news-updates
https://www.bbc.co.uk/news/live/clyjmy7vl64t

যুক্তরাজ্যে ফারাজ-মাস্ক বিবাদ: “রিফর্ম ইউকে” থেকে সরে গেলেন মাস্ক

যুক্তরাজ্যের রিফর্ম ইউকে (Reform UK) দলের নেতা নাইজেল ফারাজ (Nigel Farage) সম্প্রতি ইলন মাস্কের (Elon Musk) সরাসরি সমর্থন পেয়েছিলেন। গত কয়েক মাসে মাস্ক এক্স (X, পূর্বনাম টুইটার) প্ল্যাটফর্মে ফারাজের প্রশংসা করে বলেছেন, “শুধু রিফর্ম-ই ব্রিটেনকে বাঁচাতে পারে” (Only Reform can save Britain)। তিনি কনজারভেটিভ পার্টির (Tories) বিরুদ্ধে ফারাজের সমালোচনা শেয়ার করে যোগ করেন “ঠিক বলেছ… রিফর্ম-ই ব্রিটেনকে বাঁচাতে পারে” ইত্যাদি।

কিন্তু গত সপ্তাহান্তে (Weekend) দেখা গেছে, মাস্ক হঠাৎ ফারাজকে আর সমর্থন করছেন না। এর পেছনে টমি রবিনসন (Tommy Robinson)-সংক্রান্ত মতবিরোধ প্রধান কারণ বলে জানা যায়।

টমি রবিনসন (Tommy Robinson) যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী (Far-right) ব্যক্তিত্ব—যিনি আগে ব্রিটিশ ন্যাশনাল পার্টি (British National Party) ও ইংলিশ ডিফেন্স লিগ (English Defence League)-এর সঙ্গে যুক্ত ছিলেন। ফারাজ বহুদিন চেষ্টা করেছেন নিজেকে ও তার দলকে রবিনসনের মতো ব্যক্তিদের থেকে দূরে রাখতে, কারণ তাদের “চরম” ভাবনা মূলধারার রাজনীতিতে গ্রহণযোগ্যতা পেতে বাধা দেয়।

অপরদিকে, মাস্ক দৃঢ়ভাবে বিশ্বাস করেন রবিনসন “রাজনৈতিক স্বার্থে সাজানো এক বিচারব্যবস্থার শিকার” (Victim of politicised justice system) এবং “একজন কার্যত রাজনৈতিক বন্দি” (Political prisoner)। ফারাজ তাতে অসম্মতি জানিয়ে বলেছেন “রবিনসন আমাদের প্রয়োজনের সঙ্গে মানানসই নন।” এতে মাস্ক প্রতিক্রিয়ায় লেখেন, “রিফর্ম পার্টি নতুন নেতৃত্বের প্রয়োজন… ফারাজের যা দরকার ছিল, তা নেই।”

ফারাজও হকচকিয়ে গেছেন, তিনি জবাবে বলেছেন, “এটি আমার জন্য চমক। ইলন অতুলনীয় মেধাবী, কিন্তু আমি ভিন্নমত পোষণ করি। আমার অবস্থান একই: রবিনসন রিফর্মের জন্য উপযুক্ত নন, আমি কখনো মূলনীতি বিক্রি করি না।” ফলে স্পষ্টতই, “রিফর্ম” পার্টির জন্য মাস্কের বড় অংকের অনুদান বা দীর্ঘমেয়াদি সহযোগিতা আপাতত অনিশ্চিত।

আরও পড়ুন –

কেন ইলন মাস্ক ব্রিটেন নিয়ে এত অবসেসড? (৭ জানুয়ারি, ২০২৫)

সূত্র

https://www.independent.co.uk/news/uk/politics/nigel-farage-elon-musk-reform-tommy-robinson-b2674267.html
https://news.sky.com/story/as-he-falls-out-with-farage-how-should-politicians-handle-elon-musk-13284306

 

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ট্রাম্প-সাক্ষাৎ ও ইরান সংক্রান্ত টানাপোড়েন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni) গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার-এ-লাগো (Mar a Lago) রিসর্টে নৈশভোজে মিলিত হন। শপথ গ্রহণের (Inauguration) আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চাচ্ছেন মেলোনি। প্রথম মেয়াদে ট্রাম্পের (২০১৭–২০২১) সময় মেলোনি অনেকটা আলোচনার বাইরে ছিলেন—তখন তিনি লম্বা বিরোধী রাজনীতি করছিলেন। এখন ক্ষমতায় এসে তিনি ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের (Elon Musk) সঙ্গেও “ঘনিষ্ঠ বন্ধুত্ব” গড়েছেন বলে খবর।

মেলোনির রাইট-উইং পার্টি “ব্রাদার্স অব ইতালি” (Brothers of Italy) আশা করে, আদর্শিক মিল থাকায় (Ideological affinity) মেলোনি-ট্রাম্প একসঙ্গে কাজ করতে পারবেন। হাঙ্গেরির ভিক্টর অরবান (Viktor Orban) ও আর্জেন্টিনার হাভিয়ের মিলে-র (Javier Milei) মতো অন্যান্য ডানপন্থী ট্রাম্প সমর্থক নেতারাও ইতিমধ্যে মার-এ-লাগো সফর করেছেন। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোও গেছেন, তবে তিনি গিয়েছেন “ট্যারিফ সংকট” (Tariff threat) মেটানোর চেষ্টা করতে।

মেলোনির এই সফরের সময়ই ইতালির পররাষ্ট্রনীতিতে বড় পরীক্ষা হতে যাচ্ছে—ইরানের (Iran) সঙ্গে সম্পর্ক নিয়ে। সম্প্রতি ইরানে এক ইতালীয় সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, এর আগে ইতালি মার্কিন অভিযোগে (US allegations) এক ইরানি প্রকৌশলী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করে, যিনি নাকি ড্রোন প্রযুক্তি (Drone technology) আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে ব্যবহারের জন্য রপ্তানিতে যুক্ত ছিলেন। এতে ইরান ও ইতালির মধ্যে উত্তেজনা বাড়ছে, এবং রোম (Rome) কীভাবে এর মোকাবিলা করে, সেটিই ঠিক করবে ওয়াশিংটনের (Washington) সঙ্গে সম্পর্ক কেমন থাকবে।

আরও পড়ুন –

ইউরোপে ট্রাম্পের সবচেয়ে বড় মিত্র কারা? (১৩ নভেম্বর, ২০২৪)

সূত্র

https://www.ft.com/content/959e7958-744e-4fb9-81e2-a27b9d6d2626

৩ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • দক্ষিণ কোরিয়ার ইউন সুক ইওল গ্রেফতার এড়ানো চালিয়ে যাচ্ছেন
  • দামাস্কাস সফরের জন্য সিরিয়ায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা
  • গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৬৮ জন নিহত
  • জার্মানির পরবর্তী সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ ট্রাম্পকে ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির জন্য চাপ দিচ্ছেন

দক্ষিণ কোরিয়ার ইউন সুক ইওল গ্রেফতার এড়ানো চালিয়ে যাচ্ছেন

শুক্রবার (তারিখ স্পষ্টত ৩ জানুয়ারি), দক্ষিণ কোরিয়ায় ৬ ঘণ্টার বেশি সময় ধরে নাটকীয় অচলাবস্থা (standoff) চলে, যখন তদন্তকারীরা দেশটির ইমপিচ হওয়া (impeached) প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওল (Yoon Suk Yeol)-কে গ্রেফতারের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ: গত মাসে সামরিক আইন (martial law) আরোপের ব্যর্থ চেষ্টা (botched attempt) ও তার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহমূলক কার্যকলাপ (insurrection)।

ইয়ুন হলেন প্রথম দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি হলো। জানার বিষয়, প্রেসিডেন্টরা (South Korean presidents) সাধারণত ফৌজদারি মামলার (criminal charges) দায় থেকে অনেকটাই সুরক্ষিত, তবে বিদ্রোহ (insurrection) অভিযোগের ব্যাপারে এমন সুরক্ষা নেই।

শুক্রবার কী ঘটেছিল?

  • দুর্নীতি-তদন্ত দফতর (Corruption Investigation Office for High Ranking Officials বা CIO) এবং পুলিশ কর্মকর্তা (police officers) একত্রে ইয়ুনের বাসভবন ও কর্মস্থলে (compound) এসে হাজির হন।
  • বাইরে ছিল ইয়ুনের সমর্থকদের (supporters) বড় জমায়েত, যারা ঘোষণা দিয়েছিল, তারা গ্রেফতার ঠেকাতে চাইবে। তারপর অফিসারদের সামনাসামনি লড়তে হয় প্রেসিডেনশিয়াল সিকিউরিটি ফোর্সের (presidential security forces) সঙ্গে, যারা ইমপিচ হওয়া প্রেসিডেন্টকে রক্ষা করছিলো।
  • ভিতরে তারা সংখ্যায় ছিল কম—অনুপাত প্রায় দুই-এ-এক বলে এক কর্মকর্তা জানিয়েছেন। অর্ধশতাধিক বাস/গাড়ি (buses or cars) পথ আটকে রেখেছিল, প্রায় ২০০ জন প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস বা সামরিক সদস্য ঘিরে মানবশিল্ড তৈরি করেছিল।

সিআইও (CIO) এক বিবৃতিতে জানায়: “আমরা বুঝলাম যে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা বাস্তবে অসম্ভব, কারণ নিরাপত্তা বাহিনীর বাধা সৃষ্ট হচ্ছে। নিরাপত্তার কারণে (on site personnel safety) আমরা অভিযানে বিরতি দিলাম। পরে পরবর্তী পদক্ষেপ কি হবে, তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।”

জাতীয় পুলিশ সংস্থা (National Police Agency) জানায়, তারা প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিসের প্রধান ও ডেপুটি প্রধানের বিরুদ্ধে “অফিসিয়াল ডিউটি বাধাগ্রস্ত করার” (obstructing official duty) অভিযোগে তদন্ত করবে। সিআইও বলে, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট চোই সাং মক (Choi Sang Mok)-কে অনুরোধ করবে যেন প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিসকে পরোয়ানা বাস্তবায়নে সহায়তার নির্দেশ দেন।

পুরো ঘটনায় একটা মজার দিক হলো, ইয়ুনের কিছু সমর্থক (supporters) মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) থেকে অনুপ্রাণিত বলে মনে হচ্ছিল। ইয়ুনের বাসভবনের বাইরে “স্টপ দ্য স্টিল (Stop the Steal)” স্লোগান লেখা ইংরেজি প্ল্যাকার্ড, পাশাপাশি মার্কিন পতাকার (US Flags) উপস্থিতি দেখা গেছে। জানি, ২০২০ সালে মার্কিন নির্বাচনের পর “Stop the Steal” ট্রাম্পপন্থীরা ব্যবহার করেছিল।

তেমনি, ইয়ুন তার সামরিক আইন বিতর্কের আগে-পরে যে কথাবার্তা বলেছেন, তাতে ট্রাম্পীয় ধাঁচ দেখা যায়—যেমন, তিনি “রাষ্ট্রবিরোধী শক্তি (anti-state forces)” দমনের কথা বলছেন, কিংবা ২০২৪ সালের এপ্রিলে (April 2024) অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের সততা (integrity) নিয়ে সন্দেহ প্রকাশ করছেন (সে নির্বাচনে তাঁর রক্ষণশীল দল বড় হার স্বীকার করে)।

ট্রাম্প নিজে এখনো দক্ষিণ কোরিয়ার ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে যখন তিনি এ মাসের শেষে (এই ঘটনাকালীন) দায়িত্ব নেবেন, অবস্থার পরিবর্তন হলে বা মন্তব্য করলে জানা যাবে।

আরও দেখুন –

সূত্র

https://en.yna.co.kr/view/AEN20250103000757315?section=national/politics
https://apnews.com/article/south-korea-yoon-martial-law-impeachment-detention-c8dc1758647979455dbf0d56e70369a4
https://www.reuters.com/world/supporters-south-koreas-yoon-adopt-stop-steal-hope-trump-will-help-2025-01-03/

দামাস্কাস সফরের জন্য সিরিয়ায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার রাজধানী দামাস্কাসে পৌঁছেছেন, লক্ষ্য—দেশটির নতুন প্রশাসনের (new administration) সঙ্গে একটি নতুন সম্পর্কের সম্ভাবনা আলোচনার চেষ্টা। ফ্রান্সের (France) পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো (Jean Noel Barrot) ও জার্মানির (Germany) পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক (Annalena Baerbock) সেখানে গেছেন আহমেদ আল শারা (Ahmed Al Sharra)-র সঙ্গে বৈঠকে। আহমেদ আল শারা, আগে ছিলেন আবু মোহাম্মদ আল জিলানি (Abu Mohamed al Jilani) নামে পরিচিত, যিনি “এইচটিএস (HTS)” নামের সংগঠনের নেতা।

বেয়ারবক বলছেন, “নতুন সিরিয়ান সমাজ (new Syrian society) যদি সব জাতি ও ধর্মের মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ায় (political process) সম্মিলিতভাবে অংশগ্রহণের সুযোগ, অধিকার ও সুরক্ষা দিতে পারে, তাহলেই কেবল ইউরোপ সেই প্রশাসনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে।” তবে পশ্চিমারা (western countries) এখনো সিরিয়ার ওপর আসাদ শাসনামলে (Assad regime) জারিকৃত নিষেধাজ্ঞা (sanctions) তোলেনি, আর এইচটিএস (HTS) এখনো “সন্ত্রাসী সংগঠন (terror group)” হিসাবে তালিকাভুক্ত।

একমাত্র বড় পরিবর্তন—এইচটিএস আসাদকে উৎখাত করার পর আহমেদ আল শারার মাথার দাম (bounty) প্রায় $10 মিলিয়ন ছিল, সেটা আর নেই। এখন দেখা যাক পশ্চিমারা কতটা বাস্তবে সম্পর্কের পালাবদল ঘটাতে পারে।

আরও পড়ুন –

সূত্র

https://apnews.com/article/israel-hamas-war-syria-lebanon-news-01-03-2025-42c6306a579dba0ea4f94bd29fe09760
https://www.ft.com/content/67f6c4e1-d607-407d-9748-bfdf18d979cb

গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৬৮ জন নিহত

গতকাল ইসরায়েলের বিমান হামলায় (Israeli airstrikes) গাজা উপত্যকায় অন্তত ৬৮ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে হামাস পুলিশের কর্মকর্তা ও “মানবিক অঞ্চল (Israeli-declared humanitarian zone)” এ থাকা সাধারণ মানুষও আছেন। গাজা পুলিশের মহাপরিচালক (director general) ও তার সহকারী নিহত হন। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “গাজায় পুলিশ প্রধানকে হত্যা করে ইসরায়েল বিশৃঙ্খলা সৃষ্টি আর মানবিক দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করছে।”

বৃহস্পতিবারের নিহতের সংখ্যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে অন্যতম উচ্চতম। অনেকে শীতের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় (damp winter weather) মানবিক অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। আরও একটি হামলায় মধ্য গাজার (central Gaza) দেইর আল-বালাহ্ এলাকায় অন্তত ৮ জন নিহত হন, যাদের মধ্যে স্থানীয় কমিটির সদস্যরাও ছিলেন—যারা ত্রাণের কনভয়গুলোর সুরক্ষায় কাজ করত। খান ইউনিসের (Khan Younis) পূর্বাঞ্চলে ৫ পুলিশ, মধ্য গাজার শরণার্থী শিবিরে (refugee camps) অন্তত ২৪ জন (শিশুসহ) নিহত হয়।

ইউএনআরডব্লিউএ (UN Agency for Palestinian Refugees)-র প্রধান ফিলিপ লাজারিনি (Philippe Lazzarini) টুইট (On X) করে বলেন, “নতুন বছরের শুরুতেই আমরা আবার দেখলাম: কোনো মানবিক জোন (humanitarian zone) আসলে নেই, নিরাপদ এলাকা তো দূরের কথা।”

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) কার্যালয় জানায়, তিনি মোসাদ (Mossad), শিন বেট (Shin Bet) ও সামরিক বাহিনীর (military) একটি প্রতিনিধিদলকে কাতারে (Qatar) পাঠিয়েছেন, যেন যুদ্ধবিরতি (ceasefire deal) নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া যায়।

আরও দেখুন –

সূত্র

https://apnews.com/article/israel-palestinians-gaza-war-news-629fd97676ff7b07c8cc991f98244e68
https://www.reuters.com/world/middle-east/israeli-airstrike-kills-least-10-southern-gaza-medics-say-2025-01-02/

জার্মানির পরবর্তী সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ ট্রাম্পকে ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির জন্য চাপ দিচ্ছেন

জার্মানির (Germany) সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ (Friedrich Merz) প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অফিসে এলে ইইউ-যুক্তরাষ্ট্র (EU-US) বাণিজ্য চুক্তির পক্ষে জোর দিচ্ছেন—যাতে উভয় অঞ্চলই উপকৃত হয়, শুল্কযুদ্ধ (tariff spiral) এড়ানো যায়। ইউরোপের অনেকেই শঙ্কিত, ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট (America First)” নীতি ইউরোপীয় অর্থনীতিকে ক্ষতি করতে পারে, কারণ তিনি ইইউ পণ্যে শুল্ক (tariffs) বসানোর কথা বলেছেন, বিশেষ করে গাড়ি (cars) ও যন্ত্রপাতির (machinery) ওপর, যদি ইইউ যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস না কেনে।

এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জার্মানি—যা গাড়ি ও যন্ত্রপাতিতে বড় রপ্তানিকারক (major exporter)। এক গবেষণায় বলা, দ্বিতীয় ট্রাম্প মেয়াদে (second Trump term) যদি সত্যি শুল্কযুদ্ধ (trade war) শুরু হয়, জার্মান অর্থনীতি প্রায় ১৮০ বিলিয়ন ইউরো হারাতে পারে। তাই মার্জ মনে করেন, ইইউকে (EU) নিজের প্রতিযোগিতা বাড়াতে হবে (restoring its declining competitiveness)—শুল্ক পাল্টা দেবে না, বরং উদ্ভাবন (innovation) ও সেরা পণ্য প্রস্তাবের মাধ্যমেই জবাব দেবে।

আরও দেখুন –

সূত্র

https://www.ft.com/content/ae2f3d15-45b5-4bc0-acd5-75e8227e6c71

২ জানুয়ারি, ২০২৫

ভূমিকা

  • ইউরোপে রাশিয়ান গ্যাস যুগের সমাপ্তি
  • দক্ষিণ কোরিয়ার অশান্ত সময়
  • ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নতুন সহায়তা (US aid) – বাইডেন বনাম আসন্ন প্রেসিডেন্ট ট্রাম্প
  • নিউ অর্লিন্সে গাড়ি হামলা ও আইসিস সংশ্লিষ্টতা

ইউরোপে রাশিয়ান গ্যাস যুগের সমাপ্তি

রাশিয়া একসময় ইউরোপে (Europe) ব্যাপক গ্যাস সরবরাহ করত—দশকের পর দশক ইউক্রেইনের (Ukraine) মধ্য দিয়ে সেই গ্যাস যেত। কিন্তু গতকাল আনুষ্ঠানিকভাবে এটি বন্ধ হয়ে গেছে, কারণ ইউক্রেইন পাঁচ বছরের গ্যাস ট্রানজিট চুক্তি (gas transit agreement) নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ঐ চুক্তি ইউরোপীয় ইউনিয়নের (EU) মোট গ্যাস আমদানির ৫% সরবরাহ করত।

চুক্তিটি ২০১৯ সালে স্বাক্ষরিত হয়েছিল, যাতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস জায়ান্ট গ্যাজপ্রম (Gazprom) রাশিয়ার প্রাচীনতম গ্যাসরুট “ব্রাদারহুড পাইপলাইন (Brotherhood pipeline)” দিয়ে ইউরোপে গ্যাস পরিবহনের সুযোগ পেত। পাইপলাইনটি ইউক্রেইনের উত্তর-পূর্ব সীমান্ত (সুধিয়া, Sudya) অতিক্রম করে দক্ষিণ-পশ্চিমে ডিনিপ্রো নদী (Dnipro river) পেরিয়ে শেষমেশ পশ্চিম দিকে উঝগোরড (Usgorod)-এর কাছে সীমান্ত পেরোত।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) বলেছেন, “দেশগুলোর উচিত নয় জ্বালানির সামান্য মূল্যবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা করা, যখন ইউক্রেইনবাসী রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের জীবন দিচ্ছে।” প্রসঙ্গত, ইইউ-র (EU) পক্ষ থেকে রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীলতা কমানোর (end reliance on Moscow) যে অঙ্গীকার করা হয়েছিল, সত্ত্বেও স্লোভাকিয়া (Slovakia), হাঙ্গেরি (Hungary) ও অস্ট্রিয়া (Austria) এই রুটে গ্যাস কিনে যাচ্ছিল। ২০২৩ সালে তাদের প্রায় ৬৫% গ্যাস এই রুটের ওপর নির্ভরশীল ছিল।

