যদিও এরিস্টোটলকে সকল সময়ের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের মধ্যে একজন বলে মনে করা হয়, আশ্চর্যজনকভাবে আমরা এই প্রাচীন গ্রীক দার্শনিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কমই জানি। ২৪০০ বছর পূর্বে জন্ম নিয়ে প্লেটোর এই শিষ্য কেবল যুক্তির তত্ত্বেরই বিকাশ ঘটিয়ে যান নি, অনেকে তাকে প্রথম সত্যিকারের বিজ্ঞানী বলেও দাবী করে থাকেন। কেননা তিনি পদার্থবিজ্ঞান থেকে জীববিজ্ঞান পর্যন্ত সবকিছু নিয়েই গবেষণা করেছেন। সম্প্রতি একজন গ্রীক আর্কিওলজিস্ট দাবী করেছেন যে তিনি এরিস্টোটলের সমাধি আবিষ্কার করেছেন যা তার জন্মস্থান মেসিডোনিয়া থেকে বেশি দূরে নয়।
এই বিতর্কিত দাবীটি তোলা হয় গ্রীসের থেসালোনিকি এর একটি কনফারেন্সে যা খ্রিষ্টপূর্ব ৩৮৪ অব্দে এরিস্টোটলের জন্মের স্মৃতিতে আয়োজিত হয়েছিল। ততদিনে এরিস্টোটলের জন্মস্থানের খননকার্য শেষ হয়ে যায়। খননকার্যটি টানা ২০ বছর ধরে চলেছিল। দাবীটি ঘোষণা করেন গ্রীক আর্কিওলজিস্ট কস্টাস সিসমানিডিস। তিনি বলেন, “আমার কাছে কোন শক্ত প্রমাণ নেই কিন্তু অনেক শক্তিশালী নির্দেশক আছে যা আমাকে প্রায় নিশ্চয়তার দিকে নিয়ে গেছে”। সমাধিটিকে আসলে আবিষ্কার করা হয় এক বছর পূর্বে। কিন্তু কেবল এখনই তারা এই সাইটটির অফিশিয়াল প্রেজেন্টেশন তৈরি করেছেন। এই প্রেজেন্টেশনে প্রাচীন রচনাও আছে যা এই সিদ্ধান্তটিকে দৃঢ় করেছে।
গবেষকগণ মনে করেন, সমাধিটির স্থান, আসেপাশের সুন্দর দৃশ্য এবং এর স্থাপত্যশিল্প নির্দেশ করছে যে এরিস্টোটলের অস্থিভষ্ম বা অ্যাশেজ এখানেই সমাহিত করা হয়েছে। কিন্তু এত কম এক্স্যাক্ট ডিটেইলস থাকার ফলে এই এভিডেন্স কেবলই পরোক্ষ। গবেষকগণ বলছেন, এই দালানটি ছিল একটি স্মারক যা মৃত্যুর পর এই মহান ব্যক্তিত্বের সম্মানার্থে তার জন্মস্থানে তৈরি করা হয়েছিল।
কিন্তু, দুটি প্রাচীন রচনায় রেকর্ড করা হয়েছে যে তার মৃত্যু খ্রিষ্টপূর্ব ৩২২ অব্দের পর হয়, এরিস্টোটলের অস্থভষ্মকে হয়তো তার মৃত্যুস্থল থেকে সরিয়ে নেয়া হয় (যেখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল) এবং স্ট্যাগিরা এর মনুমেন্ট বা স্মারকে পুনস্থাপিত করা হয়। এই নতুন বিল্ডিংটিকে খনন করে উপরে তোলা হয়েছে। ধারণা করা হচ্ছে এই দালানে ডোমড সিলিং বা গম্বুজ আকৃতির ছাদ এবং একটি চারকোণা মারবেল পাথরের মেঝে ছিল। কার্বন ডেটিং করে দেখা যায় এই দালানটি তৈরি হয়েছে হেলেনিস্টিক পিরিয়ড খ্রিষ্টপূর্ব ৩২৩ অব্দ থেকে ৩১ অব্দের মধ্যে। দালানটি ছাড়াও তারা অনেক মুদ্রা এবং রাজকীয় মৃৎশিল্পও খুঁজে পেয়েছেন যা আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের ছিল। আলেকজান্ডার এরিস্টোটলের শিষ্য ছিলেন।
সিসমানিডিস এর মতে, “এই সব কিছুই একটি উপসংহারেই আমাদেরকে নিয়ে যায় যে, এই আর্চড স্ট্রাকচারটির ধ্বংসাবশেষ ছিল এরিস্টোটলের সমাধির একটি অংশ”। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে, আরও বেশি সাক্ষ্যপ্রমাণ ছাড়া সত্যি এটা জানার উপায় নেই যে আসলেই এই সমাধিটি এরিস্টোটলের ছিল কিনা।
http://www.theguardian.com/world/2016/may/26/aristotle-burial-place-stagira-macedonia-greece
http://greece.greekreporter.com/2016/05/26/aristotles-2400-year-old-tomb-found-at-stagira-photographs/
– ভেলোসিটি হেড
Leave a Reply