
এই প্রথম রোগীর নিজস্ব কোষ থেকে তৈরি করা হল থ্রিডি প্রিন্ট করা হৃদপিণ্ড!
“দি আইল্যান্ড” মুভিটা দেখেছেন? ২০০৫ সালে এই সায়েন্স ফিকশন ঘরানার চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। এই গল্পের পটভূমি হচ্ছে ২০১৯ সালের। এই গল্পে দেখানো হয়, বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন একটি কম্পাউন্ডে কিছু মানুষ বাস করে (যাদের মধ্যে গল্পের প্রধান নায়ক ও নায়িকাও আছেন)। এই লোকদেরকে বলা হয়, বাইরের জগৎ এতটাই দূষিত যে […]