এখন ইউরোপে গ্যাসের দাম (gas prices) সাম্প্রতিক দিনে বেড়েছে, আর যারা এখনও রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের মধ্যে এক পূর্ণমাত্রার জ্বালানি সংকটের (energy crisis) আশঙ্কা। গতকাল বিচ্ছিন্নতাবাদী প্রো-রাশিয়ান অঞ্চল ট্রান্সনিসট্রিয়ায় (Transnistria) কেন্দ্রীয় হিটিং ও গরম পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। তারা ৩০ দিনের অর্থনৈতিক জরুরি অবস্থা (economic emergency) ঘোষণা করেছিল আগেই। মল্দোভাও (Moldova) নিজেরাই জরুরি অবস্থা জারি করেছে সম্ভাব্য মানবিক বিপর্যয় এড়াতে।

ইউক্রেইনের জ্বালানিমন্ত্রী এই বন্ধকে “ঐতিহাসিক ঘটনা (historic event)” বলে উল্লেখ করেছেন, বলেছেন রাশিয়া তাদের বাজার হারাচ্ছে এবং আর্থিক ক্ষতির (financial losses) মুখে পড়বে। ইউক্রেইনীয় পাইপলাইন ব্যবহার করে গ্যাস বিক্রি করে রাশিয়া বছরে বিলিয়ন ডলার আয় করে, আর ইউক্রেইনও ট্রানজিট ফি হিসেবে প্রায় ১ বিলিয়ন ডলার পেয়ে থাকে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) তবু যুক্তি দিয়েছেন, “গ্যাজপ্রম ঠিকই টিকে যাবে,” আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী মনে করেন, “ইইউ (EU)-ই বেশি ক্ষতিগ্রস্ত হবে,” রাশিয়া নয়। তিনি আগে বলেছিলেন, এই চুক্তি শেষ হওয়ার পর ইইউ-র খরচ বাড়বে, প্রতিযোগিতা কমবে (competitiveness), স্লোভাকিয়ায় (Slovakia) জ্বালানি মূল্য বৃদ্ধি পাবে। তিনি পাল্টা ব্যবস্থা (reciprocal measures) নেওয়ার কথাও বলেছেন, যেমন ইউক্রেইনে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করা। তবে ইউক্রেইনের জ্বালানিমন্ত্রী এই হুমকিকে “ব্লাফ” বলে উড়িয়ে দিয়েছেন—যদি সত্যিই বিদ্যুৎ সরবরাহ বন্ধও করে, কিইভ (Kyiv) রোমানিয়া ও পোল্যান্ড (Romania and Poland) থেকে আমদানি করে সমাধান করতে পারবে। বাস্তবে, ওয়ারশ (Warsaw) ইতিমধ্যেই সহায়তার প্রস্তাব রেখেছে।

আরও দেখুন – ইউরোপে রাশিয়ান গ্যাস ট্রাঞ্জিট বন্ধ করল ইউক্রেইন, শীতে তীব্র জ্বালানি সংকটে ইউরোপ (৩ জানুয়ারি, ২০২৫)

সূত্র

https://www.themoscowtimes.com/2025/01/01/russian-gas-halt-leaves-transnistria-without-heating-amid-winter-freeze-a87499
https://www.politico.eu/article/robert-fico-vladimir-putin-cutting-off-russia-gas-to-the-eu/
https://www.politico.eu/article/no-new-russian-gas-deal-for-eu-vladimir-putin-viktor-orban-robert-fico-plead-for-renewal/

দক্ষিণ কোরিয়ার অশান্ত সময়

ক্রিসমাস ছুটির মধ্যে দক্ষিণ কোরিয়ায় ঝড় তোলা ঘটনা ঘটে চলেছে। দেশটি তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এভিয়েশন দুর্ঘটনার (aviation disaster) সম্মুখীন হয়েছে, যখন জেজু এয়ার ফ্লাইট (Jeju Air Flight) … (কিছু তথ্যসূচক স্থান অসম্পূর্ণ), ২৯ ডিসেম্বর রানওয়ে অতিক্রম করে কংক্রিটের কাঠামোর সঙ্গে ধাক্কা খায়, বহু মানুষের প্রাণহানি হয়।

দক্ষিণ কোরিয়া পুলিশ জেজু এয়ারের অফিস (Jeju Air’s offices) এবং মুয়ন এয়ারপোর্ট অপারেটরের (Muon Airport operator) অফিসে অভিযান চালায়, এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে।

এদিকে দেশটির রাজনৈতিক নাটকও তীব্রতর হচ্ছে। ইমপিচ হওয়া প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল (Yoon Suk Yeol) ধরা পড়ার আশঙ্কা সত্ত্বেও ‘শেষ পর্যন্ত লড়াইয়ের’ অঙ্গীকার করেছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) মঞ্জুর করেছে, অভিযোগঃ ক্ষমতার অপব্যবহার (abuse of power) ও সামরিক আইন (martial law) প্রয়োগের ব্যর্থ চেষ্টায় জড়িত থাকা। একাধিকবার জিজ্ঞাসাবাদের অনুরোধ অগ্রাহ্য করা ও অফিসে অনুসন্ধান আটকে দেওয়ার পর আদালত এই সিদ্ধান্ত নেয়। ইয়ুনের আইনজীবীরা বলেছেন, “পুলিশ যদি ওনাকে গ্রেফতার করতে আসে, প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস (Presidential Security Service) পাল্টা তাদের গ্রেফতার করতে পারে।” একই সময়ে ফৌজদারি তদন্তের পাশাপাশি সাংবিধানিক আদালতে (Constitutional Court) তার ইমপিচমেন্ট (impeachment) নিয়ে শুনানি চলছে।

এছাড়াও, বিরোধী-নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ (national assembly) হান ডুক সু (Han Duk Soo)-কে ইমপিচ করেছে—যিনি প্রেসিডেন্টের পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছিলেন—কারণ তিনি সাংবিধানিক আদালতে (Constitutional Court) শূন্যপদ পূরণ করেননি। দেশটির নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট অর্থমন্ত্রী চোই সাং মুক (Choi Sang Mook)—অতি অল্প কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় অন্তর্বর্তী নেতা—এই সপ্তাহে জানিয়েছেন, তিনি আদালতের শূন্যপদ পূরণে উদ্যোগী হবেন।

আরও দেখুন –

সূত্র

https://apnews.com/article/south-korean-yoon-martial-law-impeachment-detention-1779809dc6b2c7e5a9478bac17ca7585
https://www.theguardian.com/world/2024/dec/31/arrest-warrant-south-korea-president-yoon-suk-yeol-martial-law-ntwnfb
https://www.reuters.com/world/asia-pacific/south-koreas-acting-president-choi-appoint-two-constitutional-court-justices-2024-12-31/
https://www.reuters.com/world/asia-pacific/south-korea-police-raid-jeju-air-muan-airport-over-fatal-plane-crash-2025-01-02/

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নতুন সহায়তা (US aid) – বাইডেন বনাম আসন্ন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে (US) বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনে অতিরিক্ত ৫.৯ বিলিয়ন ডলারের (5.9 billion) সহায়তা পাঠিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের (Trump) শপথগ্রহণের আগে। উভয় প্রেসিডেন্টের ইউক্রেইন-নীতি ভিন্ন বলে প্রতীয়মান। বাইডেন বরাবরই পুতিনের (Putin) ‘অবৈধ আগ্রাসনের’ (illegal invasion) বিরুদ্ধে ইউক্রেইনকে সাহায্য করতে আগ্রহী, অন্যদিকে ট্রাম্প মার্কিন সামরিক সহায়তার সিদ্ধান্ত সমালোচনা করেছেন, হয়তো ধারণা করছেন তিনি ক্ষমতায় এলে এ সহায়তা বন্ধ হয়ে যাবে।

বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্র নিরলসভাবে (relentlessly) কাজ করবে, ইউক্রেইনের অবস্থান (position) শক্তিশালী করার জন্য, যতদিন আমি অফিসে আছি।”

সূত্র

https://www.axios.com/2024/12/31/ukraine-aid-us-weapons-economic-package

নিউ অর্লিন্সে গাড়ি হামলা ও আইসিস সংশ্লিষ্টতা

গত ৪৮ ঘণ্টায় নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে (French Quarter) ইচ্ছাকৃতভাবে এক ব্যক্তি গাড়ি চালিয়ে মানুষের ওপর উঠিয়ে দেন। এটি ঘটে নিউ ইয়ার্স ডেতে (New Year’s Day), অন্তত ১৫ জন মারা যান, বহুজন আহত। পুলিশ জানিয়েছে, গাড়ির পেছনে কালো আইসিস (black ISIS) পতাকা উড়ছিল, তাই এটিকে সন্ত্রাসী কার্যক্রম (act of terrorism) হিসেবে তদন্ত করা হচ্ছে।

এফবিআই (FBI) বলছে, হামলার কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে (social media) ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি আইসিস থেকে অনুপ্রাণিত (inspired by ISIS) হয়ে হত্যার ইচ্ছা ব্যক্ত করেন। এখনো তদন্ত চলছে অন্য কোনো সন্দেহভাজন আছে কি না—কারণ মনে করা হচ্ছে, তিনি হয়তো একা কাজ করেননি। তাদের সংগঠনের সাথে অন্য যোগসূত্র আছে কি না, পুলিশ তা খুঁজছে।

সেইসঙ্গে আরেকটি বিষয় তদন্তাধীন—হামলার কয়েক ঘণ্টা পর লাস ভেগাসের (Las Vegas) ট্রাম্প হোটেলের (Trump Hotel) বাইরে একটি টেসলা সাইবারট্রাক (Tesla cybertruck) বিস্ফোরণের ঘটনা। এই দুটো হামলার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র

https://www.bbc.co.uk/news/live/cn4x88455qpt
https://www.cbsnews.com/news/new-orleans-vehicle-crash-bourbon-street-crowd-casualties-shooting/

২০ ডিসেম্বর, ২০২৪

ভূমিকা (Introduction)

  • যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সরকারী কার্যক্রম বন্ধ হওয়া ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে
  • সিরিয়ায় বিদ্রোহী নেতার সাথে পশ্চিমা সংলাপ
  • বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে ইইউকে ট্রাম্পের শুল্ক দেবার হুমকি
  • সিরিয়ার তেল শোধনাগার সংকট
  • যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সরকারী কার্যক্রম বন্ধ হওয়া ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে

আজ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অস্থিরতা চরমে পৌঁছেছে। কংগ্রেস (Congress) সরকার খোলা রাখার উপায় খুঁজছে, কারণ রিপাবলিকান (Republican) নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) সম্প্রতি সর্বশেষ অর্থায়ন বিল (Funding Bill) নাকচ করে দিয়েছে, যদিও সেটিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সমর্থন ছিল। এই ঘটনায় রিপাবলিকান দলে (Republican Party) গভীর মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে, রিপাবলিকান স্পিকার মাইক জনসন (Republican House Speaker Mike Johnson) দুই দলীয় সমঝোতায় (Bipartisan) একটি অর্থায়ন বিল নিয়ে এসেছিলেন, যা ডেমোক্র্যাটদের (Democrats) সমর্থনও পেয়েছিল। সেই বিলটি বর্তমান পর্যায়ে সরকারি সংস্থাগুলোর তহবিল বজায় রাখার পাশাপাশি ১০০ বিলিয়ন ডলার (Billion) প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল (Disaster Relief) এবং ১০ বিলিয়ন ডলার কৃষিখাতে সহায়তা (Farm Aid) দেওয়ার প্রস্তাব করেছিল। এছাড়াও এই বিলটিতে ছিল আরও কিছু অতিরিক্ত বিধান। কিন্তু প্রেসিডেন্ট-ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রধান মিত্র ইলন মাস্ক (Elon Musk) এই বিলের বিরুদ্ধে অবস্থান নিলে বহু রিপাবলিকান আইনপ্রণেতা তাদের মত পাল্টে বিলটির বিরোধিতা করে। ফলস্বরূপ বিলটি বৃহস্পতিবার ১৭৪ ভোট পক্ষে এবং ২৩৫ ভোট বিপক্ষে বাতিল হয়।

এরপর একটি ‘প্ল্যান বি’ (Plan B) তৈরি করা হয়, যা ট্রাম্প এবং তার অনুসারীদের কাছে কিছুটা গ্রহণযোগ্য মনে হয়েছিল। স্পিকার জনসনের সমন্বয়ে প্রস্তুতকৃত এই ‘প্ল্যান বি’ বিলটিতে ছিল তিন মাসের জন্য সরকারী ব্যয় মঞ্জুরির মেয়াদ-বৃদ্ধি, একই পরিমাণ দুর্যোগ তহবিল, কৃষি সহায়তা এবং ট্রাম্পের দাবী অনুযায়ী দু’বছরের জন্য ঋণসীমা (Debt Limit) স্থগিত রাখা। (ঋণসীমা বা ডেট লিমিট হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা।) কিন্তু ট্রাম্পের এই ঋণসীমা স্থগিতের দাবী অনেক রিপাবলিকান আইনপ্রণেতার মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। ফলে ‘প্ল্যান বি’ বিলটিও বৃহস্পতিবারের ভোটে ব্যর্থ হয়।

এখন রিপাবলিকানরা ‘প্ল্যান সি’ (Plan C)-র খোঁজে রয়েছে, যখন সরকারী কার্যক্রম বন্ধ হওয়ার সময়সীমা শুক্রবার ২০ ডিসেম্বর শেষ হওয়ার পথে। এখনো অজানা, কীভাবে বা কখন সমঝোতা হবে। তবে এই নাটকীয় এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি ট্রাম্পের আসন্ন প্রেসিডেন্সিতে (Presidency) দুটি বিষয়কে স্পষ্ট করেছে। প্রথমত, ট্রাম্প রিপাবলিকান পার্টিকে তার মতবাদে ঢেলে সাজালেও, কংগ্রেসের রিপাবলিকানদের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ নেই। তাকে তার এজেন্ডা বাস্তবায়নে তাদের সঙ্গে কাজ করতে হবে। দ্বিতীয়ত, বিলিয়নিয়ার (Billionaire) ও ট্রাম্পের মিত্র ইলন মাস্কের রাজনৈতিক প্রভাবও এখন অস্বীকার করা যাচ্ছে না। মাস্কের সক্রিয় প্রচেষ্টায় বহু রিপাবলিকান আইনপ্রণেতা প্রথম দ্বিপক্ষীয় বিলটির বিরুদ্ধে দাঁড়ান।

আরও দেখুন – মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার আংশিক বন্ধের (shutdown) আশঙ্কা

তথ্যসূত্র

https://www.ft.com/content/c42ec427-307a-4fe2-a4b7-9a1fce2de30a
https://thehill.com/homenews/house/5049984-republicans-government-funding-scramble-shutdown-deadline/
https://edition.cnn.com/2024/12/19/politics/trump-johnson-government-funding/index.html

সিরিয়ায় বিদ্রোহী নেতার সাথে পশ্চিমা সংলাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) সিরিয়ায় কূটনীতিকদের পাঠিয়েছেন, যারা এখন দেশটির কার্যত শাসক ইসলামী বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জেলানির (Abu Mohammed Al Jelani) সাথে সাক্ষাৎ করবে। আল জেলানি তার আসল নাম আহমেদ আল শিরার (Ahmed Al Shirar) নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের (US State Department) মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা বার্ব রিলিফ (Barb Relief) শুক্রবার আনুষ্ঠানিকভাবে আল জেলানির সাথে মুখোমুখি আলোচনায় বসবেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও এইচটিএস (HTS – Hay’at Tahrir al-Sham) বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক সরাসরি যোগাযোগ, যে গোষ্ঠীটি দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে (Bashar al Assad) ক্ষমতাচ্যুত করেছে।

এই সাক্ষাত এমন সময়ে হচ্ছে যখন আল জেলানি পশ্চিমা সরকারসমূহকে সিরিয়ার ওপর থেকে অবরোধমূলক নিষেধাজ্ঞা (Sanctions) তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এছাড়াও এইচটিএস ও এর নেতাদের ওপর ২০১৮ সাল থেকে চলে আসা সন্ত্রাসী (Terrorist) তালিকাভুক্তি বাতিলের আবেদন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, যদি এইচটিএস অন্তর্ভুক্তিমূলক শাসন (Inclusive Rule) ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি রক্ষা করে, তবে তারা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিবেচনা করবে।

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের এই সফর সিরিয়ার রাজধানী দামেস্কে (Damascus) এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাজ্য, ফ্রান্স (France) ও জার্মানি (Germany) এই সপ্তাহেই অনুরূপ সফর সম্পন্ন করেছে। ইউরোপীয় ইউনিয়ন (EU) দামেস্কে তাদের লিগেশন (Legation – দূতাবাসের নিম্ন পর্যায়ের কূটনৈতিক দপ্তর) পুনরায় চালু করার পরিকল্পনা করছে। তুরস্ক (Turkey) ও কাতার (Qatar) ইতোমধ্যেই নিজেদের দূতাবাস (যা সিরিয়ার গৃহযুদ্ধ শুরুতে বন্ধ করে দিয়েছিল) পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে।

আরও দেখুন –

তথ্যসূত্র

https://www.ft.com/content/f150e757-75ed-4846-898c-898e4865d54a

সিরিয়ার তেল শোধনাগার সংকট

সিরিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগার বানিয়াস (Banius Facility) অপরিশোধিত তেলের (Crude Oil) সরবরাহ সংকটে বন্ধ হয়ে গেছে। আগে ইরান (Iran) থেকে আসা তেল এর প্রায় ৯০% চাহিদা পূরণ করতো। বানিয়াস শোধনাগারের জেনারেল ম্যানেজার ইব্রাহিম মুসালাম (Ibrahim Musalam) নিশ্চিত করেছেন যে শোধনাগার (যা দৈনিক ১০০,০০০ ব্যারেল পরিশোধনে সক্ষম) গত শুক্রবার শেষবারের মতো পেট্রোল (Petrol) উৎপাদন করেছে।

বর্তমানে রক্ষণাবেক্ষণ (Maintenance) কাজ চলছে, আগামীতে অপরিশোধিত তেল পাওয়া গেলে উৎপাদন পুনরায় শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ইরান-সমর্থিত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে হটানোর পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার (Interim Government) গঠিত হয়েছে। এই সরকার আশা করছে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ইরান ব্যতীত অন্যান্য দেশ থেকেও তেল আমদানি করা যাবে। অন্তর্বর্তী পরিচালনা পরিষদ, যা মূলত স্যালভেশন গভর্নমেন্ট (Salvation Government) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গঠিত, আত্মবিশ্বাসী যে তারা শোধনাগারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে পারবে।

তবে চ্যালেঞ্জ এখনও প্রকট। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন (Antony Blinken) জ্বালানি সংকটকে (Fuel Shortage) সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন। দেশটি এখন মারাত্মক বিদ্যুৎ সংকটে (Electricity Shortage) ভুগছে। অন্তর্বর্তীকালীন সরকার শীতকালে (Winter) জ্বালানির চাহিদা সামলাতে এবং মৌলিক সেবা (Essential Services) পুনঃস্থাপনে হিমশিম খাচ্ছে। সিরিয়ায় আরেকটি শোধনাগার হোমস (Homs) এলাকায় রয়েছে, তবে সেটি কম ক্ষমতায় পরিচালিত হচ্ছে।

বর্তমান সরকার অপরিশোধিত তেল এবং পরিশোধিত তেলজাত পণ্য (Derivatives) আমদানির বিকল্প উপায় খুঁজছে, যাতে দেশটির জনগণ ভয়াবহ জ্বালানি সংকট থেকে রেহাই পায়।

আরও দেখুন –

তথ্যসূত্র

https://www.ft.com/content/9d65fb40-a389-42ad-b9c5-42533a276dde

বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে ইইউকে ট্রাম্পের শুল্ক দেবার হুমকি

শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল (Truth Social)-এ ইউরোপীয় ইউনিয়নকে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইইউ (EU) যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে আমেরিকান তেল ও গ্যাস না কেনে এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাণিজ্য ঘাটতি (Trade Deficit) কমিয়ে না আনে, তবে তাদের ওপর শুল্ক (Tariffs) আরোপ করা হতে পারে।

এর আগে, ব্রাসেলস (Brussels) যুক্তরাষ্ট্র থেকে আরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (Liquefied Natural Gas – LNG) কেনার আগ্রহ দেখিয়েছে। রাশিয়া (Russia) ইউক্রেনে (Ukraine) পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে ইউরোপের জ্বালানি সরবরাহ সংকুচিত করার পর আমেরিকান গ্যাস ইউরোপের জন্য একটি জীবনরক্ষাকারী সম্পদে পরিণত হয়েছে। গত নভেম্বরে ইউরোপীয় কমিশনের (European Commission) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন (Ursula von der Leyen) বলেছিলেন যে, ইইউ যুক্তরাষ্ট্র থেকে আরও গ্যাস কেনার বিষয়টি বিবেচনা করবে।

ট্রাম্প ইতোমধ্যেই বেশিরভাগ আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপের দীর্ঘদিনের বাণিজ্য উদ্বৃত্ত (Trade Surplus) যুক্তরাষ্ট্রের সাথে থাকায়, তারা ট্রাম্পের এহেন পদক্ষেপের ফলে বড় ধরনের শুল্কের মুখে পড়তে পারে। ট্রাম্প ইতোমধ্যে কানাডা (Canada), মেক্সিকো (Mexico) এবং চীনের (China) ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

ট্রাম্পের এই মন্তব্যের পর ইউরোপীয় শেয়ারবাজার (European Stocks) উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। সর্ব-বিস্তৃত ইউরোপীয় স্টক্স ৬০০ ইনডেক্স (Stoxx 600 Index) ০.৮% হ্রাস পেয়েছে, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে খারাপ সাপ্তাহিক পারফরম্যান্স। জার্মানির (Germany) ড্যাক্স (Dax) এবং ফ্রান্সের (France) CAC 40 উভয়ই প্রায় ১% কমে গেছে। বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি (Inflation) সংক্রান্ত তথ্য ঘিরে, যা ভবিষ্যত সুদের হার (Interest Rates) নির্ধারণে প্রভাব ফেলতে পারে।

আরও দেখুন –

তথ্যসূত্র

https://www.euractiv.com/section/eet/news/trump-wants-eu-to-buy-more-us-oil-and-gas-or-face-tariffs/
https://www.ft.com/content/9e485614-0080-4a09-8fcb-2df6c3d932a5

যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে

যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে যে সাবেক নিউ লেবার (New Labour) স্পিন ডক্টর (Spin Doctor) পিটার ম্যান্ডেলসন যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের পরবর্তী রাষ্ট্রদূত (Ambassador) হবেন। তিনি টনি ব্লেয়ার (Tony Blair) এবং গর্ডন ব্রাউন (Gordon Brown) সরকারের সময় স্পিন-নিউজ ব্যবস্থাপনায় সুপরিচিত হয়ে উঠেছিলেন, যার জন্য তাকে ‘দ্য প্রিন্স অব ডার্কনেস’ (The Prince of Darkness) উপাধি দেওয়া হয়েছিল।

ম্যান্ডেলসন ২০২৫ সালের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন, যখন ট্রাম্প হোয়াইট হাউসে (White House) প্রবেশ করবেন। সাধারণত যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পদে পেশাদার কূটনীতিক বা বেসামরিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তাই ম্যান্ডেলসনের নিয়োগ কিছুটা ব্যতিক্রম। স্টারমার সরকার (Starmer Government) বলেছে, এই নিয়োগ দেখায় যে তারা ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছে। তাদের ভাষ্যমতে, “আমরা এমন একজনকে পাঠাচ্ছি যিনি প্রধানমন্ত্রী’র ঘনিষ্ঠ, যার রাজনৈতিক ও নীতিগত অভিজ্ঞতা অতুলনীয়, বিশেষত বাণিজ্য (Trade) সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে।”

তথ্যসূত্র

https://www.bbc.co.uk/news/articles/cpvnlxxp8jko
https://www.telegraph.co.uk/politics/2024/12/20/lord-mandelson-starmer-glenn-grothman-washington-dc/

১৯ ডিসেম্বর, ২০২৪

  • চীনের পারমাণবিক সক্ষমতার দ্রুত বৃদ্ধি
  • ব্রাজিলের মুদ্রার রেকর্ড দরপতন
  • মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার আংশিক বন্ধের (shutdown) আশঙ্কা
  • যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির নতুন তথ্য
  • ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

চীনের পারমাণবিক সক্ষমতার দ্রুত বৃদ্ধি

পেন্টাগনের (Pentagon) সাম্প্রতিক “চায়না মিলিটারি পাওয়ার রিপোর্ট” (China Military Power report) অনুযায়ী, চীনের সক্রিয় পারমাণবিক ওয়ারহেড (nuclear warheads) এর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এটি মাত্র এক বছরে ২০% বৃদ্ধি এবং ২০২০ সালের তুলনায় প্রায় তিনগুণ। পেন্টাগন বলছে, চীন সম্ভবত তাদের পারমাণবিক বাহিনীকে দ্রুত আধুনিকীকরণ, বৈচিত্র্যকরণ এবং সম্প্রসারণ চালিয়ে যাবে। অনুমান করা হচ্ছে যে ২০৩০ সালের মধ্যে চীনের সক্রিয় পারমাণবিক ওয়ারহেড সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে এবং ২০৩৫ সাল পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকবে।

যদিও চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তা এখনো যুক্তরাষ্ট্র (United States) ও রাশিয়ার (Russia) বিশাল ভাণ্ডারের তুলনায় নগণ্য। যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রতিটিরই ৫,৫০০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা বিশ্বে বিদ্যমান প্রায় ৯০% পারমাণবিক অস্ত্রেরই মালিক তারা।

পেন্টাগনের এই প্রতিবেদনে চীনা সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (People’s Liberation Army বা PLA)-এর আধুনিকীকরণ ও সংস্কার প্রচেষ্টার অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। অগ্রগতি সত্ত্বেও, প্রতিবেদনে বলা হয়েছে যে বাহিনীর মধ্যে এখনও উল্লেখযোগ্য দুর্বলতা রয়েছে, যার মধ্যে রয়েছে কমান্ডারদের দক্ষতার ঘাটতি (commander proficiency), দীর্ঘ-পাল্লার রসদ সরবরাহ (long distance logistics) এবং নগরযুদ্ধে (urban warfare) দক্ষতার অভাব।

চীনা সরকার PLA-এর মধ্যে ২০২৩ সালে শুরু করা একটি নতুন দুর্নীতিবিরোধী অভিযান (anti corruption purge) পরিচালনা করছে। ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ১৫ জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা শিল্পের নির্বাহী পদ থেকে অপসারিত হয়েছেন পেন্টাগনের বিশ্লেষণ অনুযায়ী। এর মধ্যে ছিল তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু (Li Shangfu)-কে অপসারণও।

সামরিক খাতে চীনের বিপুল ব্যয় নিয়ে জানতে চাইলে এখানে যান।

পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বে আর্ম রেইসের সাম্প্রতিক বৃদ্ধি ও ইউএস এর পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে এখানে যান।

সূত্র –

https://media.defense.gov/2024/Dec/18/2003615520/-1/-1/0/MILITARY-AND-SECURITY-DEVELOPMENTS-INVOLVING-THE-PEOPLES-REPUBLIC-OF-CHINA-2024.PDF
https://www.armscontrol.org/factsheets/nuclear-weapons-who-has-what-glance
https://www.ft.com/content/5290c045-09d1-4da1-844b-166bf227584b
https://www.nytimes.com/2024/12/18/world/asia/china-nuclear-buildup.html

ব্রাজিলের মুদ্রার রেকর্ড দরপতন

অর্থনৈতিক খবরে, ব্রাজিলের (Brazil) মুদ্রার দরপতন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার (Luiz Inacio Lula da Silva) (যিনি লুলা (Lula) নামে অধিক পরিচিত) উপর আর্থিক সংস্কার (fiscal reform) বাস্তবায়নের চাপ বাড়িয়ে দিচ্ছে। তার বামপন্থী সরকার (left wing government) ব্যয়মূলক (tax and spend policies) নীতি গ্রহণের পর ব্যবসায়ী মহলের মধ্যে প্রতিরোধ দেখা দিয়েছে, ফলে সরকার এখন ব্যয়সংকোচনমূলক পদক্ষেপ নিতে আগ্রহী।

এই সপ্তাহে ব্রাজিলের মুদ্রা “রিয়াল” (real) প্রায় ২% দর হারিয়েছে এবং মঙ্গলবার ডলারের বিপরীতে ৬.২১ রিয়ালে নেমে রেকর্ড নিম্নস্তরে পৌঁছেছে। এর ফলে ২০২৪ সালে শুরু থেকে এখন পর্যন্ত মুদ্রাটির দরপতন দাঁড়িয়েছে ২১%, যা জে.পি. মরগান (JP Morgan)-এর উদীয়মান বাজারের মুদ্রাসূচকে (emerging markets currency Index) বছরের সবচেয়ে খারাপ পারফরমার।

রিয়ালের দর ধরে রাখতে মঙ্গলবার ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক (Brazil’s central bank) জরুরি ব্যবস্থা গ্রহণ করে পরপর তৃতীয় দিন কারেন্সি ট্রেডিং অপারেশনে অংশ নেয় এবং ৩ মিলিয়ন ডলারের বেশি বিক্রি করে। প্রসঙ্গত, বিনিয়োগকারীরা লুলার উদ্দীপনা প্যাকেজ (stimulus measures) এবং ক্রমবর্ধমান সরকারি ঋণ নিয়ে উদ্বিগ্ন। সরকারি ঋণ জিডিপির (GDP) প্রায় ১০% এর কাছাকাছি, যা অর্থনীতিবিদদের মতে জনঋণকে (public debt) অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারে।

যদিও লুলার পদক্ষেপগুলি প্রবৃদ্ধি (growth) বাড়িয়েছে, একইসঙ্গে তা মুদ্রাস্ফীতি (inflation) উস্কে দিয়েছে। এর জবাবে, ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক (BCB) সুদের হার (interest rates) বাড়িয়ে তুলেছে। গত সপ্তাহে মূল সুদের হার এক শতাংশ পয়েন্টের বেশি বাড়ানো হয়েছে, যা প্রত্যাশার চেয়েও বেশি। নীতিনির্ধারকরা ২০২৫ সালেও সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। অর্থনীতিবিদদের মতে, এটি বৈদেশিক বিনিয়োগ (foreign investment) আকর্ষণ করে রিয়ালকে রক্ষা করতে পারে, তবে স্বল্পমেয়াদে অভ্যন্তরীণ চাহিদা কমাবে এবং অর্থনৈতিক কষ্ট ডেকে আনবে।

ব্রাজিলের সাম্প্রতিক অর্থনৈতিক ইতিহাস ও সম্ভাবনা সম্পর্কে জানতে পড়ুন – কেন ব্রাজিল সুপারপাওয়ার নয় (যদিও হওয়া উচিত!) (২৮ জুলাই, ২০২৪)

লুলার শাসনামলে ব্রাজিলের অর্থনৈতিক গতিপ্রকৃতি সম্পর্কে জানতে পড়ুন – লুলার আমলে ব্রাজিলের অর্থনৈতিক উন্নতির মূলে কাজ করছে মুলত “ভাগ্য” (১৮ অক্টোবর, ২০২৪)

সূত্র

https://www.ft.com/content/1c67dc52-4791-4c33-9412-6462b81b8078

মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার আংশিক বন্ধের (shutdown) আশঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President elect Donald Trump) ওয়াশিংটন ডিসিকে (Washington, D.C.) চাপে রেখেছেন, সম্ভাব্য বড়দিনের (Christmas time) আগেই একটি দ্বিদলীয় বাজেট পরিকল্পনাকে (bipartisan budget plan) ভেস্তে দেওয়ার হুমকি দিয়ে। এই পরিকল্পিত বিলটি বর্তমান বাজেট বরাদ্দ বজায় রাখা, দুর্যোগ ত্রাণে (disaster relief) ১০০ বিলিয়ন ডলার এবং কৃষি সহায়তায় (farm aid) ১০ বিলিয়ন ডলার প্রদান করবে, পাশাপাশি আইনপ্রণেতাদের (lawmakers) বেতন বৃদ্ধি সহ (pay rise) নানা বিষয় অন্তর্ভুক্ত।

বুধবার, ট্রাম্প তার বিলিয়নিয়ার মিত্র এলন মাস্কের (Elon Musk) সাথে (যিনি সম্প্রতি সরকারি কার্যকারিতা বিভাগ (Department of Government Efficiency)-এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন (tapped as head)) বিতর্কে যোগ দেন। সামাজিক মাধ্যম এক্স (X)-এ তার ২০০ মিলিয়নের বেশি অনুসারীদের সামনে একের পর এক পোস্ট করে তিনি বিলের বিরুদ্ধে ক্ষোভ উসকে দেন। তিনি লেখেন “আপনার করের অর্থ অপহরণ বন্ধ করুন” (“stop the steal of your tax dollars”) এবং সমর্থকদের আইনপ্রণেতাদের সাথে যোগাযোগ করে বিলের বিরোধিতা করতে বলেন। তিনি আরও বলেন, যারা এই বাজেট বিলের পক্ষে ভোট দেবে তাদের পুনর্নির্বাচিত হওয়া উচিত নয়।

ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে তার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (J.D. Vance)-এর সাথে যৌথ বিবৃতিতে বর্তমান বিলের বিরোধিতা করেন। তারা বলেন, কোনও ডেমোক্র্যাটিক ছাড় (Democrat giveaways) ছাড়া একটি সহজতর “স্টপগ্যাপ বিল” (stopgap bill) পাস করা উচিত। তারা আরও যোগ করেন যে এর বাইরে অন্য কিছু অনুমোদন করা “দেশের প্রতি বিশ্বাসঘাতকতা” (betrayal of our country)। ট্রাম্প বিলটিতে ঋণের সীমা (debt ceiling) বাড়ানোর দাবিও তোলেন, যা তাকে ক্ষমতায় আসার পর ব্যয় ও করছাড় (tax cuts) দেওয়ার জন্য বেশি সুযোগ করে দেবে।

তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস (House) ক্ষীণ ব্যবধানে রিপাবলিকান (Republicans) নিয়ন্ত্রিত এবং সিনেট (Senate) ক্ষীণ ব্যবধানে ডেমোক্র্যাটদের (Democrats) নিয়ন্ত্রিত। ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া কোনও বিল পাস অসম্ভব। ট্রাম্পের এই হস্তক্ষেপ স্পিকার মাইক জনসনের (Mike Johnson) জন্য সবচেয়ে কঠিন, যিনি এই বাজেট পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন কিন্তু এখন ৩ জানুয়ারির (January 3rd) স্পিকারের পদে পুনরায় ভোটের আগে তার অবস্থান নড়বড়ে দেখাচ্ছে। ট্রাম্পের রাজনৈতিক “ব্রিংকসম্যানশিপ” (brinkmanship), মাস্কের বিশাল প্রভাব এবং কংগ্রেস ও ট্রাম্পের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্ভবত ট্রাম্পের আগামীর প্রশাসনের একটি পূর্বাভাস।

সূত্র

https://thehill.com/homenews/administration/5047382-trump-government-spending-deal/
https://apnews.com/article/congress-budget-trump-musk-johnson-5dc9fd8672f9807189032811d4ab0528
https://www.reuters.com/world/us/us-house-speaker-defends-stopgap-spending-some-republicans-musk-balk-2024-12-18/

যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির নতুন তথ্য

এবার যুক্তরাজ্যে (UK), যেখানে ব্যাংক অব ইংল্যান্ড (Bank of England) আবারও মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার তথ্য প্রকাশ করেছে। সাম্প্রতিক তথ্য বলছে, নভেম্বর মাসে মুদ্রাস্ফীতি বেড়ে ২.৬% হয়েছে, যা অক্টোবরের ২.৩% থেকে বেশি।

এর একটি বড় প্রভাব হল যে ব্যাংক অব ইংল্যান্ড এই সপ্তাহে সুদের হার কমাবে না। বরং ৪.৭৫% হারে সুদ বজায় রাখতে পারে। উল্লেখ্য, এ বছর ব্যাংক ইতোমধ্যেই দু’বার সুদের হার কমিয়েছে।

মুদ্রাস্ফীতি বৃদ্ধির পেছনে অন্যতম চালক হল পরিবহন খাত (transport), যেখানে পেট্রোলের (petrol) লিটারপ্রতি দাম ০.৮ পেন্স বেড়েছে। এই খবর অর্থনীতিবিদ (economists) ও রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, লেবার নেতা কিয়ার স্টারমার (Keir Starmer) সম্ভাব্য তার অর্থনৈতিক লক্ষ্যমাত্রায় (milestone) পৌঁছাতে ব্যর্থ হতে পারেন।

ডেলয়েটের (Deloitte) অর্থনীতিবিদ ইয়ান স্টুয়ার্ট (Ian Stewart) ব্যাখ্যা করেছেন যে বড় ধরনের মুদ্রাস্ফীতি পতন (big declines in inflation) ইতোমধ্যেই পেছনে ফেলে এসেছি। আগামী বছর মুদ্রাস্ফীতি সম্ভবত ৩%-এর কাছাকাছি থাকবে, যা কেন্দ্রীয় লক্ষ্যমাত্রা ২%-এর চেয়ে বেশি। ৫%-এর বেশি হারে মজুরি বৃদ্ধি (wage growth) এবং সরকারি ব্যয়ের (government spending) উর্ধ্বগতি মুদ্রাস্ফীতিকে দীর্ঘ সময় ধরে বেশি মাত্রায় রাখার ঝুঁকি তৈরি করছে।

যুক্তরাজ্যের অর্থনীতির খারাপ অবস্থা সম্পর্কে জানতে – কেন এখন যুক্তরাজ্যের (UK) অর্থনীতি বেশ খারাপ দেখাচ্ছে (৯ ডিসেম্বর, ২০২৪)

আরও পড়ুন – যুক্তরাজ্যের (UK) অর্থনীতিতে ধস (১৩ ডিসেম্বর, ২০২৪)

সূত্র

https://www.ft.com/content/06d172a6-5583-49f1-a2a3-76fb65091b4d
https://www.theguardian.com/business/2024/dec/18/uk-inflation-data-leaves-starmer-miles-off-goal-of-growth-felt-in-peoples-pockets

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

এবার ইসরায়েল (Israel) নিয়ে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch বা HRW) গাজায় (Gaza) পানি সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ইসরায়েলকে গণহত্যামূলক কর্মের (act of genocide) সাথে যুক্ত করার অভিযোগ তুলেছে। এই অভিযোগে বলা হয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে (deliberate actions) পরিষ্কার পানির সরবরাহ এতটা কমিয়ে দিয়েছে যে জনসংখ্যাকে দূষিত উৎসের পানি পান করতে বাধ্য করা হচ্ছে। এর ফলে শিশুদের মধ্যে মারাত্মক রোগের প্রাদুর্ভাব ঘটেছে।

এই কারণে HRW যুক্তি দিয়েছে যে ইসরায়েলের এই কার্যকলাপ বাস্তবে গণহত্যার সামিল। এর আগে এই মাসের শুরুর দিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International) প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করা হয়েছিল।

ইসরায়েল অতীতে এমন সব অভিযোগ অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এসব অভিযোগকে “মিথ্যা ও ন্যক্কারজনক” (false and outrageous) বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন – অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গাজায় গণহত্যা (genocide) চালাচ্ছে ইসরায়েল

সূত্র

https://www.theguardian.com/world/2024/dec/19/israel-accused-of-act-of-genocide-over-restriction-of-gaza-water-supply-human-rights-watch

১৮ ডিসেম্বর, ২০২৪

  • আয়ারল্যান্ড (Ireland)-ইসরায়েল (Israel) কূটনৈতিক বিরোধের ক্রমবর্ধমান উত্তেজনা
  • মরিশাস (Mauritius)-ইউকে (UK) চাগোস দ্বীপপুঞ্জ (Chagos Islands) সংক্রান্ত চুক্তি নিয়ে সংকট
  • ইরানে কঠোর হিজাব (hijab) আইনের কার্যকরকরণ স্থগিত
  • রাশিয়ায় জেনারেল হত্যার সন্দেহভাজন আটক: ইউক্রেনের সম্পৃক্ততা সন্দেহ

আয়ারল্যান্ড (Ireland)-ইসরায়েল (Israel) কূটনৈতিক বিরোধের ক্রমবর্ধমান উত্তেজনা

আয়ারল্যান্ড (Ireland) এবং ইসরায়েল (Israel)-এর মধ্যে বিদ্যমান কূটনৈতিক বিরোধ আরও গভীরতর হয়েছে। ইসরায়েল (Israel) সম্প্রতি ডাবলিনে (Dublin) অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের (Israel) পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’র (Gideon Saar) এই সিদ্ধান্তের কারণ হিসেবে আয়ারল্যান্ডের (Ireland) সরকারকে চিহ্নিত করেছেন, যাদের নীতিকে তিনি চরম পর্যায়ের “অ্যান্টি-ইসরায়েল (anti Israel)” বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি (Israeli) পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ অনুযায়ী, আয়ারল্যান্ড (Ireland) ফিলিস্তিন (Palestinian) রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া, আন্তর্জাতিক অপরাধ আদালতে (International Criminal Court – ICC) ইসরায়েলি (Israeli) নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাকে সমর্থন করা, এবং আন্তর্জাতিক আদালতে বিচার (International Court of Justice – ICJ)-এ ইসরায়েলের (Israel) বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার (South Africa) মামলাকে সহযোগিতা করা—এসবই ইসরায়েলের (Israel) প্রতি আয়ারল্যান্ডের (Ireland) শত্রুতামূলক মনোভাবের প্রমাণ।

ইসরায়েলের (Israel) ডাবলিন দূতাবাস জানায় যে আয়ারল্যান্ড (Ireland) বৈধ সমালোচনার সীমা অতিক্রম করেছে এবং তাদের কর্মকাণ্ড ও ভাষ্য ইসরায়েলকে (Israel) প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্যভাবে হেয় করার চেষ্টা করছে।

অন্যদিকে আয়ারল্যান্ডের (Ireland) তাইশাখ (Taoiseach) বা প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস (Simon Harris) ইসরায়েলের (Israel) এই পদক্ষেপকে “বিভ্রান্তিকর কূটনীতি (diplomacy of distraction)” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আপনি জানেন আমি কোন জিনিসটাকে নিন্দা করি? শিশু হত্যা। আমি মনে করি এটি নিন্দনীয়।” তিনি আরও বলেন, গাজায় (Gaza) যে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং আয়ারল্যান্ড (Ireland) বরাবরই ফিলিস্তিনিদের (Palestinians) পক্ষ অবলম্বন করে কথা বলে আসছে বলে তিনি গর্বিত।

এই বাদানুবাদের পর ইসরায়েলের (Israel) পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিসকে (Simon Harris) ইহুদিবিদ্বেষী (anti Semitic) বলে আখ্যায়িত করেন এবং ইসরায়েলের (Israel) বিরুদ্ধে উত্থাপিত শিশুদের উপবাসে রাখা বা সাহায্য পাঠাতে বাধা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন। জবাবে সাইমন হ্যারিস (Simon Harris) জানান, তিনি ইসরায়েলি (Israeli) সরকারের কাছ থেকে আসা ব্যক্তি-নির্দিষ্ট এবং মিথ্যা অভিযোগের জবাব দেবেন না।

আয়ারল্যান্ডের (Ireland) প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স (Michael D. Higgins) অবশ্য ইসরায়েলি (Israeli) রাজনৈতিক নেতৃত্বের এই ধরনের মন্তব্যের প্রত্যুত্তর দিয়েছেন। মঙ্গলবার একটি অনুষ্ঠানে, যেখানে তিনি ফিলিস্তিনি (Palestinian) রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করছিলেন, প্রেসিডেন্ট হিগিন্স বলেন, আয়ারল্যান্ডের (Ireland) জনগণকে ইহুদিবিদ্বেষী (antisemitism) বলা “গভীর অপবাদ (deep slander)”। তিনি বলেন, আয়ারল্যান্ড (Ireland) ইসরায়েলি (Israeli) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) কর্মপন্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন, প্রতিবেশী তিনটি রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন ইত্যাদি কারণে তার বিরোধিতা করছে। আয়ারল্যান্ডের (Ireland) ইতিহাসের কারণে “উচ্ছেদ (dispossession), দখলদারিত্ব (occupation)” ইত্যাদি শব্দের মর্ম আয়ারল্যান্ডের (Ireland) মানসে গভীরভাবে প্রোথিত।

আইরিশ ইন্ডিপেন্ডেন্ট (Irish Independent) পত্রিকা জানায়, আইরিশ সরকার (Irish government) এই বিরোধের সম্ভাব্য পরিণতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা উল্লেখ করে যে ইসরায়েল (Israel) দূতাবাস বন্ধের ক্ষেত্রে আয়ারল্যান্ডকে (Ireland) বিশেষভাবে বেছে নেওয়া হওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, মধ্যপ্রাচ্য (Middle East) থেকে আসা খবরে গাজায় (Gaza) যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়ছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও পর্যবেক্ষকরা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন যে হয়তো শিগগিরই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। গাজা (Gaza) স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানান, গত ১৪ মাস ধরে চলা যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

কেন আয়ারল্যান্ড হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে ফিলিস্তিনপন্থী সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে এখানে যান।

তথ্যসূত্র

https://www.rte.ie/news/ireland/2024/1217/1486987-ireland-israel/
https://www.independent.ie/irish-news/president-michael-d-higgins-says-it-is-slander-for-israeli-minister-to-accuse-irish-people-of-antisemitism-over-gaza-stance/a348839003.html
https://www.reuters.com/world/middle-east/israeli-foreign-minister-brands-irish-pm-antisemitic-2024-12-16/
https://news.un.org/en/story/2024/12/1158206

মরিশাস (Mauritius)-ইউকে (UK) চাগোস দ্বীপপুঞ্জ (Chagos Islands) সংক্রান্ত চুক্তি নিয়ে সংকট

যুক্তরাজ্য (United Kingdom – UK) সরকারের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ মৌরিশাসের (Mauritius) নতুন প্রধানমন্ত্রী জানিয়েছেন যে চাগোস দ্বীপপুঞ্জ (Chagos Islands) নিয়ে ইউকের (UK) সাথে স্বাক্ষরিত চুক্তি তাদের সন্তুষ্ট করেনি। তিনি চুক্তিতে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন। মূল চুক্তিটি অক্টোবরে স্বাক্ষরিত হয়েছিল, যেখানে ইউকে-র (UK) লেবার সরকার মৌরিশাসের (Mauritius) সার্বভৌমত্ব স্বীকৃতি দিয়েছিল। তবে ইউকে (UK) অন্তত ৯৯ বছরের জন্য দিয়েগো গার্সিয়া (Diego Garcia) দ্বীপের লিজ (lease) ধরে রাখত, যেখানে একটি গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র (US)-ইউকে (UK) সামরিক ঘাঁটি রয়েছে।

কিন্তু চুক্তি স্বাক্ষরের অল্প কিছু পরেই মৌরিশাসে (Mauritius) নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নতুন সরকার গঠিত হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী নাভিন রামগুলান (Navin Ramgoolen) চুক্তির পর্যালোচনা করার নির্দেশ দেন এবং মৌরিশিয়ান (Mauritian) সংসদে (parliament) মঙ্গলবার জানান, এই চুক্তি দেশটির প্রত্যাশিত সুবিধা দিতে পারবে না। তিনি লন্ডনে (London) পাল্টা প্রস্তাব পাঠিয়েছেন। যদিও তিনি পাল্টা প্রস্তাবগুলোর বিস্তারিত উল্লেখ করেননি, কিন্তু উল্লেখ করেছেন যে মৌরিশাস (Mauritius) এখনো যুক্তরাজ্যের (UK) সাথে একটি সমঝোতায় উপনীত হতে চায় এবং যুক্তরাজ্যের (UK) জবাব বর্তমানে মূল্যায়ন করা হচ্ছে।

যুক্তরাজ্য (UK) সরকার দাবি করেছে যে চুক্তিটি ভেঙে যাচ্ছে না, বরং নতুন মৌরিশিয়ান (Mauritian) সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যুক্তিসঙ্গত। তবে কিছু পর্যবেক্ষক মনে করছেন যে বাইডেন প্রশাসন (Biden administration) যে চুক্তিকে সমর্থন দিয়েছিল, তা হয়তো ভাবি ট্রাম্প প্রশাসনের (Trump administration) অধীনে বাধাগ্রস্ত বা বিপন্ন হতে পারে।

তথ্যসূত্র

https://www.bbc.co.uk/news/articles/cm2ekk2pv1no
https://www.theguardian.com/world/2024/dec/17/uk-government-denies-rift-with-mauritian-pm-over-chagos-island-deal

ইরানে কঠোর হিজাব (hijab) আইনের কার্যকরকরণ স্থগিত

অন্য এক খবরে, ইরান (Iran) মহিলাদের জন্য কড়া হিজাব আইন কার্যকর স্থগিত করেছে। এই আইনে কঠোর শাস্তির বিধান ছিল যারা হিজাব পরিধান করতে অস্বীকার করে তাদের জন্য, পাশাপাশি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এদের সেবা দিত তাদের জন্যও। আন্তর্জাতিক চাপ এবং ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসউদ পসেসকিয়ান (Massoud Possesskian)-এর বিরোধিতার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সতর্ক করেছিলেন যে কঠোর হিজাব আইন ২০২২ সালে মাহজো আমিনির (Mahzo Amini) মৃত্যুর পর যেসব বিক্ষোভ দেখা গিয়েছিল সেরকম আরো বিক্ষোভ উস্কে দিতে পারে।

মঙ্গলবার ইরানের (Iran) ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি (Shahram Dabiri) ঘোষণা দেন যে আইনটি পুনরায় পর্যালোচনা করা হবে রাজনৈতিক নেতৃত্ব ও জাতীয় নিরাপত্তা পরিষদে (National Security Council), এবং এখন এই আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক ইরানি (Iranian) নারী এখনও বাধ্যতামূলক হিজাব বিধি অমান্য করছেন, যা ইরানের (Iran) কঠোর ইসলামপন্থী সরকারের নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিরোধের প্রতিফলন।

তথ্যসূত্র

https://www.dw.com/en/iran-temporarily-halts-strict-new-headscarf-law/a-71088907

রাশিয়ায় জেনারেল হত্যার সন্দেহভাজন আটক: ইউক্রেনের সম্পৃক্ততা সন্দেহ

গতকালের ডেইলি ব্রিফিং (Daily Briefing)-এর মূল খবরের হালনাগাদে জানা যাচ্ছে, রাশিয়া (Russia) বলছে তারা একজন সন্দেহভাজনকে আটক করেছে, যিনি মস্কোতে (Moscow) উচ্চপদস্থ কর্মকর্তা ইগর কুরিলভ (Igor Kurilov)-কে হত্যার দায় স্বীকার করেছেন। মঙ্গলবার এই বোমা হামলার ঘটনায় ইগর কুরিলভ (Igor Kurilov) (যিনি রাশিয়ার (Russia) পারমাণবিক, জীবাণু ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন) তার বাসভবনের বাইরে নিহত হন। একই সাথে তার সহযোগীরাও নিহত হন। একটি ইলেকট্রিক স্কুটারে রাখা বোমাটি বিস্ফোরিত হয়।

ইউক্রেনের এসবিইউ (SBU) গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। তারা অভিযোগ করে যে রাশিয়া (Russia) ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, যা রাশিয়া (Russia) অস্বীকার করে।

রাশিয়া (Russia) জানায়, সন্দেহভাজন ব্যক্তি ইউক্রেনীয় বিশেষ পরিষেবার (Ukrainian special services) নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটান। এফএসবি (FSB) – রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রকাশিত এক ভিডিওতে এক গম্ভীর চেহারার কৃষ্ণকেশী ব্যক্তি ক্যামেরার দিকে তাকিয়ে স্বীকারোক্তি দেন যে তাকে ১,০০,০০০ মার্কিন ডলার এবং ইউরোপীয় ইউনিয়নে (European Union) প্রবেশের সুযোগের বিনিময়ে কুরিলভকে (Kirilov) হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল।

এফএসবি (FSB) জানায়, ইউক্রেনের (Ukraine) নির্দেশে ওই ব্যক্তি মস্কোতে (Moscow) গিয়েছিলেন এবং সেখানেই একটি হাতে-তৈরি বিস্ফোরক ডিভাইস (homemade explosive device) পান। সেটি তিনি একটি ইলেকট্রিক স্কুটারে স্থাপন করে কুরিলভের (Kirilov) অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের প্রবেশমুখে রেখে যান। এরপর তিনি একটি গাড়ি ভাড়া করেন এবং ড্যাশবোর্ডে একটি ক্যামেরা স্থাপন করেন, যা ইউক্রেনের দনিপ্রো (Dnipro) শহরে তার নির্দেশদাতাদের কাছে সরাসরি সম্প্রচার করছিল। এফএসবি (FSB)-র ভাষ্যমতে, যখন তারা দেখল কুরিলভ (Kirilov) বাড়ি থেকে বেরিয়েছেন, তখন ওই ব্যক্তিকে দূরবর্তী নিয়ন্ত্রকের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানোর নির্দেশ দেওয়া হয়।

রাশিয়া (Russia) এই হত্যাকাণ্ডের জবাব দিতে অঙ্গীকার করেছে। এটি এমন একটি হত্যা, যা রাশিয়ান (Russian) ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করে শত্রুপক্ষের বেশ গভীরে গিয়ে পরিচালিত হয়েছে, এবং ইউক্রেনীয় (Ukrainian) কর্মকর্তাদের লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। রাশিয়ার (Russia) নিরাপত্তা পরিষদের (Security Council) উপপ্রধান দিমিত্রি মেডভেদেভ (Dmitry Medvedev) নিরাপত্তা কর্মকর্তাদের এই হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদের ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র

https://www.reuters.com/world/europe/russia-detains-suspect-over-murder-general-investigative-committee-says-2024-12-18/
https://www.ft.com/content/b3a24ce6-5d1a-4773-b6eb-96f5cf676a6b
https://www.bbc.co.uk/news/articles/cge9rv38x98o

১৭ ডিসেম্বর, ২০২৪

  • মস্কোতে রাশিয়ান পরমাণু বাহিনীর প্রধান নিহত
  • কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংকট
  • সিরিয়ার অপসারিত নেতা বাশার আল আসাদের নীরবতা ভাঙা
  • আর্জেন্টিনায় মন্দা থেকে বেরিয়ে আসার লক্ষণ

মস্কোতে রাশিয়ান পরমাণু বাহিনীর প্রধান নিহত

আজ (Today) রাশিয়ার পরমাণু বাহিনীর প্রধান (head of Russia’s nuclear forces) ইগর কিলিলভ (Igor Kililov), যিনি রাশিয়ান পারমাণবিক, রাসায়নিক ও জৈব প্রতিরক্ষা বাহিনীর (Nuclear, Chemical and Biological Defense Forces) লেফটেন্যান্ট জেনারেল (Lt. Gen.) ছিলেন, মস্কো (Moscow) শহরে নিহত হয়েছেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (Security Service of Ukraine, SBU) মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হলেও এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আজ সকালে কিলিলভের মস্কোর বাসভবনের বাইরে স্কুটারে (scooter) রাখা বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। ওই বিস্ফোরণে (explosion) কিলিলভের একজন সহকারীও নিহত হয়েছেন। এই হামলা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ান আক্রমণ শুরুর পর থেকে সবচেয়ে উচ্চপদস্থ কোনো রাশিয়ান সামরিক কর্মকর্তার মৃত্যু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাত কাছাকাছি ভবনগুলিকে কাঁপিয়ে দেয়, জানালার কাঁচ চুরমার হয় এবং শrapnel (শ্র্যাপনেল) ছড়িয়ে পড়ে। তদন্তকারী সূত্রের বরাত দিয়ে জানা যায়, বোমাটিতে প্রায় ১০০ থেকে ৩০০ গ্রাম টিএনটি (TNT) ছিল।

রাশিয়ার অনুসন্ধানী কমিটি (Investigative Committee) জানায় যে কিলিলভের হত্যাকাণ্ডের আগে ইউক্রেনের এসবিইউ (SBU) তাকে যুদ্ধাপরাধের অভিযোগে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে একটি নোটিশ ইস্যু করেছিল। অভিযোগ ছিল যে তিনি ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র (chemical weapons) ব্যবহার করেছিলেন। যদিও ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘটনার ওপর মন্তব্য করেনি, একজন ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে কিলিলভকে লক্ষ্যবস্তু করা যুক্তিযুক্ত ছিল, কেননা অভিযোগ অনুযায়ী তার আদেশেই ৪,৮০০ বারের বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল।

অপরদিকে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। কিলিলভ যুক্তরাজ্যের (UK) নিষেধাজ্ঞার (sanctions) আওতায় ছিলেন, যা গত অক্টোবর মাসে তার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে আরোপিত হয়েছিল। যুক্তরাজ্য তাকে ক্রেমলিনের (Kremlin) দুষ্প্রচারের (disinformation) একজন মুখপাত্র হিসেবেও চিহ্নিত করেছিল। তিনি প্রকাশ্যে করা বক্তব্যে (public briefings) নিয়মিত কিয়েভকে (Kyiv) রাসায়নিক অস্ত্র ব্যবহার, নিউক্লিয়ার ডার্টি বোমা (nuclear dirty bomb) তৈরী এবং মশার মাধ্যমে রুশ বাহিনীতে ম্যালেরিয়া (malaria) ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছিলেন।

তথ্যসূত্র –

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংকট

সোমবার কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চরম অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হতে হয়, কারণ তার ডেপুটি প্রধানমন্ত্রী (Deputy Prime Minister) ও অর্থমন্ত্রী (Finance Minister) ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড (Chrystia Freeland) আকস্মিকভাবে পদত্যাগ করেন।

ফ্রিল্যান্ড তার পদত্যাগপত্র এক্স (X, সাবেক টুইটার) এ প্রকাশ করেন। সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী ট্রুডো গত শুক্রবার তাকে অর্থমন্ত্রীর পদ ছেড়ে দিতে বলেন। ফ্রিল্যান্ড এ ঘটনাকে তার প্রতি অনাস্থা হিসেবে দেখেন এবং জানান যে গত কয়েক সপ্তাহ ধরে তিনি ট্রুডোর সঙ্গে মতানৈক্যে ছিলেন। ফ্রিল্যান্ড ইঙ্গিত দেন যে ট্রুডো যুক্তরাষ্ট্রের (US) নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আরোপিত সম্ভাব্য শুল্ক হুমকি (tariff threats) মোকাবিলায় অক্ষম।

তিনি তার চিঠিতে সতর্কতার সুরে লেখেন যে তাদের সরকার শিগগিরই পতনের মুখে পড়বে। একটি ঐক্যবদ্ধ কানাডা (United Canada) মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক হুমকির বিরুদ্ধে লড়তে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

ফ্রিল্যান্ডের পদত্যাগের পর কানাডীয় রাজনীতিবিদরা দ্রুত ট্রুডোর পদত্যাগের আহ্বান জানান। বিরোধী নেতা পিয়ের পোলিয়েভ (Pierre Poilievre) বলেন যে সরকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এবং ট্রুডোকে নির্বাচন আহ্বান করতে হবে। ব্লক কেবেকোয়া (Bloc Quebecois) নেতাও ট্রুডোকে পার্লামেন্ট ভেঙে দিতে এবং ২০২৫ সালের শুরুর দিকে নির্বাচন ডাকতে বলেন।

নতুন গণতান্ত্রিক পার্টির (New Democratic Party) নেতা জাগমিত সিং (Jagmeet Singh) ট্রুডোর পদত্যাগ দাবি করলেও সরকার ফেলার পক্ষে সরাসরি ভোট দেওয়ার কথা বলেননি, বরং “সব বিকল্প টেবিলে রয়েছে” বলে মন্তব্য করেন।

এমনকি ট্রুডোর নিজ দল, লিবারেল পার্টির (Liberal Party) ভেতরেও তিনি চরম অজনপ্রিয় হয়ে উঠেছেন। শোনা যাচ্ছে প্রায় ৬০ জন লিবারেল সংসদ সদস্য, অর্থাৎ দলের প্রায় ৪০%, একটি চিঠিতে সই করতে যাচ্ছেন, যেখানে ট্রুডোর নেতৃত্বে পরবর্তী নির্বাচনে যাওয়ার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হবে।

ট্রুডো পদত্যাগ করবেন কি না, সেটি সম্পূর্ণ তার নিজের ওপর নির্ভরশীল। তবে ব্রিটিশ কলাম্বিয়ায় (British Columbia) উপনির্বাচনে (by election) লিবারেলদের হার এবং সেই আসন কনসারভেটিভদের (Conservatives) দখলে যাওয়া, ২০১৫ সালের নভেম্বর মাসে ক্ষমতায় আসার পর থেকে ট্রুডোর অবস্থানকে সবচেয়ে দুর্বল করে তুলেছে। তার স্বীকৃত জনপ্রিয়তা এখন বিশ্বের নিম্নতম Approval Ratingগুলোর (approval ratings) মধ্যে একটি।

কানাডায় ট্রুডোর কঠিন সময় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে যান।

তথ্যসূত্র

https://x.com/cafreeland/status/1868659332285702167/photo/1
https://www.cbc.ca/player/play/video/9.6593800
https://www.ipsos.com/en-ca/approval-trudeaus-performance-just-33-canadians-call-parliament-focus-cost-living

সিরিয়ার অপসারিত নেতা বাশার আল আসাদের নীরবতা ভাঙা

সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদ, যিনি এক সপ্তাহ আগে দ্রুতগতিতে ক্ষমতা হারিয়েছেন, অবশেষে নীরবতা ভেঙেছেন। সিরিয়ার প্রেসিডেন্সির টেলিগ্রাম (telegram) চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আসাদ জানান যে তিনি ৮ ডিসেম্বর দামেস্ক (Damascus) ত্যাগ করেন। এর এক দিন আগে বিরোধী বাহিনী (anti regime forces) শহরটি দখল করে, যার মাধ্যমে তার ২৪ বছরের শাসনের অবসান ঘটে।

আসাদ দাবি করেন যে তিনি বিদ্রোহী বাহিনীর (rebel forces) বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন এবং শেষ অবধি দায়িত্ব পালন করতে চেয়েছিলেন। কিন্তু যে বিমানঘাঁটিতে (airbase) তিনি অবস্থান করছিলেন, সেখানে হামলার পর রুশ বাহিনী (Russian forces) তাকে উদ্ধার করে নিয়ে যায়। তার অবস্থান আগে অজ্ঞাত ছিল, তবে রাশিয়া জানায় যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে আলোচনা শেষে আসাদ সিরিয়া ত্যাগ করেন।

বিবৃতিতে আসাদ বলেন, তিনি কখনও পদত্যাগ বা দেশত্যাগের মাধ্যমে আশ্রয় নেওয়ার চিন্তা করেননি এবং ব্যক্তিগত স্বার্থের জন্য কখনও পদ চাননি। তবে কয়েক ডজন সূত্র রয়টার্সকে (Reuters) জানায় যে আসাদ অন্তত ২ ডিসেম্বর থেকেই দেশ থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজছিলেন এবং প্রথমে সংযুক্ত আরব আমিরাতে (UAE) আশ্রয় চাইলে তা প্রত্যাখ্যাত হয়।

তথ্যসূত্র

https://news.sky.com/story/ousted-syrian-leader-bashar-al-assad-issues-first-statement-since-fall-of-regime-13274940
https://www.reuters.com/world/middle-east/assads-final-hours-syria-deception-despair-flight-2024-12-13/

আর্জেন্টিনায় মন্দা থেকে বেরিয়ে আসার লক্ষণ

এবার নজর আর্জেন্টিনায়, যেখানে দেশের অর্থনীতি দীর্ঘ মন্দা (recession) শেষে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে। জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে, আগের প্রান্তিকের তুলনায় দেশটির জিডিপি (GDP) ৩.৯% বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের শেষ দিকে মন্দায় পতিত হওয়ার পর এটি প্রথম প্রবৃদ্ধি।

জেপি মরগান (JP Morgan) বিশ্লেষকরা আশা করছেন যে ২০২৪ সালে আর্জেন্টিনার অর্থনীতি এখনো ৩% হ্রাস পাবে, তবে ২০২৫ সালে ৫.২% বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এই খবর আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই (Javier Milei)-এর জন্য স্বস্তি নিয়ে আসবে। তিনি ক্ষমতায় আসার পর ব্যাপক সরকারি ব্যয় কর্তন (spending cuts) এবং ডেরেগুলেশনের (deregulation) মাধ্যমে উচ্চ মাত্রার মুদ্রাস্ফীতি (inflation) নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, ফলে আর্জেন্টিনার সার্বভৌম বন্ডের (sovereign bonds) মূল্য বেড়েছে।

তবে দক্ষিণ আমেরিকার (South American) এই দেশটিতে সবকিছু এখনো সুগম নয়। মিলেই ক্ষমতায় আসার পর রাজস্ব ব্যয় কমানোর পদক্ষেপ নেন, কিন্তু ২০২৪ সালের প্রথমার্ধে দারিদ্র্যের হার (poverty rate) ১১ পয়েন্ট বেড়ে ৫৩%-এ পৌঁছায়। এছাড়াও অনেক কাজ বাকি আছে। তাকে আর্জেন্টিনার মুদ্রা ও মূলধন নিয়ন্ত্রণ (capital and currency controls) তুলে নিতে হবে, যা বিদেশি বিনিয়োগ (foreign investment) বাধাগ্রস্ত করছে এবং কেন্দ্রীয় ব্যাংকের (central bank) রিজার্ভ বৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টি করছে। এসব কাজ সহজ হবে না।

আর্জেন্টিনায় মিলেই-এর সাফল্য সম্পর্কে জানতে এখানে যান।

তথ্যসূত্র –

১৬ ডিসেম্বর, ২০২৪ – সোমবার

  • কেন যুক্তরাজ্য CPTPP-তে যোগ দিল?
  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ইমপিচমেন্ট
  • জার্মানিতে ওলাফ শলৎসের বিরুদ্ধে অনাস্থা ভোট
  • জামাইকার রাজতন্ত্র বিলুপ্তির উদ্যোগ

কেন যুক্তরাজ্য CPTPP-তে যোগ দিল?

 

মূল কথা

বছরের পর বছর ধরে চলা আলোচনা এবং গত বছর একটি নীতিগত চুক্তি (in principle agreement) সম্পাদনের পর, অবশেষে যুক্তরাজ্য সিপিটিপিপি বা কমপ্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) যোগদান করেছে। এর ফলে যুক্তরাজ্য এই ব্লকে যোগদানকারী প্রথম ইউরোপীয় দেশ।

সিপিটিপিপি কী?

সিপিটিপিপি (CPTPP) হলো একটি বিশাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (free trade agreement) যা অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এবং এখন যুক্তরাজ্যকে অন্তর্ভুক্ত করে।

প্রকৃতপক্ষে এই চুক্তির ধারণা ২০০৯ সালে বারাক ওবামার (Barack Obama) সময়ে উঠে আসে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা এই সিপিটিপিপিকে এশিয়ায় মার্কিন অর্থনৈতিক প্রভাব বিস্তারের একটি স্তম্ভ হিসেবে দেখতে চেয়েছিলেন। মূল পরিকল্পনা ছিল এত বড় একাধিক রাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য ব্লক গড়ে তোলা, যাতে পরবর্তীতে চীন (China) যোগ দিতে আগ্রহী হয়। এরপর চীনের যোগদানের আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত নিয়ম-কানুন যেমন মেধাস্বত্ব (intellectual property) সংরক্ষণ ও রাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের (state-owned enterprises) নিয়ন্ত্রণের মত বিষয়গুলো চীনের ওপর চাপিয়ে দিতে পারত, যা সিপিটিপিপিতে অন্তর্ভুক্ত।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রেসিডেন্ট হওয়ার মাত্র তিনদিন পরই এই ব্লক থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, কারণ তিনি সাধারণত মুক্ত বাণিজ্য চুক্তি (free trade deals) পছন্দ করতেন না। যদিও ট্রাম্প চুক্তি থেকে সরে গিয়েছিলেন, জাপান (Japan) বাকি দেশগুলোর সাথে এগিয়ে যায়।

সিপিটিপিপির বৈশিষ্ট্য

সিপিটিপিপি অন্যান্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতই সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজতর করে। এটি মূলত দুটি উপায়ে করে: কিছু নিয়মকানুনের মান একীভূত (harmonizing) করা এবং শুল্ক (tariffs) হ্রাস করা। সিপিটিপিপির সদস্যদের মধ্যে প্রায় সব ধরনের পণ্যে শুল্ক প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে, কিছু সংবেদনশীল পণ্যের (sensitive goods) ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।

এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটির উন্মুক্ততার নিয়ম (rules of origin) যা বিদেশি পণ্যকে সিপিটিপিপির আওতায় বিনা শুল্কে প্রবেশ করার সুযোগ রোধ করে।

কিন্তু সিপিটিপিপিকে বিশেষ করে তোলে এর ব্যাপকতা। এটি শুধু SPS (Sanitary and Phytosanitary) নিয়মকানুনের মান একীভূতকরণ ও শুল্ক হ্রাস করা পর্যন্ত সীমিত নয়, বরং এতে শ্রম অধিকার (labour rights), পরিবেশ সংরক্ষণ (environmental protections), রাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, এমনকি বেশ শক্তিশালী প্রয়োগ ব্যবস্থা (robust enforcement mechanism)-ও অন্তর্ভুক্ত রয়েছে। বেশির ভাগ ফ্রি ট্রেড চুক্তিতে, বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিগুলোর মধ্যে, এসব বিষয় সাধারণত অন্তর্ভুক্ত হয় না।

যুক্তরাজ্যের যোগদানের পটভূমি

যুক্তরাজ্য ২০২১ সালের শুরুর দিকে সিপিটিপিপিতে যোগদানের আবেদন করে। তখন বরিস জনসন (Boris Johnson) নেতৃত্বাধীন সরকার ইইউ (EU) থেকে বেরিয়ে এসে (ব্রেক্সিট: Brexit) নতুন স্বাধীনতা কাজে লাগানোর চেষ্টা করছিল। দীর্ঘ আলোচনার পর গত বছরের মার্চে ঋষি সুনাক (Rishi Sunak) এর প্রশাসনের অধীনে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি সম্পাদনের পর বিশ্লেষকরা বলেন, এটি যুক্তরাজ্যের জিডিপিকে (GDP) ০.১% এরও কম বৃদ্ধি করবে। বিরোধী নেতা কিয়ার স্টার্মার (Keir Starmer) তখন এই চুক্তিকে ব্রেক্সিটজনিত অর্থনৈতিক ক্ষয়ক্ষতির তুলনায় নগণ্য বলে অভিহিত করেছিলেন। তবুও লেবার (Labour) দল এখন এই চুক্তি এগিয়ে নিয়েছে, সম্ভবত এই যুক্তিতে যে ০.১% প্রবৃদ্ধিও কিছুটা হলেও লাভজনক।

সূত্র –

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ইমপিচমেন্ট

শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল (Yoon Suk Yeol) জাতীয় সংসদ (National Assembly) কর্তৃক ইমপিচ হয়েছেন। অভিযোগ হলো, দুই সপ্তাহ আগে তিনি সামরিক শাসন (martial law) জারির একটি ব্যর্থ চেষ্টা করেছিলেন। গত এক সপ্তাহে এটি ছিল দ্বিতীয়বারের মত ইমপিচ প্রচেষ্টা। প্রথম প্রচেষ্টায় যথেষ্ট সংখ্যক ক্ষমতাসীন রক্ষণশীল দলীয় (conservative party) সংসদ সদস্য ভাঙা রেওয়াজে ভোট না দেওয়ায় তা ব্যর্থ হয়েছিল।

কিন্তু সপ্তাহব্যাপী চলমান ব্যাপক প্রতিবাদের মুখে শনিবার আবার ইমপিচমেন্ট ভোট অনুষ্ঠিত হয় এবং এবার সফল হয়। প্রেসিডেন্টের নিজ দল থেকে ১২ জন সাংসদ বিরোধী দলের সাথে মিলে ভোট দেওয়ায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা মাত্র চার ভোটের ব্যবধানে অর্জিত হয়।

ফলস্বরূপ, ইউন সাময়িকভাবে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত (suspend) হয়েছেন এবং এখন বিষয়টি সাংবিধানিক আদালতে (Constitutional Court) যাবে। আদালত ছয় মাসের মধ্যে এই ইমপিচমেন্ট নিশ্চিত বা বাতিল করতে হবে। এই সময়ে প্রধানমন্ত্রী (Prime Minister) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইমপিচমেন্ট চূড়ান্তভাবে কার্যকর করতে নয় আসনের আদালতের অন্তত ছয়জন বিচারকের পক্ষে রায় দিতে হবে। বর্তমানে তিনটি আসন শূন্য, অর্থাৎ এখনকার ছয়জন বিচারক সবাই মিলে একমত হলেই ইমপিচমেন্ট চূড়ান্তভাবে গৃহীত হবে। যদি আদালত ইমপিচমেন্ট মেনে নেয়, তবে ইউন অফিসিয়ালি পদচ্যুত হবেন এবং ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক এই মার্শাল ল (martial law) নাটকের পেছনে আরও অনেক কিছু রয়েছে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এখানে যান।

সূত্র –

জার্মানিতে ওলাফ শলৎসের বিরুদ্ধে অনাস্থা ভোট

এবার নজর জার্মানির দিকে। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস (Olaf Scholz) আজ (সোমবার) বুন্দেস্ট্যাগে (Bundestag) একটি অনাস্থা ভোটে (confidence vote) পরাজিত হতে পারেন। অনাস্থা ভোটটি এসেছে তার কথিত “ট্রাফিক লাইট কোয়ালিশন” (traffic light coalition) ভেঙে যাওয়ার পর। এই কোয়ালিশন গঠিত হয়েছিল তার এসডিপি (SPD: Social Democratic Party), গ্রিনস (Greens) ও এফডিপি (FDP: Free Democratic Party) নিয়ে।

২০২১ সালে গঠিত এই কোয়ালিশন শুরু থেকেই মতবিরোধ ও রাজনৈতিক অন্তর্কলহে জর্জরিত ছিল। গত মাসের গোড়ার দিকে অর্থমন্ত্রী (Finance Minister) এবং এফডিপি নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে (Christian Lindner) পদচ্যুত করার পর কোয়ালিশন পুরোপুরি ভেঙে পড়ে।

এরপর শলৎস প্রতিশ্রুতি দেন তিনি একটি অনাস্থা ভোট আহ্বান করবেন। এটি গত বুধবার আনুষ্ঠানিকভাবে জমা পড়ে। আজ দুপুর নাগাদ তিনি বুন্দেস্ট্যাগে সংক্ষিপ্ত ভাষণ দেবেন এবং বিকেল ৪টার দিকে রোল কল ভোটে (roll call vote) এর মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে।

অনেকেই ধারণা করছেন শলৎস পরাজিত হবেন। তবে শোনা যাচ্ছে, ডানপন্থী এএফডি (AfD: Alternative for Germany) দলের কয়েকজন সংসদ সদস্য কৌশলে শলৎসকে সমর্থন করতে পারেন। তাদের পরিকল্পনা হল শলৎসকে ক্ষমতায় রেখে আগামী সাধারণ নির্বাচনের (general election) দিন পিছিয়ে দেওয়া, যা এখন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা। জরিপ অনুযায়ী কেন্দ্রে ডানপন্থী CDU (centre-right CDU) নেতা ফ্রিডরিশ ম্যার্টজ (Friedrich Merz) সম্ভবত সেই নির্বাচনে জয়ী হবেন।

যদি শলৎস অনাস্থা ভোটে পরাজিত হন, তবে ২৩শে ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ নিশ্চিত হবে এবং আনুষ্ঠানিকভাবে পরবর্তী জার্মান চ্যান্সেলর ও সংসদ নির্বাচনের প্রচার শুরু হবে।

জার্মান গ্রিন (Green) পার্টির সমর্থন কেন সম্পূর্ণভাবে ধসে পড়েছে তা জানতে এখানে যান।

সূত্র –

জামাইকার রাজতন্ত্র বিলুপ্তির উদ্যোগ

জামাইকা (Jamaica) সম্প্রতি পার্লামেন্টে (Parliament) একটি বিল উত্থাপন করেছে যা রাজা তৃতীয় চার্লসকে (King Charles III) রাষ্ট্রপ্রধানের (head of state) পদ থেকে অপসারণ করে, দেশটিকে প্রজাতন্ত্রে (republic) রূপান্তর করার প্রস্তাব দেয়।

জামাইকা ১৯৬২ সাল থেকে স্বাধীন, তবে এর আগে এটি ছিল ব্রিটিশ উপনিবেশ (British colony)। স্বাধীনতার পরেও ব্রিটিশ রাজাকে রাষ্ট্রপ্রধান হিসেবে রাখা হয়েছিল, যার প্রতিনিধি ছিলেন গভর্নর জেনারেল (governor general)। তবে অনেকের কাছে এটি উপনিবেশিক আমলের (colonial legacy) স্মারক হিসেবে বিবেচিত।

জামাইকার আইনি ও সাংবিধানিক বিষয়ক মন্ত্রী (Minister of Legal and Constitutional Affairs) মার্লিন মালাহু ফোর্ট (Marlene Malahoo Forte) গত বুধবার বিলটি উত্থাপন করেন। তিনি বলেন, এটি জামাইকান জনগণের দীর্ঘদিনের দাবি। দ্য গার্ডিয়ান (The Guardian) পত্রিকাকে তিনি বলেন, “প্রতি বছর ৬ই অগাস্ট স্বাধীনতা দিবস (Independence Day) উদ্‌যাপনের সময় আমরা স্বাধীনতার পর কী অর্জন করেছি এবং কী বাকি আছে তা নিয়ে ভাবি। প্রতি বছরই প্রশ্ন ওঠে, কবে আমরা রাজতন্ত্র বিলুপ্ত করে একজন জামাইকানকে রাষ্ট্রপ্রধান করব? দিনশেষে বিষয়টি দলীয় রাজনীতি নিয়ে নয়, জাতি ও জনগণের স্বার্থ নিয়ে, আমাদের দেশের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে নিশ্চিত করার ব্যাপার।”

বিলটি আইনে পরিণত হতে গেলে এটি যৌথ কমিটি (joint committee) দ্বারা পর্যালোচনা, পার্লামেন্টে ভোট এবং একটি জাতীয় গণভোট (national referendum) অতিক্রম করতে হবে। যদি পাস হয়, তবে একজন জামাইকান প্রেসিডেন্ট (Jamaican President) আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হবেন, যা দেশের পূর্ণাঙ্গ প্রজাতন্ত্রে উত্তরণের চিহ্ন হবে।

সূত্র –

১৩ ডিসেম্বর, ২০২৪ – শুক্রবার

  • ম্যাক্রঁর আরেকজন ফরাসি প্রধানমন্ত্রী নিয়োগ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেনের ক্ষমার (clemency) ঘোষণা
  • জর্জিয়ায় (Georgia) চলমান গণবিক্ষোভ ও ইউরোপীয় সাংসদদের (MEPs) উপস্থিতি
  • যুক্তরাজ্যের (UK) অর্থনীতিতে ধস
  • টোকিও সরকারের চার দিনব্যাপী কর্ম সপ্তাহ উদ্যোগ

ম্যাক্রঁর আরেকজন ফরাসি প্রধানমন্ত্রী নিয়োগ

ফ্রান্সের প্রেসিডেন্ট (President) ইমানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron) এক সপ্তাহেরও বেশি সময় ধরে পরামর্শ, জল্পনা এবং প্রত্যাশার পর অবশেষে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন। নতুন প্রধানমন্ত্রী হলেন ফ্রাঁসোয়া বাইরু (François Bayrou)। এ নিয়ে বছরের শুরু থেকেই ফ্রান্সের এটি চতুর্থ প্রধানমন্ত্রী। বাইরু হলেন মধ্যপন্থী ম্যাক্রঁ-সমর্থিত ডেমোক্রেটিক মুভমেন্ট (Democratic Movement) পার্টির নেতা এবং তিনি ম্যাক্রঁর দীর্ঘদিনের মিত্র, যিনি ২০১৭ সালে ম্যাক্রঁ প্রথমবার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর সময় তাকে সমর্থন করেছিলেন।

ম্যাক্রঁকে আবারও নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হয়েছে কারণ তখনকার প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে (Michel Barnier) গত সপ্তাহে জাতীয় সংসদের (National Assembly) অচলাবস্থায় (gridlock) ক্ষমতা হারান। মঙ্গলবার আইনপ্রণেতাদের সঙ্গে রাজনৈতিক পরামর্শের পর ম্যাক্রঁ নিজেকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেন নতুন প্রধানমন্ত্রী মনোনয়নের জন্য। কিন্তু তিনি সেই সময়সীমা অতিক্রম করেন। পরবর্তীতে শুক্রবার সকালে ঘোষণা দেওয়ার নতুন সময় নির্ধারণ করা হয়। কিন্তু শুক্রবার সকাল গড়িয়ে দুপুর পার হওয়া পর্যন্তও কোন ঘোষণা আসেনি। শেষমেশ শুক্রবার সকালে ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদের সাথে দীর্ঘ এবং কথিতভাবে উত্তেজনাপূর্ণ বৈঠকের পর ম্যাক্রঁ ফ্রাঁসোয়া বাইরুকেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

গত গ্রীষ্মের আকস্মিক আইনসভা নির্বাচনের (snap legislative election) পর থেকে ফ্রান্স রাজনৈতিক সংকটে রয়েছে। এই নির্বাচনে জাতীয় সংসদ তিনটি বড় ভাগে বিভক্ত হয়েছে – বাম, কেন্দ্র এবং ডানপন্থী ব্লক, যেখানে পরিষ্কার কোনো সংখ্যাগরিষ্ঠ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথ মেলেনি। ম্যাক্রঁ একসময় ডানপন্থী মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী করেছিলেন। এক্ষেত্রে তিনি আশায় ছিলেন যে তিনি সঙ্গে সঙ্গে সংসদে বিপর্যস্ত হবেন না। কিন্তু বার্নিয়ে টিকেছিলেন মাত্র ৯০ দিন, তারপরে এক অনাস্থা ভোটে (no confidence vote) বাজেটসংক্রান্ত অচলাবস্থার (budgetary impasse) মধ্যে তাকে ক্ষমতা হারাতে হয়। এতে বার্নিয়ে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পকালীন মেয়াদের প্রধানমন্ত্রী হয়ে যান।

বার্নিয়ের অপসারণের ফলে ২০২৫ সালের জন্য এখনো ফ্রান্সের অনুমোদিত বাজেট (budget) নেই। বছরের শেষের অচলাবস্থার প্রেক্ষিতে আগামী সপ্তাহে আইনপ্রণেতারা একটি অস্থায়ী অর্থায়ন ব্যবস্থা (stopgap funding measure) পাস করতে পারেন, যা নতুন বছরের প্রারম্ভ পর্যন্ত ফ্রান্সকে চালিয়ে নিতে সহায়তা করবে। তবে দীর্ঘমেয়াদী বাজেটের সমাধান খোঁজা বাইরুর অগ্রাধিকারের তালিকার শীর্ষে থাকবে এবং সময় নষ্ট করার সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, বাইরু কি সত্যিই কোনো সংখ্যাগরিষ্ঠতা খুঁজে পেতে সক্ষম হবেন, নাকি অন্তত বামপন্থী জোট ন্যূপেস (NUPES) (ন্যাশনাল ইউনিয়ন অফ পিপলস ফর দ্য এনভায়রনমেন্ট) অথবা ডানপন্থী উগ্র জাতীয় র‍্যালি (National Rally)-র মতো শত্রুভাবাপন্ন দলগুলোকে তার সরকার ফেলে দেওয়া থেকে নিবৃত্ত করতে পারবেন?

তবে বাইরুর ম্যাক্রঁ-ঘনিষ্ঠতা উভয় প্রান্তের রাজনৈতিক দলগুলোর কাছে খুব একটা ভালোভাবে গৃহীত হবে না বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের সরকার পতন সম্পর্কে জানতে এখানে যান।

সূত্র – 

মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেনের ক্ষমার (clemency) ঘোষণা

বৃহস্পতিবার, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট (outgoing US President) জো বাইডেন প্রায় ১,৫০০ জনের সাজা লঘু (commute) করেছেন এবং আরও ৩৯ জনকে পূর্ণ ক্ষমা (pardon) দিয়েছেন। এটিই আধুনিক আমেরিকার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ সংখ্যক ক্ষমা প্রদান। বাইডেন বলেন, তিনি দয়া (mercy) দেখিয়েছেন তাদের প্রতি যারা অনুশোচনা ও সংশোধনের প্রক্রিয়ায় এগিয়ে গেছে। হোয়াইট হাউস (White House) জানিয়েছে, ৩৯ জন যাদের ক্ষমা করা হয়েছে তারা সবাই সহিংস নয় এমন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল। আর দেড় হাজার যাদের সাজা লঘু করা হয়েছে, তারা COVID-19 মহামারির (COVID 19 pandemic) সময় গৃহবন্দিত্ব (home confinement) অবস্থায় ছিল এবং সফলভাবে তাদের পরিবার ও সম্প্রদায়ে পুনঃএকীভূত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টদের কাছে ক্ষমা বা সাজার লাঘব করার (commutation) ক্ষমতা থাকে। ক্ষমা (pardon) মানে দোষ ও শাস্তি থেকে পুরো মুক্তি দেওয়া, আর সাজার লাঘব (commute) মানে শাস্তির মেয়াদ কমানো বা বিলুপ্ত করা, তবে অপরাধের অভিযোগ থেকে মুক্তি দেওয়া নয়। সাধারণত বিদায়ী প্রেসিডেন্টরা তাদের মেয়াদের শেষ দিকে এই ক্ষমা প্রদান করেন। তবে চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টার বাইডেন (Hunter Biden)-কে ক্ষমা করায় (যিনি অস্ত্র ও কর সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন) সমালোচনার মুখে পড়েন।

অ্যাসোসিয়েটেড প্রেস (Associated Press) জানিয়েছে, বাইডেন বিভিন্ন পক্ষের চাপের মুখে আছেন, যাতে তিনি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার আগে ফেডারেল ডেথ রো (federal death row) সহ বহু ব্যক্তিকে ক্ষমা করে দেন।

সূত্র –

জর্জিয়ায় (Georgia) চলমান গণবিক্ষোভ ও ইউরোপীয় সাংসদদের (MEPs) উপস্থিতি

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জর্জিয়ায় বিশাল গণবিক্ষোভ (mass protests) চলছে পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে। বৃহস্পতিবার ছয়জন ইউরোপীয় সংসদ সদস্য (European MEPs) জর্জিয়ায় গিয়েছেন সরকারের ইইউ (EU) অন্তর্ভুক্তি আলোচনা (accession talks) ২০২৮ সাল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে হওয়া একটি মিছিলে যোগ দিতে। এটি দেখায় যে বিরোধী আন্দোলন বর্তমানে কতটা গতিশীল।

এই ছয়জন ইউরোপীয় সংসদ সদস্য হলেন লিথুয়ানিয়ার রাসা জুকনেভিচেনি (Lithuania’s Rasa Juknevičienė) এবং পোল্যান্ডের মিখাল শেরবা (Poland’s Michał Szczerba), দুজনেই কেন্দ্র-ডানপন্থী ইউরোপীয় পিপলস পার্টির (European People’s Party) সদস্য; ফ্রান্সের নাতালি লোয়াজো (France’s Natalie Loiseau) এবং বারনার্ড গেত্তা (Bernard Guetta) সেন্ট্রিস্ট রিনিউ গ্রুপের (centrist Renew group) সদস্য; জার্মানির টোবিয়াস ক্রেমার (Germany’s Tobias Kramer), যিনি বামপন্থী সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট (Socialist and Democrat) ব্লকের সদস্য; এবং নেদারল্যান্ডসের রেইনিয়ার ভ্যান লানশট (the Netherlands’ Reinier van Lanschot) যিনি গ্রিনস (Greens) দলের সদস্য।

এদিকে, পুলিশের তীব্র সহিংসতার (heavy police violence) খবর পাওয়া গেছে, যেখানে অন্তত ৪০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আছে বিরোধী দলের নেতা ও অ্যাক্টিভিস্টরা। শতাধিক মানুষ আহত হওয়ার কারণে চিকিৎসা নিয়েছে। ৫০ জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছে বলে জানা গেছে। এই বিক্ষোভ মূলত শুরু হয়েছিল ২৬শে অক্টোবরের পার্লামেন্ট নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে, যেখানে রাশিয়া-সমর্থিত (pro Russian) ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি (Georgian Dream Party) ৫৩% ভোট পেয়ে ক্ষমতায় থেকে যায়। কিন্তু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে – ব্যালট বাক্সে কারচুপি (stuffing ballot boxes), ভোটকেন্দ্রে হয়রানি (harassment at polling stations) এবং জর্জিয়ান ড্রিম সমর্থকদের হাতে একাধিক ব্যালট পেপার দেওয়ার মতো ঘটনা।

সূত্র –

যুক্তরাজ্যের (UK) অর্থনীতিতে ধস

যুক্তরাজ্যের অর্থনীতির জন্য আরও খারাপ খবর হলো, অক্টোবরে দেশটির জিডিপি (GDP) অপ্রত্যাশিতভাবে ০.১% হ্রাস পেয়েছে। এটি সেপ্টেম্বরেও একই অনুপাতে (০.১%) হ্রাস পেয়েছিল, যা কোভিড (COVID) মহামারির শুরু পরবর্তী প্রথম টানা দুই মাসের পতন।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (Office for National Statistics)-এর অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগের পরিচালক বলেন, সার্বিকভাবে সেবা খাত (services) কোনো বৃদ্ধি দেখায়নি, উৎপাদন (production) ও নির্মাণ (construction) উভয়েই কমেছে। তেলের (oil) ও গ্যাস উত্তোলন (gas extraction), পাব (pubs) ও রেস্টুরেন্ট (restaurants) এবং খুচরা বিক্রি (retail) সবই দূর্বল মাস পার করেছে, যদিও টেলিকম (telecoms), লজিস্টিকস (logistics) এবং আইনি সংস্থা (legal firms) কিছুটা প্রবৃদ্ধি দেখিয়েছে।

যুক্তরাজ্যের শ্যাডো চ্যান্সেলর (Shadow Chancellor), কনজারভেটিভ (Conservative) মেল স্ট্রাইড (Mel Stride) বলেছেন, এই সর্বশেষ উপাত্ত চ্যান্সেলরের (Chancellor) সিদ্ধান্তের সরাসরি প্রভাব এবং অর্থনীতিকে ক্রমাগত নেতিবাচকভাবে উপস্থাপন করার ফলাফল। অন্যদিকে চ্যান্সেলর র‍্যাচেল রিভস (Rachel Reeves), যদিও স্বীকার করেছেন যে তথ্যগুলো হতাশাজনক, তবুও বলেছেন, “আমরা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি (long term economic growth) নিশ্চিত করতে নীতি গ্রহণ করেছি।” এই সাম্প্রতিক তথ্য, যা অনেক সময় অস্থির এবং সংশোধন-সাপেক্ষ, লেবার (Labour) সরকারের সামনে থাকা চ্যালেঞ্জের গভীরতাকে দেখায়। বিশেষ করে জুলাইয়ে সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর তারা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তাদের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে।

কেন এখন যুক্তরাজ্যের (UK) অর্থনীতি বেশ খারাপ দেখাচ্ছে এই ব্যাপারে আরও জানতে এখানে যান।

সূত্র –

টোকিও সরকারের চার দিনব্যাপী কর্ম সপ্তাহ উদ্যোগ

টোকিও মেট্রোপলিটন সরকার (Tokyo Metropolitan Government) আগামী বসন্ত থেকে তাদের কর্মচারীদের জন্য চার দিনব্যাপী কর্ম সপ্তাহ (four day working week) চালু করবে। এই উদ্যোগ জাপানের (Japan) নিম্ন জন্মহার (low birth rate) সংশোধনে সহায়তা করার লক্ষ্যে গ্রহণ করা হচ্ছে। আগামী এপ্রিল থেকে কর্মীরা প্রতি সপ্তাহে তাদের পছন্দমতো একটি দিন অতিরিক্ত ছুটি নিতে পারবে। ধারণা করা হচ্ছে, এই বাড়তি নমনীয়তা (flexibility) এবং বেশি অবসর সময় শিশু লালন-পালনকে (child rearing) সহজতর এবং আকর্ষণীয় করে তুলতে পারে।

বিশ্বের বিভিন্ন স্থানে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারগুলোর চার দিনব্যাপী কর্ম সপ্তাহ পরীক্ষামূলকভাবে চালু করার ফলে দেখা গেছে উৎপাদনশীলতা (productivity) বৃদ্ধি, কর্মী আকর্ষণ ও ধরে রাখার (retain staff) সক্ষমতা বৃদ্ধি এবং অসুস্থতার জন্য কর্মী অনুপস্থিতি (loss of work due to illness) হ্রাস পেয়েছে। তুলনামূলকভাবে, জাপানে একটি নজিরবিহীন জন্মহার সংকট (fertility crisis) রয়েছে, যাকে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Prime Minister Shigeru Ishiba) “নিঃশব্দ জরুরি অবস্থা (quiet emergency)” বলে উল্লেখ করেছেন, যা দেশের ভিত্তিমূলকে হুমকির মুখে ফেলেছে।

জাপানের বর্তমান প্রজনন হার (fertility rate) ১.৩, যা বিশ্বের সর্বনিম্ন হারগুলোর একটি। ২০২৪ সালে জাপানে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ৭,০০,০০০ এর নিচে নেমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে, যা ১৮৯৯ সালে রেকর্ড রাখার শুরু থেকে কখনো ঘটেনি। এই উদ্বেগজনক প্রবণতা কাটাতে টোকিওর প্রচেষ্টায় বেশ কিছু নতুন ধরনের সমাধান চেষ্টা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, চলতি বছরের শুরুর দিকে মেট্রোপলিটন সরকার একটি ডেটিং অ্যাপ (dating app) চালু করেছে, যেখানে ব্যবহারকারীদের অঙ্গীকার করতে হয় যে তারা স্বল্পমেয়াদী সম্পর্কের জন্য নয়, বরং বিয়ে ও সন্তান নেওয়ার উদ্দেশ্যে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলার জন্য এটি ব্যবহার করবে।

সূত্র –

১২ ডিসেম্বর ২০২৪ – বৃহস্পতিবার

  • শেঙ্গেনে রোমানিয়া ও বুলগেরিয়ার পূর্ণ যোগদান
  • সিরিয়ায় কারাগারগুলো বন্ধ হচ্ছে
  • দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন জারির পক্ষে অবস্থান নিয়েছেন
  • ইউরোপে ন্যাটো (NATO) ব্যয় বৃদ্ধি ও ইউকে-ইইউ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

শেঙ্গেনে রোমানিয়া ও বুলগেরিয়ার পূর্ণ যোগদান

মূল কথা

বৃহস্পতিবার, ইউরোপীয় স্বরাষ্ট্র মন্ত্রীরা ১ জানুয়ারি ২০২৫ থেকে শেঙ্গেন মুক্ত চলাচল এলাকায় রোমানিয়া ও বুলগেরিয়ার পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তির পক্ষে ভোট দিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে ১৪ বছরের দীর্ঘপ্রক্রিয়া সম্পন্ন হলো। এর আগে, ২০২৪ সালের মার্চে, এই দুই দেশের বিমান ও সমুদ্রসীমায় পাসপোর্ট যাচাই বন্ধ করে তাদের আংশিকভাবে শেঙ্গেনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন পূর্ণ অন্তর্ভুক্তির মাধ্যমে ভূমি সীমানাগুলিও উন্মুক্ত হবে। এই পদক্ষেপের পথে শেষ বাধা ছিল অস্ট্রিয়া, যারা এতদিন ভেটো (veto) দিতে পারতো। কিন্তু শেষমেশ অস্ট্রিয়া এটি আটকালো না।

বুঝতে হবে, রোমানিয়া ও বুলগেরিয়া ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য, কিন্তু ২০১০ সাল থেকে তারা শেঙ্গেনে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। তবুও শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত উদ্বেগের কারণে বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্র তাদের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছিল। কিন্তু এখন কেন তাদের গ্রহণ করা হলো?

মূলত, তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ হাঙ্গেরি (Hungary) এটি তাদের ছয় মাসের ঘূর্ণায়মান ইউরোপীয় কাউন্সিল (EU Council) সভাপতিত্বকালে সবচেয়ে অগ্রাধিকার বিষয় হিসেবে তুলেছিল। হাঙ্গেরির স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত যখন শেষমেশ বুলগেরিয়া ও রোমানিয়া পূর্ণ শেঙ্গেন সদস্য হল। এতে কেবল বুলগেরিয়া ও রোমানিয়ার নাগরিকরা সুবিধা পাবে না, বরং সমগ্র ইইউ-ও (EU) উপকৃত হবে।

শেঙ্গেন (Schengen) জোনের পটভূমি

শেঙ্গেন (Schengen) এর ইতিহাস ১৯৮৫ সাল থেকে শুরু, যখন লুক্সেমবার্গের কাছে শেঙ্গেন নামের একটি গ্রামে মুক্ত চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ সীমানায় চেকপয়েন্টগুলোর ধীরে ধীরে বিলুপ্তির প্রস্তাব ছিল। পরবর্তীতে ১৯৯৯ সালে আমস্টারডাম চুক্তি (Treaty of Amsterdam) দ্বারা ইউরোপীয় ইউনিয়ন আইনের (EU law) মধ্যে মুক্ত চলাচলের এই নীতি অন্তর্ভুক্ত করা হয়।

বর্তমানে শেঙ্গেন এলাকা ইইউর প্রায় সর্বত্র বিস্তৃত, শুধু সাইপ্রাস (Cyprus) ও আয়ারল্যান্ড (Ireland) এর ব্যতিক্রম রয়েছে। এছাড়াও ইইউর বাইরের কিছু দেশ—আইসল্যান্ড (Iceland), নরওয়ে (Norway), সুইজারল্যান্ড (Switzerland), লিচটেনস্টাইন (Liechtenstein), অ্যান্ডোরা (Andorra), মোনাকো (Monaco), সান মারিনো (San Marino) ও ভ্যাটিকান সিটি (Vatican City)—শেঙ্গেনের অংশ।

শেঙ্গেনের ওপরে নতুন করে প্রশ্নচিহ্ন

সাম্প্রতিক মাসগুলোতে শেঙ্গেনের অভ্যন্তরীণ উন্মুক্ত সীমানার বৈধতা নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। ভূমধ্যসাগরীয় পথে অনিয়মিত অভিবাসন বৃদ্ধি ও ইইউর অভ্যন্তরে সংগঠিত অপরাধ বৃদ্ধি পাওয়ায় এই উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে জার্মানি (Germany), ফ্রান্স (France), ডেনমার্ক (Denmark), সুইডেন (Sweden), নরওয়ে (Norway) ও অস্ট্রিয়া (Austria) সহ কয়েকটি শেঙ্গেন অন্তর্ভুক্ত দেশ অভ্যন্তরীণ সীমান্তে আবার চেকপয়েন্ট চালু করেছে। ইইউ আইনের আওতায় এটি করার সুযোগ রয়েছে, তবে সেটি হতে হবে একান্ত জরুরি পরিস্থিতিতে এবং স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসেবে।

রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই জাতীয় পদক্ষেপ শেঙ্গেনের মূল নীতি—অভ্যন্তরীণ মুক্ত চলাচলকে হুমকির মুখে ফেলেছে। অস্ট্রিয়া, যারা ইইউর মুক্ত চলাচল নীতির অন্যতম কড়া সমালোচক, অনেক বছর ধরে রোমানিয়া ও বুলগেরিয়ার অন্তর্ভুক্তি আটকে রেখেছিল। শেষপর্যন্ত অস্ট্রিয়া সরে এসেছে, তবে শর্ত দিয়েছে যে বুলগেরিয়া যেন তুরস্ক (Turkey) সীমানায় আরও বেশি সীমান্ত রক্ষী মোতায়েন করে।

সূত্র –

সিরিয়ায় কারাগারগুলো বন্ধ হচ্ছে

সিরিয়ায় সম্প্রতি ক্ষমতা দখলকারী বিদ্রোহীরা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের (Bashar al Assad) আমলে পরিচালিত beriberi-নৃশংস কারাগারগুলি বন্ধ করবে। এই কারাগারগুলো মানবাধিকার সংস্থাগুলোর কাছে “মানব বধ্যভূমি (human slaughterhouses)” নামে পরিচিত ছিল। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (Syria Observatory for Human Rights) এর তথ্যানুযায়ী, এই কারাগারগুলোতে প্রায় ৬০,০০০ মানুষ নির্যাতিত ও নিহত হয়েছেন।

আসাদ সরকারের পতনের পর এই কারাগারগুলো খুলে দেয়া হয়েছে এবং পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের খুঁজতে শুরু করেছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (Hayat Tahrir al Sham) নেতা আহমেদ আল শিরার (Ahmed Al Shirar), যিনি মোহাম্মদ আল জিলানি (Mohammed al Jilani) নামেও পরিচিত, নিশ্চিত করেছেন যে এই কারাগারগুলো বন্ধই থাকবে এবং নির্যাতন বা হত্যাকাণ্ডে জড়িতদের ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেছেন, “আমরা তাদেরকে সিরিয়ায় খুঁজে বের করবো এবং যারা পালিয়েছে তাদের ফিরিয়ে আনতে অন্য দেশগুলোকে অনুরোধ করবো, যাতে আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে পারি।” পাশাপাশি আল শিরার আসাদের নিরাপত্তা বাহিনী ভেঙে দেয়ার কথাও বলেছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘোষণাকে স্বাগত জানালেও, যুক্তরাষ্ট্রের উপ পেন্টাগন প্রেস সেক্রেটারি (Deputy Pentagon Press Secretary) সাবরিনা সিং (Sabrina Singh) মন্তব্য করেছেন যে এই কথা ও প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে।

সূত্র – 

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন জারির পক্ষে অবস্থান নিয়েছেন

দক্ষিণ কোরিয়ায় (South Korea), প্রেসিডেন্ট ইউন সুক ইওল (Yoon Suk Yeol) সাম্প্রতিক সামরিক আইন (martial law) জারির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন বলেছেন যে তিনি গণতন্ত্র রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছিলেন। তিনি দাবি করেছেন, বিরোধীদলের সংসদীয় একচেটিয়া ক্ষমতার কারণে গণতন্ত্র ধ্বংসের আশঙ্কা তৈরি হয়েছিল, সেটি ঠেকাতেই সামরিক আইন ঘোষণা করা হয়।

সামরিক আইন জারির পর থেকে প্রেসিডেন্ট ইউন ইমপিচমেন্ট (impeachment) চেষ্টা মোকাবিলা করেছেন এবং তা থেকে টিকে গেছেন। তিনি বলেছেন, “আমি ইমপিচ হই বা তদন্তের সম্মুখীন হই, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো।” তবে তার পক্ষে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ও তার মিত্ররা এখন দুর্নীতির অভিযোগে তদন্তের মুখোমুখি। শনিবার দ্বিতীয়বারের মতো ইমপিচমেন্ট ভোট হবে, যার লক্ষ্য প্রেসিডেন্ট ও তার সরকারকে ক্ষমতা থেকে সরানো। মাত্র গতকালই পুলিশের প্রধান চো জি হো (Cho Ji Ho) এবং বিচার মন্ত্রী পার্ক সিউং জে-কে (Park Seung Jae) ইমপিচ করা হয়েছে। প্রেসিডেন্টকে ইমপিচ করতে সংসদে আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা (২০০-র বেশি ভোট) প্রয়োজন, তবে অন্যান্য কর্মকর্তাদের ইমপিচ করতে কম সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। এটি প্রেসিডেন্ট ইউনের জন্য অশনি সংকেত।

সূত্র – 

ইউরোপে ন্যাটো (NATO) ব্যয় বৃদ্ধি ও ইউকে-ইইউ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলো আগামী জুনে তাদের বাৎসরিক সামিটে প্রতিরক্ষা ব্যয় লক্ষ্য ৩% জিডিপি (GDP) পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। ফাইনান্সিয়াল টাইমস (Financial Times)-কে দেওয়া তথ্য অনুসারে তিনটি সূত্র জানিয়েছে যে প্রস্তাবে স্বল্পমেয়াদে ২.৫% লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং দীর্ঘমেয়াদে এটি ৩% পর্যন্ত বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) গত বছর থেকেই ইউরোপকে তাদের প্রতিরক্ষার জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে আহ্বান জানিয়েছিলেন। এর ফলে নীরব কিন্তু ধারাবাহিক কিছু আলোচনার মাধ্যমে এই লক্ষ্যমাত্রা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

ন্যাটোর হিসাব অনুযায়ী, বর্তমান ২% লক্ষ্য এ বছর ৩২ সদস্য দেশের মধ্যে ২৩টি পূরণ করবে, যেখানে ২০১৮ সালে মাত্র ৬টি দেশ এই লক্ষ্যে পৌঁছেছিল। ন্যাটোর মহাসচিব (Secretary General) হিসেবে দায়িত্বে থাকা মার্ক রাটে (Mark Rutte) এ বিষয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি, তবে তিনি বলেছেন লক্ষ্য যেন বর্তমানের চেয়ে অনেক বেশি হয়।

একজন জার্মান কর্মকর্তা ফাইনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন যে, “ইউক্রেনের (Ukraine) প্রতিরক্ষা এবং ন্যাটোর সর্বনিম্ন সামর্থ্যগত প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে যত চ্যালেঞ্জ আছে, এই আলোচনা যেকোনো পরিস্থিতিতেই আসবে। আর পরবর্তী ন্যাটো সামিটই এই বিষয়টি উঠানোর জন্য আদর্শ সময়।”

 

এই খবর এমন সময় এসেছে যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer) ইউরোপীয় কাউন্সিলের (European Council) নতুন প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে (Antonio Costa) ১০ ডাউনিং স্ট্রিটে (10 Downing Street) স্বাগত জানাচ্ছেন। তারা ইইউর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এটি হবে ইউকে প্রধানমন্ত্রী এবং ইইউর শীর্ষ কর্মকর্তার মধ্যে প্রথম এ ধরণের বৈঠক। ফেব্রুয়ারিতে স্টারমার বেলজিয়ামে (Belgium) ইইউ নেতাদের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেবেন, যেখানে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু আলোচ্যসূচিতে থাকবে।

সূত্র –

১১ ডিসেম্বর, ২০২৪ – বুধবার

  • সিরিয়ার নতুন সরকার কে?
  • রোমানিয়ায় প্রো-ইইউ দলগুলো সরকার গঠন করেছে
  • পুলিশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিস রেইড করেছে
  • সুদান আন্তর্জাতিক রেসকিউ কমিটির (IRC) ওয়াচলিস্টে দ্বিতীয়বারের মত প্রথম স্থানে

সিরিয়ার নতুন সরকার কে?

শুরু করছি সিরিয়া দিয়ে, যেখানে সদ্য নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ (Bashar al Assad)-এর ক্ষমতাচ্যুতির পর এখন জনগণের জন্য স্থিতিশীলতা ও শান্তির সময় এসেছে। সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বাসির (Mohammed Al Bashir) আল জাজিরাকে (Al Jazeera) দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

আল বাসির এর আগে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে তিনি ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন এইচটিএস (HTS – Hayat Tahrir al Sham)-এর নিয়োগে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন ২০২৫ সালের মার্চ পর্যন্ত। গত কয়েক সপ্তাহের বজ্রগতির সামরিক অভিযানে এইচটিএস সাবেক প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করে।

তাহলে এখন প্রশ্ন হলো, সিরিয়ার এই নতুন নেতারা কারা এবং তারা দেশের জন্য কী করতে চান? যদিও বাসির প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষিত হয়েছেন, তবে সিরিয়ান রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মনে করা হচ্ছে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জিলানি (Abu Mohammed Al Jilani) তথা আহমেদ আল শরার (Ahmed Al Sharar) নামে পরিচিত ব্যক্তিকে। আল শারা (Al Shara) বা জিলানি (Jilani) আল কায়েদার (Al Qaeda) সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টের (Al Nusra Front) সাবেক নেতা ছিলেন। তাকে আমেরিকান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (U.S. State Department) একজন সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে এবং তার মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছিল।

২০১৫ সালে কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে ইদলিব (Idlib) দখলে নিয়ে আসেন জিলানি। ২০১৭ সালে তিনি আল কায়েদার সাথে সম্পর্কচ্ছেদ করে হায়াত তাহরির আল শাম (Hayat Tahrir al Sham – HTS) গঠন করেন। দীর্ঘ গল্প সংক্ষেপে বললে, জিলানি উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে এইচটিএস-এর ক্ষমতা সংহত করেন এবং একটি গুরুত্বপূর্ণ রূপান্তর ঘটান। এইচটিএস সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট (Syrian Salvation Government) নামে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে একটি বেসামরিক সরকার গঠন করে। জিলানি তখন রাষ্ট্রীয় কাঠামো তৈরির চেষ্টায় মনোযোগী হন। তিনি নিজের ভাবমূর্তি পাল্টে আরো ব্যবসাবান্ধব (business-friendly) পোশাক পরা শুরু করেন, জনগণের সাথে সম্পৃক্ত হন, প্রশাসনিক কার্যক্রমে গুরুত্ব দেন, ধর্মীয় সহনশীলতা ও বহুত্ববাদ (pluralism) প্রচার করেন, এবং তার গোষ্ঠীর বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা চালান।

গত সপ্তাহে দামেস্ক (Damascus) দখল ও আসাদকে অপসারণের পর আল শরার (জিলানি নামটি ত্যাগ করে তিনি এখন এই নামই ব্যবহার করছেন) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করছেন, যার সাথে সিরিয়া এবং আন্তর্জাতিক মহল কাজ করতে পারে। তিনি সিএনএনকে (CNN) দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের আশ্বস্ত করেন এবং বলেন, সিরিয়া এমন একটি শাসনব্যবস্থা ডিজার্ভ করে যা প্রাতিষ্ঠানিক (institutional) হবে, যেখানে কোনো একক শাসক ইচ্ছেমতো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারবেন না।

বড় প্রশ্ন হলো, তিনি ও তার গোষ্ঠী কি তাদের এই পরিমিত ও মডারেটেড (moderated) বক্তব্যকে বাস্তবে পরিণত করতে পারবেন? কার্যকর পদক্ষেপই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নতুন সিরিয়ান নেতৃত্বের গ্রহণযোগ্যতা নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাদের উপর আরোপিত সন্ত্রাসী (terrorist) তকমা উঠিয়ে নেওয়ার বিষয়টিও।

এখানে মনে রাখা দরকার যে সিরিয়ার নতুন সরকার এখনো পুরো দেশ নিয়ন্ত্রণ করে না। গত কিছু দিনে আমরা দেখেছি ইসরায়েলি (Israeli) সামরিক বাহিনী গোলান হাইটস (Golan Heights)-এর সাবেক বাফার জোনের বাইরে জমি দখল করেছে এবং আসাদ পতনের পর থেকে সিরিয়াজুড়ে শত শত হামলা চালিয়ে যাচ্ছে, যাতে ইসরায়েলি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ কৌশলগত সামর্থ্য ধ্বংস করা যায়।

অন্যদিকে, পূর্ব সিরিয়ার বেশিরভাগ অঞ্চল কুর্দি বাহিনী (Kurdish forces)-এর দখলে রয়ে গেছে এবং তুর্কি-সমর্থিত (Turkish-backed) বিদ্রোহীরা তুরস্কের (Turkey) সীমানা ঘেঁষা কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আসাদ-পরবর্তী (post-Assad) সিরিয়ার রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি ইতিবাচক ইঙ্গিত হল, কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ (SDF – Syrian Democratic Forces) ঘোষণা করেছে যে তারা তুর্কি-সমর্থিত বিদ্রোহীদের সাথে উত্তরাঞ্চলীয় শহর মানবিজে (Manbij) একটি যুদ্ধবিরতি (ceasefire) চুক্তি করেছে, যাতে বেসামরিক জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা যায়।

সূত্র – 

রোমানিয়ায় প্রো-ইইউ দলগুলো সরকার গঠন করেছে

এবার আসি রোমানিয়ায়, যেখানে প্রো-ইউরোপীয় (Pro European) রাজনৈতিক দলগুলো একটি প্রো-ইইউ (pro-EU) শাসনরত জোট গঠনে একমত হয়েছে, যাতে কড়া ডানপন্থী দলগুলোকে (hard right) সরকার গঠন থেকে বিরত রাখা যায়। প্রেক্ষাপট হিসেবে বলা যায়, রোমানিয়ায় ১লা ডিসেম্বর, ২০২৪-এ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শাসনরত বামপন্থী সোশ্যালিস্ট ডেমোক্র্যাটরা (Socialist Democrats) সবচেয়ে বেশি আসন জেতে, কিন্তু কয়েকটি চরম জাতীয়তাবাদী, ডানপন্থী, রুশ-মিত্র দল (ultranationalist right-wing Russian friendly parties) এক তৃতীয়াংশেরও বেশি আসন জিতে নেয়।

সোমবার (9 ডিসেম্বর 2024 তারিখ ধারণা করা যেতে পারে, তবে মূল টেক্সটে স্পষ্ট নয়), সোশ্যাল ডেমোক্র্যাটরা তাদের বর্তমান জোটসঙ্গী মধ্য-ডানপন্থী লিবারাল (Centre-Right Liberals) দল এবং কেন্দ্রবাদী বিরোধী সেভ রোমানিয়া ইউনিয়ন (Save Romania Union) ও একটি হাঙ্গেরীয় সংখ্যালঘু দলকে নিয়ে একটি প্রো-ইউরোপীয় সরকার গঠনে রাজি হয়েছে।

রোমানিয়া বর্তমানে একটি রাজনৈতিক সংকট মোকাবিলা করছে, কারণ দেশের শীর্ষ আদালত (top court) নভেম্বর 2024-এর শেষদিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের (late November presidential election) প্রথম রাউন্ড বাতিল করে দিয়েছে, রাশিয়ান নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ পুনঃনির্বাচনের নির্দেশ দিয়েছে।

প্রো-ইউরোপীয় দলগুলো প্রেসিডেন্ট নির্বাচনের পুনরায় ভোটে (rerun) একটি একক প্রার্থীকে সমর্থন করার কথা বিবেচনা করছে, যাতে চরম ডানপন্থী উত্তরণের বিরুদ্ধে জয়লাভের সম্ভাবনা বাড়ে।

সূত্র – 

পুলিশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিস রেইড করেছে

এবার আমরা যাব দক্ষিণ কোরিয়ায়, যেখানে এখনো গত সপ্তাহের প্রেসিডেন্ট ইউন সুক ইওলের (Yoon Suk Yeol) সামরিক আইন (martial law) জারির চেষ্টার পর থেকে দেশটি চরম অস্থিরতায় রয়েছে। আজ দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রেসিডেন্ট ইউনের অফিসে অভিযান চালিয়েছে (raided) ক্রমবর্ধমান তদন্তের অংশ হিসাবে। ইউন এই সময় অফিসে উপস্থিত ছিলেন না, তবে সার্চ ওয়ারেন্টে তাকে একজন সন্দেহভাজন (suspect) হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, কর্মকর্তারা জানিয়েছেন যে ইউনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) কিম জং হিউন (Kim Jong Hyun) গত রাত পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে বাঁচানো গেছে এবং এখন তিনি স্থিতিশীল অবস্থায় পর্যবেক্ষণে রয়েছেন। কিম, যিনি ইউনের ঘনিষ্ঠ আস্থা ভাজন এবং প্রতিরক্ষামন্ত্রী ছিলেন, সামরিক আইন চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের (insurrection) সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিযোগ এবং কর্তৃত্ব অপব্যবহার করে (abuse of authority) অধিকার বাধাগ্রস্ত করার জন্য।

বিরোধীদল যারা ইউনের এই পদক্ষেপকে একটি অভ্যুত্থান চেষ্টার (coup attempt) সাথে তুলনা করছে, তারা এই সপ্তাহান্তে আবারো ইমপিচমেন্ট (impeach) প্রস্তাব আনবে। গত সপ্তাহের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এবার আশা করা হচ্ছে ইউনের নিজ দলের কিছু সংসদ সদস্য রাজনৈতিক ও জনমতের চাপে ইমপিচমেন্টে সমর্থন দেবে।

এই অস্থিরতার খবর আন্তর্জাতিক অঙ্গনে শিরোনাম হয়েছে, এমনকি প্রতিবেশী উত্তর কোরিয়াতেও (North Korea)। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা দক্ষিণে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতার কথা উল্লেখ করে লিখেছে, “পুতুল” ইউন সুক ইওল, যিনি ইতিমধ্যে গুরুতর শাসনসংকট ও ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছিলেন, আকস্মিকভাবে সামরিক আইন জারি করে জনগণের ওপর ফ্যাসিবাদী স্বৈরশাসনের (fascist dictatorship) অস্ত্র বর্ষণ করেছেন।

সূত্র – 

সুদান আন্তর্জাতিক রেসকিউ কমিটির (IRC) ওয়াচলিস্টে দ্বিতীয়বারের মত প্রথম স্থানে

আজ আন্তর্জাতিক রেসকিউ কমিটি বা আইআরসি (IRC) তাদের বার্ষিক জরুরি পরিস্থিতির ওয়াচলিস্ট (annual emergency watchlist) প্রকাশ করেছে, যেখানে সুদান (Sudan) দ্বিতীয় বছরের মতো শীর্ষস্থানে রয়েছে। আইআরসি জানিয়েছে, নির্মম গৃহযুদ্ধের কবলে থাকা সুদান মানবিক সংকটের ইতিহাসে সবচেয়ে গুরুতর অবস্থায় পৌঁছেছে। বৈশ্বিক জনসংখ্যার মাত্র ১% সুদানে বাস করলেও, বৈশ্বিক মানবিক সহায়তার প্রয়োজনীয় জনগোষ্ঠীর ১০% এখন সুদানে রয়েছে। সুদান বিশ্বে সবচেয়ে বড় বাস্তুচ্যুতির (largest displacement) মুখোমুখি এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের (famine) দিকে এগোচ্ছে।

আইআরসি নির্ধারিত শীর্ষ ১০টি মানবিক সংকটপূর্ণ দেশ হলো ক্রমানুসারে:

  1. সুদান (Sudan)
  2. অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল (occupied Palestinian territory)
  3. মিয়ানমার (Myanmar)
  4. সিরিয়া (Syria)
  5. দক্ষিণ সুদান (South Sudan)
  6. লেবানন (Lebanon)
  7. বুরকিনা ফাসো (Burkina Faso)
  8. হাইতি (Haiti)
  9. মালি (Mali)
  10. সোমালিয়া (Somalia)

তালিকার পরের ভাগে রয়েছে আফগানিস্তান (Afghanistan), ইথিওপিয়া (Ethiopia), ইউক্রেন (Ukraine) ও ইয়েমেন (Yemen)-এর মতো দেশগুলো।

আইআরসি চারটি অন্তর্নিহিত বৈষম্যের কথা উল্লেখ করেছে, যা বৈশ্বিক ব্যবস্থায় সংকট সৃষ্টি করছে। এগুলো হলো:

  1. অধিক সংঘাত, কম কূটনীতি (more conflict and less diplomacy)
  2. বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর নিয়মিত আক্রমণ (attacks on civilians and civilian infrastructure), যা ক্রমে যুদ্ধকৌশলের কেন্দ্রে পরিণত হচ্ছে
  3. অধিক কার্বন নিঃসরণ ও জলবায়ু সংকটে ভুক্তভোগী জনগণের জন্য কম সহায়তা (more carbon emissions and less support for people suffering from the climate crisis)
  4. অধিক সম্পদ পুঞ্জীভূতকরণ ও কম দারিদ্র্য বিমোচন (more wealth accumulation and less poverty alleviation)

আইআরসি যে যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে:

  • মানবিক সহায়তা ব্যবস্থার সংস্কার (reforming the humanitarian aid system)
  • ঋণের বোঝা লাঘব (relieving debt burdens)
  • বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক প্রবেশাধিকার (improving civilian protections and humanitarian access) নিশ্চিতকরণ
  • জলবায়ু অভিযোজন ও স্থিতিশীলতায় বিনিয়োগ (investments in climate adaptation and resilience)
  • শরণার্থীদের জন্য নিরাপদ অভিবাসনের পথ সম্প্রসারণ (expanding safe pathways for refugees)

সূত্র – 

১০ই ডিসেম্বর, ২০২৪ – মঙ্গলবার

  • ওয়াল স্ট্রিটে জটিল আর্থিক পণ্যের (complex financial products) মূল্যবৃদ্ধি
  • যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্য ও নীতিবিবৃতি
  • তাইওয়ান সংক্রান্ত বিষয়ে চীনা সামুদ্রিক মোতায়েন (maritime deployment)
  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বিচার
  • ইউনাইটেডহেলথ গ্রুপ (UnitedHealth Group)-এর এক নির্বাহীর হত্যায় সন্দেহভাজন গ্রেফতার

ওয়াল স্ট্রিটে জটিল আর্থিক পণ্যের (complex financial products) মূল্যবৃদ্ধি

ওয়াল স্ট্রিটে সাম্প্রতিক সময়ে জটিল আর্থিক পণ্যের (complex financial products) মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৭ সালের আর্থিক সংকট শুরুর আগের সময়ের পর এত বড় মুনাফার হার আর দেখা যায়নি। এর অর্থ হলো বিনিয়োগকারীরা এখন ভালো রিটার্নের আশায় অধিকতর অপ্রচলিত আর্থিক পণ্য (unusual financial products) খুঁজছেন, বিশেষ করে তখন যখন বাজারের অন্যান্য অংশ কিছুটা স্থবির বা ম্লান হয়ে আছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (LSEG) তথ্য অনুযায়ী, এ বছর সারা বিশ্বে এসব গঠনমূলক আর্থিক লেনদেন (structured financial transactions) (যা মূলত এই জটিল আর্থিক পণ্যগুলোর অংশ) এর পরিমাণ ৩৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় এক-পঞ্চমাংশ বৃদ্ধি এবং ২০২১ সালের তুলনায় প্রায় ১ বিলিয়ন ডলার বেশি। ২০২১ সালটি ছিল ২০০৭ সালের পর থেকে সর্বোচ্চ শিখরপূর্ণ সময়।

এই জটিল পণ্যের বিস্তারিত খুঁটিনাটি না গিয়েও বলা যায়, এগুলোর অনেকগুলোই নির্দিষ্ট আয়ের উৎসের সাথে সংযুক্ত, যা আবার নির্দিষ্ট শিল্পখাতের রাজস্বের উপর নির্ভরশীল। ফাইন্যানশিয়াল টাইমস (FT) সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু লেনদেন রেস্তোরাঁ চেইন উইংস্টপ (Wingstop)-এর ফ্রাঞ্চাইজি ফির (franchisee fee) রাজস্ব, এক্সনমোবিল (ExxonMobil)-সমর্থিত তেল কূপ থেকে তেল বিক্রি ও ক্লাউডএইচকিউ (CloudHQ)-এর প্রদত্ত কম্পিউটিং শক্তির চাহিদার সাথে সংযুক্ত ছিল।

এখন দেখার বিষয়, সামনের সপ্তাহ ও মাসগুলোতে এই প্রবণতা অব্যাহত থাকে কিনা।

সূত্র –

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্য ও নীতিবিবৃতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি এনবিসির “মিট দ্য প্রেস” (Meet the Press) অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি গ্যারান্টি দিতে পারছেন না যে তার বাণিজ্যিক শুল্ক (trade tariffs) দেশের অভ্যন্তরে পণ্যমূল্য বৃদ্ধি করবে না। তাছাড়া, তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ব্যাপারেও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি (inflation) নিয়ন্ত্রণে সহায়ক হবে। যদিও এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি শুল্ককে “আমাদের ধনী করবে” বলে উল্লেখ করেছেন, তবু তিনি সরাসরি এই প্রতিশ্রুতি দেননি যে এতে মার্কিন ভোক্তাদের খরচ বাড়বে না। তিনি বলেছেন, “আমি কোনো কিছুই গ্যারান্টি দিতে পারি না। আমি আগামীকালকেও গ্যারান্টি দিতে পারি না।”

একই সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেছেন যে, যেসকল কংগ্রেস সদস্য মার্কিন ক্যাপিটল (Capitol) দাঙ্গা নিয়ে তদন্ত করেছে, তাদের জেলে যাওয়া উচিত। যদিও পরক্ষণে তিনি কিছুটা নরম সুরে বলেন, “আমার সম্পূর্ণ অধিকার আছে। আমি প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা (chief law enforcement officer)। জানোই তো আমি প্রেসিডেন্ট, কিন্তু আমি এ বিষয়ে আগ্রহী নই।” এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের সাধারণ ক্ষমা (pardon) দেওয়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন।

সূত্র – 

তাইওয়ান সংক্রান্ত বিষয়ে চীনা সামুদ্রিক মোতায়েন (maritime deployment)

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় (Taiwan’s Defence Ministry) জানিয়েছে, চীনের সামুদ্রিক মোতায়েন সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে বড়। এটা মূলত তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং টে (Lai Ching Te)-র হাওয়াই (Hawaii) ও গুয়াম (Guam) সফরের প্রতিক্রিয়ায় এসেছে। এই অঘোষিত সফরগুলো চীনের ক্ষোভ উস্কে দিয়েছে, কারণ বেইজিং তাইওয়ানকে (Taiwan) নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।

বেইজিং এখনো কোনো সামরিক মহড়ার ঘোষণা দেয়নি বা এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি। তবে তাইওয়ানের গোয়েন্দা বিভাগের ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ ফর ইন্টেলিজেন্স (Deputy Chief of the General Staff for Intelligence) মঙ্গলবার জানিয়েছেন, চীন বিপুল সংখ্যক জাহাজ মোতায়েন করেছে। তিনি আরও জানান, এই মোতায়েন এতটাই ব্যাপক যে এটি বাইরের শক্তিকে বাধা দিতে সক্ষম এবং পিপলস লিবারেশন আর্মির (PLA) সাম্প্রতিক কার্যকলাপ শুধু তাইওয়ানের ওপর সামরিক চাপই বাড়ায়নি, বরং পশ্চিম প্রশান্ত মহাসাগরে (western Pacific) এর নৌসেনাদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এদিকে, লাই চিং টে’র সফরের পর সম্ভাব্য সামরিক মহড়া নিয়ে তাইওয়ান সোমবার থেকেই উচ্চ সতর্কাবস্থায় আছে। তারা মনে করছে, চীন কোনো না কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে।

সূত্র – 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বিচার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) আজ প্রথমবারের মতো তার দুর্নীতির মামলায় সাক্ষ্য দিয়েছেন। তাকে ঘুষ (bribery), জালিয়াতি (fraud) এবং বিশ্বাসভঙ্গের (breaches of trust) অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যা তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু ২০১৯ সালে অভিযুক্ত হওয়ার মধ্য দিয়ে ইসরায়েলের ইতিহাসে দায়িত্বে থাকা কোনো প্রধানমন্ত্রী হিসেবে অপরাধে অভিযুক্ত হওয়ার প্রথম নজির স্থাপন করেন।

অভিযোগগুলো তিনটি ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত। একটিতে অভিযোগ, তিনি অনুচিতভাবে লক্ষ লক্ষ ডলারের উপহার পেয়েছেন; অন্য দুইটিতে অভিযোগ, তিনি মিডিয়া টাইকুনদের (media tycoons) জন্য সুবিধাজনক বিধি-বিধান (advantageous regulation) করে তাদের কাছ থেকে ইতিবাচক সংবাদ কাভারেজ আদায় করেছেন।

ইসরায়েলি আইনে নেতানিয়াহুকে বিচার চলাকালীন পদত্যাগ করতে হবে না, এবং আপিল প্রক্রিয়া চলাকালীনও তিনি পদে থাকতে পারবেন। তেল আবিব ডিস্ট্রিক্ট কোর্টে (Tel Aviv District Court) প্রবেশের সময় নেতানিয়াহুকে আত্মবিশ্বাসী হাসি হাসতে দেখা গেছে। তবে বিচার প্রক্রিয়া তার রাজনৈতিক কাজের সময়সূচীর উপর প্রভাব ফেলতে পারে। তার সাক্ষ্যপ্রদান সপ্তাহে তিন দিন, প্রতিদিন ছয় ঘণ্টা করে, কয়েক সপ্তাহ ধরে চলবে। এই সময়ে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধরত। তবুও নেতানিয়াহু বলছেন, তিনি মনে করেন যুদ্ধ এবং বিচারকার্য একযোগে চালানো সম্ভব।

২০২২ সালের নির্বাচনে আবার ক্ষমতায় ফিরে আসার পর নেতানিয়াহুর সরকার বিচারব্যবস্থার ক্ষমতা কমানোর (judicial overhaul) উদ্যোগ নেয়, যা দেশটিতে গভীর মেরুকরণ ঘটায়। তবে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই উদ্যোগ মূলত স্থগিত রয়েছে।

সূত্র – 

ইউনাইটেডহেলথ গ্রুপ (UnitedHealth Group)-এর এক নির্বাহীর হত্যায় সন্দেহভাজন গ্রেফতার

ইউনাইটেডহেলথ গ্রুপ (UnitedHealth Group)-এর এক নির্বাহী হত্যার অভিযোগে পাঁচ দিনব্যাপী খোঁজাখুঁজির পর একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনের নাম লুইজি ম্যানজিওনে (Luigi Mangione), বয়স ২৬, তিনি মেরিল্যান্ড (Maryland)-এর বাসিন্দা। তাকে পেনসিলভানিয়ার (Pennsylvania) আল্টুনা (Altoona) শহর থেকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি “ঘোস্ট গান (ghost gun)”, সাইলেন্সার (suppressor), ভুয়া নিউ জার্সি আইডি কার্ড (fake New Jersey ID card), এবং হাতে লেখা একটি নথি পাওয়া যায়, যেখানে পুলিশের ভাষ্যমতে কর্পোরেট আমেরিকার (corporate America) প্রতি ক্ষোভ প্রকাশ পেয়েছে।

নিউ ইয়র্ক সিটিতে (New York City) গত সপ্তাহে ইউনাইটেডহেলথকেয়ার (UnitedHealthcare) সিইও ব্রায়ান থম্পসন (Brian Thompson)-এর নিহত হওয়ার ঘটনা শুধু এই আটক অভিযানই নয়, হত্যার উদ্দেশ্য নিয়ে অনেক জল্পনা তৈরি করেছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের স্থানে পাওয়া বুলেটের খোসাগুলোতে “deny”, “defend” এবং “depose” শব্দগুলো লেখা ছিল। বড় বড় মার্কিন স্বাস্থ্যবীমা কোম্পানিগুলোর সমালোচকরা এ তিনটি শব্দকে “three Ds” হিসেবে অভিহিত করেন – অর্থাৎ রোগীদের দাবি পরিশোধ না করতে, প্রতিরোধ করতে এবং আইনি প্রক্রিয়ায় সংস্থার পক্ষে অবস্থান নিতে ব্যবহৃত কৌশল।

আটককৃত লুইজি ম্যানজিওনের আগে কোনো গ্রেফতার হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশ, তিনি বাল্টিমোরের (Baltimore) একটি স্বনামধন্য পরিবারের সন্তান, তার স্কুলে সর্বোচ্চ ফলাফল করে ভ্যালেডিক্টোরিয়ান (valedictorian) হন এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় (University of Pennsylvania) থেকে কম্পিউটার সায়েন্সে (computer science) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেগুলো ম্যানজিওনের বলে ধারণা করা হচ্ছে, সেগুলো থেকে দেখা গেছে সাম্প্রতিক মাসগুলোতে তিনি পরিবার ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। তার “এক্স (X)” অ্যাকাউন্টের ব্যানার ছবিতে সার্জারির পর পিঠের মেরুদণ্ডের এক্স-রে (X-ray) দেখা যায়, যাতে স্ক্রু ও প্লেট বসানো আছে। মার্কিন মিডিয়া সূত্রে জানা যায়, তার বন্ধুদের মতে, তার পিঠের সার্জারি হয়েছিল। এখনো স্পষ্ট নয় যে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (US Healthcare system) তার অভিজ্ঞতা কি তার এই দৃষ্টিভঙ্গির পেছনে কোনো ভূমিকা রেখেছিল কিনা।

সূত্র – 

৯ই ডিসেম্বর, ২০২৪ – সোমবার

  • ইউন সুক ইয়োলের অভিশংসন প্রচেষ্টায় ব্যর্থতা ও তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা
  • সিরিয়ায় আসাদের পতন এবং নতুন যুগের সূচনা
  • রোমানিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বাতিল

ইউন সুক ইয়োলের অভিশংসন প্রচেষ্টায় ব্যর্থতা ও তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ার সমস্যায় জর্জরিত রাষ্ট্রপতি ইউন সুক ইয়ল (President Yoon Suk Yeol) সপ্তাহান্তে সামান্য ব্যবধানে একটি অভিশংসন (impeachment) প্রস্তাব থেকে বেঁচে গেছেন। তবে দেশের রাজনৈতিক সংকট এখানেই থেমে নেই, কারণ বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং বিরোধীদল-নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ (National Assembly) এই সপ্তাহে আবারো একটি অভিশংসন প্রস্তাব উত্থাপনের অঙ্গীকার করেছে।

রাষ্ট্রপতি ইউন (Yoon) গত সপ্তাহে আকস্মিকভাবে মঙ্গলবার রাতে সামরিক আইন (martial law) জারি করেন, যা ছয় ঘণ্টার টানা বিক্ষোভ এবং সংসদীয় বিরোধিতার (parliamentary opposition) জন্ম দেয়। পরবর্তীতে তিনি এই আদেশ তুলে নিতে বাধ্য হন। তার এই আচরণ দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দেয়।

ইউনকে অভিশংসন করতে জাতীয় পরিষদের ৩০০ সদস্যের মধ্যে ২০০ জনের সমর্থন প্রয়োজন। প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি (Democratic Party) এবং অন্যান্য ছোট বিরোধী দলগুলো সম্মিলিতভাবে প্রায় ১৯৫টি আসন ধারণ করে বলে ধারণা করা হয় (মূল পাঠে এ অংশ অসম্পূর্ণ ছিল, এখানে যৌক্তিক সংশোধন করা হলো)। অভিশংসন ভোটের সময় ইউন-এর দল পিপল পাওয়ার পার্টি (People Power Party) থেকে কিছু সদস্য ভোটে অংশ নেয়, তবে অন্য ১০৫ জন তা বয়কট করে। বয়কটের ফলে মোট ভোট ২০০ পর্যন্ত পৌঁছায়নি, তাই অভিশংসন প্রস্তাব পাস হয়নি।

শনিবার, রাষ্ট্রপতি ইউন তার কর্মকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি আর কখনো সামরিক আইন জারি করবেন না। তবে বিরোধীপক্ষ অভিযোগ করছে যে তার দল আবারও একধরনের অভ্যুত্থান চেষ্টা করেছে। বিরোধীদলের অভিযোগ অনুযায়ী, ইউন ও তার পিপল পাওয়ার পার্টি এমন একটি পরিকল্পনা করেছিল যাতে রাষ্ট্রপতি ইউন বিদেশ ও অভ্যন্তরীণ বিষয়ে নিজেকে সরিয়ে রেখে তার প্রধানমন্ত্রীকে (prime minister) সাময়িকভাবে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নিতে দেন। বিরোধীদলের ভাষায় এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন (blatant constitutional violation) এবং কোন আইনগত ভিত্তি নেই। তারা ঘোষণা করেছে যে তারা প্রতি শনিবার অভিশংসন ভোট আনবে। এক্ষেত্রে তারা এই আশা করছে যে, চাপ অব্যাহত রেখে বিক্ষোভ চালিয়ে গেলে ইউন-এর দলের আরো সদস্য ভোটে অংশ নেবে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত ব্যুরোর (Corruption Investigation Bureau) প্রধান প্রসিকিউটর (chief prosecutor) রাষ্ট্রপতি ইউন সুক ইয়ল এবং তার শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা (travel ban) জারি করেছেন। রাষ্ট্রপতি ইউন এখন রাষ্ট্রদ্রোহ (treason) এবং ক্ষমতার অপব্যবহারের (abuse of power) অভিযোগে তদন্তের অধীনে রয়েছেন।

সূত্র –

সিরিয়ায় আসাদের পতন এবং নতুন যুগের সূচনা

সিরিয়ার এখন পতিত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সপ্তাহান্তে দেশত্যাগ করেন বিদ্রোহী বাহিনীর (rebel offensive) এক ঝড়ো অভিযানে, যা আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান ঘটায়। আসাদের অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, এমনকি তাকে দামেস্ক (Damascus) ত্যাগ করার সময় বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার গুজবও ছড়ায়।

৮ই ডিসেম্বর রবিবার, রাশিয়ান (Russian) মিডিয়ায় ক্রেমলিন (Kremlin) সূত্র উল্লেখ করে জানানো হয় যে আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছে এবং মানবিক কারণে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এই নাটকীয় পতন ১৩ বছরের গৃহযুদ্ধের (civil war) পর এলেও, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এটি বাস্তবে রূপ নেয়। ইদলিবভিত্তিক (Idlib-based) ইসলামী বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস (HTS) একে একে আলেপ্পো (Aleppo), হামা (Hama), হোমস (Homs) এবং শেষ পর্যন্ত দামেস্ক দখল করে নেয়। আসাদের প্রধান সমর্থক ইরান (Iran) ও রাশিয়া যখন সহায়তা দিতে অনাগ্রহী বা অক্ষম হয়ে ওঠে, তখনই এই পতন ঘটে।

সিরিয়ার ভেতরে এবং বহির্বিশ্বে ছড়িয়ে থাকা সিরীয়রা আসাদের পতন উদযাপন করছে। সিরিয়ার অভ্যন্তরে আসাদ এবং তার পিতার মূর্তি টেনে নামানো হচ্ছে। পাশাপাশি কুখ্যাত সেডনায়া কারাগার (Sednaya prison) (যা “মানব কসাইখানা (human slaughterhouse)” নামে পরিচিত) সহ বেশ কিছু কারাগার খুলে দেওয়া হয়েছে। অনেক পরিবার এখন আশা করছে যে তারা বছরের পর বছর নিখোঁজ থাকা আপনজনদের সাথে মিলিত হতে পারবে।

এখন সিরিয়া স্পষ্টতই একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ সম্পর্কে সবাই সতর্ক, কিন্তু দেশটি দীর্ঘ দিনের নৃশংস সংঘাত থেকে বেরিয়ে এসে নতুন করে কিছু গড়ার আশা দেখছে।

আসাদ সরকারের পতনের পর, ইসরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ঘোষণা করেন যে ইসরায়েলি সামরিক বাহিনী গোলান হাইটসের (Golan Heights) নিরস্ত্রীকরণ বাফার জোনে (demilitarized buffer zone) প্রবেশ করেছে এবং সাময়িকভাবে তা দখল করেছে। নেতানিয়াহু বলেন, আসাদ সরকারের পতনের ফলে এই অঞ্চলের স্থিতিশীলতা ভেঙে পড়েছে। আসাদের উৎখাত উদযাপন করলেও নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, “আমরা আমাদের সীমান্তে (border) কোনো বৈরী শক্তির (hostile force) স্থায়ী অবস্থান মেনে নেব না।”

ইসরায়েলি সরকার জানায় যে তারা সিরিয়ার অভ্যন্তরে কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে কৌশলগত অস্ত্রব্যবস্থা (strategic weapon systems) এবং সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র (chemical weapons) কেন্দ্রও রয়েছে। তাদের যুক্তি, এসব যেন উগ্রপন্থীদের (extremists) হাতে না পড়ে, তা নিশ্চিত করাই ছিল লক্ষ্য।

সূত্র –

রোমানিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বাতিল

এবার রোমানিয়ায় অবাক করা এক মোড় দেখা গেল। দেশটির সাংবিধানিক আদালত (Constitutional Court) রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম পর্বের ফলাফল বাতিল করেছে। এই পর্বটি নভেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হয়েছিল। ওই পর্বের বিজয়ী ছিলেন কার্যত অচেনা, স্বাধীন প্রার্থী (independent candidate) এবং উগ্র ডানপন্থী (far right), রুশপন্থী (pro Russian) ব্যক্তিত্ব কালিন জর্জেস্কু (Kalin Georgescu)।

তবে নতুনভাবে উন্মোচিত এক বিশাল তথ্যভাণ্ডার থেকে এখন অভিযোগ উঠেছে যে রাশিয়া (Russia) সামাজিক মাধ্যম জুড়ে জর্জেস্কুর পক্ষে বিশাল প্রচারণা চালিয়েছে। রোমানিয়ার সাংবিধানিক আদালত, কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে, জানিয়েছে যে একজন প্রার্থী বিশেষ সুবিধা পেয়েছেন এবং এতে ভোটারদের প্রকৃত ইচ্ছা বিকৃত হয়েছে।

প্রেক্ষাপট বোঝার জন্য বলা যায়, ২০২৪ সালের নির্বাচন রোমানিয়ার পোস্ট-কমিউনিস্ট (post communist) রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় চমক সৃষ্টি করেছিল। কারণ, দেশের দুটি প্রধান দল – বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস (Social Democrats) এবং মধ্য-ডানপন্থী লিবারাল (Liberals) দলের শীর্ষ নেতারা প্রথম রাউন্ডেই বাদ পড়েন। অন্যদিকে, সামান্য পরিচিত এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক জর্জেস্কু ২২.৯% ভোট পেয়ে প্রথম হন, যেখানে নির্বাচনের আগে তিনি মাত্র প্রায় ৫% সমর্থনে ছিলেন।

জর্জেস্কু আদালতের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন যে আদালত গণতন্ত্রকে (democracy) বাতিল করছে, এবং এখন রোমানিয়ায় আর কিছুই সাংবিধানিক নেই। অন্যদিকে, রোমানিয়ার বর্তমান পশ্চিমাপন্থী (pro Western) রাষ্ট্রপতি ক্লাউস ইয়োহানিস (Klaus Johannes) এক বিবৃতিতে বলেন, সংবিধান (constitution) গণতন্ত্রকে সুরক্ষার (shield) জন্যই কাজ করে। অশান্ত সময়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শান্ত, প্রাজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হয়।

তবে আদালতের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সেইভ রোমানিয়া ইউনিয়ন পার্টির (Save Romania Union Party) নেতা এলেনা লাসকনি (Elena Lasconi), যিনি দ্বিতীয় রাউন্ডে জর্জেস্কুর মুখোমুখি হতেন। তিনি বলেছেন যে এই সিদ্ধান্ত অবৈধ, অনৈতিক (immoral) এবং গণতন্ত্রের মূলকেই চূর্ণ করছে (crushes the very essence of democracy)। তার মতে, দ্বিতীয় রাউন্ড আগের পরিকল্পনামাফিক এগুনো উচিত ছিল।

ফলে, এখন নতুন তারিখ নির্ধারণ করে আবার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে।

সূত্র 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.




This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.